Sayma's Stories

Sayma's Stories 〰️Cake Artist, life-style, Travelling〰

আমি আমাতে'ই সীমাবদ্ধ ,আমি আমাতে'ই পরিপূর্ণ আমি আমাতে'ই খুশি।                                     আলহামদুলিল্লাহ
06/07/2025

আমি আমাতে'ই সীমাবদ্ধ ,আমি আমাতে'ই পরিপূর্ণ
আমি আমাতে'ই খুশি।
আলহামদুলিল্লাহ

আমি বিশ্বাস করি প্রত্যেকটা শখের একটা মেয়াদ থাকে। একটা সময়ে গিয়ে সামর্থ্য থাকলেও তখন আর শরীরে শক্তি থাকেনা। তাই সময় থাকতে...
01/07/2025

আমি বিশ্বাস করি প্রত্যেকটা শখের একটা মেয়াদ থাকে। একটা সময়ে গিয়ে সামর্থ্য থাকলেও তখন আর শরীরে শক্তি থাকেনা। তাই সময় থাকতে শখ পূর্ণ না হলে, পরে আর সেই শখ আনন্দ দেয় না।🌸

—__প্রতিটি মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু          রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া__...!
30/06/2025

—__প্রতিটি মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু
রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া__...!

কেক বানাতে যত'টা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে পিকচার নিতে 😍 সুন্দর সুন্দর পিকচার নিবো এটা আমার কাছে অনেক ভালো লা...
29/06/2025

কেক বানাতে যত'টা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে পিকচার নিতে 😍 সুন্দর সুন্দর পিকচার নিবো এটা আমার কাছে অনেক ভালো লাগা কাজ করে।।

#মনফালকন শহরের সবাই আশা করি কেক টেষ্ট করে দেখবেন ,কেক টেষ্ট আলহামদুলিল্লাহ ভালো পাবেন, নরমাল কেক থেকে কিছুটা ভিন্ন ধরনের টেস্ট পাবেন।🌸

28/06/2025
প্রতিটি সম্পর্কে'র যত্নের দরকার হয়, সম্মানের দরকার হয়,যত্ন ও সম্মান  না থাকলে কোনো সম্পর্ক টিকে না!!!
27/06/2025

প্রতিটি সম্পর্কে'র যত্নের দরকার হয়, সম্মানের দরকার হয়,
যত্ন ও সম্মান না থাকলে কোনো সম্পর্ক টিকে না!!!

22/06/2025
20/06/2025

😃আমি বাদ থাকোম কে!!

নিজেকে নিজে শান্তনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ক্ষমতা। 😊
18/06/2025

নিজেকে নিজে শান্তনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ক্ষমতা। 😊

17/06/2025

এক ভাইয়া গতকাল একটা ড্রেস অর্ডার করেছিলেন। তার প্রেমিকার জন্য।
আজকে হঠাৎ বলছেন অর্ডার ক্যান্সেল করে দিতে।
আমি কিছু জিজ্ঞেস না করে অর্ডার ক্যান্সেল করে দিয়েছি।

একটু পর আবার টেক্সট করে বলছেন, ড্রেস টা আমার লাগবে। আবার পাঠান প্লিজ।

আমি এবার জিজ্ঞেস করলাম - কি হয়েছে ভাই, একবার ক্যান্সেল করছেন আবার আধাঘন্টা পর বলছেন পাঠাতে। ব্যাপারটা কী?

উনি জানালেন- ড্রেসটা তার গার্লফ্রেন্ডের জন্য নিতে চেয়েছিলেন। কিন্তু আজ সকালে তাদের ঝগড়া লেগে রিলেশান ব্রেকাপ হয়ে গেছিলো।
তাই অর্ডার ক্যান্সেল করেছিলো। কিন্তু পরে আবার সব ঠিকঠাক হয়ে গেছে। তাই আবার নিচ্ছে। এবার নিচ্ছে একটা চিঠি সহ-

"রাগ একটু কমা নইলে আমিই একদিন কোমায় চলে যাব দেখিস।"

আমি চিঠিটা লিখার সময় মনে মনে হাসলাম। ভাইটার জন্য মায়া হলো। তাকে ফোন দিয়ে বললাম- আপনার এই ছোট শিক্ষামূলক স্টোরিটা কি সবার সাথে শেয়ার করতে পারি?

উনি বললেন- করতে পারবেন যদি আমার একটা কথায় রাজি হোন।

আমি জিজ্ঞেস করলাম কী কথা?

উনি প্রচন্ড স্যাড মুডে বললেন- অর্ডারটা প্লিজ ক্যান্সেল করে দেন।

সংগ্রহীত.....

Indirizzo

Monfalcone

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Sayma's Stories pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi