ভয়েস বাংলা ইতালি

ভয়েস বাংলা ইতালি ইতালির ইমিগ্রেশন,আইন,সমসাময়িক বিষয় নিয়ে সময়ের সাথে সত্যের পথে।✅ voice Bangla Italy

😂😂
07/09/2025

😂😂

চলে গেলেন না ফেরার দেশে Giorgio Armani ব্র্যান্ডের কর্ণধার। Giorgio Armani। 91 বছর বয়সে ইতালির মিলান শহরে শেষ নিঃশ্বাস ...
04/09/2025

চলে গেলেন না ফেরার দেশে Giorgio Armani ব্র্যান্ডের কর্ণধার। Giorgio Armani। 91 বছর বয়সে ইতালির মিলান শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

04/09/2025
⚫চলে গেলেন না ফেরার দেশে জজ Frank Caprio তিনি ইতালিও বংশদূত যুক্তরাষ্ট্রের একজন বিচারক ছিলেন। তিনি ক্যান্সারজনিত কারণে গ...
21/08/2025

⚫চলে গেলেন না ফেরার দেশে জজ Frank Caprio তিনি ইতালিও বংশদূত যুক্তরাষ্ট্রের একজন বিচারক ছিলেন।
তিনি ক্যান্সারজনিত কারণে গত ২০শে আগস্ট যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তিনি সোশ্যাল মিডিয়ায় সুপরিচিত মুখ।

তার বিচার ধারা গুলো দেখে সবাইকে মুগ্ধ করেছে। এবং খ্যাতি অর্জন করেছ। আমরা তার মৃত্যুতে শোকাহত।

রুম/সিট ভাড়া হবে 🏠📍 Via Enrico dell’Acqua 128, Grotte Celoni✅ চাকুরিজীবী/স্টুডেন্টের জন্য✅ সব সুবিধাসহ, আলোচনা সাপেক্ষে📞...
17/08/2025

রুম/সিট ভাড়া হবে 🏠
📍 Via Enrico dell’Acqua 128, Grotte Celoni
✅ চাকুরিজীবী/স্টুডেন্টের জন্য
✅ সব সুবিধাসহ, আলোচনা সাপেক্ষে
📞 3292447710

—————▪️ শোক সংবাদ▪️———-🇮🇹গত কাল সন্ধ্যায় ইতালির জেসোলো শহরের এক ব্যস্ত বাজারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।৪৫ বছর বয়সী প...
08/08/2025

—————▪️ শোক সংবাদ▪️———-
🇮🇹গত কাল সন্ধ্যায় ইতালির জেসোলো শহরের এক ব্যস্ত বাজারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।
৪৫ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি শ্রমিক আলি আজগার হঠাৎ অসুস্থ হয়ে সবার সামনে মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

👉উনার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থনায়।

👉🏼এই অকাল মৃত্যু প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এনেছে গভীর শোকের ছায়া।
একজন পরিশ্রমী মানুষ, পরিবারের স্বপ্নপূরণের জন্য প্রবাসে কর্মরত ছিলেন—হঠাৎ করে এমন চলে যাওয়া সত্যিই বেদনাদায়ক।

⛔️আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি এবং আল্লাহর দরবারে প্রার্থনা করছি—
আল্লাহ আলি আজগার ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন!!🥲

🇮🇹 ইতালিতে পুনরায় বাংলাদেশী গুলিবিদ্ধ ।Tor Bella Monaca, Romeগভীর উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, ইতালির রোম শহরের Tor ...
08/08/2025

🇮🇹 ইতালিতে পুনরায় বাংলাদেশী গুলিবিদ্ধ ।
Tor Bella Monaca, Rome

গভীর উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, ইতালির রোম শহরের Tor Bella Monaca এলাকায় আমাদের বাংলাদেশী প্রবাসী ও ব্যবসায়ী জনাব কামরুজ্জামান রতন দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে সশস্ত্র দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং হাত ও পায়ে তিনটি গুলি করে।

Tor Bella Monaca এলাকাটি রোম শহরের অন্যতম অপরাধপ্রবণ এলাকা হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। ২০০৯ ও ২০১৭ সালে এই এলাকায় বাংলাদেশীসহ বিভিন্ন দেশের প্রবাসীদের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানি ও শ্রীলঙ্কান নাগরিকদের ওপরও অতীতে আক্রমণ হয়েছে।

✔️প্রশাসনের নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের অভাবে এই এলাকাটি দিন দিন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছে।
প্রতিনিয়ত ঘটে চলেছে অঘটন, নেই কোনো কার্যকর প্রতিরোধ ।কামরুজ্জামান রতন ভাই এর দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

✔️প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই সময় যথাযথ পদক্ষেপ গ্রহণের।

🇮🇹 ইতালির সার্দেনিয়ার সাসসারির থানা থেকে শরীয়তপুরের আফজাল নামে এক বাংলাদেশিকে কমিশনে আবেদন বাতিলের পর জোরপূর্বক ডিপোর্ট ...
07/08/2025

🇮🇹 ইতালির সার্দেনিয়ার সাসসারির থানা থেকে শরীয়তপুরের আফজাল নামে এক বাংলাদেশিকে কমিশনে আবেদন বাতিলের পর জোরপূর্বক ডিপোর্ট করা হচ্ছে। আজ দুপুরে রোম বিমানবন্দর থেকে তাকে ফ্লাইটে তুলে দেশে পাঠানো হচ্ছেl

পোস্ট এডমিন: Rashidul Islam Rimel

আমার এই পেজটি ফলো করুন
https://www.facebook.com/rashidul.islam1987

✈️ ইউরোপ ও ইতালিতে ভ্রমণ করতে চেয়েছেন? আপনার জন্য আসছে নতুন নিয়ম! 🇪🇺🇮🇹২০২৫ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন সীমান্তে নিরাপত্তা...
05/08/2025

✈️ ইউরোপ ও ইতালিতে ভ্রমণ করতে চেয়েছেন? আপনার জন্য আসছে নতুন নিয়ম! 🇪🇺🇮🇹
২০২৫ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন সীমান্তে নিরাপত্তা ও পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে— জানতে হবে EES ও ETIAS-এর নিয়ম!
🔹 EES – Entry/Exit System
• শুধু পাসপোর্টে সীমাবদ্ধ না – এবার বায়োমেট্রিক (আঙুলের ছাপ, মুখের ছবি) বাধ্যতামূলক।
• প্রতিবার ইউরোপে ঢোকা ও বের হবার তারিখ স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে।
• অতিরিক্ত সময় বা নিয়ম না মানলে ভবিষ্যতে নিষেধাজ্ঞা আসতে পারে।
• বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দেশের পর্যটক, ছাত্র, কর্মী, ফ্যামিলি ভিজিটর—সবার জন্য প্রযোজ্য।
🔸 ETIAS – ইউরোপ ভ্রমণের পূর্ব অনুমোদন
• যুক্তরাষ্ট্র, কানাডার মতই অনলাইনে আবেদনযোগ্য অনুমোদন।
• ইউরোপে ৯০ দিনের জন্য ভিসা ছাড়া ঢোকার সুযোগ যাদের জন্য, তারা লাগবে ETIAS।
• বাংলাদেশের জন্য বর্তমানে ETIAS লাগবে না—শেনজেন ভিসা লাগবেই।
• আবেদন করলে সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে অনুমোদন, ৩ বছর (বা পাসপোর্ট মেয়াদ অব্দি) একাধিকবার ভ্রমণ করা যাবে।
🌍 ইতালিসহ ইউরোপে কারা এই নিয়মে পড়বেন?
• পর্যটক, নন-EU রেসিডেন্ট, বছরে কয়েকবার ফেরত আসা প্রপার্টি মালিক।
🧳 তাই এবার থেকে প্রস্তুত থাকুন:
• পাসপোর্টের অবস্থা ভালো আছে কিনা, ভালো করে দেখে নিন।
• ভ্রমণের সময়সীমা, আগের স্টে ও ইতিহাস পরিষ্কার থাকুক।
• সময়মতো ভিসা (বা ETIAS, প্রয়োজনে) আবেদন করুন।
• বায়োমেট্রিক দিতে প্রস্তুত থাকুন—এয়ারপোর্ট লাইনে দেরি হতে পারে!
🔒 নতুন ব্যবস্থাপনা নিরাপত্তা ও আধুনিকীকরণের জন্য—জমা দিন সজাগ থাকা আর আগেই প্রস্তুতি নেওয়া, যাতে ভ্রমণ আনন্দময় হয়!
আপনার বন্ধু-বান্ধব-পরিবার কেউ ইউরোপ বা ইতালিতে ঘুরতে চাইছেন? পোস্টটি শেয়ার করুন, সবাই সচেতন থাকুন! ❤️✨
এডমিন: Rashidul Islam Rimel

মানবতা কি ওদের জন্য বিলুপ্ত হয়ে গেছে? মানবিক সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করবে? আরবের মোটা মোড়লরা কি এখনো ঘুমিয়ে আছে? ক...
26/07/2025

মানবতা কি ওদের জন্য বিলুপ্ত হয়ে গেছে? মানবিক সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করবে? আরবের মোটা মোড়লরা কি এখনো ঘুমিয়ে আছে? কয়দিন পর পর শোনা যায় একটা ছোটখাটো বিবৃতি দিয়ে আবার ঘুমিয়ে পড়ে।
অথচ এই অঞ্চলটি তোমাদের নাগালেরই। কোন স্বার্থে জানিনা এসব মানুষগুলোর এ অবস্থা দেখেও চুপ করে আছো।

প্রশ্ন কেন এসব মানবিক সংস্থাগুলো, কি কাজে আসে কোন দেশের কোন কাজে আসে কারো কি জানা আছে?
বছরের পর বছর এভাবে চলতে আছে, কারো কি কোন পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নাই শুধু বিবৃতি দিয়েই দায় সারা।

হায়রে মানবতা হায়রে মানবতার ফেরি আলারা। তোমাদের খাওয়ার টেবিলে কত শত টন খাবার অপচয় হচ্ছে। অথচ এই ভাইবোনগুলো বছরের পর বছর এভাবে খেয়ে না খেয়ে জীবন দিচ্ছে।

প্রকৃতির নিজস্ব রূপ, ত্রিবলি রোম 🇮🇹
25/07/2025

প্রকৃতির নিজস্ব রূপ, ত্রিবলি রোম 🇮🇹

Indirizzo

Via Prenestina 174 E/f
Rome
00176

Telefono

+393202658940

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando ভয়েস বাংলা ইতালি pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi