12/11/2024
এদেশে যে মাছ গুলো পাওয়া যায়, সে গুলো বেশিরভাগ সমুদ্রের। এর টেস্ট অনেক মজার। কিন্তু সেগুলো দেশী মসলা দিয়ে রাঁধলে কিন্তু ভালো লাগে না। এইজন্য সামান্য পাঁপড়িকা পাউডার আর লবন দিয়ে স্যামন মাছটা ভেজে টমেটো দিয়ে রান্না করলাম।
🐟🐟🐟🐟🐟🐟