OPU

OPU নিজের মতো করে বাঁচো, কারণ সবার মতো হতে গেলে নিজের ব্যক্তিত্ব হারাতে হয়। 🤓

প্রকৃতি আমার প্যাশন, ভ্রমণ আমার নেশা, আর ক্যামেরা আমার ভাষা।
এই পেইজটি এক যাত্রার ডায়েরি—যেখানে নীল আকাশ, সবুজ পাহাড়, বুনো নদী আর অচেনা পথের গল্পগুলো ধরা পড়ে একেকটা ছবি, একেকটা ভিডিওর মাধ্যমে।

ড্রোনের চোখে পৃথিবীকে দেখি একটু ভিন্নভাবে—উপরে থেকে, নীরবভাবে, অথচ গভীর মুগ্ধতায়।
আমি বিশ্বাস করি, প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য, ভ্রমণ শেখায় জীবন, আর ব্লগগুলো ধরে রাখে সেই শেখার প্রতিটি মুহূর্ত।

তোমরা যারা ভ

ালোবাসো পাহাড়ের ডাকে সাড়া দিতে, সমুদ্রের ঢেউ শুনতে, অথবা শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে নিঃশ্বাস নিতে—এই পেইজটা তোমাদের জন্যই।

নতুন ভিডিও, ছবি আর গল্প নিয়ে নিয়মিত হাজির হই—ভিউয়ের ফ্রেমে বাঁধা এক টুকরো অনুপ্রেরণা হয়ে।

জীবনের প্রতিটা পথই একেকটা গল্প—চলো, সেটা একসাথে লিখি।

18/10/2025

তারমানে বলতে চাচ্ছেন "হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর" আগুনে পুড়ে গেছে, এটা বাদ দিয়ে নতুন আরেকটা "আবু সাঈদ বিমান বন্দর" বানানোর জন‍্য?

10/10/2025

ঘুরতে গিয়ে দুই টিকটক সুপার স্টারের সাথে দেখা। দেখুন কি করতেছে😬😬😬

01/10/2025

কথা তিতা হলেও সত্য।
আসিফ মাহমুদ আর সর্জিসের মত পোলাপান প্রতিদিন জন্মায়।
"সাকিব আল হাসানরা" শত বছরে একবার জন্মায় ৷

29/09/2025

বরশি দিয়ে হাঙ্গরের মত কি মাছ ধরলাম যা আগে কখনো দেখিনি।🤩🤩🤩 কেউ কি মাছেন মাম বলতে পারবেন?

28/09/2025

পাখির চোখে ভ‍্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র, যা রোম শহরের ভেতরে অবস্থিত। এটি ক্যাথলিক চার্চের কেন্দ্র এবং পোপের আবাসস্থল।

27/09/2025

আল্লাহর সৃষ্টি কত সুন্দর! ভোরের সূর্যের আলো, রাতের আকাশে তারার ঝিলমিল, বৃষ্টির ফোঁটার স্নিগ্ধতা আর ফুলের সুবাস—সবই তাঁর মহাশক্তির নিদর্শন। প্রতিটি গাছ, পাখির ডাক, নদীর স্রোত আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ সবকিছু পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন। তাঁর সৃষ্টির দিকে তাকালে হৃদয় ভরে যায় কৃতজ্ঞতায়, আর জিহ্বা বলেই ওঠে—সুবহানাল্লাহ.

27/09/2025

মৃত্যুর পর সকল মুসলিমের ঠিকানা হোক জান্নাতুল ফেরদাউস।

আমিন👏

26/09/2025

একমাত্র মা-ই আপন🙂

20/09/2025

✨ অনেকেই ভাবে টাকা দিয়ে দিলে ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দেওয়া যাবে — আসল সত্যটা হলো ❌ এটা সম্ভব না। ফেইসবুকে অনেকেই বলবে সামান‍্য কিছু টাকার বিনিময়ে আপনার পেইজে বা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এমে দিবে। ভুলেও কারো ফাদে পা দিবেন না

💡 মনিটাইজেশন অটোমেটিক আসবে, যখন আপনার পেজ যোগ্যতা পূরণ করবে।

👉 কীভাবে যোগ্যতা পূরণ করবেন?

১- নিয়মিত অরিজিনাল কন্টেন্ট শেয়ার করুন, কোন কপি করা পোস্ট শেয়ার করবেন না, যদি করে থাকেন রিমোভ করে দেন।


২- কমিউনিটি গাইডলাইন মেনে চলুন, বাজে কথা বলা বাজে পিক পোস্ট করা, ভয়ংকর কিছু শেয়ার করা যাবেনা

৩- অডিয়েন্সকে ভ্যালু দেওয়া পোস্ট করুন, যেনো আপনার ভিডিও দেখে কিছু শিখতে পারে জানতে পারে, এবং মজা পায়

৪- অ্যাক্টিভ এনগেজমেন্ট রাখুন, প্রতিদিন ২-৩ টা পোস্ট করুন

৫- দিনে অন্তত একবার লাইভ স্ট্রিমিং করুন, যেটা অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট মনিটাইজেশন পেতে।

৬- ভিডিওর কোয়ালিটি 1080p যেনো হয়

📌 মনে রাখবেন: ফলোয়ার, ভিউ আর কোয়ালিটি কন্টেন্টই মনিটাইজেশনের চাবিকাঠি 🔑
টাকা দিয়ে কেউ এনে দিতে পারবে না। ✅

💕💙♥️
18/09/2025

💕💙♥️

Indirizzo

Rome

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando OPU pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a OPU:

Condividi