Pundro.com

Pundro.com Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Pundro.com, Creator digitale, Pordenone.

বাংলার বীরত্বগাথা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকজ শিল্প ও হারিয়ে যাওয়া সৌন্দর্য — সবকিছুই নতুনভাবে ফিরে আসছে AI প্রযুক্তির মাধ্যমে নির্মিত ভিডিও ও চিত্রে।

📜 বাঙালির হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার এক প্রচেষ্টা
👉 আমাদের সাথে যুক্ত থাকুন —

🔔 তিন বছর পর আবারও ফিরলাম — আরও সমৃদ্ধ, আরও স্বতন্ত্রভাবে!pundro.com এখন এক নতুন রূপে...📜 বাংলার বীরত্বগাথা, ঐতিহ্যবাহী ...
03/07/2025

🔔 তিন বছর পর আবারও ফিরলাম — আরও সমৃদ্ধ, আরও স্বতন্ত্রভাবে!
pundro.com এখন এক নতুন রূপে...

📜 বাংলার বীরত্বগাথা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকজ শিল্প আর হারিয়ে যাওয়া সৌন্দর্য — সবকিছুই এবার ফিরে আসছে AI প্রযুক্তিতে নির্মিত ভিডিও ও চিত্রের মাধ্যমে।

আমরা আবার শুরু করছি বাঙালির হারানো ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার এক যাত্রা।

🎥 লোককাহিনি থেকে শুরু করে প্রাচীন স্থাপত্য, গ্রামীণ শিল্প থেকে বিপ্লবীদের গাথা — সবই এখন আপনাদের সামনে আসবে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়।

👉 আমাদের সাথে থাকুন, যুক্ত হন এই নান্দনিক অভিযাত্রায়।
pundro.com — যেখানে অতীত ও ভবিষ্যতের সংযোগ ঘটে।

#বাংলারগর্ব

05/06/2023

গত শুক্রবার মিউজিক ক্লাস ছিলো। ইতালিয়ান মিউজিক টিচার Enrico Dal Val ক্লাস শুরুর আগেই উত্তেজিত ভঙ্গিতে বললেন, " তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দেখো মিউজিকটা চিনতে পারো কিনা !" বিষয়টার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত তিনি শুধু বাঁশীতেই তোলেননি, তার সাথে সারা রাত বসে বসে নোটেশনও তৈরি করেছেন। কেউ যদি নিজে নিজে পিয়ানো অথবা বাঁশীতে তুলতে চান, তাহলে জানাবেন,কমেন্টবক্সে এড করে দিবো। একজন বাংলাদেশী হিসেবে এই সাদাসিধা হাস্যোজ্জ্বল ইতালিয়ান বুড়োর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা ... !!!
লিখেছেন: Enamul haque Khan

Indirizzo

Pordenone
33170

Orario di apertura

Lunedì 08:00 - 23:00
Martedì 08:00 - 23:00
Mercoledì 08:00 - 23:00
Giovedì 08:00 - 23:00
Venerdì 08:00 - 23:00
Sabato 08:00 - 23:00
Domenica 10:00 - 23:00

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Pundro.com pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Pundro.com:

Condividi

Pundro.com (for English scroll below)

Pundro (পুন্ড্র)-র প্রথম ভাবনা ও পথচলা শুরু হয়েছিলো একদল উদ্যমী বাঙালী তরুণের হাত ধরে ইতালির অন্যতম সমৃদ্ধ ও সীমান্ত শহর Pordenone থেকে। কিন্তু সময়ের পরিক্রমায় এর ভাবনা বিস্তৃত হয়েছে সমস্ত পৃথিবী জুড়ে। সমগ্র ইউরোপ, আমেরিকা ও ওশেনিয়া মহাদেশের আনাচে কানাচে যত প্রবাসী বাঙালী আছেন, যতজন উপমহাদেশীয় নন-রেসিডেন্ট আছেন, তাদের প্রত্যেকের ঘরের দুয়ার পর্যন্ত পৌছে যাওয়ার পরিকল্পনা নিয়ে Pundro.com ব্যস্ত আছে। এইসকল প্রবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতিক চর্চার সাধ্য থাকলেও ভৌগোলিক কারণে সাধ মেটানো মুশকিল। ঠিক সেই উদ্দেশ্যেই, উপমহাদেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য ও সংস্কৃতির নিদর্শনসমূহ এবং সুদীর্ঘ পথচলায় আমাদের বাঙ্গালীয়ানার অনুষঙ্গ হয়ে উঠেছে যেসব সামগ্রী - পৃথিবীর যেকোন প্রান্তে বসবাস করা বাঙ্গালী ও উপমহাদেশীয় প্রবাসীদের কাছে কাছে সেগুলো সহজলভ্য করা এবং একই সাথে বহি:র্বিশ্বের সামনে নিজস্ব সংস্কৃতি ও কুটির শিল্পগুলোকে সগর্বে নান্দনিকভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়েই Pundro.com-র জন্ম। Pundro (পুন্ড্র)-এর সকল আয়োজন উপমহাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী ও আধুনিক নারী পোষাক, পুরুষ পোষাক, নকশীকাঁথা ও কুটিরশিল্পে উৎপাদিত বিশেষায়িত পণ্যসম্ভার নিয়ে - বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা নকশীকাঁথা, একেবারে দেশি ঢংয়ে তৈরি হওয়া বিলুপ্তপ্রায় মসলিন ছাড়াও সূতী ও রেশম তাতের শাড়ি-লুঙ্গি-গামছা, দেশের বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে সংগৃহীত চমকদারী ডিজাইনের সালওয়ার কামিজ, পশ্চিমবাংলা থেকে নিয়ে আসা বাহারী ডিজাইনের নকশী শাড়ি, গুজরাট-পাঞ্জাব-বেলুচিস্তান-সুরাট-রাজস্থান ও কাঠমন্ডু হতে আমদানীকৃত জনপ্রিয় নিত্যনতুন ডিজাইনের নারী ও পুরুষ পোশাক ইত্যাদি ইত্যাদি।

কোন বিশাল কর্পোরেট উদ্যোগ কিংবা ভাবনা থেকে নয়, শুধুমাত্র আমাদের হৃদয়ের গভীরে নিজস্ব সংস্কৃতির প্রতি যে প্রায় হারিয়ে যাওয়া সামান্য মমত্ত্ববোধ টিকে আছে, সেটিকেই সামান্য একটু উসকে দেওয়া এবং প্রবাসে বড় হওয়া আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে এর সাথে আরো বিস্তারিতভাবে পরিচয় করিয়ে দেয়াই Pundro.com-র প্রধান লক্ষ্য।

প্রবাস জীবনের নি:সঙ্গতা, ভিন্ন পরিবেশ ও বিদেশী সংস্কৃতিতে নিজেকে মানিয়ে নেয়ার নিরন্তর সংগ্রাম এবং সহস্র মাইল দূরে ফেলে আসা নাড়ীর টানে যতটুকু বোবা কান্না জমা হয়, সেই ব্যাথার উপকথাগুলো যেনো সকলের জন্যই সমান। বঙ্গীয় ব-দ্বীপ ছেড়ে আসা কোন দামাল তারুণ্য, সুদুর পাঞ্জাবের ইক্ষুক্ষেতে ছুটে বেড়ানো কৈশোর, আফ্রিকার পশ্চিম উপকূল ছেড়ে আসা উচ্ছ্বলতা, আন্দেজ পর্বতমালার কোন গহীন উপত্যকা থেকে উঠে আসা রঙীন মুখরতা – প্রত্যেক প্রবাসীর কান্নার সুর একই রাগিনীতে গাঁথা। Pundro.com এর ক্ষুদ্রতম উদ্যোগ বর্তমান সীমিত সামর্থ্যে শুধুমাত্র উপমহাদেশীয় ঐতিহ্যগুলোকে সামনে নিয়ে আসার প্রচেষ্টায় ব্যস্ত। কিন্তু আমরা স্বপ্ন দেখি, শুধু উপমহাদেশীয় সংস্কৃতি নয়, বরং একদিন সমগ্র বিশ্বের যে কোন প্রান্ত থেকে উঠে আসা সমস্ত সাংস্কৃতিক আন্দোলনে Pundro সামনে থেকে নেতৃত্ব দিবে।

এই লংমার্চে আপনাকেও সুস্বাগতম ....