Silent Protest নিরব প্রতিবাদ

Silent Protest  নিরব প্রতিবাদ Entertainment

05/11/2025

এক বৃদ্ধকে লাথি মারছে, লাঠি দিয়ে পিটাতে চাইছে শিবিরের প্যানেল থেকে জয়ী হওয়া ডাকসু প্রতিনিধি সর্বমিত্র চাকমা ও ডিইউ এর সদস্যরা । তার অপরাধ সে ঢাবি এরিয়াতে কেনো।

30/10/2025
27/10/2025

মৃত্যুর আগে সামিরার কাছে যা বলে গিয়ে ছিলেন সালমান শাহ ! ভিডিও কমেন্ট বক্সে ! Salman Shah Today News ! Samira Haque Interview

27/10/2025
14/09/2025

২০২৮ সাল পর্যন্ত আ’লীগ থাকতো ক্ষমতায়। কোনো নির্বাচন, আন্দোলন তো দূরে মুখ খুললেই হতো জেল। লুতফুজ্জামান বাবর জেলেই পঁচতো, ...
19/04/2025

২০২৮ সাল পর্যন্ত আ’লীগ থাকতো ক্ষমতায়। কোনো নির্বাচন, আন্দোলন তো দূরে মুখ খুললেই হতো জেল।

লুতফুজ্জামান বাবর জেলেই পঁচতো, সালাহুদ্দীন আহমেদ শীলংয়েই থাকতেন। আয়নাঘরে বন্দি থাকতো কত কত বিএনপি, জামাত, হেফাজতকর্মী।

কথা বলতে না পারার গ্লানি নিয়ে বোবার মতো আমরাও কাটিয়ে দিতাম দিনের পর দিন। দ্রব্যমূল্য, সিন্ডিকেট, চাঁদা, দুর্নীতি আর কত সব বোঝা নিয়ে ঘরে বসে গাল চাপড়াতাম।

শিক্ষার্থীরা এবং জনগন আন্দোলন করে মিনি জাহান্নাম থেকে আমাদের উদ্ধার করলো, এখন তাদেরকে দ্রুত হঠাও। যে প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমে এলো কোটি কোটি মানুষ, তাদের আবদানের কোনো দাম নাই, তাদের রক্তের কোনো মূল্য নাই।

কিসের সংস্কার, কিসের বিচার, দাও নির্বাচন। আমাদের ক্ষমতা লাগবে। জানুয়ারি থেকে জুন মাত্র ৫ মাস, সেটাও দিচ্ছি না আমরা। অসন্তুষ্ট। ডিসেম্বরেই নির্বাচন লাগবে। বাহ..

দেশ ভালো চলছে, মানুষ সুখে আছে, রিজার্ভ বাড়ছে, দুর্নীতির অর্থ জব্দ হচ্ছে, হচ্ছে সংস্কার- এসব থোরাই কেয়ার। এ জন্যই আল্লাহপাক বলছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল-ইসরা (১৭)
#কপি_পোস্ট

এটা খুবই সিরিয়াস একটি পোস্টডক্টর ইউনুস পশ্চিমা বিশ্বের সর্বোচ্চ সম্মাননা ছেড়ে আর আশিক চৌধুরী সিঙ্গাপুরে বিলাসবহুল জীবন ছ...
17/04/2025

এটা খুবই সিরিয়াস একটি পোস্ট
ডক্টর ইউনুস পশ্চিমা বিশ্বের সর্বোচ্চ সম্মাননা ছেড়ে আর আশিক চৌধুরী সিঙ্গাপুরে বিলাসবহুল জীবন ছেড়ে এদেশে এসেছেন
দেশকে বহির্বিশ্বের তুলে ধরতে, অথচ এই দুইজনের সাথে এবং নিচের জন্য এর সাথে যদি
ভোটাভোটি হয় তাহলে নিচের ৩৩ মামলার আসামি জাকির ভোটে জিতবে।

গণতন্ত্রের সবচেয়ে বড় খারাপ দিক হলো এখানে বোকাদের ভোটে অযোগ্যরাও ক্ষমতার স্বাদ পেয়ে দেশকে লুটে পুটে খায়.

এজন্য পশ্চিমা বিশ্বে শিক্ষিতো মানুষের ভোটে যোগ্যরা দেশ চালায় দেশের স্বার্থে , আর এশিয়াতে বোকা অশিক্ষিতদের ভোটে five পাশ করা লোকেরা দেশ চালায় দেশকে পশ্চিমাদের কাছে বিক্রি করতে।
#কপি_পোস্ট

✔ হিটলার, একজন অমুসলিম । ৬০ লক্ষ ইহুদি হ"ত্যা করেছিলো। মিডিয়া একবারও তাকে জ*ঙ্গি বলেনি সে খৃষ্টান টের*রিস্ট !!!✔ জোসেফ ...
20/03/2025

✔ হিটলার, একজন অমুসলিম । ৬০ লক্ষ ইহুদি হ"ত্যা করেছিলো। মিডিয়া একবারও তাকে জ*ঙ্গি বলেনি সে খৃষ্টান টের*রিস্ট !!!

✔ জোসেফ স্ট্যালিন, একজন অমুসলিম । সে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে, এবং ১৪. ৫ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেছে। মিডিয়া একবারও তাকে বলেনি সে খৃষ্টান টে*ররিস্ট !!!

✔ মাও সেতুং একজন অমুসলিম। ১৪ থেকে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে ! মিডিয়া একবারও তাকে বলেনি সে বৌদ্ধ টের*রিস্ট !!!

✔ মুসোলিনী (ইটালী) ৪ লাখ মানুষ হত্যা করেছে ! সে কি মুসলিম ছিল ? অন্ধ মিডিয়া একবারো বলে নাই খৃষ্টান টে*ররিস্ট !!!

✔ অশোকা (কালিঙ্গা বেটল) ১ লাখ মানুষ হত্যা করেছে ! মিডিয়া একবারও তাকে বলেনি সে হিন্দু টের*রিস্ট !!!

✔ আর জজ বুশ ইরাকে, আফগানিস্থানে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ হত্যা করেছে ! মিডিয়া তো বলে নাই, খৃষ্টান টে*ররিস্ট !!!

✔ এখনো মায়ানমারে প্রতিদিন মুসলিম রোহিঙ্গাদের খুন, ধর্ষণ, লুটপাট, উচ্ছেদ করছে ! তবুও কোনো মিডিয়া বলে না বৌদ্ধরা টেরো*রিস্ট !!!

✒ ইতিহাস সাক্ষী পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় গন*হ/ত্যা করেছে নন মুসলিমরা আর এরাই দিন রাত গণতন্ত্র জপে মুখে ফেনা তুলে ! অথচ এদের দ্বারাই মানবতা লুন্ঠিত ! বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্নঃ....☟☟☟☟

☞ যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল ?

☞ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল?

☞ যারা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, তারা কি মুসলিম ছিল ?

☞ যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হ/ত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল?

☞ যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকাতে ১০০ মিলিয়ন এবং দক্ষিন আমেরিকাতে ৫০ মিলিয়ন রেড-ইন্ডিয়ানকে হ/ত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল ?

☞ যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল। যাদের ৮৮ ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল, তারা কি মুসলিম ?

✒যখন কোন অমুসলিম কোন খারাপ কাজ করে, নির্যাতন করে, খুন করে তখন এটাকে বলা হয় অপরাধ !

আর যখন কোন মুসলিম হাজার নির্জাতনের শিকার হয়ে একবার প্রতিবাদ করে তখন এটাকে বলা হয় মৌ*লবাদ ! জ/ঙ্গী*বাদ !!!

একটা ভবিষ্যৎবাণী করি। আগামী ৪ বছরে নির্বাচন হবেনা। নির্বাচন হতে পারে ২০২৮-২৯ এর দিকে। এর মধ্যে ড. ইউনুস আন্তর্জাতিক সমর্...
18/03/2025

একটা ভবিষ্যৎবাণী করি।

আগামী ৪ বছরে নির্বাচন হবেনা। নির্বাচন হতে পারে ২০২৮-২৯ এর দিকে। এর মধ্যে ড. ইউনুস আন্তর্জাতিক সমর্থন এবং সহায়তা নিয়ে, আর দেশপ্রেমিক কিছু যোগ্য মানুষকে কাজে লাগিয়ে দেশটাকে এমন পর্যায়ে উন্নত এবং সমৃদ্ধ করবেন যা গত ৫৪ বছর এ দেশের মানুষ চেয়েছিল। এবং এই পুরো ব্যাপারটা হবে সেনাবাহিনীর প্রত্যক্ষ পরোক্ষ সহায়তায়। দেশে আর্মি শাসন আসবেনা, কারণ আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়। বরং আর্মির সহায়তায় ড. ইউনুসই দেশ চালাবেন। ল এন্ড অর্ডার দেখবে আর্মি, আন্তর্জাতিক সম্পর্ক এবং সহায়তায় দেশকে পুনর্গঠন করবেন ড. ইউনুস। ২০০৮ এর মত দূর্নীতির বিরুদ্ধে একটা হার্ডলাইন একশানে যাবে সরকার। আওয়ামিলীগ, বিএনপি, জামাত, ছাত্রদের নতুন দল, সব মিলিয়ে যেই দূর্নীতির সাথে জড়াবে তাকেই পিডাইয়া পিঠের চামড়া তুলে ফেলবে।

এই প্রসেসে বিএনপি জনপ্রিয়তা হারাবে, ছাত্রদের দল নিজেদের লোকের অন্যায় কন্ট্রোল করতে না পারলে তারা হাওয়ায় মিলিয়ে যাবে, সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারা গণ অভ্যুত্থান করেছিল এবং সর্বস্তরের মানুষের কাছে ইউনুস সরকারের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বাড়বে।

দেশে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বিনিয়োগ বাড়বে, বিদেশি বড় বড় কোম্পানি দেশে আসবে, আইন শৃঙ্খলা নিরাপত্তা অনেকগুণ বাড়বে, সরকারি সেবার মান বাড়বে, ঘুষ কমবে, দ্রব্যমূল্য নাগালের মধ্যে থাকবে, কর্মসংস্থান তৈরি হবে। গণতন্ত্র ব্যহত হলেও মানুষ ভ্রুক্ষেপ করবেনা। ভারত সব ষড়যন্ত্র ভুলে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে চাইবে। সরকারের বিশেষায়িত সংস্থা যেমন দুদক, মহাকাশ গবেষণা সংস্থা, পাট অধিদপ্তর, কারিগরি অধিদপ্তর, ওয়াসা, কৃষি অধিদপ্তরসমূহ, স্বাস্থ্য অধিদপ্তর, বিদ্যুৎ অধিদপ্তরসমূহ ইত্যাদিতে আমলাতন্ত্র বন্ধ করে নেতৃত্বে পদায়ন করা হবে স্ব স্ব সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে। কোথাও মহাপরিচালক, কোথাও এমডি।

সর্বোপরি দেশটা আগাবে। শুধু এটুকু দোয়া করি, উনি যাতে দীর্ঘজীবী হন। দেশ উনার কাছে অনেক কিছুই পাওয়া বাকি।

17/03/2025

হাসিনাকে ফেরানোর গোপন মিশনে ১৪জন ‘ইনসাইডার’ ।
জানা গেল ভয়াবহ তথ্য।
সচেতন না হলে হতে পারে মহা সর্বনাশ।।

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মা...
04/02/2025

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদার কথা ভাবে। নারী ও পুরুষের চাহিদার এই ভিন্নতার কারণেই তাদের সম্পর্ক আরও জটিল এবং গভীর।

পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে শারীরিক সংযোগে। যদি আপনি আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চান, তবে তার সাথে অবশ্যই শারীরিক Attachment থাকা প্রয়োজন, এবং তা মন থেকে হতে হবে।

নারীরা, বিপরীতে, মানসিক Attachment-এ বেশি গুরুত্ব দেয়। যদি তার মন ভালো থাকে, তাহলে সে স্বাভাবিকভাবেই শারীরিক সংযোগে আগ্রহী হয়। কিন্তু যদি তার মানসিক অবস্থা ভালো না থাকে, তাহলে সে কোনো কিছুতেই সাড়া দেয় না। নারীর মনই তার আসল শক্তি।

একজন নারী চাইলে একজন পুরুষের জীবনকে নতুন করে সাজাতে পারে। আবার সেই নারী চাইলে একজন পুরুষের জীবনকে পুরোপুরি নষ্টও করে দিতে পারে।
একজন নারী চাইলেই একজন পুরুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। আবার চাইলে তাকে অসম্মানের তলানিতে নামিয়ে আনতে পারে।
নারী চাইলে একজন পুরুষকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে। আবার চাইলে তাকে নিঃস্ব করে দিতে পারে।
নারী চাইলে একটি সুন্দর পরিবার এবং সুখী সংসার গড়ে তুলতে পারে। আবার চাইলে সেই সংসারকে ধ্বংস করে দিতে পারে।
নারী একজন পুরুষকে পরিবার, সমাজ, এবং নিজের প্রতি আবদ্ধ রাখতে পারে। আবার চাইলে সে পুরুষকে একা করে, পরিবারহীন করে ছুঁড়ে ফেলে দিতে পারে।
নারী তার শিক্ষা, শক্তি, মায়া, ভালোবাসা এবং মমতার মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
নারী চাইলে একজন পুরুষকে শত খারাপ অভ্যাস থেকে মুক্ত করে ভালো মানুষে পরিণত করতে পারে। আবার ভালো মানুষকে নষ্ট করতেও সক্ষম।

নারী, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস।
তুমি তোমার সৌন্দর্য, শিক্ষা, এবং ভালোবাসার শক্তি দিয়ে তোমার সংসার, পরিবার এবং সমাজকে সুন্দর করে তুলবে।
তোমার প্রেম হোক তোমার সংসার,
তোমার ভালোবাসা হোক তোমার স্বামী,
আর তোমার মায়ার বাঁধন হোক তোমার সন্তান।

নারী, তুমি চাইলেই অনেক কিছু করতে পারো। তুমি পারো, পুরো পৃথিবী বদলে দিতে!
©🌸

29/01/2025

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।

সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।

তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।”
সূত্র :- রেড্ডি।
সংগ্রহ :- ভাস্কর।

Indirizzo

Milan

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Silent Protest নিরব প্রতিবাদ pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Silent Protest নিরব প্রতিবাদ:

Condividi