Yudi Was Here

Yudi Was Here Hello Guys, I am a student Living in Italy. i make videos about Living in italy,visa & Admission
(1)

একদল মানুষ সর্বদা তোমার পথে বাধা সৃষ্টি করবে।  তুমি যদি ইতালি যেতে চাও বলবে - ভিসা রেশিও খারাপ , ভিসা হয় না , ইতালিতে সব...
07/01/2026

একদল মানুষ সর্বদা তোমার পথে বাধা সৃষ্টি করবে। তুমি যদি ইতালি যেতে চাও বলবে - ভিসা রেশিও খারাপ , ভিসা হয় না , ইতালিতে সবাই কামলা দিতে যায়।

যদি বলো আমেরিকা যাবে - বলবে ট্রাম সরকার ভালো না , সবাই কে বের করে দিচ্ছে , ইহুদি দেশ , রিফিউজি দিয়ে ভরপুর ।

যদি বলো নর্ডিক কোন দেশে যাবে যেমন সুইডেন , ফিনল্যান্ড ইত্যাদি। বলবে এইসব দেশে প্রচুর ঠান্ডা , ঠাণ্ডায় মানুষ মরে যায় , না খেয়ে থাকা লাগবে , চাকুরি নেই।

মোট কথা তুমি যাই বলো না কেনো সর্বদা তাদের নেগেটিভ উত্তর রেডি। বাস্তবচিত্র কি জানো? এরা কখনো আগারগাঁও পাসপোর্ট অফিস অব্দি যায় নি কিন্তু জ্ঞান দিবে সারাদুনিয়া যেনো ভেজে খেয়ে বসে আছে।

07/01/2026

বাংলাদেশে লাইফ কেমন যাচ্ছে?

07/01/2026

কেনো ইতালি আসলাম উচ্চশিক্ষার জন্য ? মোট কত টাকা খরচ হয়েছিলো ?

ভিডিওটা ২০২৪ সালে শুট করা |

ইতালির রিজিওনাল স্কলারশিপ - যে কেউ এটার আবেদন করতে পারবে।  আবেদন করতে প্রয়োজন কেবল একটা অফার লেটার।  এবার আপনি Moi দিয়ে ...
06/01/2026

ইতালির রিজিওনাল স্কলারশিপ - যে কেউ এটার আবেদন করতে পারবে।

আবেদন করতে প্রয়োজন কেবল একটা অফার লেটার। এবার আপনি Moi দিয়ে অফার লেটার ম্যানেজ করুন বা Ielts দিয়ে। আপনার সিজিপিএ হাই অথবা লো এটাও মেটার না। ইউনিভার্সিটি অফার লেটার দিলে আপনি এই স্কলারশিপ এর আবেদন করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে?
ফুল প্রসেস ১ম কমেন্টে দেয়া আছে।

#ইতালি

06/01/2026

Naples - Italy 🇮🇹 | নেপোলি শহরের কেউ দেখলে কমেন্টে জানাবেন।

বিদেশে উচ্চশিক্ষার জন্য টাকার চেয়ে বেশি দরকার হলো ভালো একাডেমিক প্রোফাইল।  অনেকের টাকা আছে কিন্তু একাডেমিক যোগ্যতা নেই। ...
06/01/2026

বিদেশে উচ্চশিক্ষার জন্য টাকার চেয়ে বেশি দরকার হলো ভালো একাডেমিক প্রোফাইল। অনেকের টাকা আছে কিন্তু একাডেমিক যোগ্যতা নেই। ফলে ভালো কোন ভার্সিটি থেকে অফার লেটার পায় না। আবার অনেকেরি আমার মত আহামরি টাকাপয়সা নাই কিন্তু মনে অনেক ইচ্ছা বিদেশে উচ্চশিক্ষার। চেষ্টা করুন জিপিএ/সিজিপিএ ভালো তুলার + IELTS এ ভালো স্কোর আনার।

