Probash kontho প্রবাস কন্ঠ

Probash kontho প্রবাস কন্ঠ Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Probash kontho প্রবাস কন্ঠ, Agenzia media/stampa, Via della marranella 117, Rome.

01/12/2025
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণা করেছে সরকার।
01/12/2025

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণা করেছে সরকার।

01/12/2025

রোমে প্রথমবারের মতো বাংলা ফেস্টিভ্যাল ২০২৬ — ৩ দিনব্যাপী

বাংলাদেশের অনুভূতি এবার রোমের Laurentina, Deshi Event Abgen তে—
সংস্কৃতি, ট্যালেন্ট, পিঠা উৎসব, মেলা, ফ্যাশন, কসমেটিকস, জুয়েলারি,
বলিউড ও ইতালিয়ান পারফরম্যান্স, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ আরও অসাধারণ আয়োজন!

স্পেশাল আকর্ষণ (পরবর্তী ভিডিওতে)
South Asia Got Talent — বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

২–৪ জানুয়ারি ২০২৬

রোমের হৃদয়ে সাউথ এশিয়ার সবচেয়ে বড় ফেস্টিভ্যাল।

For the first time in Rome — Bangla Festival 2026 | A Grand 3-Day Celebration

Feel the true spirit of Bangladesh right here in Rome at the Laurentina, Deshi Events Venue—
a vibrant festival filled with culture, talent showcases, pitha stalls, traditional fair, fashion,
cosmetics, jewelry, Bollywood and Italian performances,
along with a free medical camp and many more exciting attractions!

Special Highlight (revealed in the next video):
South Asia Got Talent — featuring performers from Bangladesh, India, Pakistan & Sri Lanka.

2–4 January 2026

The biggest South Asian festival in the heart of Rome.

For More Information & Contact:

Email: [email protected]
Phone: +39 329 476 7272
Website: https://abgen.it/
📍 Google Maps Location:
https://maps.app.goo.gl/Nfu9wSY4v6u6qCu39?g_st=ipc







01/12/2025

ইতালিতে রোম মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া

ইতালিতে রোম মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মাহফিলটিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রোমের প্রেনেস্তিনা মক্কি মসজিদে রোম মহানগর বিএনপির সদ্য সাবেক সভাপতি হুমায়ুন কবির, সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন ও সাবেক যুগ্ম সম্পাদক মজিবর শিকদার দোয়া মাহফিলের সার্বিক দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয়তাবাদী চেতনাকে সুসংহত করতে আজও প্রেরণার প্রতীক। তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।

মাহফিলে ইতালি বিএনপি, মহানগর বিএনপি ও ইতালি যুবদল, বাংলাদেশ জাতীয়তা বাদী সাইবার ফোর্স নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

ইতালির নাপলি দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলইতালির নাপলি দক্ষিণ শাখা...
01/12/2025

ইতালির নাপলি দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ইতালির নাপলি দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মাহফিলটিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয়তাবাদী চেতনাকে সুসংহত করতে আজও প্রেরণার প্রতীক। তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাপলি দক্ষিণ শাখা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা বলেন, প্রবাসে থেকেও তারা সবসময় দেশের সংকটময় সময়ে দলীয় ঐক্য ও সংগঠনের শক্তি বৃদ্ধি করতে বদ্ধপরিকর।

মাহফিল শেষে দেশ, জাতি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
সর্বশেষে সংগঠনের নেতারা সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিলে বিশেষভাবে উপস্থিত ছিলেন—
মঞ্জুরুল আলম (কেন্দ্রীয় সদস্য, স্বেচ্ছাসেবক দল), ইতালি দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন আল মাহবুব, মাজারুল ইসলাম জয়, মাহাবুব, রাশেদ, এছাড়াও স্থানীয় শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

01/12/2025

খালেদা জিয়ার জন্য হাউমাউ করে কাঁদলেন এক নারী.!

#খালেদাজিয়া

‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবির আজ ৭ম মৃত্যুবার্ষিকী। মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য ১৯৭৩...
01/12/2025

‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবির আজ ৭ম মৃত্যুবার্ষিকী।

মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য ১৯৭৩ সালে ‘বীরপ্রতীক’ উপাধিতে ভূষিত হলেও বিষয়টি জানতেন না তারামন বিবি। দীর্ঘদিন নিভৃতচারী জীবনে থাকার পর ১৯৯৫ সালে গবেষক বিমল কান্তি দে ও অধ্যাপক আবদুস সবুর ফারুকীর মাধ্যমে তাঁকে পুনরায় খুঁজে পাওয়া যায়। পরে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় সম্মানসহ তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে “বীরপ্রতীক” পদক তুলে দেন।

Indirizzo

Via Della Marranella 117
Rome
00176

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Probash kontho প্রবাস কন্ঠ pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Probash kontho প্রবাস কন্ঠ:

Condividi