প্রবাস পরিবার

প্রবাস পরিবার Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di প্রবাস পরিবার, Creator digitale, Milan.

31/12/2024

📍 তুর্কি

সাদাকালো মনটাও যেখানে রঙিন হয়ে যায়। ইতিহাসের গভীরত্ব, সংস্কৃতিক বিশালত্ব আর ইউনিক জিওগ্রাফি এই দেশকে করে তুলেছে অনবদ্য। সমুদ্র, বাথ আর খাবারের প্রসিদ্ধততা তো আছেই!

টুরিস্ট ফ্রেন্ডলি হওয়ায় প্রতিবছর মিলিওয়নের অধিক পর্যটক এ দেশ ভ্রমণ করে যার অধিকাংশ লোক ইউরোপেরই।

📸mstfyan.

31/12/2024

নিম্নবিত্ত আর মধ্যবিত্তদের New year বলে কিছু থাকে না। তাদের শুধু সাল বদলায় আর কাঁধের উপর দায়িত্ব বাড়তে থাকে।

15/07/2024

জীবনে ঠিক ততোখানি সরল হােন, যতোখানি সরল হলে কেউ ঠকিয়ে যাওয়ার পরেও পায়ের তলার মাটি সরে যাবে না।🇵🇹✌️👏

15/07/2024

পড়াশোনা করে বাংলাদেশে কিছু করতে না পেরে এই দেশ ছেড়ে পালিয়েছি। ২০ লাখ টাকা ঘুষ দিয়ে বাংলাদেশে ৩০ হাজার টাকা বেতনে চাকরি নেওয়ার পক্ষে আমি ছিলাম না। তার উপর আবার আমার মুক্তিযোদ্ধার কোঠা নেই। আবার দেশটা তো আমারও না অন্য একজনের বাপের।

যে রাজাকারকে ৫০ বছর ধরে ঘৃনা ভরে দেখা হতো আজ সেই রাজাকার ট্যাগ নিচ্ছে মানুষ নিজেই। দেশ কেন স্বাধীন হয়েছিল? তুমি কে আমি কে?

13/06/2024

নন সেনজেন দেশে পাঠাতে পারবেন। ভালো কমপানিতে কাজ ১০০ % দিতে পারবেন। কাজের গ্যারানটি নিয়ে, কাজ করে দিতে পারবেন। শুধু ভিসাই সফলতা, না সফলতা, হলো উক্ত দেশে গিয়ে আবস্থান করে, ২/৪ বছর কাজ করে, টাকা, তোলাই সফলতা।

13/06/2024

কি দেশে থাকি ভাই🫥
চুরি হওয়া থেকে নিরাপদ থাকতে মানুষ ব্যাংকে টাকা রাখে, আর এখন নাকি ব্যাংকের ভল্ট থেকেই টাকা চুরি হয়ে যায়!! 👍👍

13/06/2024

যেসকল প্রবাসী ভাই গুলো আগের ঈদের মতো এবার ও নিজের পরিবারের সাথে ঈদ করতে পারলেন না। তাদের জন্য বিনম্র শ্রদ্ধা।

স্যালুট রেমিটেন্স যোদ্ধা, সুস্থ থাকুন, ভালো থাকুন।

আপসোস এর বিষয় একটাই সাধারণ প্রবাসিবাংলাদেশি পাসপোর্ট অফিস, বিএমইটি,এয়ারপোট, সবখানেই, কৃত্রিম সমস্যা এবংবাংলাদেশিদের। প্রবাসে যেতে এশিয়ার সবচেয়ে বেশি ব্যায় ।

12/06/2024

এতদিন তো সবাই ইনফরমেশন দিলেন এবং নিলেন আজকে কিছু ভিন্নধর্মী কথা নিয়ে পোস্ট করব ।
ভিন্নধর্মী কথার মধ্যে সবচেয়ে আলোচ্য বিষয় হলো যদি আপনি কোথাও ফাইল জমা করেন এবং সেটা আপনার আত্মীয়-স্বজন অথবা এলাকার মানুষ জেনে যায় তাইলে এরাই আপনার জীবন তেজপাতা করে দেওয়ার জন্য যথেষ্ট ।

এবার বলতে পারেন জীবন তেজপাতা করে দেওয়ার জন্য এলাকার মানুষ অথবা আত্মীয় স্বজন কেন দায়ী হবে কারণ এজেন্সিতো আপনার কাজ ঠিক সময় তুলে দিতে পারছে না এটা এজেন্সির ব্যর্থতা । এখন মুল কথা হলো এজেন্সি যদি কাজ তুলে দিতে না পারে সেখানে তো একজন যাত্রী অবশ্যই কষ্টে থাকে । আবার ভালো এজেন্সি যে একটা যাত্রীর জন্য চেষ্টা করে না সেটাও কিন্তু নয় কারণ তারা বিজনেস করতে আসছে তারা চেষ্টা করে যাত্রীদের কাজ তাড়াতাড়ি তুলে দিতে ।
কিন্তু অনেক সময় embassy তালবাহানায় এজেন্সির লোকজন ঠিক সময়ে কাজ তুলে দিতে পারে না । আর আমি একজন ক্লাইন্ট এটা নিয়ে আমার তেমন কোন মাথা ব্যাথা নাই আল্লার নাম করে দিছি হইলে হইবো না হইলে না হইবো ।

