The overrated 'Efty'

The overrated  'Efty' Living the dream

14/07/2025

"Study abroad" Ep-1

̀diroma

23/05/2025

"Study Aboard""

তোমাদের অনেকেই স্বপ্ন থাকে Hsc পরীক্ষা দিয়ে দেশের বাইরে পড়াশোনা করার। কারো স্বপ্ন থাকে আমেরিকা ,কানাডা। কারো আবার ইউরোপ।

ইউরোপের ইউনিভার্সিটিগুলো পড়াশোনা, সংস্কৃতি, ইতিহাসের দিক থেকে সবসময়ই এগিয়ে থাকে। জার্মানি,ইতালি,নেদারল্যান্ডস,স্পেনসহ বিভিন্ন দেশে আছে বিশ্বের নামকরা সব ইউনিভার্সিটি। সেখানে পড়াশোনা বা এডমিশন প্রোসেসটা অনেকের জানা থাকে না ,তাই অনেকে সেখানে পড়াশোনার স্বপ্ন দেখতই ভয় পায়। কিন্তু একটু পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলেই তুমি বাংলাদেশের সেই নোংরা এডমিশন সিস্টেম থেকে বের হয়ে আসতে পারবে। এবং এক্সপ্লোর করতে পারবে নতুন কালচার ,নতুন পরিবেশ।
ইউরোপের থাকার আরেকটা মজা হলো তুমি স্বাধীনভাবে চিন্তা করতে পারবে।তোমাকে এখানে কেউ জার্জ করবে না। তাই তুমি "তুমি" হতে পারবে।

এখন আসি ইউরোপের দেশ ইতালিতে পড়াশোনা নিয়ে।
আমি যেহেতু ইতালিতে একটা ইউনিভার্সিটিতে engineering পড়ছি। তাই আমার মোটামুটি একটা ধারনা আছে এখানকার ইউনিভার্সিটি নিয়ে।

তাই ইতালিতে পড়াশোনা নিয়ে একটা ভিডিও বানাতে চাচ্ছি। সামনে আমার সেশন ফাইনাল,তাই এই ফাইনালে পরই বানিয়ে ফেলবো।

সবাই ভালো থাকবেন।

বিদেশে পড়বো part -1 coming soon...

Indirizzo

Rome
00132

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando The overrated 'Efty' pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a The overrated 'Efty':

Condividi