Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Pundro.com, Creator digitale, Pordenone.
বাংলার বীরত্বগাথা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকজ শিল্প ও হারিয়ে যাওয়া সৌন্দর্য — সবকিছুই নতুনভাবে ফিরে আসছে AI প্রযুক্তির মাধ্যমে নির্মিত ভিডিও ও চিত্রে।
📜 বাঙালির হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার এক প্রচেষ্টা
👉 আমাদের সাথে যুক্ত থাকুন —
03/07/2025
🔔 তিন বছর পর আবারও ফিরলাম — আরও সমৃদ্ধ, আরও স্বতন্ত্রভাবে!
pundro.com এখন এক নতুন রূপে...
📜 বাংলার বীরত্বগাথা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকজ শিল্প আর হারিয়ে যাওয়া সৌন্দর্য — সবকিছুই এবার ফিরে আসছে AI প্রযুক্তিতে নির্মিত ভিডিও ও চিত্রের মাধ্যমে।
আমরা আবার শুরু করছি বাঙালির হারানো ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার এক যাত্রা।
🎥 লোককাহিনি থেকে শুরু করে প্রাচীন স্থাপত্য, গ্রামীণ শিল্প থেকে বিপ্লবীদের গাথা — সবই এখন আপনাদের সামনে আসবে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়।
👉 আমাদের সাথে থাকুন, যুক্ত হন এই নান্দনিক অভিযাত্রায়।
pundro.com — যেখানে অতীত ও ভবিষ্যতের সংযোগ ঘটে।
#বাংলারগর্ব
05/06/2023
গত শুক্রবার মিউজিক ক্লাস ছিলো। ইতালিয়ান মিউজিক টিচার Enrico Dal Val ক্লাস শুরুর আগেই উত্তেজিত ভঙ্গিতে বললেন, " তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দেখো মিউজিকটা চিনতে পারো কিনা !" বিষয়টার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত তিনি শুধু বাঁশীতেই তোলেননি, তার সাথে সারা রাত বসে বসে নোটেশনও তৈরি করেছেন। কেউ যদি নিজে নিজে পিয়ানো অথবা বাঁশীতে তুলতে চান, তাহলে জানাবেন,কমেন্টবক্সে এড করে দিবো। একজন বাংলাদেশী হিসেবে এই সাদাসিধা হাস্যোজ্জ্বল ইতালিয়ান বুড়োর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা ... !!!
লিখেছেন: Enamul haque Khan
Lasciando la tua email puoi essere il primo a sapere quando Pundro.com pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.
Pundro (পুন্ড্র)-র প্রথম ভাবনা ও পথচলা শুরু হয়েছিলো একদল উদ্যমী বাঙালী তরুণের হাত ধরে ইতালির অন্যতম সমৃদ্ধ ও সীমান্ত শহর Pordenone থেকে। কিন্তু সময়ের পরিক্রমায় এর ভাবনা বিস্তৃত হয়েছে সমস্ত পৃথিবী জুড়ে। সমগ্র ইউরোপ, আমেরিকা ও ওশেনিয়া মহাদেশের আনাচে কানাচে যত প্রবাসী বাঙালী আছেন, যতজন উপমহাদেশীয় নন-রেসিডেন্ট আছেন, তাদের প্রত্যেকের ঘরের দুয়ার পর্যন্ত পৌছে যাওয়ার পরিকল্পনা নিয়ে Pundro.com ব্যস্ত আছে। এইসকল প্রবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতিক চর্চার সাধ্য থাকলেও ভৌগোলিক কারণে সাধ মেটানো মুশকিল। ঠিক সেই উদ্দেশ্যেই, উপমহাদেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য ও সংস্কৃতির নিদর্শনসমূহ এবং সুদীর্ঘ পথচলায় আমাদের বাঙ্গালীয়ানার অনুষঙ্গ হয়ে উঠেছে যেসব সামগ্রী - পৃথিবীর যেকোন প্রান্তে বসবাস করা বাঙ্গালী ও উপমহাদেশীয় প্রবাসীদের কাছে কাছে সেগুলো সহজলভ্য করা এবং একই সাথে বহি:র্বিশ্বের সামনে নিজস্ব সংস্কৃতি ও কুটির শিল্পগুলোকে সগর্বে নান্দনিকভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়েই Pundro.com-র জন্ম। Pundro (পুন্ড্র)-এর সকল আয়োজন উপমহাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী ও আধুনিক নারী পোষাক, পুরুষ পোষাক, নকশীকাঁথা ও কুটিরশিল্পে উৎপাদিত বিশেষায়িত পণ্যসম্ভার নিয়ে - বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা নকশীকাঁথা, একেবারে দেশি ঢংয়ে তৈরি হওয়া বিলুপ্তপ্রায় মসলিন ছাড়াও সূতী ও রেশম তাতের শাড়ি-লুঙ্গি-গামছা, দেশের বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে সংগৃহীত চমকদারী ডিজাইনের সালওয়ার কামিজ, পশ্চিমবাংলা থেকে নিয়ে আসা বাহারী ডিজাইনের নকশী শাড়ি, গুজরাট-পাঞ্জাব-বেলুচিস্তান-সুরাট-রাজস্থান ও কাঠমন্ডু হতে আমদানীকৃত জনপ্রিয় নিত্যনতুন ডিজাইনের নারী ও পুরুষ পোশাক ইত্যাদি ইত্যাদি।
কোন বিশাল কর্পোরেট উদ্যোগ কিংবা ভাবনা থেকে নয়, শুধুমাত্র আমাদের হৃদয়ের গভীরে নিজস্ব সংস্কৃতির প্রতি যে প্রায় হারিয়ে যাওয়া সামান্য মমত্ত্ববোধ টিকে আছে, সেটিকেই সামান্য একটু উসকে দেওয়া এবং প্রবাসে বড় হওয়া আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে এর সাথে আরো বিস্তারিতভাবে পরিচয় করিয়ে দেয়াই Pundro.com-র প্রধান লক্ষ্য।
প্রবাস জীবনের নি:সঙ্গতা, ভিন্ন পরিবেশ ও বিদেশী সংস্কৃতিতে নিজেকে মানিয়ে নেয়ার নিরন্তর সংগ্রাম এবং সহস্র মাইল দূরে ফেলে আসা নাড়ীর টানে যতটুকু বোবা কান্না জমা হয়, সেই ব্যাথার উপকথাগুলো যেনো সকলের জন্যই সমান। বঙ্গীয় ব-দ্বীপ ছেড়ে আসা কোন দামাল তারুণ্য, সুদুর পাঞ্জাবের ইক্ষুক্ষেতে ছুটে বেড়ানো কৈশোর, আফ্রিকার পশ্চিম উপকূল ছেড়ে আসা উচ্ছ্বলতা, আন্দেজ পর্বতমালার কোন গহীন উপত্যকা থেকে উঠে আসা রঙীন মুখরতা – প্রত্যেক প্রবাসীর কান্নার সুর একই রাগিনীতে গাঁথা। Pundro.com এর ক্ষুদ্রতম উদ্যোগ বর্তমান সীমিত সামর্থ্যে শুধুমাত্র উপমহাদেশীয় ঐতিহ্যগুলোকে সামনে নিয়ে আসার প্রচেষ্টায় ব্যস্ত। কিন্তু আমরা স্বপ্ন দেখি, শুধু উপমহাদেশীয় সংস্কৃতি নয়, বরং একদিন সমগ্র বিশ্বের যে কোন প্রান্ত থেকে উঠে আসা সমস্ত সাংস্কৃতিক আন্দোলনে Pundro সামনে থেকে নেতৃত্ব দিবে।
এই লংমার্চে আপনাকেও সুস্বাগতম ....
বি.দ্র.:
Pundro (পুন্ড্র) হচ্ছে মধ্যযুগের বাংলায় হারিয়ে একটি প্রাচীন জনপদ ‘পুন্ড্রবর্ধন’-এর সংক্ষিপ্ত নাম, যার শুরু হয়েছিলো খ্রিস্টের জন্মের আরো হাজার বছর পূর্বে। খ্রিস্টপূর্ব ৮ম শতকে বৈদিক যুগের শেষ দিকের ইতিহাসে থেকে জানা যায় যে, উত্তরবাংলা ও পশ্চিমবাংলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে Pundro (পুন্ড্র) নামক একটি স্বচ্ছ্বল ও শক্তিশালী সাম্রাজ্য ছিলো। কিংবদন্তী পর্যটক হিউয়েন সাং ৭ম শতকের শেষ দিকে পুন্ড্রনগরী ভ্রমণ করেন এবং তার লেখায় একটি সমৃদ্ধশালী নগরী হিসেবে উল্লেখ করেন।
The Long-March of Pundro.com began as an amateur idea in the hands of some enthusiastic Bengali youths from Pordenone, one of Italy's most affluent and bordering cities. But after a short span of time, the idea has spread beyond the horizons. Pundro.com has been busy with plans to reach the doorsteps of every Bengali, Indian sub-continental immigrants of entire Europe, America and Oceania continents. Although these expatriates have serious interests to occasionally follow their own cultural practices, but it has always been difficult to meet for geographical reasons. For that particular reason, Pundro.com has been born to make available and to represent thousands of years of glorious history, tradition, heritage, language, literature and cultural entity of Bengal as well as Indian subcontinent to those expatriates who live outside of their beloved countries especially in Europe, America and Oceania continents and of course, to the entire world.
Pundro.com’s major aim is to work with traditional and contemporary women dress, menswear and to patronize rural cottage industries of Bangladesh and of Indian Subcontinent, such as NAKSHI KANTHA - originating from various parts of Bangladesh, MUSLIN SAREE – a nearly extinct fabric made in indigenous ways originating from Dhaka, SAREE made with pure cotton and silk from North Bengal, SALWAR KAMEEZ of brilliant designs collected from various small entrepreneurs of Bangladesh, Amazingly designed HAND-STITCH SAREE brought from West Bengal, beautifully designed contemporary traditional dresses from Gujarat-Punjab-Baluchistan-Surat-Rajasthan and Kathmandu etc.
Not from a great corporate venture or thinking, but to ignite the nostalgic affection for our own culture, and to introduce it to our next generations being raised in abroad, Pundro.com is aiming to make its’ best effort.
The loneliness of the expat life, the constant struggle to adapt to foreign culture and unknown environment, and the silent weeping pain of leaving roots and families thousands of miles away – all those tales are almost same for every expatriate. All the emotional souls who left beautiful Bengal Delta, all the soulful youths who left mesmerizing green lands of Punjab, all the energetic faces from wide African Cost, all the colorful faces from giant Andes Mountains – every expat’s weeping melody of nostalgia are made in the same tune. Pundro.com’s smallest initiative is presently busy trying to bring forward only sub-continental tradition and heritage with its limited capacity.
But we dream, not just subcontinental culture, but one day Pundro.com will lead from the front in all cultural movements emerging from any part of the world.
You are warmly welcome to this Long March...
N.B.:
Pundro is the abbreviation of 'Pundravardhana', an ancient town lost in medieval Bengal, which began thousands of years before the birth of Christ. The history of the late Vedic period in the 5th century BC indicates that there was a strong and powerful empire called Pundro throughout the vast region of north Bengal and West Bengal. Legendary tourist Heuen Tsang traveled to Pundranagiri in the late 8th century and in his writings referred to it as a prosperous city.