স্বপ্নের ইউরোপ

স্বপ্নের ইউরোপ acts like summer & walks like rain

ইউরোপে স্যাটেল হওয়ার একটা পদ্ধতি দেই!আপনি ইউরোপ আসবেন। আসার পর, ৩৫-৪৬ বছর বয়স্ক সিংগেল অথবা ডিভোর্সি মহিলাদের পটানোর চেষ...
06/10/2024

ইউরোপে স্যাটেল হওয়ার একটা পদ্ধতি দেই!
আপনি ইউরোপ আসবেন।
আসার পর, ৩৫-৪৬ বছর বয়স্ক সিংগেল অথবা ডিভোর্সি মহিলাদের পটানোর চেষ্টা করবেন।
তবে মহিলার বাচ্চা না থাকলে ভাল হয়।
এই বয়সের মহিলাদের পেছনে কিছু দিন টাইম দিলে ওরা রাজি হয়ে যায়।
কারন ওরা চরম একাকিত্বে ভূগে।আবার অল্প বয়সি মেয়েরা পাত্তা দেয়না আমাদের।
এই বয়সের মহিলাদের সাধারণত নিজের বাড়ি,গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থাকে।
তারা চায় একজন স্টেবল সংগি।
আপনি এই সুযোগ টা নিতে পারেন।
অপরদিকে অল্প বয়সি মেয়েদের সাথে প্রেম করতে পারলেও বিয়া করাটা অনেক কঠিন কাজ।আর তারা টাকার পাগল।
অন্যদিকে মধ্য বয়স্ক মহিলারা আপনাকে ভালোবাসলে আপনার জন্য সবকিছু করবে।কিন্তু সেক্ষেত্রে নিজেকে সত হওয়া জরুরি বলে আমি মনে করি। এদের সাথে প্রতারণা করাটা কোন ভাবেই ঠিক না।
আর সব চেয়ে বড় কথা ইউরোপের ৪০ বছরের একজন মহিলা বাংলাদেশের ২৬ বছর এর একজন মেয়ে থেকে উত্তম।
আপনি যদি আমার কথা গুলো মেনে চলতে পারেন। তাহলে জিবনে, বাড়ি, গাড়ি,ব্যবসা, ডুকুমেন্ট, সুখ, সম্পত্তি সবি পাবেন।
তবে এর জন্য আপনাকে অবশ্যই একটু হ্যান্ডসাম ও সাস্থবান হতে হবে। হিরু ইঞ্চি চেহারায় প্রেম করা সহজ না। ইউরোপের খাবার ২ মাস পেটে ঠিক মত পড়লে সাস্থ হয়ে যাবে বলে আমি মনে করি।
আসুন আমরা একটি নতুন অভিজানে নামি।
ইউরোপে আমাদের বাংলাদেশের কমিউনিটি টাজে সব চেয়ে বড় এবং শক্তি শালী করে গড়ে তুলি।
তবে একটা রিকোয়েস্ট ভাই, যাই করেন্না কেন, ২ নাম্বারি কইরেন্না প্লিজ।

পোস্ট টা মজা করার জন্য করিনি। জিবনে কিছু করে নিজের পরিবার কে দেখান। ইউরোপ এত্ত সহজ না। সাপোর্ট না থাকলে নিজের বাল তো দুরের কথা ছাগলের বালও ছিরতে পারবেন্যা।তাই কিছু করেন।নিজের পরিবারের মানুষ গুলোকে সুখে রাখুন

সবার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা থাকলো।

04/10/2024

Welcome to Europe ✌️💱🇪🇺

08/03/2024

Village of Italy 🇮🇹

Very soon in this year 1 Euro=200 Tk
11/01/2024

Very soon in this year 1 Euro=200 Tk

🇦🇩🇧🇩🇦🇩রোমানিয়া টু সেঞ্জেন🇦🇩🇧🇩🇦🇩( ফ্রান্স,ইতালি,পর্তুগাল)আজ অনেক দিন পরে লেখতে বসলাম! আসলে আমাদের দেশ এর বেশিরভাগ মানুষের...
02/08/2023

🇦🇩🇧🇩🇦🇩রোমানিয়া টু সেঞ্জেন🇦🇩🇧🇩🇦🇩( ফ্রান্স,ইতালি,পর্তুগাল)

আজ অনেক দিন পরে লেখতে বসলাম!
আসলে আমাদের দেশ এর বেশিরভাগ মানুষের স্বপ্ন থাকে ফ্রান্স বা ইতালি যাওয়ার। আর মাঝখান থেকে রোমানিয়াকেই সবাই সেঞ্জেনের সহজ রাস্তা হিসাবে ব্যবহার করছে।

রোমানিয়া খুবই সুন্দর একটি দেশ এখানের শহর থেকে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখলে এদেশের প্রেমে পড়ে যাবেন। রোমানিয়াতে যারা প্রথম এসে তারপর ইতালি, ফ্রান্স চলে গেছে তাদের মুখে শুনতে পারবেন রোমানিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লেখা শুরু করলে লেখা শেষ হবে না।

রোমানিয়া থেকে আপনারা তিন ভাবে সেঞ্জেনে যেতে পারবেন।

১.Tourist Visa
২.Work visa
3.illegal

রোমানিয়া থেকে খুব সহজে ভিসা নিয়ে সেঞ্জেনে যেতে পারবেন।কিন্তু আমি বুঝি না এতো সহজ হওয়ার পরেও কেন ইলিগ্যাল ভাবে জীবনের ঝুকি নিয়ে কঠিক পথ অতিক্রম করেন। তাই আমার অনুরোধ যাহারা রোমানিয়াতে আসবেন বা আছেন তারা মাত্র ৩ মাসের কার্ড নিয়ে সেঞ্জেনের work permit ভিসায় যেতে পারবেন।

*টাকা কতো লাগবে সেঞ্জেনে যেতে ???
১.Tourist visa তে এভারেজ ৫০ হাজার-১ লাখের মদ্ধে হয়ে যাবে ।
২.work visa তে ৩-৪.৫০ লাখেত মদ্ধে হয়ে যাবে।

৩.ইলিগ্যাল তে ৩.৫০ লাখ করে।

*রোমানিয়া টু সেঞ্জেন Tourist visa:

আপনি যদি স্টুডেন্ট ভিসায় রোমানিয়াতে আসেন তাহলে ইউনিভার্সিটি থেকে একটি n.o.c. নিতে হবে যেখানে মেনশন করা থাকবে যে আপনাকে ইউনিভার্সিটি থেকে ছুটি দেওয়া হয়েছে বা এখন ইউনিভার্সিটি তে ছুটি চলতেছে এখন আপনি ওই দেশে ঘুরতে যাবেন এবং কিছুদিন ঘুরে আবার রোমানিয়া ফিরে আসবেন এবং পড়াশোনা কন্টিনিউ করবেন। আর আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়াতে আসেন তাহলে ঠিক এরকমই একটা পেপার নিতে হবে কোম্পানি থেকে। যদি n.o.c. পেয়ে থাকেন তাহলে আপনি ভেবে নিবেন আপনার ভিসার কাজ অনেকটাই এগিয়েছে।
এবার আসি কি কি পেপার লাগবে
১.NOC কোম্পানি/ ইউনিভার্সিটি থেকে।
২.Bank statmant 2000 ইউরো হলেই হবে। তবে সেটি মিনিমাম কয়েক মাসের মদ্ধে অল্প অল্প করে জমিয়েছেন এরকম হতে হবে।
৩.পাসপোর্ট
৪.ছবি
৫.সেঞ্জেন ভিসার ফরম ফিল আপ করতে হবে।
৬.আপনি যেখানে ঘুরতে যাবেন সে দেশের কোথায় ঘুরবেন এবং কোন হোটেলে থাকবেন এর জন্য আপনাকে চার থেকে পাঁচটি জায়গার নাম এবং চার থেকে পাঁচটি হোটেল বুকিংয়ের পেপার থাকতে হবে
৭.আপনার পরিচিত কেউ যদি সেঞ্জেনে থাকে তাহলে সে যদি আপনাকে ইনভাইটেশন লেটার দিয়ে থাকে সেক্ষেত্রে ইনভাইটেশন লেটারের ডিটেলস দেখাতে হবে।
৬.Travel Insurance
7.health Insurance
৮.air ticket Reservations
৯.একটা পেপারস লিখতে হবে যেখানে লেখা থাকবে আপনি কেন সেঞ্জেনে যাচ্ছেন এবং কতদিন থাকবেন এবং কোন কোন জায়গায় ঘুরতে যাবেন এবার একটি ডিটেলস লিখে একটি পেপার লিখে এটাতে আপনি সিগনেচার করবেন। টাকার পরিমাণ বলতে ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মতো খরচ হতে পারে।
১০.রেসিডেন্ট কার্ড।

রোমানিয়া টু সেঞ্জেন work permit visa :
রোমানিয়া থেকে খুব সহজে সেঞ্জেন এ work permit ভিসা নিয়ে যেতে পারবেন। এখানে অনেক রিক্রুটিং এজেন্সি বা কোম্পানি আছে যারা মূলত রোমানিয়া টু পর্তুগাল, পোল্যান্ড, চেক রিপাবলিক এর কাজ করে। টাকার পরিমান বলতে ২.৫০ লাখ থেকে ৪ লাখ টাকার মদ্দে কাজ করে থাকে। সেঞ্জেন এর ভিসার জন্য আপনাকে কোম্পানি থেকে কোন NOC নিতে হবে না। পেপার যা যা লাগবেঃ
১.পাসপোর্ট
২.ছবি
৩. রেসিডেন্ট পারমিট
৪.রোমানিয়ার দেশ এর পুলিস ক্লিয়ারেন্স।

*রোমানিয়া টু সেঞ্জেন ইলিগ্যালঃ

এখানে অনেক দালাল আছে যারা কাজ করে থাকে তাদের সাথে কনটাক্ট করে জিবনের ঝুকি নিয়ে যেতে পারবেন। কিন্তু বর্ডারে ধরা পরলে অনেক সমস্যায় পরতে পারেন এমনকি বাংলাদেশেও ব্যাক পাঠাতে পারে। টাকার পরিমান ৩.৫০ লাখ টাকা।

এবার আপনারাই বলেন কম টাকার মদ্ধে লিগেল ভাবে যাবেন নাকি ইলিগ্যাল ভাবে বেশি টাকা খরচ করে যাবেন?
তবে আমি আপনাদের অনুরোধ করবো মাত্র ৩ মাস রোমানিয়াতে বৈধভাবে থেকে work permit ভিসা নিয়ে যেতে পারেন। এতে করে দেশের ভাবমূর্তি ঠিক থাকবে এবং পোল্যান্ডের মতো ভিসা ইস্যু হওয়া বন্ধ হবে না।
ধন্যবাদ সবাইকে ❤️❤️❤️

29/06/2023

৭০ বছরের বৃদ্ধ, মেক্সিকোর ৪০ ফুট উছু সিমান্ত প্রাচীর পার হয়ে আমেরিকা যায়, নতুন দিগন্তের স্বপ্ন দেখে, তুমি যুবক দেশের নোংরা রাজনীতি নেতার সাথে ছবি ও নেতার পোতা টিপে নিজের মূল্যবান সময় নষ্ট কর, তুমি বড় বোকা।

🇪🇺🇪🇺ইউরোপের স্বপ্ন🇪🇺🇪🇺:আপনার স্বপ্নে ইউরোপ দেখা ইঙ্গিত দেয় যে আপনার একটি বছর উদ্ভাবনে পূর্ণ হবে এবং এটি ইঙ্গিত দেয় যে ...
15/04/2023

🇪🇺🇪🇺ইউরোপের স্বপ্ন🇪🇺🇪🇺:

আপনার স্বপ্নে ইউরোপ দেখা ইঙ্গিত দেয় যে আপনার একটি বছর উদ্ভাবনে পূর্ণ হবে এবং এটি ইঙ্গিত দেয় যে ব্যক্তিটি সাম্প্রতিক অবধি অব্যাহত থাকা সমস্যাগুলির দ্বারা চিহ্নিত হবে না, তিনি সর্বদা বিকাশের অগ্রগতিতে খুশি এবং সন্তুষ্ট থাকবেন। যদি তরুণরা ইউরোপের দিকে তাকিয়ে থাকে, তবে বিদেশ ভ্রমণের সিদ্ধান্তের কারণে তাদের জীবন বদলে যাবে। এটি ব্যাখ্যা করা হয় যে তারা শিক্ষার পাশাপাশি কাজের জন্য বিদেশে থাকবে এবং অবিবাহিতদের জন্য তাদের পত্নী বিদেশী নাগরিক হবে। যারা ইউরোপের দিকে তাকান তারা দূতাবাস এবং কূটনীতিতে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দোভাষী বা গাইডের পেশায় অত্যন্ত সফল। ব্যবসায়িক জীবনে বৃহৎ জনসাধারণকে ডাকার অর্থ হল আপনার ব্যবসাকে আরও ব্যাপক ও প্রসারিত করে ধনী হওয়া, দূরদৃষ্টি দিয়ে আপনার সম্পদ ও অর্থ বৃদ্ধি করা এবং আপনার সন্তানদের জন্য একটি সৌভাগ্য রেখে যাওয়া। এটি ধনী হওয়ার পাশাপাশি সম্মানজনক জীবনযাপনের লক্ষণ।

****ইউরোপ ভ্রমণের স্বপ্ন:

একা ইউরোপ ভ্রমণে যাওয়া ব্যক্তির ভবিষ্যত অনেক সাফল্যে পূর্ণ হবে। এটি আরও বলা হয় যে আত্ম-উন্নতি মানে সর্বদা পড়া এবং গবেষণা করে আরও ভাল সজ্জিত ব্যক্তি হওয়া এবং স্বপ্নদ্রষ্টা তাদের সংস্কৃতির সাথে ব্যবসায়িক পরিবেশে মানুষকে প্রভাবিত করবে। কার্যকরভাবে ইন্টারভিউ নেওয়া, একাধিক চাকরির অফার পাওয়া মানে অর্থের কোনো সমস্যা নেই এবং জীবনযাত্রার অবস্থা সবসময়ই উচ্চমানের।

****স্বপ্নে ইউরোপীয় ভ্রমণের পরিকল্পনা করা:

এর মানে হল যে অদূর ভবিষ্যতে পরিবর্তনগুলি একজন ব্যক্তির জীবনকে এমনভাবে গঠন করবে যা সে কখনই আশা করেনি, একের পর এক আশ্চর্যজনক ঘটনা এবং সুসংবাদ আসবে, বাড়ির সবাই আনন্দে উচ্ছ্বসিত হবে, এবং স্বপ্নদর্শীরা ভাল বোধ করবে মনোবল শর্তাবলী এটি আরও ইঙ্গিত দেয় যে পরিবার নিয়ে অন্য শহর বা দেশে যাওয়ার ধারণা জাগবে এবং চাকরিতে পরিবর্তন হবে।

****স্বপ্নে ইউরোপ দেখার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা:

এটি স্বপ্নদ্রষ্টার দ্বারা করা বিনিয়োগের একটি অভিব্যক্তি যিনি কখনও স্থির থাকতে চান না, স্থবিরতার বিরুদ্ধে লড়াই করেন এবং প্রতিটি মুহূর্তের মূল্য জানেন। একজন ব্যক্তি কলা, বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের ক্ষেত্রে অধ্যয়নের পাশাপাশি জীবনের সবকিছু সম্পর্কে সচেতন হতে চায়।

🇪🇺🇪🇺🇪🇺🇪🇺ইউরোপ যাওয়ার আগে যা জেনে রাখা ভালো :   🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺    সুন্দর জ্বলমলে একটি মহাদেশ, নাম তার ইউরো...
25/03/2023

🇪🇺🇪🇺🇪🇺🇪🇺ইউরোপ যাওয়ার আগে যা জেনে রাখা ভালো : 🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺 সুন্দর জ্বলমলে একটি মহাদেশ, নাম তার ইউরোপ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য মানুষের স্বপ্নের আধুনিক আবাসন ইউরোপ। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে স্বপ্নের পথে পারি জমাতে গিয়ে অনেকে পরেন বিপাকে। অনেকে অবৈধ পথে ইউরোপ যেতে গিয়ে প্রাণ বিস্বর্জন দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লোভনীয় অফার দেখা যায়, অফারে শিরোনাম গুলো দেখে কেউ কেউ দালালের পাল্লায় পড়েন। শিরোনাম গুলোর ধরন থাকে কিছুটা এরকম- ইউরোপের ভিসা প্রসেসিং একদম ফ্রি, ইউরোপের ভিসা ২০২১ প্রসেসিং এর জন্য বিখ্যাত ভিসা এজেন্সিতে চলে আসুন, বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার ফ্রি কনসাল্টেশন, ইউরোপের স্টুডেন্ট ভিসা ২০২২, আগে ভিসা পরে টাকা, কম খরচে ইউরোপে কাজের ভিসা ইত্যাদি। এধরনের প্রতারনা মূলক পোস্ট দেখে লোভে না পড়াই উত্তম। আপনিও হয়েতো স্বপ্ন দেখছেন ইউরোপ গমনের। দু-একটা দালালের সাথে কথাও বলেছেন। ফেইসবুকে ঝমকালো বিজ্ঞাপনও দেখেছেন। চলুন ইউরোপে গমনের আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্পর্কে কিছু তথ্য জেনে আসি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
ইউরোপ মহাদেশের ২৭ টি দেশ নিয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ১৯৫৭ সালের ২৫ মার্চ পশ্চিম ইউরোপের মাত্র ৬ টি রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু করে ইউরোপীয় ইউনিয়ন। এই জোটের মূল লক্ষ্য ছিল ইউরোপের শিল্প বিপ্লব এগিয়ে নিয়ে যাওয়া। এই অঞ্চলের ভারী শিল্প কারখানাগুলো পুরো ইউরোপময় ছড়িয়ে দিয়ে নিজেদের মাঝে যুদ্ধ কলহ বন্ধ করে ভাতৃত্বরোধ সৃষ্টি করা।

বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এই ৬ টি রাষ্ট্র রোম চুক্তি নামে একটি চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তিই পরবর্তী সময়ে ইউরোপীয় অন্য দেশগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করে এবং সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। ১৯৭৩ সালে ডেনমার্ক, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড এই জোটের সদস্য হয়। ১৯৮১ সালে গ্রিস এই ইইউ জোটের সদস্য হয়।১৯৮৬ সালে পর্তুগাল ও স্পেন এতে যোগ দেয়। ১৯৯৫ সালে অস্ট্রিয়া সুইডেন ও ফিনল্যান্ড এ জোটের সদস্য হয়। তখন ইইউ জোটের সদস্য সংখ্যা দাড়ায় ১৫ টি রাষ্ট্রে।

এর কয়েক বছর পর ২০০৪ সালে ইউরোপের আরো ১০ টি রাষ্ট্র এই জোটের সদস্য হয়। সাইপ্রাস, লিথুয়ানিয়া, চেক প্রজাতন্ত্র, মাল্টা, ইস্তোনিয়া, পোল্যান্ড, হাঙ্গেরী, স্লোভাকিয়া, লাতভিয়া ও স্লোভেনিয়া ইইউ জোটের সদস্য হওয়াতে এক লাফে এর সদস্য সংখ্যা দাড়ায় ২৫। এর ৩ বছর পরে ইউরোপের আরো দুই দেশ বোলগেরিয়া ও রোমানিয়া এই জোটের সদস্য হয়। ইইউ’র সদস্য রাষ্ট্রের সংখ্যা হয়ে যায় ২৮। ১০১৬ সালে এক গণভোটের মাধ্যমে যুক্তরাজ্য ৪৭ বছরের সম্পর্ক ছিন্ন করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ ত্যাগ করে। বর্তমানে ইইউ এর সদস্য সংখ্যা ২৭।

চলাচলের স্বাধীনতা
১৯৮৫ সালে শেনজেন চুক্তির মাধ্যমে ইইউ এর সদস্য ও ইউরোপের অন্য কয়েকটি রাষ্ট্রের মধ্যে পাসপোর্টবিহীন সীমান্ত পারাপারের বৈধতা দেওয়া হয়। ১৯৮৬ সালে ইউরোপীয় পতাকা ব্যবহার শুরু হয় এবং একক ইউরোপীয় আইন স্বাক্ষরিত হয়। এর ফলে ইউরোপের নাগরিকগণ বিনা পাসপোর্ট-এ ইউরোপীয় ইউনিয়নের সকল দেশ ভ্রমণ করতে পারেন।

একক মুদ্রার প্রচলন
১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাসট্রিচটে ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা ম্যাসট্রিচট চুক্তি নামে পরিচিত। ১ নভেম্বর ১৯৯৩ সালে এই চুক্তি কার্যকর হয় যার ফলে 'ইউরোপীয় ইউনিয়ন' এবং ইউরোপের একক মুদ্রা হিসেবে 'ইউরো' চালু হয়। ২০০২ সালে ১২টি সদস্য রাষ্ট্র মুদ্রা হিসেবে ইউরো গ্রহণ করে। ১লা ডিসেম্বর ২০০৯ সালে লিসবন চুক্তি কার্যকর হয় যা ইউরোপীয় ইউনিয়নে অনেক পরিবর্তন নিয়ে আসে। বিশেষকরে এটি ইউরোপীয় ইউনিয়নের নতুন কাঠামো তৈরি করে। ইউরোপীয় ইউনিয়নের সকল সম্প্রদায়ের জন্য অভিন্ন আইন তৈরি হয় এবং ইউরোপীয় কাউন্সিল এর সভাপতি পদ তৈরি করা হয়।

ইউরোপের যে রাষ্ট্রগুলো ইইউ সদস্য নয়
ইউরোপের কয়েকটি দেশ এখনও ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ গ্রহণ করে নি। তার মধ্যে রয়েছে রাশিয়া, ইউক্রেইন, বেলারুশ, জর্জিয়া, মলদোভা প্রজাতন্ত্র, আজারবাইজান, আর্মেনিয়া, ভাটিকান, অ্যানডোরা, বুলগেরিয়া, স্যান ম্যারিনো, মেসিডোনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, আলবেনিয়া, বসনিয়া হারজেগোভিনা, ক্রোয়েশিয়া. কসোভো, পর্তুগাল, নরওয়ে, লিচেনস্টাইন, মোনাকো, যুক্তরাজ্য ও গ্রীণল্যান্ড।

ইউরোপের বর্তমান অবস্থা
ইউরোপের সার্বিক পরিস্থিতিতে মানবতার সূচক অতি উচ্চ। ইউরোপীয় ইউনিয়ন এর সদস্য রাষ্ট্রগুলোর ২০১৮ সালের জরিপ অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় ৫১ কোটি ৩৪ লক্ষ ৮১ হাজার ৬৯১ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১৭.৫ জন। মোট জিডিপি ১৮.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ৩৬ হাজার ৫৫০ মার্কিন ডলার। মানব উন্নয়নের সূচক ০.৮৯৯।

কিন্তু ২০২২ সালে এসে ইউরোপীয় ইউনিয়নের দেশ গুলোর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। অন্য বস্ত্র, জ্বালানী সব খাতেই মূল্য বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউরোপে তেল ও গ্যাসের চাহিদার ৪০ শতাংশ তেল ও ৬০ শতাংশ গ্যাস সরবরাহ করে রাশিয়া। যুদ্ধের জবাবে রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইউরোপেরে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন আগামী ২ থেকে ৩ বছর এই পরিস্থিতি থাকতে পারে।

ইউরোপে কর্মক্ষেত্র
অধিকাংশ বাঙালী ইউরোপে গিয়ে হোটেল বয়, কৃষি, বাবুর্চি, কন্সট্রাক্শন, পেইন্টিং বা ড্রাইভিং এর কাজ করেন। কিছু সংখ্যক লোক উচ্চ পর্যায়ে কাজ করছেন। অনেক বাঙালী বংশধর সেখানের পার্লামেন্ট সদস্যও আছেন। তবে অধিকাংশ বাঙালীকে নিম্নমানের কাজে দেখা যায়।এর মূল কারণ হচ্ছে অদক্ষতা। দক্ষ লোকের জন্য সব জায়গা সমান। তাই যারা নতুন করে ইউরোপ যেতে আগ্রহী, তাদের জন্য পরামর্শ হলো আগে কোন কাজের উপর দক্ষতা অর্জন করুণ, পরে বৈধ পথে যাওয়া চেষ্টা করুন। ভুলেও অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ অবৈধ পথে ইউরোপে যেতে গিয়ে অনেকে জীবন দিতে হয়েছে।

নাগরিকত্ব প্রাপ্তি সুবিধা
ইউরোপের কিছু রাষ্ট্রে নাগরিকত্ব পাওয়া যায়। ফ্রান্স,ইতালি, জার্মানি, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্য এই ৬ টি দেশে সহজে নাগরিকত্ব পাওয়া যায়। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সকল দেশই ক্ষেত্র বিশেষ নাগরিকত্ব প্রদান করে। ইউরোপের বাহিরে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু, ভেনিজুয়েলা, পানামা সহ কতিপয় রাষ্ট্র নাগরিকত্ব প্রদানে উদারতা দেখায়।

ইউরোপের দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা যায়। এ পদ্ধতিতে অল্প সময়ে নাগরিকত্ব লাভ করা যায়। অনুমোদন সূত্রে দীর্ঘদিন বসবাস করলে বা সে রাষ্ট্রে কোন সন্তান জন্মগ্রহণ করলে নাগরিকত্ব লাভ করা যায়। যেমন পর্তুগালে ৫ বছর বসবাস করলে নাগরিকত্ব প্রদান করে।সুতরাং ইউরোপের দেশগুলোতে গমনের আগে এই সব বিষয়ে জেনে-বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। এছাড়াও গন্তব্যে একজন ভালো সাহায্যকারী নির্ধারণ করে যাওয়া ভালো। তাতে বিপদে পড়ার আশঙ্কা কম থাকে।

🇹🇩🇹🇩🇹🇩বর্তমানে দিল্লি এম্বাসির আপডেট 👈
19/02/2023

🇹🇩🇹🇩🇹🇩বর্তমানে দিল্লি এম্বাসির আপডেট 👈

✈️যারা রোমানিয়ার  ভিসা নিয়ে টেনশন এ ছিলেন আসল নাকি ফেক ✅❌✈️আলহামদুলিল্লাহ 🇷🇴🇷🇴 তাদের জন্য সুখবর দিলো রোমানিয়ান ফরেন মি...
11/02/2023

✈️যারা রোমানিয়ার ভিসা নিয়ে টেনশন এ ছিলেন আসল নাকি ফেক ✅❌

✈️আলহামদুলিল্লাহ 🇷🇴🇷🇴 তাদের জন্য সুখবর দিলো রোমানিয়ান ফরেন মিনিস্ট্রি অ্যাফেয়ার!💁‍♀️✈️🇷🇴

✈️এখন থেকে নিজে নিজেই মোবাইল দিয়ে চেক করতে পারবেন আপনার বিষয়টি কি অরজিনাল নাকি নকল! ✅✈️❌🇷🇴

✈️প্রতারকের প্রতারণার দিন শেষ ❌💁‍♀️🇷🇴

✈️এখন থেকে রোমানিয়ার ভিসা নিয়ে কেউ প্রতারণা করতে পারবে না 💁‍♀️🇷🇴✈️

✈️ধন্যবাদ জানাই রোমানিয়ার সরকার এবং ইমিগ্রেশন, ফরেন মিনিস্ট্রিকে!

✈️মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য 💁‍♀️✅✈️🇷🇴

এখন থেকে রোমানিয়ার স্টিকার ভিসা চেক করা যাবে
Link:💁‍♀️
https://eviza.mae.ro/CheckVisaSticker

✈️আশা করি হয়তো পারমিট চেক করার এরকম একটি অনলাইন সিস্টেম বের হতে পারে ✅💁‍♀️🇷🇴

সবার জন্য শুভকামনা রইল 💁‍♀️🇷🇴✈️

04/02/2023

বাইরের দেশে যাওয়ার কথা আসলেই ইদানীং রোমানিয়ার নাম আসছে সবার আগে। কিন্তু কেন যাবেন
রোমানিয়া? 🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩এমন কি কারন আছে যার জন্য অন্যান্য দেশ বাদ দিয়ে রোমানিয়াই যেতে হবে!

আসুন আলোচনা করা যাক ৫ বছর আগেও যে রোমানিয়ার শ্রমবাজার সম্পর্কে দেশের মানুষের ধারনাও
ছিলোনা কেন আজকে এতটা জনপ্রিয়ঃ

এর সব থেকে বড় কারন হচ্ছে রোমানিয়াতে আপনি সেটেল্ড এবং সিটিজেন হতে পারবেন!
রোমানিয়াতে সেটেল্ড হওয়ার ১ম ধাপ :
রোমানিয়াতে আসার পরেই যে কোম্পানির আন্ডারে আসবেন সেই কোম্পানি আপনাকে TRP করে দিবে। অর্থাৎ -
TRP = Temporary Residence Permit
অনেকেই আমরা এটাকে TRC বলি, অর্থাৎ
TRC = Temporary Residence Card
TRP পাওয়ার জন্য প্রথমেই কোম্পানি আপনার মেডিক্যাল টেস্ট করাবে
যেমন:
* ই সি জি
* সুগার লেভেল
* ব্লাড প্রেশার

এসব সাধারণ কিছু টেস্ট। টেস্ট এর রিপোর্ট আসার পর কোম্পানি আপনার সাথে নতুন করে কন্ট্রাক্ট পেপার সাইন করবে। কন্ট্রাক্ট এর মেয়াদ হবে ১ বছর। অনেকের ধারণা যে, বাংলাদেশ থেকে যে কন্ট্রাক্ট পেপার নিয়ে আসা হয় সেটাই ব্যবহার করে, কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই তা করে না। নতুন কন্ট্রাক্ট পেপার সাইন করিয়ে নিতে চায় কোম্পানি গুলো। তবে এটা উভয় পক্ষের জন্যই ভালো।
কন্ট্রাক্ট পেপার রেডি হওয়ার দু এক দিনের মধ্যে কোম্পানি আপনাকে কাজে জয়েন করাবে। আপনি যদি জেনারেল ওয়ার্কার বা হেলপার পোস্টে আসেন তবে কাজ করার ক্ষেত্রে আপনার নিজস্ব কোন পছন্দ থাকবে না। কোম্পানি আপনাকে যে পজিশনে, যে কাজ করতে বলবে তাই করতে হবে। আর আপনি যদি প্রফেশনাল লেভেলের স্কীল্ড ওয়ার্কার হোন তবে যে কাজের জন্য আপনাকে নিয়ে আসবে সেটাই করতে দিবে। যাই হোক,
আপনি কাজে জয়েন করার সাথে সাথেই কোম্পানি আপনার নামে ইন্সুইরেন্স পলিসি সাইন করবে।
এখন প্রশ্ন আসে TRP কার্ড পাবো কখন -?
রোমানিয়ান লেবার কোড অনুযায়ী, কোন ওয়ার্কার কাজে জয়েন করার সময় হইতে প্রথম ৯০ দিন হচ্ছে তার " প্রভিশনাল পিরিয়ড " অর্থাৎ এই প্রথম ৯০ দিনের মধ্যে কোম্পানি আপনার কাজ পর্যবেক্ষণ করতে পারবে, এবং যদি আপনাকে কাজের উপযুক্ত মনে করে তবেই কার্ডের জন্য আবেদন করবে। কিছু কোম্পানি ১ মাসের মধ্যেই কার্ড এপ্লাই করে দেয়। এটা নির্ভর করে কোম্পানি মালিকের মন মানসিকতার উপরে।
যদি কাজ পছন্দ না হয় তাহলে আইনত কোনো বাধা ছাড়াই কোম্পানি থেকে বের করে দিতে পারে এবং আপনার ওয়ার্ক পারমিট ও কন্ট্রাক্ট পেপার বাতিল করে দিবে।
কোম্পানি থেকে বের করে দেওয়ার সময় যদি ভিসার মেয়াদ শেষ না হয়ে থাকে তাহলে ভিসার মেয়াদ এর ভেতরে যত দ্রুত সম্ভব অন্য একটা কোম্পানির আন্ডারে নতুন ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে। যদি কারো কার্ড এপ্লাই হওয়ার আগেই ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, এবং কোম্পানি থেকে বের করে দেয়, তাহলে এটা একটা জটিল সমস্যা তৈরি করবে।
আমি চাই না কারো এমন অবস্থা হোক, তারপর ও যদি হয়ে যায় তাহলে কি করনীয় এই বিষয়টি নিয়ে ইন শা আল্লাহ অন্য কোন এক পোস্টে আমি আলোচনা করবো।
TRP কার্ড আবেদনের জন্য কোম্পানি আপনার নামে Tax পরিশোধ করবে, এবং আপনার জন্য সাইন কৃত " Accommodation Agreement " পেপার, " Medical Report " সহ আপনার পাসপোর্ট এর কপি এবং ওয়ার্ক পারমিট এর কপি অনলাইনে সাবমিট করবে। অনলাইন সাবমিশন হওয়ার ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে সেটি যাচাই-বাছাই করে এপ্রোভ করবে, এবং আপনার নিকটবর্তী কোন এক লকাল ইমিগ্রেশন অফিস এর ঠিকানায় আপনার "Biometric Enrolment" এর জন্য এপয়েনমেন্ট এর তারিখ জানিয়ে দিবে।
বায়োমেট্রিক এনরলমেন্ট অর্থাৎ যেটাকে আমরা ফিংগার প্রিন্ট বলি।
তারিখ মোতাবেক আপনার অরজিনাল পাসপোর্ট, অরজিনাল ওয়ার্ক পারমিট ও কন্ট্রাক্ট পেপার সহ নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে, কম্পিউটার কানেক্টেড ডিজিটাল ক্যামেরায় ছবি, ফিংগার প্রিন্ট এবং ডিজিটাল রাইটিং প্যাডে পাসপোর্ট অনুযায়ী সাইন করতে হবে। ফরমালিটি শেষ হবার পর ডেলিভারির তারিখ উল্লেখ করে একটা কালেকশন স্লিপ দেয়া হবে। সাধারণত ৩০ দিন সময় নিবে। এই কাজ গুলো কোম্পানি পক্ষই যে কোন এক immigration Lawyer এর মাধ্যমে করিয়ে নিবে।
সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে একই জায়গা থেকে কার্ড কালেকশন করতে পারবেন।
TRP হাতে পাওয়ার পর আপনি দেখতে পাবেন
আপনাকে ১ বছরের জন্য রেসিডেন্সি দেওয়া হয়েছে এবং আপনার নামে একটা CNP নাম্বার দেয়া হয়েছে।
CNP = Cod Numeric Personal
CNP নাম্বারটা হচ্ছে এদেশের প্রত্যেকটা মানুষের ব্যাক্তি পরিচিত নাম্বার। এখানকার যাবতীয় অফিসিয়াল কর্মকান্ড, যত কিছুই আছে সব কিছুর জন্য এই একটা CNP নাম্বারই যতেষ্ট।
আর এই CNP নাম্বারটাই আপনার রোমানিয়াতে সেটেল্ড হওয়ার প্রথম চাবি কাটি।
কার্ড হাতে পাবার পর আপনি চাইলে ব্যাংক একাউন্ট খুলতে পারবেন,
মেডিক্যাল সেন্টার অথবা রোমানিয়ান ন্যাশনাল হেলথ্ সিস্টেম এর সাথে সংযুক্ত হতে পারবেন।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স সহ যাবতীয় সরকারি বেসরকারি সেক্টর এ সকল কাজেই এই কার্ড ব্যবহৃত হবে।
TRP কার্ড এর মেয়াদের শেষ দিন পর্যন্ত,
বাংলাদেশ, ক্রোয়েশিয়া, বুলগারিয়া, সাইপ্রাস এবং বাংলাদেশী পাসপোর্ট এর জন্য ভিসা ফ্রী যে সকল দেশ সমূহ রয়েছে সেসব দেশ সমূহে যখন খুশি তখন যেতে আসতে পারবেন। TRP কার্ড এর মেয়াদ যতদিন থাকবে রোমানিয়ান ইমিগ্রেশন আপনাকে রোমানিয়া প্রবেশের ক্ষেত্রে কোন বাধা দিবে না। তবে সতর্কতা সরূপ কোম্পানি থেকে ছুটির NOC নিয়ে যাওয়া উত্তম। তবে সেঞ্জেন দেশসমূহে যেতে পারবেন না। বৈধ ভাবে যেতে হলে ভিসা নিয়ে যেতে হবে।
কিছু অসাধু এজেন্সি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য একেবারে ভিত্তিহীন এই কথাটা বলে থাকে যে, আপনি TRP কার্ড নিয়েই সেঞ্জেনে যেতে পারবেন,,, এটা সম্পুর্ণ ভূল।
রোমানিয়াতে সেটেল্ড হওয়ার দ্বিতীয় ধাপ ::-
আপনার প্রথম রেসিডেন্স পারমিট এর মেয়াদ ১ বছর। তাহলে কিভাবে কি হবে, প্রশ্ন আসে মনে-- এখন আপনি কি করবেন। মূল কথা হচ্ছে আপনাকে কিছুই করতে হবে না। কারন, আপনার যে ওয়ার্ক পারমিট নিয়ে রোমানিয়াতে এসেছিলেন সেই পারমিট টা একটু ভালো করে দেখুন, সেখানে স্পষ্ট অক্ষরে লেখা আছে ""
পারমিট টাইপ - Permanent
আবার আপনি যে ভিসা নিয়ে এসেছিলেন সেই ভিসা

04/02/2023

আসুন জেনে নেই রোমানিয়া এম্বাসি ইন্টারভিউ সম্ভাব্য কিছু প্রশ্ন। যারা রোমানিয়া যেতে চাচ্ছেন তারা প্রশ্নগুলা মনে রাখার চেষ্টা করবেন এবং সঠিক উত্তর দিবেন। 🇷🇴🇷🇴🇪🇺🇪🇺

INTERVIEW FOR ROMANIA WORK PERMIT VISA
1. Good morning / Good noon Sir.

Q. What is your name/ Are you mr. Md. Taslim?
A: My name is Md. HOSSAIN SIKDER
Q; What is your father name?
A: My father name is Md Rahman sikder.
Q: what is the date of birth?
Ans: 5 january 1993
Q: what the passport number?
Ans: B000
Q: what is your previous passport number?
Ans: BN090
Q: where do you live?
Ans: I am currently living in Dhaka.
Q:Have you applied for any job in Romania?
Ans: Yes sir, I have applied.
Q: What is your job position/ what kind of work?
Ans : Kitchen helper, Dishwasher.
Q. What is your company name/what is name of the company you will go to in Romania?
Ans: Restaurants SRL
Q. Who is the director of the company?
Ans: sorry sir, I don’t know.
Q. What is your company address? Or which city you are going?
Ans: Botosani, Romania
Q. How much is your salary?
Ans: Two thousands three hundred lei.
Q. Who will provide your accommodation?
Ans: My company will provides the accommodation
Q. Who will provide your insurance?
Ans: company will pay my insurance,
Q. Who will pay your tax?
Ans: company will pay my tax
Q. How much will be your tax?
Ans : My company lawyer knows about it
Q: what will you do in the Romania?
Ans:Work in a restaurant as a kitchen helper.
Q: How long will you work in a day/how many hours will you work in a day/week?
Ans: 8 Hours per day.
Q: who will pay for your food?

Q: How much paid to your agency/Have you been paid for the work permit to anyone/How much money have you been cost for your work permit?
Ans: Did not pay any money sir.
Q: Tell me what your study level / How many classes do you have?
Ans: I have just ssc passed.
Q: What experience do you have/Do you have experience/what do you do in Bangladesh now/why do you need this company/Have you working before/are you right person to doing this job/
Why you will be taken?/what is your type of work/what is your job?

Ans: sir,I am currently working on a restaurant as a kitchen helper and I have 5 years working experience.
Q: what you do there as a kitchen helper/what kind of work you do there?/what used to do as a kitchen helper?
Ans: Always help to chef for peel,slice,trim food items and cleaning kitchen,cupboard,refrigerator,wash dishes,pans,pots etc.place clean dishes and cooking equipment.
Q: Tell me some of your Qualities as a person/ what type of person you are/what you think as a person you are?
Ans: Hard worker,punctual,non alcoholic.
Q: If you come in Romania how many years you want to stay/ how many years would you like to work in romania?
Ans: Work in 5 years.
Q: How is Romanian weather?
Ans: winter is very cold and Summer is very hot.
Q: Do you know anybody in Romania?
Ans: No sir.
Q; How did you get the work permit?
Ans: Online job portal.
Q: which position you are going to applying ?
Ans: Kitchen helper.
Q: Do you have experience as a kitchen helper?
Ans: yes sir,I am currently working on a restaurant in Bangladesh.
Q; why do you want to go in Romania/ why would you go to Romania?
A: Better employment purpose.
Q: How much money your company want from you for your visa?
And: Did not pay any money sir.
Q: Have you ever traveled outside your country?
Ans: No sir.
Q: what do you know about this country / why do you / did you choose this country?
A: This is a European union and beautiful country. there peoples are so much polite.
In winter there is too much cold and summer is hot.
Q: What does your company do?
Ans: Restaurant business.
Q: what is your educational qualifications?
Ans: I have just ssc passed.
Q: Tell us something about your family.
Ans: My family members Is living outside in dhaka,My father is a farmer,my mother is a house wife.i have also younger sister.she is married.
Q: what is your current income?
Ans: Monthly income is 200 usd.
Q; How long is your job contract?
Ans:



🇹🇩🇪🇺

🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩আবারো বাংলাদেশে আসতাছে 🇷🇴রোমানিয়া🇷🇴 কন্সুলেট টিম।।  ফেব্রুয়ারী ৬ তারিখের পরে দিল্লিতে আর কোন...
03/02/2023

🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩
আবারো বাংলাদেশে আসতাছে 🇷🇴রোমানিয়া🇷🇴 কন্সুলেট টিম।। ফেব্রুয়ারী ৬ তারিখের পরে দিল্লিতে আর কোনো বাংলাদেশি ফাইল জমা নিবে নাহ।।
এইটা সবার জন্য একটা বড় সুখবর।।
সবার মনের ইউরোপ যাওয়ার স্বপ্ন হউক এই দোয়া করি🤲🤲🤲🤲🤲🤲🤲

01/02/2023

🇷🇴🇷🇴কোম্পানি পরিবর্তন নিয়ে কিছু কথা🇷🇴🇷🇴

বাংলাদেশ এর প্রায় ৯৯% মানুষ ই চায় রোমানিয়া গিয়ে ভালো একটা জব করবে,, কিন্তু সত্য টা হচ্ছে বাংলাদেশ এর প্রায় ৯৯% মানুষের ভিসা ই হয় কনস্ট্রাকশন পারমিট এর। এ সত্য টা অনেকের এজেন্ট আগে থেকে বলে না।
🇷🇴রোমানিয়া গিয়ে দেখে কনস্ট্রাকশন এর কাজ।
সেক্ষেত্রে সবাই তখন কোম্পানি চেঞ্জ করার জন্য উল্টা পাল্টা ডিসিশন নিয়ে কোম্পানি চেঞ্জ করে, অনেকেই কোম্পানি /এজেন্ট কে না জানিয়ে অন্য কোম্পানি তে চলে যায়, যার কারণে প্রথম কোম্পানি তাদের পাসপোর্ট এর এগিনেস্টে ইমিগ্রেশন এ কমপ্লেইন করে ব্লক করে দেয়। এতে অনেক বড়ো জামেলায় পড়তে হয় একজন কর্মীকে।
তাই আপনার এজেন্ট/এজেন্সির সাথে যোগাযোগ না করে কোম্পানি পরিবর্তন করবেন না।
কাজ কষ্টের হলেও কোম্পানিতে যোগদান করার পর T.R.C হওয়ার আগপর্যন্ত কোম্পানি ত্যাগ করবেন না।
কারণ trc না হলে রোমানিয়াতে কোনো ভ্যালু নাই একজন ওয়ার্কার এর।
🇷🇴🇷🇴যদি একান্ততই কাজ পরিবর্তন করতে হয় তাহলে এজেন্ট / কোম্পানি কে জানিয়ে noc (no objection certificate) নিয়ে কাজ পরিবর্তন করবেন। সেক্ষেত্রে আপনি কোনো জামেলায় পড়বেন না।
🇷🇴🇷🇴Noc হচ্ছে অনেকটা পুলিশ ক্লিয়ারেন্স এর মতো, আপনার কোম্পানি আপনাকে এটা দেওয়ার মানে হচ্ছে আপনি তখন থেকে অন্য যে কোনো কোম্পানি তে কোনো জামেলা ছাড়াই কাজ করতে পারবেন।তাতে কোনো রকমের বাধা থাকবে না.।
🇷🇴🇷🇴আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অবশ্যই অবশ্যই যাওয়ার সময় একটা আপডেট পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যাবেন সাথে করে।

ফ্রান্স, স্পেন, রোমানিয়া, ইউকে বসে যারা পর্তুগালের রেসিডেন্সি পারমিট নেয়ার সপ্ন দেখছেন তাদের জন্য মারাত্মক খারাপ সংবাদ। ...
24/01/2023

ফ্রান্স, স্পেন, রোমানিয়া, ইউকে বসে যারা পর্তুগালের রেসিডেন্সি পারমিট নেয়ার সপ্ন দেখছেন তাদের জন্য মারাত্মক খারাপ সংবাদ।

