
19/04/2025
২০২৮ সাল পর্যন্ত আ’লীগ থাকতো ক্ষমতায়। কোনো নির্বাচন, আন্দোলন তো দূরে মুখ খুললেই হতো জেল।
লুতফুজ্জামান বাবর জেলেই পঁচতো, সালাহুদ্দীন আহমেদ শীলংয়েই থাকতেন। আয়নাঘরে বন্দি থাকতো কত কত বিএনপি, জামাত, হেফাজতকর্মী।
কথা বলতে না পারার গ্লানি নিয়ে বোবার মতো আমরাও কাটিয়ে দিতাম দিনের পর দিন। দ্রব্যমূল্য, সিন্ডিকেট, চাঁদা, দুর্নীতি আর কত সব বোঝা নিয়ে ঘরে বসে গাল চাপড়াতাম।
শিক্ষার্থীরা এবং জনগন আন্দোলন করে মিনি জাহান্নাম থেকে আমাদের উদ্ধার করলো, এখন তাদেরকে দ্রুত হঠাও। যে প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমে এলো কোটি কোটি মানুষ, তাদের আবদানের কোনো দাম নাই, তাদের রক্তের কোনো মূল্য নাই।
কিসের সংস্কার, কিসের বিচার, দাও নির্বাচন। আমাদের ক্ষমতা লাগবে। জানুয়ারি থেকে জুন মাত্র ৫ মাস, সেটাও দিচ্ছি না আমরা। অসন্তুষ্ট। ডিসেম্বরেই নির্বাচন লাগবে। বাহ..
দেশ ভালো চলছে, মানুষ সুখে আছে, রিজার্ভ বাড়ছে, দুর্নীতির অর্থ জব্দ হচ্ছে, হচ্ছে সংস্কার- এসব থোরাই কেয়ার। এ জন্যই আল্লাহপাক বলছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল-ইসরা (১৭)
#কপি_পোস্ট