11/07/2025
বাংলাদেশে “শেখ হাসিনার “ থেকে প্রভাবশালী আর কোন ব্যক্তি ছিল!!!।তাকে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। অথচ কিছু চাঁদাবাজ সমগ্র বাংলাদেশটাকে অতিষ্ঠ করে তুলেছে।কালকে থেকে ছাত্র সমাজ এদেরকে যেখানেই পাবে সেখানেই গণধোলাই দিবে। সে যেই দলেরই হোক । জুলাই বিপ্লব সমগ্র ছাত্র সমাজের অর্জন এটা কোনভাবেই বৃথা হতে দেওয়া যাবে না। বাংলাদেশের সমগ্র ছাত্রসমাজ যদি এক থাকে কোন শক্তি তোমাদের দমাতে পারবেনা। ছাত্র সমাজ এক হও চাঁদাবাজ রুখে দাও। (যেকোনো সমস্যায় আমরা প্রবাসীরা ছাত্র সমাজের পক্ষে আছি ।ইনশাআল্লাহ)