বিশ্বাস করুন এই ২ টা জিনিস আপনার লাইফ পাল্টে দিবে। HSC কম্পলিট করার পর নিজের সখের গেমিং পিসি বিক্রি করি , গ্রাফিক্স কার্ড বিক্রি করে IELTS পরীক্ষা দিয়েছিলাম। মোট বাজেট ছিলো ২ লক্ষ টাকা যার ভেতর IELTS কোর্স,পরীক্ষার ফি , ডকুমেন্টস রেডি করা , বিমানের টিকিট , ভিসা ফি , ভার্সিটির আবেদন ফি , ভর্তি ফি + টিউশন ফি + দেশ ছারার সময় হাতে ক্যাশ সব মিলিয়ে এই ২ লক্ষ টাকা বাজেট ছিলো আমার।

এখন হয়ত ভাবছেন ছেলে পাগল হয়ে গেছে যেখানে বিমানের ভাড়াই ৮০ হাজার থেকে লক্ষ টাকা হয়।

কিন্তু মজার বেপার আমি একটা ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছিলাম যেখানে টিউশন ফি দিতে হয় নাই , আবেদন ফি নাই , মেডিক্যাল ইন্সুরেন্স ফ্রি , বই ফ্রি , ডর্মিটরি ফ্রি , বিমানের টিকিট ফ্রি। সব ফ্রি ছিলো কেবল যাওয়ার সময় কিছু টাকা হাতে নিয়েছিলাম আর কিছু টাকার শপিং করেছিলাম।

ইউরোপ আমেরিকা এশিয়া বা কোন দেশ কে প্রাধান্য দেই নি , প্রাধান্য দিয়েছিলাম স্কলারশিপ কে। যেহেতু টাকা নাই , আমায় উগান্ডাও যদি ফ্রি পাঠায় আমি যেতে রাজি।

আর সেই স্কলারশিপ দিয়েই আমার বিদেশের উচ্চশিক্ষার জার্নি শুরু হয়।

এখন এশিয়ার ৮ টা দেশ ঘুড়া হয়েছে , ইউরোপের ২৫ টা দেশ ঘুড়া কমপ্লিট। সব ই কিন্তু করেছি স্কলারশিপ এর টাকায়।

06/01/2026

2026 Will be the best year for me| keep me in your prayer

🇲🇹 মাল্টা কেনো বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অন্যতম সেরা চয়েস?ইউরোপে পড়াশোনা, কম খরচ, সহজ প্রসেস সবকিছুর পারফেক্ট কম্বিনে...
06/01/2026

🇲🇹 মাল্টা কেনো বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অন্যতম সেরা চয়েস?

ইউরোপে পড়াশোনা, কম খরচ, সহজ প্রসেস সবকিছুর পারফেক্ট কম্বিনেশন হলো Malta অনেকে জার্মানি/ফিনল্যান্ড নিয়ে ভাবলেও মাল্টা অনেক বেশি student-friendly এবং career-focused

⭐ মাল্টা কেনো আপনাকে আকর্ষণ করবে?

1️⃣ পড়াশোনার খরচ কম

অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায় টিউশন ফি তুলনামূলকভাবে কম, যা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অনেক সুবিধা।

2️⃣ IELTS অনেক সময় লাগে না

অনেক কোর্সে Medium of Instruction (MOI) দিয়ে ভর্তি হওয়া যায় বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বড় সুবিধা।

3️⃣ সহজ Admission & Visa Process

Documents কম লাগে + প্রসেসিং টাইমও খুব দ্রুত। Students-friendly system.

4️⃣ Full-time কাজের সুযোগ

মাল্টা ইউরোপের অন্যতম country যেখানে স্টুডেন্টরা সহজে কাজ পায়। Hospitality, tourism, IT, logistics সকল সেক্টরেই demand আছে।

5️⃣ PR & Settlement-এর সুন্দর পথ

পড়াশোনার পরে কাজের সুযোগ থাকে, এবং সঠিকভাবে কাজ করলে long-term residency পাওয়াও তুলনামূলক সহজ।

6️⃣ Schengen Zone সুবিধা

মাল্টায় পড়লে আপনি সহজেই ইউরোপের অন্য ২৬টি দেশে ভ্রমণ করতে পারবেন।

🇧🇩 বাংলাদেশের ছাত্রদের জন্য মাল্টা কী অফার করে?

✔ সহজ Admission System

✔ কম টিউশন ফি

✔ IELTS ছাড়াই অনেক প্রোগ্রাম

✔ কাজের ভালো সুযোগ

✔ দ্রুত ভিসা প্রসেস

✔ স্কিলড জব পাওয়ার সম্ভাবনা বেশি

✔ নিরাপদ ও সুন্দর দেশ পড়াশোনা + ক্যারিয়ার দুটোর জন্যই পারফেক্ট

© collected from facebook. not sure who wrote this but thanks a bunch. Of course sharing this post means spreading authentic info for prospective students.

06/01/2026

যাদের Hsc gpa কম + Ielts স্কোর কম তারা মাল্টা ট্রাই করতে পারেন।

05/01/2026

কুমিল্লার দাউদকান্দি হয়ে ইউরোপের মাল্টার অসম্ভব সুন্দর সূর্যাস্ত | আমার দেখা বেষ্ট সানসেট পয়েন্ট এর মধ্যে এটি একটি |

লোকেশনঃ GOLDEN BAY,MALTA 🇲🇹

ইতালি আবেদন করার পর ঠিক এই ৩ টা লাইন এক আবাল বড় ভাই আমায় বলেছিলো।  উনি তখনো জানতেন না যে আমি অলরেডি একটা ফুল ফান্ডেড স্ক...
04/01/2026

ইতালি আবেদন করার পর ঠিক এই ৩ টা লাইন এক আবাল বড় ভাই আমায় বলেছিলো। উনি তখনো জানতেন না যে আমি অলরেডি একটা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে চায়নায় পড়াশোনা করেছি। এবার আমার ডেস্টিনেশন ছিলো ইউরোপের অন্যতম সুন্দর দেশ ইতালি 🇮🇹।

ইতালির প্রাকৃতিক সুন্দর্য , খাবার , কালচার সব কিছুই ১০/১০ /

যেই আবাল বড় ভাই আমায় জ্ঞান দিচ্ছিলো সে আজ অব্দি বাংলাদেশের রাজধানী ঢাকাতেও যায় নাই।

এলাকার এক সরকারি কলেজে অনার্স কমপ্লিট করেছে কোন রকমে ২.৩২ সিজিপিএ নিয়ে। যেখানে অনার্স কমপ্লিট করতে সর্বনিম্ন সিজিপিএ ই ছিলো ২.০০

সমাজে আমাদের আশেপাশে এরকম বহুত বঙ্গবল্টুর নাতি আছে যারা খোজ খবর রাখে না আশেপাশের কিন্তু জ্ঞান দিবে সারা বিশ্বের।

যাই হোক - এরকম অতি পক্ক বঙ্গবল্টু জাতি থেকে দূরে থাকবেন আর বিশেষ করে যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে আবেদন করেন তবে কারো সাথে শেয়ার করবেন না।

একদম ডাইরেক্ট বিদেশের মাটিতে পা রেখে ছবি আপলোড মারবেন।

ইতালির ইউনিভার্সিটি তে কিভাবে আবেদন করবেন?
কি ক ডকুমেন্টস লাগে? ব্যাংক স্টেটমেন্ট কিভাবে বানাবেন?
ব্যাংক লোন কিভাবে ম্যানেজ করবেন?
ভিসার আবেদন কেমনে করে?

সব কিছুই পাবেন ১ম কমেন্টে 📍

Indirizzo

Via Porta Portello
Padua
35132

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Yudi Was Here pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Yudi Was Here:

Condividi