২০২৩ সালের সমগ্র ইউরোপীয় ইউনিয়নের ডাটাবেইজ, ইউরোডক, ভিসা ইনফরমেশন সিস্টেম, সেঞ্জেন ইনফরমেশন সিস্টেম সহ সব কিছু এখন ইউরোপীয় ইউনিয়নের এক দেশ আরেক দেশের সার্ভারে থাকা তথ্য শেয়ার করতে পারবেন, আপনার অন্য কোন দেশে বৈধ/ অবৈধ অনুপ্রবেশ আছে কি না সমস্ত ডাটা চেক করতে পারবেন।। সো আপনি লিগাল ভাবে যেকোনো একটা দেশে ডকুমেন্টস রাখতে পারবেন হোক স্টুডেন্ট, হোক জব, হোক ফেমিলি রি ইউনিয়ন স্ট্যাটাস।

যারা সত্যিকার অর্থে পর্তুগাল লিগাল ভাবে রেসিডেন্স নেয়ার চিন্তা আছে তারা অন্য দেশে এসাইলাম মেরে, স্টুডেন্ট থেকে ফাইল পর্তুগালের প্রসেস করবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে।

পর্তুগাল আসেন, কাজ করে লিগাল ভাবে, ট্যাক্স দেন রেসিডেন্সি পারমিট নেন, নাগরিকত্ব নেন, নাগরিক সুবিধা ভোগ করেন।

একজন অভিবাসী পরামর্শক হিসাবে সবাইকে অনুরোধ করব। আপাতত বিপদ এড়াতে পর্তুগাল আসা ছাড়া কোন কিছু বের করার চিন্তা করবেন না।

নিচের ছবিটি একজন লোকের এসাইলাম কেইস চলমান থাকা অবস্থায় পর্তুগাল রেসিডেন্স নেয়ার ফিংারপ্রিন্ট দিতে ইমিগ্রেশন অফিসে ডেট ছিল, ওনি আশাবাদী ছিলেন সব কিছু ঠিক যাবে কিন্তু না বিপত্তি সৃষ্টি হল ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে।
ফ্রান্সের এসাইলামের ফিঙ্গার শো করে সেঙ্গেন ভিসা ইনফরমেশন সিস্টেমে। আর তাতেই তাকে নোটিশ দিয়ে ছেড়ে দেয়া হয়।

🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩রোমানিয়াতে যারাই নতুন যাচ্ছেন বা যাবেন বলে নিয়ত করেছেন তারা গিয়ে চাকুরী পেয়েও চরম হতাশ হবে...
22/01/2023

🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩রোমানিয়াতে যারাই নতুন যাচ্ছেন বা যাবেন বলে নিয়ত করেছেন তারা গিয়ে চাকুরী পেয়েও চরম হতাশ হবেন তার একটাই প্রধান কারণ হলো ভাষাগত সমস্যা।

রোমানিয়া! আপনার আপনাদের জন্য সম্পূর্ণভাবে নতুন দেশ, যেখানে তাদের সর্বক্ষেত্রে নিজ রোমানিয়ান ভাষা চলিত আর বিদেশ গামীদের জন্য ইংরেজি ভাষাটায় কাজের কথাবার্তা ব্যবহারিত হচ্ছে। ত এমনটা অবস্থায় রোমানিয়ার ভাষা বা ইংরেজি ভাষা না জানা থাকলে কাজ করাটা অনেক কঠিন। আপনাকে কাজের জন্য বলবে একটা ভাষা না বুঝার কারণে আপনি করবেন আরেকটা গিয়ে, ভাষা না জানা থাকলে সহজ কাজগুলোও তখন অনেক কঠিন মনে হবে।

তা হলে উপায় কি ?
উপায় আপানর সামনেই, আপনার ইচ্ছে শক্তির ওপর নির্ভর করে। যে সময়টাতে ফাইল জমা দিয়ে বসে থাকেন সেই লম্বা সময়ে ইংরেজি ভাষাটার জন্য কোনো এক জায়গাতে ভর্তি হয়ে যান। ভালো কিছু পেতে হলে এই অলস সময়কে কাজ লাগিয়ে ইংলিশ ভাষা শিখে ফেলুন আর বিদেশের মাটিতে গিয়ে নিজেকে মেলে দরুন।

আমাদের সহযোগিতা নিয়ে যারাই রোমানিয়া গিয়ে পৌঁছাতে পেরেছে তাদের মধ্যে থেকে যারা কোম্পানিগুলোতে এখনো লেগে আছে তাদের ৯০% এই ভাষাগত সমস্যার কষ্টটা শেয়ার করেছেন ত তাই আপনাদেরও যাতে এই সমস্যা ফেইজ করতে না হয় তার জন্য আমার মতামত পেশ করা।

এখন থেকেই এই যুদ্ধ চালিয়ে যান বাংলাদেশে থেকেই ইংরেজি ভাষা চর্চা নিয়ে আর ১০ থেকে ১২ ঘন্টা কাজ করার মতো শক্তি নিয়ে মনোবলকে বাড়িয়ে দেন। আশা করি তখনই আপনার কাজের জায়গাতে সফল হবেন -ইনশাআল্লাহ।

21/01/2023

🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇪🇺 ২০২৩ সালে রোমানিয়া শেঞ্জেনে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা ৯৯%

🇹🇩 ২০২২ এ ব্যার্থ হয়ে ২০২৩ এ রোমানিয়াকে সেনজেনের অন্তর্ভুক্ত করার জন্য রোমানিয়ান কেন্দ্রীয় নেতার মরিয়া হয়ে আলোচনা চালিয়েই যাচ্ছে।

🇪🇺 ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সূত্রে জানাযাচ্ছে, মার্চ/এপ্রিলে পার্লামেন্টারি অধিবেশনে রোমানিয়ার পক্ষ থেকে আলোচনার মূল উদ্দেশ্য থাকবে "রোমানিয়াকে শেঞ্জেনে যুক্ত করার প্রক্রিয়া"।

🇦🇹 রোমানিয়া শেঞ্জেনের দৌড়ে পিছিয়া পরার মূল কারণ ছিলো আস্ট্রিয়ার ভোট না পাওয়া। তাই অস্ট্রিয়ার ভোট পেতে হলে অস্ট্রিয়ার সাথে কুটনৈতিকভাবে সমঝোতার কোন বিকল্প নেই। রোমানিয়ান নেতারা কুটনৈতিক ভাবে সমঝোতার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আস্ট্রিয়ার সাথে সমঝোতা হলে রোমানিয়া শেঞ্জেনে প্রবেশের কোন বাধা থাকবেনা।

❤️ অতএব রোমানিয়ার ভিসা প্রত্যাশী স্বপ্নবাজ ভাইদের উদ্দেশ্যে বলবো " সফলতা পাওয়ার আগপর্যন্ত যে যেখান থেকে পারেন ২০২৩ এ বার বার চেষ্টা করে যান, ইনশাআল্লাহ লক্ষ ও মাধ্যম ঠিক থাকলে সফলতা আসবেই

Indirizzo

Rome

Telefono

+48500888999

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando স্বপ্নের ইউরোপ pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi