ভয়েস বাংলা ইতালি

ভয়েস বাংলা ইতালি ইতালির ইমিগ্রেশন,আইন,সমসাময়িক বিষয় নিয়ে সময়ের সাথে সত্যের পথে।✅ voice Bangla Italy

🇮🇹সাবধান! ইতালির মেট্রো-বাসে মনোপ্যাটিনো নিষিদ্ধ! ইতালিতে থাকা আমাদের বাংলাদেশি ভাই-বোনেরা লক্ষ্য করুন! 😱 রোমে ATAC মেট্...
29/11/2025

🇮🇹সাবধান! ইতালির মেট্রো-বাসে মনোপ্যাটিনো নিষিদ্ধ!
ইতালিতে থাকা আমাদের বাংলাদেশি ভাই-বোনেরা লক্ষ্য করুন! 😱 রোমে ATAC মেট্রো (A/B/C), বাস-ট্রামে ইলেকট্রিক মনোপ্যাটিনো নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ! লিথিয়াম ব্যাটারি ফেটে বিপদ! জরিমানা খাবেন না! ⚠️
✅ কেন নিষিদ্ধ?
• ATAC নিয়মে স্পষ্ট লেখা: মোটরযুক্ত মনোপ্যাটিনো, হোভারবোর্ড বহন নিষেধ![atac]
•২০২৪ থেকে কড়াকড়ি চলছে, সতর্কতা দিয়েছে![tutrap +1]
❌ অন্য শহরে? মিলানো ATM-এ কিছু অনুমতি আছে, কিন্তু Cotral বাসে নয়! সবসময় চেক করুন![atm +1]
শেয়ার করুন, সবাইকে বাঁচান! 👇 কেউ কি ধরা খেয়েছে? কমেন্টে বলুন! 🔥
Rashidul Islam Rimel

16/11/2025

🇮🇹 ইতালিয়ান পাসপোর্ট পেলেও রাস্তায় পুলিশ প্রথমেই permesso di soggiorno চাইবে কারণ রঙটা বদলায় না, আচরণও বদলায় না।কাগজে নাগরিক, নজরে এখনো বিদেশি,বাস্তবটা এতটাই সোজা।

11/11/2025
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন মুসলিম মেয়র ফেলো নিউইয়র্ক। অভিনন্দন জোহরান মানদানি।
05/11/2025

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন মুসলিম মেয়র ফেলো নিউইয়র্ক। অভিনন্দন জোহরান মানদানি।

🇮🇹💔 ইতালির ক্রোতোনে প্রবাসী মুন্সীগঞ্জের তরুণ সাকিবুল ইসলামের মর্মান্তিক মৃত্যু 💔ইতালির ক্রোতোনে শহরে না ফেরার দেশে চলে ...
31/10/2025

🇮🇹💔 ইতালির ক্রোতোনে প্রবাসী মুন্সীগঞ্জের তরুণ সাকিবুল ইসলামের মর্মান্তিক মৃত্যু 💔
ইতালির ক্রোতোনে শহরে না ফেরার দেশে চলে গেছেন মাত্র ২৩ বছরের সাকিবুল ইসলাম, মুন্সীগঞ্জের এক ভদ্র, পরিশ্রমী ও ঈমানদার তরুণ।ঘুমের মধ্যে মারা গেছে।
তিনি ছিলেন হাফেজে কোরআন, নিয়মিত নামাজি, আর সবার প্রিয় হাসিমুখের মানুষ।

🇧🇩 স্থানীয় বাংলাদেশি সমাজ শোকে স্তব্ধ।
যে ছেলেটা সবাইকে দোয়ায় ডাকত, আজ তাকেই আমরা দোয়ায় স্মরণ করছি।

🕊️ আল্লাহ তায়ালা সাকিবুল ইসলামকে জান্নাতুল ফেরদৌস দান করুন,
এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধরার শক্তি দিন।

আপনারাও দোয়ায় রাখুন এই তরুণ ভাইকে।
Rashidul Islam Rimel

📌আজ রাত ইউরোপের সকল দেশে ঘড়ির সময় এক ঘন্টা পিছে আসবে। অর্থাৎ যখন সময় রাত তিনটা হয়ে যাবে দুইটা। 📌সুতরাং ঘুম ভালোবাসেন য...
25/10/2025

📌আজ রাত ইউরোপের সকল দেশে ঘড়ির সময় এক ঘন্টা পিছে আসবে। অর্থাৎ যখন সময় রাত তিনটা হয়ে যাবে দুইটা।

📌সুতরাং ঘুম ভালোবাসেন যারা তাদের জন্য এক ঘন্টা বাড়তি ঘুমানোর সুযোগ আজকে রাত।

🇮🇹 ইতালিতে দালাল ধরো,দালাল মারো 👊এটাই ছোলো গান ।
19/10/2025

🇮🇹 ইতালিতে দালাল ধরো,দালাল মারো 👊এটাই ছোলো গান ।

📌সাংবাদিক হতে কি কি লাগে যখন  AI সাব কে প্রশ্ন করলাম দেখুন উনি কি বলে। বিদেশে অনেক নিজেকে সাংবাদিক দাবি করে তারা এ বিষয়...
14/10/2025

📌সাংবাদিক হতে কি কি লাগে যখন AI সাব কে প্রশ্ন করলাম দেখুন উনি কি বলে। বিদেশে অনেক নিজেকে সাংবাদিক দাবি করে তারা এ বিষয়গুলো খেয়াল করা উচিত।

🗞️সাংবাদিক হতে সাধারণত স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক, তবে কোনো কোনো ক্ষেত্রে ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতায় শিথিলতা আসতে পারে। এছাড়াও, এক বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করার পর পূর্ণ সাংবাদিকের মর্যাদা পাওয়া যায়। ভালো সাংবাদিক হতে হলে নির্দিষ্ট বিষয়ে জ্ঞান, অনুসন্ধান করার ক্ষমতা এবং বিশ্লেষণমূলক দক্ষতা থাকা জরুরি।

🗞️শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা: যেসব সাংবাদিকের ১০ বছরের বেশি অভিজ্ঞতা আছে, তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হতে পারে।
পেশাগত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা
শিক্ষানবিশ: স্নাতক ডিগ্রি অর্জনের পর এক বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হয়।
অভিজ্ঞতা: পেশাগত অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্টার্নশিপ, ফ্রিল্যান্স কাজ বা নিজস্ব ব্লগ/পডকাস্ট শুরু করা যেতে পারে।

💪বিশেষত্ব: নির্দিষ্ট কোনো বিষয়ে (যেমন: রাজনীতি, খেলাধুলা বা অর্থনীতি) বিশেষজ্ঞতা অর্জন করলে সুবিধা হয়।

📸অন্যান্য গুরুত্বপূর্ণ গুণ
জ্ঞান: রাজনৈতিক, অর্থনৈতিক, বিনোদন ইত্যাদি সব বিষয়ে ধারণা থাকা প্রয়োজন।
অনুসন্ধান ও বিশ্লেষণ: মাঠ পর্যায়ে গিয়ে তথ্য অনুসন্ধান, বস্তুনিষ্ঠতা যাচাই এবং তা বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে।

যোগাযোগ: একজন ভালো সাংবাদিকের শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকতে হয়।
সংগৃহীত Google AI

14/10/2025

দেশীয় নোংরা রাজনীতি, বিদেশে বসে না করলে নয়?
ভাইরে ভাই এদের কি কোন কাজ কর্ম নাই? আমরা সারাদিন কাজ করে খাবার এর সময় পাইনা, এরা করে টা কি?

08/10/2025

🇮🇹 ইতালির দালাল ব্লগারা সক্রিয় Italy flussi 2026 এর জন্য পাবলিককে আরেকটা gu..মা* রা দেওয়ার জন্য ।🤣🤣

আজকে সমগ্র ইতালি ধর্মঘট পালন করেছে। অচল করে দেওয়া হয়েছে কয়েক ঘন্টার জন্য রাস্তাঘাট ট্রেন বাস সকল যানবাহন। মানবতা বেঁচে...
03/10/2025

আজকে সমগ্র ইতালি ধর্মঘট পালন করেছে। অচল করে দেওয়া হয়েছে কয়েক ঘন্টার জন্য রাস্তাঘাট ট্রেন বাস সকল যানবাহন। মানবতা বেঁচে থাক ,সঙ্ঘবদ্ধ হোক অসহায় এই মানুষদের পক্ষে। ছবিগুলো সংগ্রহ করা।

Indirizzo

Via Prenestina 174 E/f
Rome
00176

Telefono

+393202658940

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando ভয়েস বাংলা ইতালি pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi