Probash kontho প্রবাস কন্ঠ

Probash kontho প্রবাস কন্ঠ Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Probash kontho প্রবাস কন্ঠ, Agenzia media/stampa, Via della marranella 117, Rome.

22/09/2025

🔴প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আজ ২১ সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে মুখোমুখি উত্তেজনা…!!

21/09/2025

শুরু হলো শারদীয় দুর্গাপূজার মহালয়ার শুভক্ষণ।
ওম হিন্দু ইন্টারন্যাশনাল স্যোসাল এন্ড ক্যালচারাল এসোসিয়েশন রোম, ইতালির মন্দির থেকে সরাসরি....

21/09/2025

আমি কোনো নেতা নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন কর্মী..!!
ঢালি নাসির উদ্দিন
শরীয়তপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ইতালী বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য স্পেশাল এসিসস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাভাইজারী কমিটি বিএনপি |
Bangladesh Nationalist Party-BNP
Dhali Nasir Uddin Minhaz Hussain Kazi Abul Bashar Tarique Rahman Anowar H Khokan Mohammed Malique JV Prints fans Moinulalam Syed Mannan Hira

20/09/2025
19/09/2025

ইতালিতে সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মহিদুর রহমান মাহিদ কে নিয়ে আজ বাদ জুম্মাহ ইতালি বিএনপির সাবেক সহ সভাপতি ও রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির এর আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ ও মদ্ধান্যভোজের শেষে রোমের পথে প্রান্তে বিএনপি নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ কুশল বিনিময় ও দলীয় কথা শুনাচ্ছেন..!!

সংক্ষিপ্ত আলোচনায় মাহিদুর রহমান আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ক্ষমতায় আনতে প্রবাস থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান|
Bangladesh Nationalist Party-BNP
fans JV Prints Dhali Nasir Uddin Minhaz Hussain Anowar H Khokan

18/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল কেন্দ্র থেকে ইতালির আংশিক কমিটি অনুমোদন দেওয়ায় শুভেচ্ছ সহ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখছেন ইতালি বিএনপি সাবেক সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ও রোম মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী কাজী আবুল বাশার| তিনি আগামী জাতীয় নির্বাচনে ইতালি যুবদল ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে আরও শক্তিশালী করার আহবান জানান এবং ইতালি বিএনপি গঠনকল্পে ইতালি যুবদলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন|

Minhaz Hussain Bangladesh Nationalist Party-BNP JV Prints

ইতালিস্থ মৌলভীবাজার বাসীর আয়োজনে ১৮ই সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মাহিদুর রহমানের মতবিনিময় বা...
17/09/2025

ইতালিস্থ মৌলভীবাজার বাসীর আয়োজনে ১৮ই সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মাহিদুর রহমানের মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সিলেট মৌলভীবাজার থেকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাবেক সফল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাবেক সফল সভাপতি মাহিদুর রহমান মাহিদ ইতালি আগমনে প্রবাসী মৌলভীবাজার বাসি এক মত বিনিময় সভাযর আয়োজন করা হয়েছে|

মতবিনিময় সভাটি আগামীকাল ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৮ ঘটিকায় রাজধানী রোমের বাংলা টাউন তরপিনাত্তরা রসই রেস্টুরেন্ট via Francesco baracca 19 Roma তে অনুষ্ঠিত হবে |

এতে ইতালি বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন ও জিয়ার আদর্শের সকল নেতাকর্মীদের অংশগ্রহণ করার জন্য আহবান জানান আয়োজকরা|

বাংলাদেশি ইতালিয়ান নাগরিক আরেজ্জ শহরের কাউন্সিলর পদপ্রার্থী Abkarin Akter এর খোলা চিঠি..!!আসসালামু ওয়ালাইকুম, আমি আবকা...
17/09/2025

বাংলাদেশি ইতালিয়ান নাগরিক আরেজ্জ শহরের কাউন্সিলর পদপ্রার্থী Abkarin Akter এর খোলা চিঠি..!!

আসসালামু ওয়ালাইকুম, আমি আবকারীন আকতার। আমার জন্ম বাংলাদেশে হলেও আমার শিকড়, আমার বেড়ে ওঠা, আমার স্বপ্ন—সবই এই প্রিয় শহর আরেজ্জোতে। এই শহর আমাকে আশ্রয় দিয়েছে, লালন-পালন করেছে, শিক্ষা দিয়েছে, বড় হতে সাহায্য করেছে। এই শহরের মাটি, এই শহরের বাতাস—আমাকে আজকের আমি বানিয়েছে। তাই আজ আমার একটাই ইচ্ছে—যেভাবে এই শহর আমাকে আগলে রেখেছে, সেভাবেই আমি এই শহরের প্রতিটি মানুষকে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই-বোনদের, আগলে রাখতে চাই, তাদের হয়ে কাজ করতে চাই!

ছোটবেলা থেকেই আমি মানুষের জন্য কাজ করেছি। কারও কষ্টে পাশে দাঁড়িয়েছি, কারও আনন্দে সঙ্গী হয়েছি। এই অভিজ্ঞতার ভেতর দিয়ে আমি একটা কঠিন সত্য উপলব্ধি করেছি—আমাদের প্রবাসী কমিউনিটি এখনও অনেক বাধা আর অবহেলার শিকার।

স্কুলে পড়াশোনার সময়ে, কর্মক্ষেত্রে, কিংবা সরকারি অফিসে—কতবার যে আমাদের ছোট করে দেখা হয়েছে, তা ভাষায় বোঝানো কঠিন। অনেক সময় আমরা ন্যায্য প্রাপ্য থেকেও বঞ্চিত হয়েছি। অথচ সত্য হলো, আমাদের বাবা-মা, আমাদের ভাইয়েরা এই শহরকে তাদের ঘাম দিয়ে গড়ে তুলেছে। রেস্টুরেন্ট, দোকান, ফ্যাক্টরি, মাঠ-ঘাট—প্রতিটি কোণে আছে আমাদের শ্রমের ছাপ, আমাদের পরিশ্রমের ইতিহাস।

- তাহলে কেন আমাদের কণ্ঠ শোনা হবে না?
- কেন আমাদের স্বপ্নগুলো অদৃশ্য হয়ে যাবে?
- কেন আমরাও সেই একই বাধা পেরিয়ে বড় হব, যেগুলো আমাদের বাবা মারা পার করেছে ?

এবার সময় এসেছে আমাদের অধিকার, আমাদের মর্যাদা, আমাদের স্বপ্নের কথা বলার।
এবার সময় এসেছে রাজনীতির মঞ্চে আমাদের কণ্ঠ তোলার।

এই বিশ্বাস থেকেই আমি আগামী Toscana প্রদেশীয় নির্বাচনে প্রার্থী হয়েছি—আপনাদের প্রতিনিধি হিসেবে।

আমার প্রতিশ্রুতি—
• প্রবাসী ভাই-বোনদের অধিকার ও সম্মান রক্ষায় আপসহীন ভূমিকা রাখা,
• আমাদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ গড়ার সমান সুযোগ নিশ্চিত করা,
• আমাদের পরিশ্রম ও অবদানকে যোগ্য মর্যাদা দেওয়া,
• এবং বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয় সমাজকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা।

প্রিয় ভাই-বোনেরা, আমি একা নই—আমরা সবাই মিলে শক্তি। আমি শুধু একজন কণ্ঠস্বর, কিন্তু সেই কণ্ঠস্বর তখনই শক্তিশালী হবে যখন আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা আর আপনাদের সমর্থন আমার সাথে থাকবে।

তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি—আমাকে নিজের মেয়ে, বোন আর বন্ধু মনে করে পাশে থাকুন।

চলুন আমরা সবাই মিলে প্রমাণ করি—আমরা কেবল বিদেশি নই, আমরা এই শহরের গর্ব, আমরা এই সমাজের সমান অংশীদার।
আমাদের কণ্ঠ থামানো যাবে না, আমাদের স্বপ্ন থামানো যাবে না।

17/09/2025
17/09/2025

ইতালি নাপোলির বিশিষ্ট বেবসায়ী Probashi Kallyan parishad নাপোলির সম্মানিত সাধারণ সম্পাদক howlader এর প্রথম পুত্র আব্দুর রহমান ও দিতিয় পুত্র আব্দুর রহিম কোরআন হাফেজ সম্পন্ন হওয়ায় মাদারীপুর রাজোর এ অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজ্যর মাদ্রাসায় আনুষ্ঠানিক ভাবে তাঁদের পাগড়ি পরিয়ে দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি রেজাউল ইসলাম | এসময় উক্ত মাদ্রাসার শিক্ষক সহ স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন..!!

16/09/2025

জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করতে থানায় গেল ভিপি নুরের নেতারা! যা বললেন ওসি!

Indirizzo

Via Della Marranella 117
Rome
00176

Telefono

+393510020928

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Probash kontho প্রবাস কন্ঠ pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Probash kontho প্রবাস কন্ঠ:

Condividi