HasNayan Clips

HasNayan Clips ⚜️Life Simple,Think Smart ⚜️
❤️🕋🐎🦅🤱🏻🏖️

07/06/2025

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

মহান আল্লাহ আমাদের কুরবানীকে কবুল করুন। নির্মল ধারায় সিক্ত হোক আমাদের সবার কুরবানী।

12/07/2024
✍🏼ব্যাপারটা এমন নয় যে লোকটি হাতিটিকে ধাক্কা দিয়ে উপরে তুলছে। বরং হাতিটি নিজের শক্তিতেই উপরে উঠে যাচ্ছে —কিন্তু লোকটি হাত...
04/07/2024

✍🏼ব্যাপারটা এমন নয় যে লোকটি হাতিটিকে ধাক্কা দিয়ে উপরে তুলছে। বরং হাতিটি নিজের শক্তিতেই উপরে উঠে যাচ্ছে —
কিন্তু লোকটি হাতির পেছনে হাত রাখার কারণে হাতিটি মনে করছে তাকে সাহায্য করার কেউ আছে ;
ব্যস , অন্যের কাছ থেকে এই সাহসটুকু পেয়েই সে নিজের শক্তিতে উপরে উঠে যাচ্ছে।

শুধুমাত্র পেছন থেকে আপনাকে ভরসা দেওয়ার মত একজন মানুষ যদি পান—হতে পারে বাবা-মা বোন ভাই স্ত্রী স্বামী ,বন্ধু অথবা নিজের শিক্ষক কিংবা প্রিয় কোনো মানুষ ;
তাহলেই কিন্তু আপনি নিজের কর্মক্ষেত্রে এবং জীবনে আরও অনেক বেশি স্বাচ্ছন্দ্য ও সাফল্য অর্জন করতে পারবেন।…💬

চিরন্তন সত্য
22/06/2024

চিরন্তন সত্য

21/05/2024

✍🏼 মানুষ অন্যের কষ্টকে পাপের ফল”
আর নিজের কষ্টকে আল্লাহর পরীক্ষা ভাবে😅

23/04/2024
16/02/2024

✍🏼 জীবনের গল্পের কী আর শেষ আছে !!?
আমরা অনেক কিছুই জানি না।

08/02/2024

আসলেই এভাবে ভাবিনি কখোনো…
মুসলিম সমাজ অনেক দ্রুত এই কবিতা বর্জন করা উচিত।পোষ্টটি সংগৃহীত

চন্দ্রপূজা বিষয়ক এই কবিতাটার লেখক কে আসলে? এরকম জঘন্য একটা জিনিস আমাদের সমাজে কিভাবে পুশ করে দিয়েছে ভাবতেই গা ঘিন ঘিন করে।
পূরাতন কবিতা পড়েন টিকা-টিপ্পনি দিয়ে। নতুন করে মাথায় ঢুকবে।
-------
আয় আয় চাঁদ মামা [১]
টিপ দিয়ে যা[২]
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।[৩]
"ধান ভানলে কুঁড়ো দেব
মাছ কাটলে মুড়ো দেব
কাল গাইয়ের দুধ দেব
দুধ খাবার বাটি দেব" [৪]
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।[৫]

--------
টিকাঃ
[১] দেবিকে মা বলে, সেই হিসেবে চন্দ্রদেবতাকে মামা।
[২] দেবতার আশীর্বাদ প্রার্থনা করছে।
[৩] সন্তানকে চাদের মত বিখ্যাত বা প্রশংসনীয় কিছু হওয়ার জন্য আবারও দেবতার আশীর্বাদের অনুরোধ করছে।
[৪] এই কয় লাইন হচ্ছে দেবতাকে সন্তুষ্ট করতে পুজা হিসেবে কি কি উৎসর্গ করবে তার বর্ণনা।
[৫] এতকিছু দেয়ার বদলেও যেন দেবতা আশীর্বাদ করে সেজন্য অনুরোধ করেছে।

( সংগৃহীত )

20/01/2024

✍🏼 কখনো কখনো বদনজরের প্রভাবের দরুন মানুষের পেটে কষ্টদায়ক বস্তু আটকে থাকে। কিংবা বদনজর মানুষকে দীর্ঘ মেয়াদি বা সর্বদা পেটের বিভিন্ন রোগে আক্রান্ত করে রাখে।

রাফে ইবনে খাদিজ থেকে বর্ণিত তিনি বলেন, আমি একদিন রাসুল ﷺ এর কাছে গেলাম। সেখানে একটি কড়াইয়ে গোশত সিদ্ধ হতে দেখলাম। একটি চর্বি আমাকে মুগ্ধ করলো। আমি তা নিয়ে খেলাম। তারপর এর কারণে একবছর আমার (পেটে) অসুখ লেগে ছিল। উক্ত ঘটনাটি একসময় আমি রাসুল ﷺ কে বলি। তিনি বললেন, এতে সাতজন মানুষের নজর ছিল। অতঃপর তিনি আমার পেট মাসেহ করে দিলে আমি সবুজ রংযুক্ত বমি করলাম। ঐ সত্ত্বার কসম যিনি তাকে সত্য সহ প্রেরণ করেছেন এরপর থেকে এখন পর্যন্ত আর কখনোই আমি পেটের রোগের কষ্ট ব্যক্ত করিনি।

14/01/2024

✍🏼 আল্লাহ যাকে মাপ করতে চাইবেন তাকে তিনি পর্দার আড়ালে নিয়ে যাবেন। 🥹

সেখানে কেউ থাকবেনা, সেখানে এক আল্লাহ আর সেই বান্দা বা বান্দী। সেখানে অশ্রুতে চোখ ভরে যাবে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ তায়ালা আমলনামা হাতে দিয়ে বলবেন দেখো তুমি এই এই গুনাহ্ করেছিলে।আল্লাহ বলবেন -আজ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। সেইদিন গুনাহে্র আমলনামা নেক আমলনামায় পরিপূর্ণ করে দিবেন। কেউ জানতে পারবেনা তার কি কি গুনাহ্ ছিল। আল্লাহ সব গুনাহ্ গোপন রাখবেন। সেইদিন পর্দার আড়াল থেকে সে হাসি-উজ্জ্বল চেহারা নিয়ে বের হবেন 'ইন শা-আল্লাহ”।
সুবহান আল্লাহ,, আল্লাহ গাফুরুর রহিম,, আল্লাহ হু আল-মাখফিউ।
"আল্লাহ গাফুরুর রহিম’ আমাদের সেই দিনের অন্তর্ভুক্ত রাখুক 'ইন শা-আল্লাহ"।

13/01/2024

✍🏼 আমরা মুমিন আলহামদুলিল্লাহ.. শাহাদাত কে আমরা দুনিয়ার সবচেয়ে বড় বিজয় মনে করি।

01/01/2024

✍🏼একজন আমাকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানালো, আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আরবি মাসের আজকে কত তম তারিখ?
তার উত্তর পেলাম: জানি না।

আমিও জানি না, সেও জানে না,
নিশ্চয়ই আপনিও জানেন না!
তাহলে এটা আমাদের পরিচয় আমরা কিছুই জানি না।আমরা কিভাবে পরিচয় দেই আমরা মুসলিম।আমরা এই জানিনা এর কারনেই যে আমাদের এসব শাস্তি-ভোগান্তি চলছে আমরাতো জানিনা বুঝিনা।

বছর এখনো শেষ হয়নি শেষ হতে ছয় মাস বাকি
[চলতি আরবি ষষ্ঠ মাস 'জুমাদাস সানি”
১৯ইয়ামুল ইশনাইন/০৬জুমাদাস সানি/১৪৪৫ হিজরি]

[১৭ সোমবার/০৯ পৌষ/১৪৩০ বঙ্গাব্দ]

Indirizzo

Rome
LATINA

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando HasNayan Clips pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a HasNayan Clips:

Condividi