25/10/2025                                                                            
                                    
                                                                            
                                            ইতালীয় সরকারি সহায়তায় বিনামূল্যে ফ্যাশন ডিজাইন ও এমব্রয়ডারির কোর্স
🌟 🇮🇹 রোমে বসবাসরত অভিবাসীদের জন্য সুবর্ণ সুযোগ!
 👗 ইতালির “Alta Moda” জগতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন এবার হতে যাচ্ছে বাস্তব!
আপনি কি কখনও ভেবেছেন — রোমের মতো ফ্যাশনের রাজধানীতে বসে নিজ হাতে এমন পোশাক বানাবেন যা র্যাম্পে ঝলমল করবে? ✨
 এবার সেই সুযোগ আপনার হাতের নাগালেই!
🎓 ASL Roma 1 ও Comune di Roma-এর উদ্যোগে শুরু হচ্ছে 🧵 সম্পূর্ণ “ফ্রি কোর্স – Alta Sartoria e Ricamo” (হাই ফ্যাশন ডিজাইন ও এমব্রয়ডারি কোর্স)
📍 প্রশিক্ষণ দেবে Accademia Koefia, রোমের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত ফ্যাশন একাডেমি!
💫 আপনি যা শিখবেন:
 ✅ ইতালীয় Haute Couture স্টাইলের পোশাক তৈরির কৌশল
 ✅ হাতে এমব্রয়ডারির টেকনিক – punto catenella, punto erba, ricamo su organza
 ✅ অর্গানজা কাপড়ে পুঁতি, মুক্তা, পায়েল ও অলঙ্কার দিয়ে ডিজাইন তৈরি
 ✅ হাতে-কলমে ফ্যাশন প্রজেক্ট ও ফাইনাল ফ্যাশন শো তে নিজের কাজ প্রদর্শনের সুযোগ! 👠✨
🎯 কোর্স শেষে আপনি হতে পারেন:
 👗 প্রফেশনাল ফ্যাশন ডিজাইনার
 💼 নামকরা ইতালিয়ান ফ্যাশন হাউসে কর্মরত
 👰 অথবা নিজের ব্যক্তিগত ফ্যাশন ব্র্যান্ডের উদ্যোক্তা!
📅 আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৫
 📍 Sede: Padiglione 17 – Parco Santa Maria della Pietà, Roma
 📩 ইমেইল: [email protected]
 📌 Oggetto: “RICHIESTA ISCRIZIONE LGNet3”
 ✂️ ইমেইলে উল্লেখ করুন আপনি কোন কোর্সে আবেদন করছেন:
 👉 Sartoria (ফ্যাশন) অথবা 👉 Gioielleria (জুয়েলারি ডিজাইন)
⚠️ আসন সংখ্যা মাত্র ১০ জন!
 এই সুযোগ হারালে হয়তো আর ফিরে পাবেন না।
 আজই আবেদন করুন, আর নিজের প্রতিভাকে ছুঁইয়ে দিন ইতালির ফ্যাশন দুনিয়ার আকাশে! 🇮🇹✨
💡 আরও ভালো খবর:
 ফ্যাশন ছাড়াও শিগগিরই রোমে ফ্রি কোর্স আসছে — Pizzeria, Cameriere, Cuoco, Receptionist, Pulizia e Piani সহ অসংখ্য পেশায়!
 📲 সব আপডেট পেতে চোখ রাখুন 👉 “আমিওপারি ডট কম” পেজে!