29/11/2025
- সভিমেজের (Svimez) ২০২৫ সালের রিপোর্ট বলছে, সরকারি পিএনআরআর (PNRR) বিনিয়োগের ফলে দক্ষিণ ইতালির অর্থনীতি উত্তর ইতালির চেয়ে দ্রুত বাড়ছে।
- উন্নয়ন সত্ত্বেও ২০২২-২০২৪ সালের মধ্যে ১ লাখ ৭৫ হাজার তরুণ (২৫-৩৪ বছর বয়সী) দক্ষিণ ইতালি ছেড়ে উত্তর ইতালি বা বিদেশে পাড়ি জমিয়েছে।
- মূল্যস্ফীতির কারণে দক্ষিণে প্রকৃত আয় বা রিয়েল ওয়েজ ১০.২% কমেছে এবং ‘ওয়ার্কিং পোর’ বা কাজ করেও দরিদ্র থাকা মানুষের সংখ্যা বেড়েছে।
📌 গুরুত্বপূর্ণ তথ্য:
- সিঙ্গেল স্পেশাল ইকোনমিক জোন (ZES)-এর কারণে আমলাতান্ত্রিক জটিলতা কমেছে; মার্চ ২০২৪ থেকে নভেম্বর ২০২৫-এর মধ্যে ৩.৭ বিলিয়ন ইউরোর বিনিয়োগ এসেছে।
- দক্ষিণে নারীদের শিক্ষার হার বেশি হলেও কর্মসংস্থান কম; ৩ বা ততোধিক সন্তান থাকা মায়েদের মাত্র ৩০.৮% চাকরির বাজারে আছেন।
- গার্ডিয়া দি ফিনাঞ্জার তথ্যমতে, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে মাফিয়া চক্রগুলো প্রায় ৬১.৪ বিলিয়ন ইউরো অবৈধ অর্থ পাচার বা লন্ডারিং করেছে।
- মেধাবীরা চলে যাওয়ায় বর্তমানে তৈরি হওয়া ৫ লাখ নতুন চাকরির বেশিরভাগই স্বল্প দক্ষ এবং কম বেতনের (Low value-added)।
মেধাবী তরুণদের হারিয়ে দক্ষিণ ইতালি কি কেবল সরকারি অনুদানের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদী উন্নয়ন ধরে রাখতে পারবে?