এবার আসি মূল কথায় কেন এলাকার লোকজন এবং আত্মীয়-স্বজন জীবন তেজপাতা করে দেয় ।
প্রথমত আপনি যখন পাসপোর্ট করবেন শেখান থেকেই শুরু ।
দেখা হলেই বলবে পাসপোর্ট করছো কোন দেশে যাইবা কোথায় জমা করবা ?
যে পর্যন্ত কোথাও জমা না করবেন সে পর্যন্ত শুধু এরকম প্রশ্নই জিজ্ঞেস করবে ।

তারপর আপনি যখন কোথাও পাসপোর্ট জমা করবেন কোন একটা দেশের জন্য । আর জমা দেওয়ার পরে আপনি আপনার আত্মীয়-স্বজনকে অথবা এলাকার লোকজনকে জানাইছেন , আর এই জানানোটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল যেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ।
তারা যাইতে, আসতে, এমনকি খাইতে, যখনই দেখা হবে তখনই জিজ্ঞেস করবে কতদূর আগাইলো কাজ । তোমার যাওয়ার তো কোনো খোঁজই নাই , কবে যাইবা আর । আদৌ কি যাইবা , কোথায় জমা করছো কোন দেশের জন্য জমা করছো, দেশে কোন দালালই ভালো না দেখো টাকা-পয়সা মাইরা দেয় কি না ব্লা ব্লা ব্লা ।
এইরকম আত্মীয়-স্বজন আর এলাকার লোকদের জন্য টয়লেট ও ঠিক মতো করা যায় না 🐸😁

মাঝেমধ্যে এমন মনে হয় যেন আমি বিদেশ যাচ্ছি না আমার এলাকার লোকজন এবং আমার আত্মীয়-স্বজন বিদেশ যাচ্ছে । আর আমার বাবা মায়ের থেকে ওরাই আমাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে ।

বিদেশ যেতে কিছুটা দেরি হইলে ডিপ্রেশনে ফেলে দেওয়ার জন্য আত্মীয়-স্বজন এবং এলাকার লোকজনই যথেষ্ট 🥱

12/06/2024

শিক্ষদের হাতে বেত ফিরিয়ে দিন,
স্কুলের বাচ্চাদের কাছ থেকে মোবাইল কেড়ে নিন।

সুদিন আবার ফিরবেই ফিরবে।

12/06/2024

পরর্তুগালে যারা নতুন আসছেন।সেফ এন্ট্রি করেন নাই।
আর করতে পারবেন না। তাই আপনারা সময় নষ্ট না করে অন্য দেশে গিয়ে চেষ্টা করে দেখেন।
এবং এখানে কাজ ও পাবেন না।
পরর্তুগালের মত আরও কয়েকটি দেশ আছে যে গুলোতে কাগজ হয়ার সম্ভবানা আছে। সেখানে যান গিয়ে চেষ্টা করুন। কারণ আপনাকে মানুষ জ্ঞান দিবে থাকা খাওয়ার টাকা দিবে না।

07/06/2024

একজন প্রবাসী তার পরিবারের জন্য অন্তত ২ টা মোবাইল ফোন নিয়ে আসত দেশে ,এখন ২টা ফোন নিয়ে যেতে পারবে না। তাহলে প্রবাসীরা টাকা কেন ব্যাংকে পাঠাবে? তাহলে আমরা কেন তাদের চিন্তা করবো,ব্যাংকের বিকল্প হুন্ডিতে পাঠাবো,তাহলেই শান্তি পাবে দেশের সরকার ? আমরা দেশের কথা চিন্তা করে কত কষ্ট করে রেমিট্যান্স পাঠাই,আর তারা দেশের টাকা বাহিরে পাঠিয়ে মজা নেয়।
.. #

03/06/2024

পর্তুগালের অভিবাসনে আমূল পরিবর্তনের ঘোষণা! বন্ধ হচ্ছে ট্যুরিষ্ট ভিসায় ও অবৈধ প্রবেশ করে রেসিডেন্স আবেদন এবং কাগজ পাওয়া। শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসায় আসা যাবে। অভিবাসনে ৪১টি নতুন পরিবর্তন রাষ্ট্রপতির সাক্ষরের অপেক্ষা।

Indirizzo

Milan

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando প্রবাস পরিবার pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi