Zobaida vlog in italy

Zobaida vlog in italy আসসালামু ওয়ালাইকুমZobaida Vlog In Italy স্বাগতম।এখানে ইসলামিক,ব্লগ,রেসিপি,বাচ্চাদের ভিডিও শেয়ার করি
(16)

বিকেলের নাস্তা গরম গরম সিঙ্গারা আর বাইরে বৃষ্টি আহা।অনেক পছন্দের আমার 😋🤤।
23/09/2025

বিকেলের নাস্তা গরম গরম সিঙ্গারা আর বাইরে বৃষ্টি আহা।
অনেক পছন্দের আমার 😋🤤।

কথায় আছে শখের তোলা ৮০ টাকা। চার বছর আগে শখ করে দেশি মরিচ থেকে চারা করে গাছ লাগিয়েছি। প্রতিবছর এত পরিমানে মরিচ ধরে খেয়...
22/09/2025

কথায় আছে শখের তোলা ৮০ টাকা।
চার বছর আগে শখ করে দেশি মরিচ থেকে চারা করে গাছ লাগিয়েছি। প্রতিবছর এত পরিমানে মরিচ ধরে খেয়ে শেষ করতে পারিনা গত বছর অনেকগুলো শুকিয়ে ছি মরিচ এই বছরও আলহামদুলিল্লাহ। অনেক বড় হয়েছে আমার থেকেও। মরিচ গুলাতে অনেক ঝাল 🥵।

রোমা গেলে বাঙালি দোকান থেকে কিছু না কিছু দেশি খাবার খায়। দেশী  খাবার গুলা অনেক মিস করি।
21/09/2025

রোমা গেলে বাঙালি দোকান থেকে কিছু না কিছু দেশি খাবার খায়।
দেশী খাবার গুলা অনেক মিস করি।

যে কোনো ফল মাখা বা ভর্তা আমার অনেক পছন্দ।বাঙালি দোকানে চালতা দেখে একটা চালতা কিনে নিয়ে আসলাম। অনেক বছর পর চালতা মাখা বা...
20/09/2025

যে কোনো ফল মাখা বা ভর্তা আমার অনেক পছন্দ।
বাঙালি দোকানে চালতা দেখে একটা চালতা কিনে নিয়ে আসলাম। অনেক বছর পর চালতা মাখা বা ভর্তা খেলাম।
আলহামদুলিল্লাহ!
#চালতা #ফল

এটা কি ফল?দেখতে কিন্তু আতা ফলের মতন।
19/09/2025

এটা কি ফল?
দেখতে কিন্তু আতা ফলের মতন।

বারান্দার টব থেকে উঠানো কিছু দেশী সবজি।আলহামদুলিল্লাহ! #সবজি
18/09/2025

বারান্দার টব থেকে উঠানো কিছু দেশী সবজি।
আলহামদুলিল্লাহ!
#সবজি

আলহামদুলিল্লাহ!
17/09/2025

আলহামদুলিল্লাহ!

ইতালিতে আজকে স্কুলের প্রথম দিন। নতুন স্কুল, নতুন ক্লাস, নতুন ফ্রেন্ড, সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ ❤️!
15/09/2025

ইতালিতে আজকে স্কুলের প্রথম দিন। নতুন স্কুল, নতুন ক্লাস, নতুন ফ্রেন্ড, সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ ❤️!

ছোট বড় সবার পছন্দের খাবার 😋।
14/09/2025

ছোট বড় সবার পছন্দের খাবার 😋।

বারান্দায় টবে দেশী লাউ।মাশাআল্লাহ!
13/09/2025

বারান্দায় টবে দেশী লাউ।
মাশাআল্লাহ!

12/09/2025

এখনো iPhone একটাও ব্যবহার করিনি। চিন্তা করছি একটা নিবো। কোনটা রেখে কোনটা নিবো ভেবে পাচ্ছি না😁। আবার চিন্তা করে দেখলাম iPhone 20 নিবো 😍 কি বলেন ? 😍😍

10/09/2025

বৃষ্টি কেমন হচ্ছে দেশে এবং দেশের বাইরে ? ⛈️🌧️☔

Indirizzo

Porto Santo Stefano

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Zobaida vlog in italy pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi