30/10/2025
বাস্তব তথ্য বনাম জামাত শিবিরের মিথ্যাচার★
একজন শিবির নেতা বলেছে— বিএনপি নাকি জামায়াতের ম্যান্ডেট ছাড়া কখনও ক্ষমতায় আসেনি। অথচ বাস্তবতা হলো, ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি এককভাবে ১৯৩টি আসনে জয় পায়, যা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যথেষ্ট ছিল।
সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ৬২টি আসন, আর জামায়াত পেয়েছিল মাত্র ১৮টি।
তথ্য পরিষ্কার— বিএনপি জনগণের ভোটে এককভাবে ক্ষমতায় এসেছে।
তবুও মিথ্যাচারের বন্যা থামছে না।
এরা এমনভাবে ইতিহাস বিকৃত করে, যেন সত্যের কোনো মূল্যই নেই।
াংলা Yasin Khan A Bhuiyan somoynews.tv Anowar H Khokan Barrister A. M. Mahbub Uddin Khokon Tarique Rahman Begum Khaleda Zia Yasin Khan A Bhuiyan