Voice Of Rome ভয়েস অফ রোম

  • Home
  • Voice Of Rome ভয়েস অফ রোম

Voice Of Rome ভয়েস অফ রোম প্রবাসীদের অধিকার এবং ইমিগ্রেশন বিষয়ে সমাধান।

21/07/2025

আগামীকাল ইতালির সিনেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিচার ব্যবস্থার কাঠামোগত সংস্কার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভোট। এই সংস্কারের মূল প্রস্তাব হলো বিচারক এবং সরকারি কৌঁসুলিদের (যাঁরা বিচার করেন এবং যাঁরা অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ আনেন) পেশাগত ক্যারিয়ার পৃথক করা। এটি দীর্ঘদিন ধরেই ফরৎসা ইতালিয়ার রাজনৈতিক এজেন্ডার একটি মুখ্য অংশ।

বর্তমানে ইতালিতে বিচারক ও সরকারি কৌঁসুলিরা একই ম্যাজিস্ট্রেট ক্যারিয়ারের অংশ হিসেবে গণ্য হন এবং একই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসেন। এই প্রক্রিয়ায় একজন ম্যাজিস্ট্রেট তার কর্মজীবনে একবার বিচারক এবং আবার সরকারি কৌঁসুলির ভূমিকা পালন করতে পারেন। প্রস্তাবিত সংস্কারে এই পদ্ধতিকে সম্পূর্ণভাবে আলাদা করা হচ্ছে, যাতে একজন ব্যক্তি তার ক্যারিয়ারের শুরুতেই সিদ্ধান্ত নেবেন তিনি বিচারক হবেন, না কি কৌঁসুলি।

এই সংস্কার কার্যকর হলে দুইটি ভিন্ন বিচারিক কাউন্সিল গঠন করা হবে—একটি শুধুমাত্র বিচারকদের জন্য এবং অন্যটি শুধুমাত্র কৌঁসুলিদের জন্য। বর্তমানে ম্যাজিস্ট্রেটদের জন্য যে উচ্চপর্যায়ের শৃঙ্খলা পরিষদ (CSM) রয়েছে, সেটিকে ভেঙে এই দুটি পৃথক পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলা সংক্রান্ত বিষয় দেখভালের জন্য একটি বিশেষ আদালত গঠনের কথা বলা হয়েছে, যেখানে বিচারক ও কৌঁসুলিরা নিজ নিজ পরিষদের মাধ্যমে নিয়ন্ত্রিত হবেন।

এই সাংবিধানিক পরিবর্তন কার্যকর করতে হলে এটি পার্লামেন্টের উভয় কক্ষে দুটি পৃথক ভোটে পাস হতে হবে, যার মাঝে কমপক্ষে তিন মাসের ব্যবধান থাকতে হবে। দ্বিতীয় ভোটে যদি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া যায়, তাহলে এটি সরাসরি একটি গণভোটে (রেফারেন্ডামে) পাঠানো হবে। ইতোমধ্যে প্রথম ভোট পাস হয়েছে, এবং দ্বিতীয় ভোট আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই সংস্কার বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট বিধিমালা ও শৃঙ্খলাবিধি এক বছরের মধ্যে নতুন করে সাজাতে হবে। তবে এ নিয়ে বিতর্কও কম নয়। বিচারক সংগঠনগুলো, বিশেষ করে জাতীয় ম্যাজিস্ট্রেট অ্যাসোসিয়েশনসহ অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন যে এই পরিবর্তনের ফলে বিচার বিভাগের স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। তাদের আশঙ্কা, বিচার প্রক্রিয়া রাজনীতিকরণ ও চাপের মুখে পড়তে পারে।

অন্যদিকে সরকার বলছে, এই সংস্কার বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও দক্ষ করে তুলবে। বিচারক ও কৌঁসুলির আলাদা পেশাগত পরিচিতি থাকলে দ্বন্দ্বের সুযোগ কমবে এবং মামলার প্রক্রিয়া আরও নিরপেক্ষ হবে।

সংক্ষেপে বলা যায়, বিচার বিভাগে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা দীর্ঘমেয়াদে ইতালির বিচার ব্যবস্থার মৌলিক কাঠামো বদলে দিতে পারে। এখন দেখার বিষয়, এটি শুধু সিনেটের ভোটে পাস হয় কিনা, নাকি শেষ পর্যন্ত জনগণের রায় নিতে রেফারেন্ডামের পথেই যেতে হয়।


#ইতালি_বিচার_সংস্কার
#বিচারক_ও_কৌঁসুলি #নতুন_আইন


#সংবিধান_পরিবর্তন


#ইতালির_রাজনীতি


#ইতালির_সিনেট
্যায়বিচার



#ইউরোপিয়ান_সংস্কার
#প্রসিকিউশন_বিচার_পৃথকীকরণ

20/07/2025
19/07/2025
19/07/2025

সম্মানিত গ্রাহকবৃন্দ,

𝐂𝐒𝐕 এখন সপ্তাহে ৭ দিন সেবা নিশ্চিত করার লক্ষ্যে, প্রতি রবিবার (𝐒𝐮𝐧𝐝𝐚𝐲) ও খোলা থাকবে । সুতরাং আপনি যে কোনো সময় আমাদের সেবা গ্রহণ করতে পারেন।

আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

শুভেচ্ছান্তে,
𝐂𝐒𝐕 𝐏𝐫𝐨𝐛𝐚𝐬𝐡𝐢 𝐒𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 - প্রবাসী সলিউশন ইতালি

19/07/2025
18/07/2025
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে VFS Global-এর নাম ব্যবহার করে একটি মিথ্যা বার্তা ছড়ানো হচ্ছে, যে...
15/07/2025

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে VFS Global-এর নাম ব্যবহার করে একটি মিথ্যা বার্তা ছড়ানো হচ্ছে, যেখানে বলা হয়েছে—২৩ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশে ইতালির দূতাবাসের সামনে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

🔴 এই বার্তা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

🔹 VFS Global এই ধরনের কোনো কর্মসূচির সঙ্গে জড়িত নয়।

🔹 উক্ত বার্তা VFS Global-এর কোনো অফিসিয়াল সূত্র থেকে প্রকাশিত হয়নি।

🔹 জনসমাবেশ আয়োজন বা সমর্থনের সঙ্গে আমরা কোনোভাবেই সংশ্লিষ্ট নই।

VFS Global-এর কাজ শুধুমাত্র ভিসা প্রক্রিয়ায় প্রশাসনিক সহায়তা প্রদান করা, যা নির্দিষ্টভাবে সংশ্লিষ্ট ইউরোপীয় কনস্যুলেট ও দূতাবাসের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়।

আমরা সকল আবেদনকারী এবং সাধারণ জনগণকে অনুরোধ করছি:
• ভুয়া বার্তা কিংবা অনির্ভরযোগ্য উৎস থেকে আসা তথ্য বিশ্বাস করবেন না।
• সঠিক তথ্য জানতে VFS Global-এর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া চ্যানেল অনুসরণ করুন।

📎 বিশ্বস্ত সূত্রেই থাকুন, বিভ্রান্তি এড়িয়ে চলুন।

10/07/2025

সুইজারল্যান্ডের F-35 যুদ্ধ বিমান কেনা!!!

সুইজারল্যান্ড ইউরোপের ছোট্ট একটা দেশ। সুন্দর দেশ! ব্যাপক পর্যটক টানে!
তো এই দেশটির ২০২১ সালে খায়েশ জাগল যে সে আমেরিকার কাছ থেকে এফ-৩৫ যুদ্ধ বিমান কিনবে।

সুইজারল্যান্ড যোগাযোগ করলো আমেরিকার লকহীড মারটিন কোম্পানির সাথে। কোম্পানি বলল যাও পেন্টাগনের সাথে দরদাম ফাইনাল করে আসো।

সুইজারল্যান্ড - আমি ৩৬ টা F-35 কিনবো দাম কতো?
পেন্টাগন - একেকটা ২০৮.৩ মিলিয়ন ডলার।

সুইজারল্যান্ড - তাহলে ৩৬টার দাম পরে ৭.৫ বিলিয়ন ডলার। অনেক বেশি দাম। একটু কমিয়ে ধরেন।
পেন্টাগন - কমিয়ে ধরা যাবে না এটা ফিক্সড প্রাইস।

সুইজারল্যান্ড - ভাই আমরা তো বন্ধু। মিত্র দেশ। একটু কমিয়ে টমিয়ে রাখেন।
পেন্টাগন - এই বিমান শুধু বন্ধুদের কাছেই বিক্রি করি। তুমি বন্ধু না হলে তো তোমার কাছে বিক্রির আলোচনাই করতাম না। দামে কম হবে না। খাঁটি মাল। মানে ভালো। দুনিয়ায় এই মালের ধারে কাছেও কেউ নাই।

সুইজারল্যান্ড - ভাই ঠিক আছে এই দামেই কিনবো। কি আর করা।
পেন্টাগন - আসো তাহলে চুক্তি করো আর টাকা দেও।

সুইজারল্যান্ড - আচ্ছা মাল ডেলিভারি পাবো কবে?
পেন্টাগন - ২০২৭ থেকে ২০৩০ এর মধ্যে।

সুইজারল্যান্ড - কি বলেন? এখন ২০২১! এখন টাকা দিবো আর মাল পাবো ৬ বছর পর? এতো দেরী?
পেন্টাগন - দেরী কোথায়? এটা তো তাড়াতাড়ি হচ্ছে। কত দেশ আছে এখন টাকা দিছে কিন্তু মাল ডেলিভারি পাবে ২০৩৫ সালে!

সুইজারল্যান্ড - আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি রাজি। কিন্তু তখন আবার দাম বাড়াবেন না তো।
পেন্টাগন - বললাম না ফিক্সড প্রাইস। কোন বেশি কম নাই।

সুইজারল্যান্ড - না মানে বিমানে সব কিছু ঠিক ঠাক মত লাগানো থাকবে তো!
পেন্টাগন - আরে কি বোকার মত কথা বলে! আমরা কি বিমানের অংশ খুলে খুলে রাখবো?

আচ্ছা ঠিক আছে আমি রাজি।

উভয় পক্ষ চুক্তি ফাইনাল করে। দাম সাড়ে সাত বিলিয়ন ডলার।

সেই চুক্তির ৩ বছর পর। ২০২৪ সালের শেষ দিকে। পেন্টাগন থেকে সুইজারল্যান্ডে ফোন।

পেন্টাগন - হ্যালো! তোমাদের অর্ডার দেওয়া F-35 গুলো উৎপাদন শুরু করেছি। প্রডাকশনে ঢুকেছে। সময় মতই ডেলিভারি পাবে। ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ সত্ত্বেও তোমাদেরগুলো সময় মত ডেলিভারি দিবো। দেখেছো তোমাদের প্রতি আমাদের ভালোবাসা।
সুইজারল্যান্ড - ধন্যবাদ বস এই ভালোবাসার জন্য।

পেন্টাগন - আচ্ছা তোমরা বিমানে কি কি চাও। বানানো ফাইনাল হওয়ার আগেই বল নাইলে পরে কিন্তু যোগ করতে পারবা না।
সুইজারল্যান্ড - কি কি চাই মানে? একটা বিমানে যা যা থাকে সবই চাই।

পেন্টাগন - না মানে, বিমানের এভিওনিস্ক চাও কি না, সফটওয়্যার চাও কি না, মিসাইল কীট, ল্যান্ডিং গিয়ার, রাডার, ক্যামেরা এগুলো চাও কি না? বা এগুলোর কোনটা কোনটা চাও?
সুইজারল্যান্ড - হ্যাঁ এগুলো চাই তো। এগুলো তো লাগবেই। এগুলো না হলে কি বিমান উড়বে। এগুলো কি আবার জিজ্ঞেস করা লাগে!

পেন্টাগন - কিন্তু এগুলোর জন্য তো এক্সট্রা টাকা দিতে হবে।
সুইজারল্যান্ড - কি বলেন? আপনার সাথে না চুক্তি হয়েছে ফিক্সড প্রাইস। অল ইনক্লুডেড! কোন দাম বাড়বে না! এখন এগুলো আসলো কোথা থেকে।

পেন্টাগন - ফিক্সড প্রাইস শুধু বিমানের খোসার জন্য। বাকি সব কিছুর দাম বাইরে।
সুইজারল্যান্ড - তাহলে ৩ বছর আগে যখন চুক্তি করেছি তখন বলেন নাই কেন?

পেন্টাগন - তুমি তো আমার বন্ধু তাই তখন ভাবছিলাম এগুলো ফ্রি দেব। কিন্তু এখন ইনফ্লেশন অনেক হাই। সবকিছুর দাম বেড়েছে। তাই এগুলো এখন ফ্রি দেওয়া সম্ভব না। এমনকি বিমানেরও দাম বেড়েছে কিন্তু সেটা চাইছি না।
সুইজারল্যান্ড - অতিরিক্ত কত দেয়া লাগবে?

পেন্টাগন - বেশি না মাত্র ১.৭ বিলিয়ন ডলার।
সুইজারল্যান্ড - কী ...... (অজ্ঞান)

খবরঃ সুইজারল্যান্ড এখন এই কারণে আমেরিকার এফ-৩৫ কেনার চুক্তি থেকে সরে আসতে চাইছে। এটা নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পদত্যাগও করেছেন। কিন্তু আমেরিকার কাছ থেকে টাকা ফেরত পাবে কি না সেটা নিশ্চিত না। আর এই চুক্তির ধারাগুলোর কারণে আমেরিকার বিরুদ্ধে কেসও করার কোন সুযোগ নাই। তাই এখন সুইজারল্যান্ড সিদ্ধান্ত নিতে পারছে না যে চুক্তি বাতিল করবে নাকি আরও ১.৭ বিলিয়ন দিয়ে এগুলো নিবে। কিন্তু সেখানেও সমস্যা। যদি পরে আবার নতুন ফর্দ নিয়ে আসে আমেরিকা?

Address


Telephone

+393284725780

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Rome ভয়েস অফ রোম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Rome ভয়েস অফ রোম:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Want your business to be the top-listed Media Company?

Share