02/07/2025
"শেষ জামানায় একজন মুমিনের জীবনের নিরাপত্তার জন্য দুইটি শক্তিশালী দূর্গ রয়েছে !
✅১ - সুরা বাকরাহ।
✅২- সুরা কাহাফ।
সুরা বাকারাহ হলো জ্বীন যাদু বদ নজর হাসাদের প্রভাব থেকে নিরাপত্তার জন্য। আর সুরা কাহাফ জুম্মার দিনের তিলাওয়াত এর ফায়দা হলো : ভয়ঙ্কর দা ][জ্জা[] লি ফিতানার প্রভাব থেকে নিরাপত্তার জন্য।
✅রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ‘তোমরা নিজেদের ঘরকে কবরে পরিণত করো না, যে ঘরে সূরাহ্ আল বাক্বারাহ্ পাঠ করা হয় সেখানে শায়তান প্রবেশ করতে পারে না।’ (হাদীসটি সহীহ। সহীহ মুসলিম ১/২১২, ৫৩৯, মুসনাদ আহমাদ ২/২৮৪, ৩৩৭, জামি‘ তিরমিযী ৫/২৮৭৭, নাসাঈ ৫/১৩/৮০১৫।
✅আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যেমনভাবে নাজিল করা হয়েছে, সেভাবে যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, তার জন্য সেটা নিজের স্থান থেকে মক্কা পর্যন্ত আলো হবে এবং যে শেষ দশ আয়াত পড়বে, সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার ওপর কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারবে না। (সুনানে নাসাঈ, হাদিস নং : ১০৭২২