Voice Of Rome ভয়েস অফ রোম

Voice Of Rome ভয়েস অফ রোম প্রবাসীদের অধিকার এবং ইমিগ্রেশন বিষয়ে সমাধান।

18/12/2025

আজ (১৭/১৮ ডিসেম্বর ২০২৫) ঢাকার যমুনা ফিউচার পার্ক-এ অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) নিরাপত্তা বৃদ্ধির কারণে সকাল/দুপুরের বিভিন্ন সময় থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে উদ্বেগের কারণে ভারতে আগ্রহি বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম কিছুক্ষণ স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত ভারতের দিক থেকে নিরাপত্তা বিবেচনায় নেওয়া হয়েছে।

পরিবারের দারিদ্র্য ঘোচানোর স্বপ্ন নিয়ে ইতালি গিয়েছিলেন শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত (২৫)। কিন্তু সেই স্বপ্ন আর বাস্ত...
18/12/2025

পরিবারের দারিদ্র্য ঘোচানোর স্বপ্ন নিয়ে ইতালি গিয়েছিলেন শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত (২৫)। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হলো না। ইতালির নেপোলি শহরে ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। মরদেহ হয়ে দেশে ফেরার খবরে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত নাঈম শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকার বাসিন্দা। তিনি এনামুল হক মাদবর ও তাজিয়া বেগম দম্পতির ছেলে। পরিবারের দাবি, নেপোলিতে ছিনতাইকারীরা তার টাকা-পয়সা ও মালামাল লুটের উদ্দেশ্যে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সংসারের অভাব দূর করতে প্রায় তিন বছর আগে নাঈম ২০ লাখ টাকা ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমান। এক বছর আগে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তিনি ইতালিতে পৌঁছান। পরে নেপোলি শহরের একটি ক্যাম্পে অবস্থান করে একটি রেস্টুরেন্টে কাজ শুরু করেন।

ধীরে ধীরে পরিবারের দায়িত্ব নিতে শুরু করেছিলেন নাঈম। ঋণ শোধ ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখছিলেন সবাই। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তার জীবন থেমে যায়। এখন পরিবারের একমাত্র প্রত্যাশা, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো তাকে বিদায় জানানো।

🇧🇩 বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সবচেয়ে বড় তারকা।অথচ কখনো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলেননি।অবাক হচ্ছেন? অবাক হওয়ারই ...
17/12/2025

🇧🇩 বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সবচেয়ে বড় তারকা।
অথচ কখনো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলেননি।
অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা।

"স্যার, এই তিনটি আঙুল রেখে দিন। যদি দেশ স্বাধীন হয়, তাহলে আমি জাতীয় ক্রিকেট দলের ওপেনিং করব।"
🇧🇩 বিজয় দিবসে স্মরণ করছি শহীদ আবদুল হালিম জুয়েলকে
তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের একজন প্রথম শ্রেণির ক্রিকেটার। স্বাধীন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অংশ হওয়ার স্বপ্ন ছিল তাঁর চোখে।
কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেশের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেন।
তাঁর আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তি।
তিনি মাঠে ব্যাট হাতে ইতিহাস সৃষ্টি করতে পারেননি, কিন্তু জীবন দিয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা।
শহীদ আবদুল হালিম জুয়েল
শ্রদ্ধা ও সালাম 🙏🇧🇩

13/12/2025
22/11/2025

রোমে ‘নন উনা দি মেনো’ (Non Una di Meno) আয়োজিত নারীর প্রতি সহিংসতা-বিরোধী বর্ণাঢ্য পদযাত্রায় ছিল আবেগঘন এক মুহূর্ত। হাজারো নারী একসঙ্গে নেচে সম্মান জানালেন ইতালির কিংবদন্তি শিল্পী ওরনেলা ভানোনি-কে, যিনি ৯১ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়েছেন।

পদযাত্রার মাঝেই বাজতে থাকে তাঁর জনপ্রিয় গান “La voglia, la pazzia”—আর সেই সুরে নেচে অংশগ্রহণকারীরা প্রকাশ করেন শ্রদ্ধা, ভালোবাসা এবং তার শিল্পীজীবনের প্রতি কৃতজ্ঞতা।
ইতালির সমাজে নারীর অধিকারের লড়াই এবং সাংস্কৃতিক প্রভাব—দুটোই যেন মিলেমিশে উঠেছিল এই এক মুহূর্তে।

20/11/2025

ইতালির বারি বন্দরে আজ ঘটে গেলো এক নাটকীয় ঘটনা। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গেলে আলবেনিয়া যাওয়ার ফেরির দিকে এগিয়ে যাওয়া এক গাড়িচালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নির্ধারিত মোড় নেওয়ার বদলে গাড়িটি সরাসরি এগিয়ে গিয়ে নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে সোজা বন্দরের পানিতে পড়ে যায়।

ঘটনাটি তদন্তাধীন থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—প্রচণ্ড বৃষ্টি ও মুহূর্তের অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ।

তবে দ্রুত উদ্ধার না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত। ঘটনাস্থলে উপস্থিত বন্দর কর্তৃপক্ষের সদস্যরা পানিতে ঝাঁপিয়ে পড়ে চালককে গাড়ির ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হন। পানির নিচে প্রায় ডুবে যাওয়া গাড়ি থেকে মানুষটিকে বের করে দ্রুত চিকিৎসা সেবায় নেওয়া হয়। সৌভাগ্যবশত, তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে চিকিৎসকরা।

বৃষ্টির দিনে গাড়ি চালানোর সময় সবাইকে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

18/11/2025
ভেনিস: পানির নিচে বনভূমির ওপর ভাসমান এক শহর৪২১ খ্রিস্টাব্দ থেকে ভেনিস শহরটি কোটি কোটি কাঠের খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। ইস্প...
15/11/2025

ভেনিস: পানির নিচে বনভূমির ওপর ভাসমান এক শহর

৪২১ খ্রিস্টাব্দ থেকে ভেনিস শহরটি কোটি কোটি কাঠের খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। ইস্পাত বা কংক্রিট নয়, বরং মূলত এল্ডার কাঠ এবং কিছু ওক কাঠ দিয়ে পুরো শহরটি তৈরি করা হয়েছে।

লবণাক্ত পানির সংস্পর্শে এসব কাঠের খুঁটি পাথরের মতো শক্ত হয়ে গেছে। শুধুমাত্র সেন্ট মার্কস ক্যাম্পানাইল তৈরিতে ব্যবহৃত হয়েছে ১ লক্ষ কাঠের খুঁটি, আর বিশাল বাসিলিকা ডেলা সালুতে গড়তে লেগেছে ১০ লাখের বেশি খুঁটি! সেই সময়ের দক্ষ নির্মাণশ্রমিকরা এগুলো সমুদ্রের তলায় পুঁতে দিয়ে এক বিস্ময়কর ‘জলমগ্ন বন’ তৈরি করেছিলেন।

এই কাঠামো প্রায় তিন মিটার গভীর পর্যন্ত বিস্তৃত, যেখানে খুঁটিগুলো অর্ধ মিটার ব্যবধানে বসানো হয়েছে। পানির স্তর থেকে ১.৬ মিটার নিচে এই অসাধারণ মধ্যযুগীয় প্রকৌশল ১,৫০০ বছর পরও ভেনিস শহরকে দৃঢ়ভাবে ধরে রেখেছে, যা পৃথিবীর অন্যতম বিস্ময়কর |

Indirizzo

Via Principe Eugenio, N-93/95
Rome
00185

Telefono

+393284725780

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Voice Of Rome ভয়েস অফ রোম pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Voice Of Rome ভয়েস অফ রোম:

Condividi