RIAJUL's DAILY LIFE

RIAJUL's DAILY LIFE আসসালামু আলাইকুম।আমি রিয়াজুল ,আমার এই পেইজটির মাধ্যমে আমি ইতালি সম্পর্কিত বিভিন্নধরনের সাধ্যমত তথ্যাবলী দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

ইউরোপীয় কমিশন যেসব দেশ গুলোকে নিরাপদ বলে বিবেচিত করে তালিকা প্রকাশ করেছে তারা হলো ((কসোভো,মরক্কো,তুনিসিয়া,মিশর,কলোম্বিয়...
18/04/2025

ইউরোপীয় কমিশন যেসব দেশ গুলোকে নিরাপদ বলে বিবেচিত করে তালিকা প্রকাশ করেছে তারা হলো ((কসোভো,মরক্কো,তুনিসিয়া,মিশর,কলোম্বিয়া,ইন্ডিয়া ও বাংলাদেশ)) বর্তমানে এসব দেশ থেকে আগত অভিবাসীরা ইন্টারন্যাশনাল প্রটেকশনের জন্য আবেদন করলে কতটুকু কার্যকরী হবে প্রশ্ন থেকে যায়।

17/04/2025

🇮🇹 ইতালিতে যারা কনস্ট্রাকশন পর্যায়ে কাজ করেন তাদের এবছরের প্রেমিও, আ-পি-এ (আপে) আসা শুরু করেছে।

16/04/2025

ইউরোপীয় কমিশনের নতুন খসড়া অনুযায়ী
🇧🇩🇧🇩বাংলাদেশ এবং মিসরকে 🇪🇬🇪🇬
“নিরাপদ দেশ” হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
তাই এ দু-দেশের প্রবাসীদের নিজ,নিজ ফেরত পাঠানোর অনুমোদন দেওয়া হতে পারে।
যারা এখোনো পরিপূর্ণভাবে বৈধ হতে পারেননি।

বিশেষ দ্র:- তাই সকলকে সতর্ক থাকার এবং ব্যাক্তগতভাবে নিজ দায়িত্বে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হলো

13/04/2025

৮ এবং ৯ জুন ২০২৫ ইতালিয়ান সিটিজেনশিপ বা লাল পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে সূবর্ণ সুযোগ আসতে যাচ্ছে সেই প্রসঙ্গে কিছু কথা বলা। 🇮🇹🇮🇹🇮🇹

আগামীকাল থেকে ইতালিতে সময় পরিবর্তন হবে।🇮🇹আগামীকাল রবিবার থেকে ইতালির এবং  বাংলাদেশের মধ্যকার  সময়ের ব্যবধান হবে ৪ (চার)...
29/03/2025

আগামীকাল থেকে ইতালিতে সময় পরিবর্তন হবে।🇮🇹

আগামীকাল রবিবার থেকে ইতালির এবং বাংলাদেশের মধ্যকার সময়ের ব্যবধান হবে ৪ (চার) ঘন্টা যা কিনা বর্তমানে রয়েছে ৫ ঘন্টা। শনিবার গিয়ে রবিবার রাত ২টায় ঘড়ির কাটা সামনের দিকে এগিয়ে ৩টা বেজে যাবে॥

28/03/2025

ইতালিতে অবৈধ/অনিয়মিত অভিবাসীদের আলবেনিয়ার প্রত্যাবাসন আটক কেন্দ্রেও নিয়ে যাওয়া যেতে পারে। আজকের মন্ত্রী পরিষদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।😭

20/12/2024

ইতালিতে জারা 730 আবেদন করার পর
পাওনা টাকার অপেক্ষায় ছিলেন ।
আজ থেকে (এজেন্সিয়া দেল এনট্রাটা) তাদের
পেমেন্ট দেওয়া শুরু করেছে ।

ইতালিয়ান ভাষায় শরীরের অংশসমূহের নাম সমূহ নিম্নক্ত দেওয়া হলো।করো যদি কোনো শব্দ উচ্চারণে অসুবিধা হয় তাহলে আমাকে জানালে অবশ...
30/06/2024

ইতালিয়ান ভাষায় শরীরের অংশসমূহের নাম সমূহ নিম্নক্ত দেওয়া হলো।
করো যদি কোনো শব্দ উচ্চারণে অসুবিধা হয় তাহলে আমাকে জানালে অবশ্যই সহযোগিতা করার চেস্টা করবো ইনশাআল্লাহ।

Indirizzo

Rome

Telefono

+393347922749

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando RIAJUL's DAILY LIFE pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a RIAJUL's DAILY LIFE:

Condividi