mou in Italy

সমালোচনা মানুষ তখনই করে,,যখন আপনার মধ্যে থাকা ভালো গুণগুলোতার মধ্যে থাকেনা।😌
25/07/2025

সমালোচনা মানুষ তখনই করে
,
,
যখন আপনার মধ্যে থাকা ভালো গুণগুলো
তার মধ্যে থাকেনা।😌

🖤 𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 🕋শুক্রবার দরূদ পাঠের দিন :আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)اَللَّهُمَّ صَلِّ...
25/07/2025

🖤 𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 🕋
শুক্রবার দরূদ পাঠের দিন :

আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ)
অর্থ : হে "আল্লাহ" আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম'কে রহমত ও শান্তি দান করুন!

রাসুল (সাঃ) বলেন: যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তা'আলা তার উপর দশটি রহমত বষর্ন করেন।
(মুসলিম-৮৯৮)

নিজেকে মানুষের চোখে মাপতে নেই, নিজেকে মাপতে হয় আসমানের আয়নায়। 💫
24/07/2025

নিজেকে মানুষের চোখে মাপতে নেই, নিজেকে মাপতে হয় আসমানের আয়নায়। 💫

❝আলহামদুলিল্লাহ❞ “শুভ সকাল”_____piazza di Aspara
24/07/2025

❝আলহামদুলিল্লাহ❞
“শুভ সকাল”

_____piazza di Aspara

নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে পারলেপ্রতিটা মানুষই সুখী,,আলহামদুলিল্লাহ
23/07/2025

নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে পারলে
প্রতিটা মানুষই সুখী
,
,
আলহামদুলিল্লাহ

এই দুইটা বাচ্চার খবর কি কেউ জানেন?ওদের এখন কি অবস্থা 😭😭
23/07/2025

এই দুইটা বাচ্চার খবর কি কেউ জানেন?
ওদের এখন কি অবস্থা 😭😭

22/07/2025

নিষ্পাপ বাচ্চাগুলোকে সুস্থতা দান করুন সন্তানের কিছু হলে মায়ের কলিজা ছিড়ে যায়
আপনি রহমাতের মালিক সবাই কে রক্ষা করুন

এই বৃষ্টিটা আজকে না হয় কালকে হওয়ার খুব দরকার ছিল🥺 তাহলে ঝ'ল'সে যাওয়া দে'হটা একটু হলেও আরাম পেত😥
22/07/2025

এই বৃষ্টিটা আজকে না হয় কালকে হওয়ার খুব দরকার ছিল🥺 তাহলে ঝ'ল'সে যাওয়া দে'হটা একটু হলেও আরাম পেত😥

পু*ড়ে যাওয়া এই শিক্ষার্থীর প্যান্ট এতটাই পু*ড়ে গেছে যে পশ্চা*ৎদেশ দেখা যাচ্ছে। তাকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়েছে। সে...
22/07/2025

পু*ড়ে যাওয়া এই শিক্ষার্থীর প্যান্ট এতটাই পু*ড়ে গেছে যে পশ্চা*ৎদেশ দেখা যাচ্ছে। তাকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে এতগুলো মানুষ কেউ ছেলেটাকে ধরতে এগিয়ে আসছে না। ছেলেটা একাই দিক বিদিক হয়ে ইমারজেন্সির দিকে যাচ্ছে!

যেখানে বিমান বি'ধ্বস্ত হয়েছে তার খানিকটা সামনেই পু*ড়ে যাওয়া এক শিশু সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে। তার মুখ, মাথার চুল, চোখের পাঁপড়ি, কান পুড়ে বিকৃত হয়ে গেছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এতগুলো মানুষ কিন্তু কোথাও শিশুটির মা নেই। কোথাও বাবা নেই যে তাকে বুকের মধ্যে নিয়ে হাসপাতালের দিকে দৌড় দিবে।

তোরা আল্লাহর ওয়াস্তে মোবাইলটা পকেটে রেখে বাচ্চাগুলারে ধর!

মনে রাখিস, এই বাচ্চাগুলো সামান্য উষ্ঠা খেয়ে পড়ে গেলে মায়েদের কলিজা ছিঁড়ে যেত।
এই বাচ্চাগুলো কোথাও একটু ব্যথা পেলে বাবাদের চোখ ভিজে যেত।

এই বাচ্চাগুলারে তোরা ম'রতে দিস না, এদের লা'শের ভার বাবা মা বইতে পারবে না... 🙏

এই দেশে জীবিত থাকাটাই একটা এচিভমেন্ট,আমরা বেঁচে থাকার জন্য স্ট্রাগল করি!
22/07/2025

এই দেশে জীবিত থাকাটাই একটা এচিভমেন্ট,
আমরা বেঁচে থাকার জন্য স্ট্রাগল করি!


Good evening
21/07/2025

Good evening




____Weathe...🥵
21/07/2025

____Weathe...🥵

Indirizzo

Palermo

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando mou in Italy pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi