Yudi Was Here

Yudi Was Here Hello Guys, I am a student Living in Italy. i make videos about Living in italy,visa & Admission

🌅 Bay of Naples-এর সন্ধ্যা 🌊আমি এখন দাঁড়িয়ে আছি Bay of Naples-এর ধারে। চারপাশে নরম বাতাস, সমুদ্রের হালকা লবণাক্ত গন্ধ আর...
12/11/2025

🌅 Bay of Naples-এর সন্ধ্যা 🌊

আমি এখন দাঁড়িয়ে আছি Bay of Naples-এর ধারে। চারপাশে নরম বাতাস, সমুদ্রের হালকা লবণাক্ত গন্ধ আর সূর্য ডুবে যাওয়ার ঠিক আগের সোনালি আলো। দূরে পাহাড়ের ছায়া, কাছে ঢেউয়ের মৃদু শব্দ — যেন প্রকৃতি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে।

জলরাশির দিকে তাকিয়ে মনে হয়, সময় এখানে থেমে গেছে। পৃথিবীর সব ব্যস্ততা, সব শব্দ, সব চিন্তা এই মুহূর্তে কোথায় যেন হারিয়ে যায়। শুধু রয়ে যায় আমি, নেপলসের আকাশ, আর এই শান্ত সমুদ্রের গভীর নিঃশব্দতা।

এমন মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় — সুখ কখনো বড় কিছু না, শুধু একটুখানি শান্তি, একটুখানি নীরবতা, আর নিজের সাথে কিছুক্ষণ সময় কাটানো। 🌤️

11/11/2025

ইতালিতে ফ্রি পড়াশোনা পাশাপাশি ৮-১০ লক্ষ টাকা ক্যাশ পাবেন এই স্কলারশিপ পেলে সাথে হোস্টেল আর খাবার ফ্রি

#উচ্চশিক্ষা #ইতালি

10/11/2025

ইতালির ফ্রি ইউনিভার্সিটি লিস্ট। আবেদন করতে এক টাকাও লাগবে না

#উচ্চশিক্ষা

09/11/2025
হেটার্সরা বলবে এটা চন্দ্রনাথ পাহাড়। ২০২২ , অস্ট্রিয়া 🇦🇹
09/11/2025

হেটার্সরা বলবে এটা চন্দ্রনাথ পাহাড়।

২০২২ , অস্ট্রিয়া 🇦🇹

09/11/2025

নিজে নিজে কিভাবে ইতালির স্টাডি ভিসা প্রসেস করবেন সকল ইনফো দেয়া আছে ১ম কমেন্টে।

#উচ্চশিক্ষা

09/11/2025
ভেবেছিলাম কাটা চামচ আর ছুড়ি দিয়ে পিজ্জা খাবো।  অনেক ট্রাই করার পরেও সফল হতে পারলাম না। তখন হাত দিয়ে খাবো বলে সিদ্ধান্ত ন...
08/11/2025

ভেবেছিলাম কাটা চামচ আর ছুড়ি দিয়ে পিজ্জা খাবো। অনেক ট্রাই করার পরেও সফল হতে পারলাম না।

তখন হাত দিয়ে খাবো বলে সিদ্ধান্ত নেই। আর পিজ্জা হাত দিয়েই খেতে হয় ,কাটা চামচ বা ছুড়ি দিয়ে নয়।

পোষ্ট টা মোটেও পিজ্জার ব্যাপারে না। ইতালিতে যারা আসবেন ভাবছেন বা পড়াশোনার জন্য ইতালিয়ান ইউনিভার্সিটি তে আবেদন করতে ইচ্ছুক , দয়া করে নিজে নিজে পুরো প্রসেস করার ট্রাই করেন। পেজে অনেক ভিডিও আর পোস্ট আছে এই ব্যাপারে।

এজেন্সির পেছনে দৌড়াবেন তো ধরা খাবেন।

নেপলসের সকাল মানেই অন্যরকম এক মুগ্ধতা 🇮🇹☀️গরম কফির সঙ্গে তাজা croissant, রাস্তার পাশে মানুষের হাসি আর দূর থেকে বাজতে থাক...
08/11/2025

নেপলসের সকাল মানেই অন্যরকম এক মুগ্ধতা 🇮🇹☀️
গরম কফির সঙ্গে তাজা croissant, রাস্তার পাশে মানুষের হাসি আর দূর থেকে বাজতে থাকা ইতালিয়ান সঙ্গীত— এটাই সেই আসল *Italian vibe*! ☕🥐🎶
এমন নাস্তা আর পরিবেশে দিনটা শুরু না করলে নেপলস যেন তার জাদু হারিয়ে ফেলে 💛

#ইতালিয়ানআবেশ

ভেনিস সম্পর্কে একটি অজানা তথ্য 🇮🇹✨আপনি কি জানেন? 😯  ভেনিস শহরটি ১১৮টি ছোট ছোট দ্বীপের উপর নির্মিত, যা ৪০০-রও বেশি সেতুর ...
08/11/2025

ভেনিস সম্পর্কে একটি অজানা তথ্য 🇮🇹✨

আপনি কি জানেন? 😯 ভেনিস শহরটি ১১৮টি ছোট ছোট দ্বীপের উপর নির্মিত, যা ৪০০-রও বেশি সেতুর মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত! 🌉

এই শহরে কোনো গাড়ি বা রাস্তা নেই — মানুষ চলাচল করে শুধু নৌকা বা পায়ে হেঁটে 🚤👣

এটাই ভেনিসকে করে তুলেছে বিশ্বের অন্যতম অনন্য শহর! ❤️

#ভেনিস

08/11/2025

কে কে খাইসো ছোটবেলায়?

08/11/2025

এই স্কলারশিপ টা পেলে ইতালিতে লাইফ সেট। পড়াশোনা,হোস্টেল,খাবার ফ্রি তার উপর স্টাইপেন্ড।

#উচ্চশিক্ষা #স্কলারশীপ #ইতালি

Indirizzo

Via Porta Portello
Padua
35132

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Yudi Was Here pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Yudi Was Here:

Condividi