Hello Italy

Hello Italy ইতালির প্রতিদিনের খবর, জীবনধারা, অভিবাসীদের তথ্য ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে বাংলাভাষীদের জন্য তৈরি একটি তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম। 🇧🇩🇮🇹
(2)

- সভিমেজের (Svimez) ২০২৫ সালের রিপোর্ট বলছে, সরকারি পিএনআরআর (PNRR) বিনিয়োগের ফলে দক্ষিণ ইতালির অর্থনীতি উত্তর ইতালির চে...
29/11/2025

- সভিমেজের (Svimez) ২০২৫ সালের রিপোর্ট বলছে, সরকারি পিএনআরআর (PNRR) বিনিয়োগের ফলে দক্ষিণ ইতালির অর্থনীতি উত্তর ইতালির চেয়ে দ্রুত বাড়ছে।
- উন্নয়ন সত্ত্বেও ২০২২-২০২৪ সালের মধ্যে ১ লাখ ৭৫ হাজার তরুণ (২৫-৩৪ বছর বয়সী) দক্ষিণ ইতালি ছেড়ে উত্তর ইতালি বা বিদেশে পাড়ি জমিয়েছে।
- মূল্যস্ফীতির কারণে দক্ষিণে প্রকৃত আয় বা রিয়েল ওয়েজ ১০.২% কমেছে এবং ‘ওয়ার্কিং পোর’ বা কাজ করেও দরিদ্র থাকা মানুষের সংখ্যা বেড়েছে।

📌 গুরুত্বপূর্ণ তথ্য:
- সিঙ্গেল স্পেশাল ইকোনমিক জোন (ZES)-এর কারণে আমলাতান্ত্রিক জটিলতা কমেছে; মার্চ ২০২৪ থেকে নভেম্বর ২০২৫-এর মধ্যে ৩.৭ বিলিয়ন ইউরোর বিনিয়োগ এসেছে।
- দক্ষিণে নারীদের শিক্ষার হার বেশি হলেও কর্মসংস্থান কম; ৩ বা ততোধিক সন্তান থাকা মায়েদের মাত্র ৩০.৮% চাকরির বাজারে আছেন।
- গার্ডিয়া দি ফিনাঞ্জার তথ্যমতে, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে মাফিয়া চক্রগুলো প্রায় ৬১.৪ বিলিয়ন ইউরো অবৈধ অর্থ পাচার বা লন্ডারিং করেছে।
- মেধাবীরা চলে যাওয়ায় বর্তমানে তৈরি হওয়া ৫ লাখ নতুন চাকরির বেশিরভাগই স্বল্প দক্ষ এবং কম বেতনের (Low value-added)।

মেধাবী তরুণদের হারিয়ে দক্ষিণ ইতালি কি কেবল সরকারি অনুদানের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদী উন্নয়ন ধরে রাখতে পারবে?

- ‘ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিং ২০২৬’-এ বিশ্বের ১,২৬৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫তম স্থান অর্জন করেছে মিলানের প...
29/11/2025

- ‘ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিং ২০২৬’-এ বিশ্বের ১,২৬৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫তম স্থান অর্জন করেছে মিলানের পলিটেকনিকো (Politecnico di Milano)।
- গত বছরের তুলনায় ১৫ ধাপ এগিয়ে এই বছর বিশ্ববিদ্যালয়টি ইউরোপে ৩য় এবং ইতালিতে ১ম স্থান নিশ্চিত করেছে।
- বিজ্ঞান ও প্রযুক্তির (STEM) সাথে সমাজবিজ্ঞান, আইন, অর্থনীতি ও স্বাস্থ্যখাতের বিষয়গুলোর সমন্বয়ে গবেষণার জন্য এই স্বীকৃতি মিলেছে।

📌 গুরুত্বপূর্ণ তথ্য:
- এই র‍্যাঙ্কিংয়ে ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়কে চূড়ান্ত তালিকায় স্থান দেওয়া হয়েছে।
- বিশ্ববিদ্যালয়টির আন্তঃবিভাগীয় বা ‘ইন্টার-ডিপার্টমেন্টাল’ অবকাঠামো এবং আন্তর্জাতিক তহবিল (Fund) সংগ্রহের সক্ষমতা এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।
- টাইমস হায়ার এডুকেশন (THE) এবং শ্মিট সায়েন্স ফেলোরা মিলে এই বিশেষ র‍্যাঙ্কিংটি তৈরি করেছে, যা ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার গুরুত্ব বিচার করে।

- ফ্লোরেন্স মিউনিসিপ্যালিটি হেলমেট জটিলতা ও অব্যবস্থাপনার কারণ দেখিয়ে আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে শহরে শেয়ারিং ই-স্কুটার বা...
29/11/2025

- ফ্লোরেন্স মিউনিসিপ্যালিটি হেলমেট জটিলতা ও অব্যবস্থাপনার কারণ দেখিয়ে আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে শহরে শেয়ারিং ই-স্কুটার বা ‘মোনোপাত্তিনি’ সেবা বন্ধের ঘোষণা দিয়েছে।
- এই সিদ্ধান্তের প্রতিবাদে বিট (Bit) এবং বার্ড (Bird)-এর মতো কোম্পানিগুলো জরুরি আলোচনার দাবি জানিয়েছে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।
- হঠাৎ করে এই পরিষেবা বন্ধ হলে ফ্লোরেন্সে এই খাতের সাথে যুক্ত শতাধিক কর্মী তাদের চাকরি হারাবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

📌 গুরুত্বপূর্ণ তথ্য:
- ফ্লোরেন্সে বার্ড (Bird)-এর প্রায় দেড় লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছে এবং দিনে গড়ে ১,৫০০টি রাইড সম্পন্ন হয়; বিট (Bit)-এর বার্ষিক ব্যবহারকারী প্রায় ৪০ হাজার।
- ই-স্কুটার বন্ধ করলেও মিউনিসিপ্যালিটি ‘রাইডমুভি’ (RideMovi)-কে কোনো টেন্ডার ছাড়াই ৮ লাখ ইউরোর বাইক শেয়ারিং চুক্তি দিয়েছে, যা নিয়ে অন্য কোম্পানিগুলো স্বচ্ছতার প্রশ্ন তুলেছে।
- রাইডমুভি আগামীতে শহরে আরও ১,০০০ নতুন বাইক নামানোর প্রতিশ্রুতি দিয়েছে, তবে অন্য অপারেটররা এই ‘সরাসরি নিয়োগ’ বা ডিরেক্ট অ্যাসাইনমেন্টকে অন্যায্য বলে দাবি করছে।

আধুনিক ও পরিবেশবান্ধব শহরের দাবি করা ফ্লোরেন্সের এই সিদ্ধান্ত কি পর্যটক ও সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়াবে না?

- পিডি নেত্রী এলি শ্লেইন তিনজনের যৌথ বিতর্কে (Meloni-Schlein-Conte) অংশ নিতে অস্বীকৃতি জানালেও জিউসেপ্পে কন্তে আত্রেজু উ...
29/11/2025

- পিডি নেত্রী এলি শ্লেইন তিনজনের যৌথ বিতর্কে (Meloni-Schlein-Conte) অংশ নিতে অস্বীকৃতি জানালেও জিউসেপ্পে কন্তে আত্রেজু উৎসবে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
- কন্তে চেয়েছিলেন মেলোনির সাথে একক বিতর্ক, কিন্তু সরকার তাতে রাজি না হওয়ায় তিনি যৌথ বিতর্কেই সম্মতি দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত ভেস্তে গেছে।
- ফাইভ স্টার মুভমেন্টের মুখপাত্র রোক্কো কাসালিনো এলি শ্লেইনকে আক্রমণ করে বলেছেন, তিনি নিজেকে বিরোধী নেতা হিসেবে জাহির করতে গিয়ে বড় ভুল করেছেন।

📌 গুরুত্বপূর্ণ তথ্য:
- জিউসেপ্পে কন্তে জানিয়েছেন, তিনি গত বছরও আত্রেজু উৎসবে গিয়েছিলেন এবং এবারও মেলোনির মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন, এমনকি শ্লেইন থাকলেও তার আপত্তি ছিল না।
- এমফাইভএস (M5S)-এর আরেক শীর্ষ নেত্রী চিয়ারা অ্যাপেন্ডিনো ইউক্রেন যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বলেছেন, শান্তির জন্য কিয়েভকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়টি মেনে নিতে হবে।
- কাসালিনোর মতে, মেলোনির অর্থনৈতিক ব্যর্থতাগুলো তুলে ধরার এটি একটি বড় সুযোগ ছিল, যা শ্লেইন তার জেদের কারণে নষ্ট করেছেন।
- মাত্তেও সালভিনি আগামী ১৪ ডিসেম্বর সম্ভাব্য বিতর্কের তারিখ হিসেবে ইঙ্গিত দিয়েছেন।

এখন প্রশ্ন হল বিরোধীদের এই প্রকাশ্য কাদা ছোড়াছুড়ি কি মেলোনি সরকারের বিরুদ্ধে তাদের ঐক্য গড়ার স্বপ্নকে আরও দূরে ঠেলে দেবে?

- আজ (২৯ নভেম্বর) শনিবার রোমে ফিলিস্তিনের সমর্থনে বিশাল জাতীয় বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ১ লাখেরও বেশি মানুষের সমাগম...
29/11/2025

- আজ (২৯ নভেম্বর) শনিবার রোমে ফিলিস্তিনের সমর্থনে বিশাল জাতীয় বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ১ লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
- দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত পিয়াজ্জালে ওস্তিয়েন্সে (Ostiense) থেকে শুরু হয়ে পিয়াজ্জা সান জিওভান্নি পর্যন্ত মিছিলটি প্রদক্ষিণ করবে।
- মিছিলের রুটের কারণে ভিয়া দেল্লা পিরামিড, ভিয়ালে আভেন্তিনো, কলোসিয়াম এবং ভিয়া মেরুলানা এলাকার রাস্তাগুলো সাধারণ যানচলাচলের জন্য বন্ধ থাকবে।

📌 গুরুত্বপূর্ণ তথ্য:
- সকাল ৭টা থেকে ওস্তিয়েন্সে, পিয়াজ্জা আলবেনিয়া এবং সান জিওভান্নি এলাকায় রাস্তায় গাড়ি পার্কিং (No Parking) সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
- গণপরিবহনের বহু রুট যেমন—৩, ১৬, ২৩, ৩০, ৫১, ৭৫, ৮১, ৮৫, ৮৭ এবং মেট্রো স্টেশনের সংযোগকারী বাসগুলোর গতিপথ পরিবর্তন বা বাতিল হতে পারে।
- ইতালির অন্যান্য প্রদেশ থেকে বিক্ষোভকারীদের নিয়ে কয়েক ডজন রিজার্ভ বাস রোমে প্রবেশ করছে, ফলে শহরে ট্রাফিক জ্যামের তীব্র আশঙ্কা রয়েছে।

- আগামী ১ ডিসেম্বর থেকে ইতালিতে পাসপোর্ট ইস্যু বা নবায়নের ফি জমা দেওয়ার ক্ষেত্রে পুরোনো পোস্টাল স্লিপ বা ‘বোলেত্তিনো’ প্...
29/11/2025

- আগামী ১ ডিসেম্বর থেকে ইতালিতে পাসপোর্ট ইস্যু বা নবায়নের ফি জমা দেওয়ার ক্ষেত্রে পুরোনো পোস্টাল স্লিপ বা ‘বোলেত্তিনো’ প্রথা বাতিল করা হয়েছে।
- এখন থেকে পোস্ট অফিস, ব্যাংক, তাবাক্কেরিয়া বা অনলাইনে সরকারি পেমেন্ট সিস্টেম ‘PagoPA’-এর মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।
- পাসপোর্টের প্রশাসনিক খরচ বা ফি ৪২.৫০ ইউরো থেকে সামান্য বাড়িয়ে ৪২.৭০ ইউরো নির্ধারণ করা হয়েছে।

📌 গুরুত্বপূর্ণ তথ্য:
- ফি জমা দেওয়ার সময় যার জন্য পাসপোর্ট করা হচ্ছে তার নাম এবং কোদিচে ফিস্কালে (Codice Fiscale) প্রদান করা বাধ্যতামূলক, এমনকি আবেদনকারী অপ্রাপ্তবয়স্ক শিশু হলেও।
- গত ২৩ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় ডিক্রি এবং ১৭ অক্টোবরের গেজেট অনুযায়ী এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।
- পোস্ট অফিসের ডিজিটাল চ্যানেল ছাড়াও যেসব ব্যাংক বা এজেন্সি PagoPA সেবা দেয়, সেখানেও সরাসরি বা অনলাইনে এই টাকা জমা দেওয়া যাবে।

ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করার এই উদ্যোগ কি পাসপোর্টের দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতা ও অপেক্ষার সময় কিছুটা কমাতে পারবে?

ফিলিস্তিন সংহতি দিবস: জাতিসংঘের ঐতিহাসিক দায়িত্বের স্মরণপ্রতি বছর ২৯ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস, ...
29/11/2025

ফিলিস্তিন সংহতি দিবস: জাতিসংঘের ঐতিহাসিক দায়িত্বের স্মরণ

প্রতি বছর ২৯ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস, যা ১৯৭৭ সালে জাতিসংঘের সিদ্ধান্তে প্রতিষ্ঠিত। এই দিনটি নির্বাচিত হয়েছিল ১৯৪৭ সালের জাতিসংঘের রেজুলেশন ১৮১- প্যালেস্টাইন বিভাজন পরিকল্পনার তারিখকে স্মরণ রেখে।

- ১৯৭৭ সালে UN Resolution 32/40 B এর মাধ্যমে দিবসটি ঘোষণা।
- উদ্দেশ্য: ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, স্বাধীন রাষ্ট্র, ও মানবাধিকারের প্রতি বৈশ্বিক সমর্থন নিশ্চিত করা।
- ১৯৪৭ সালের বিভাজন পরিকল্পনায় একটি ইহুদি রাষ্ট্র, একটি আরব রাষ্ট্র, এবং জেরুজালেমকে আন্তর্জাতিক প্রশাসনের অধীনে রাখার প্রস্তাব ছিল।
- পরিকল্পনা গ্রহণ করে ইহুদি নেতৃত্ব; আরব রাষ্ট্র ও ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করে—এর পর শুরু হয় সংঘাত ও ১৯৪৮ সালের নাকবা।
- প্রতি বছর UN সদর দপ্তরে বিশেষ অধিবেশন, রিপোর্ট উপস্থাপন, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিলিস্তিন বিষয়ক আলোচনার আয়োজন হয়।
- বিষয়গুলো তুলে ধরা হয়: দখলদারিত্বের অবসান, দুই-রাষ্ট্র সমাধান, গাজা–ওয়েস্ট ব্যাংকের মানবিক সংকট, এবং আন্তর্জাতিক আইন মানার আহ্বান।

-  রোমের লা সাপিয়েনজা বিশ্ববিদ্যালয় ‘S.O.L.E.I.L’ প্রজেক্টের আওতায় অভিবাসন ও শ্রম আইন বিষয়ক ৫টি বিশেষ সেমিনার আয়োজন করে...
28/11/2025

- রোমের লা সাপিয়েনজা বিশ্ববিদ্যালয় ‘S.O.L.E.I.L’ প্রজেক্টের আওতায় অভিবাসন ও শ্রম আইন বিষয়ক ৫টি বিশেষ সেমিনার আয়োজন করেছে।
- ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এই সেমিনারগুলোর মূল বিষয়বস্তু হলো অভিবাসীদের আইনি সুরক্ষা, নাগরিকত্ব এবং কাপোরালাতো বা শ্রম শোষণ রোধ।
- শিক্ষার্থী, সমাজকর্মী এবং সাধারণ অভিবাসীদের জন্য এই সেমিনারে প্রবেশাধিকার সম্পূর্ণ উন্মুক্ত (আসন থাকা সাপেক্ষে)।

📌 গুরুত্বপূর্ণ তথ্য:
- আজকের বিষয় ছিল (২৮ নভেম্বর): আজ বিকেল ৫টায় ‘বিদেশিদের আটক বা ডিটেনশন’ বিষয়ে আলোচনা করেছেন অধ্যাপক স্তেফানো আনাস্তাসিয়া।
- নাগরিকত্ব আইন: আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৫টায় ২০২৫ সালের নাগরিকত্ব আইনের সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
- স্থান: সেমিনারগুলো রোমের ভিয়া দেল কাস্ত্রো লরেনজিয়ানো ৯-এ অবস্থিত ফ্যাকাল্টি অফ ইকোনমিক্সের ২য় তলায় অনুষ্ঠিত হচ্ছে।
- এছাড়াও আগামী ১২ ডিসেম্বর আন্তর্জাতিক সুরক্ষা (UNHCR) এবং ১৫ ডিসেম্বর ইমিগ্রেশন ট্রাইব্যুনাল নিয়ে আলোচনা হবে।

রোমের এই উচ্চপর্যায়ের আইনি সেমিনার কি সাধারণ অভিবাসীদের অধিকার আদায়ে এবং জটিল আইন বুঝতে সহায়ক হবে?

- ফোজ্জিয়ার কাছে বোরগো মেজ্জানোনে (Borgo Mezzanone) অভিবাসী এবং আর্থিকভাবে দুর্বল ইতালীয়দের সহায়তায় আনুষ্ঠানিকভাবে ‘স্...
28/11/2025

- ফোজ্জিয়ার কাছে বোরগো মেজ্জানোনে (Borgo Mezzanone) অভিবাসী এবং আর্থিকভাবে দুর্বল ইতালীয়দের সহায়তায় আনুষ্ঠানিকভাবে ‘স্টাজিওনে দি পোস্তা’ বা পোস্ট স্টেশন উদ্বোধন করা হয়েছে।
- গত জুন মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই কেন্দ্রটি ইতিমধ্যে ৭০ জনেরও বেশি মানুষকে সিভি তৈরি, কাজ খোঁজা এবং লিগ্যাল পরামর্শ দিয়ে সহায়তা করেছে।
- এখানে স্পিড (SPID) খোলা, রেসিডেন্স পারমিট বা সোজাউরনো সংক্রান্ত জটিলতা নিরসন এবং ইতালিয়ান ভাষা শেখার সুযোগ রয়েছে।

📌 গুরুত্বপূর্ণ তথ্য:
- যাদের স্থায়ী কোনো বাসা নেই, তাদের জন্য এখানে চিঠিপত্র গ্রহণ (Post office service) এবং ইমেইল ইনবক্স ব্যবহারের বিশেষ সুবিধা রাখা হয়েছে।
- নাগরিক অধিকার পেতে অপরিহার্য ‘রেসিডেনজা ফিত্তিজিয়া’ (Residenza fittizia) বা ভার্চুয়াল বাসের ঠিকানা নিবন্ধনেও এখান থেকে সরাসরি সহায়তা করা হয়।
- ম্যানফ্রেডোনিয়ার মেয়র জানিয়েছেন, এটি শুধু সেবা কেন্দ্র নয়, বরং একে স্থানীয় কমিউনিটির মেলামেশা ও সামাজিকীকরণের (Socialization) একটি স্থান হিসেবে গড়ে তোলা হবে।
- মেডট্রেনিং (Medtraining) কোঅপারেটিভের সহায়তায় পরিচালিত এই কেন্দ্রটি দীর্ঘদিনের অবহেলিত এই এলাকায় সরকারি প্রতিষ্ঠানের উপস্থিতিকে পুনরায় নিশ্চিত করল।

দীর্ঘদিনের অবহেলিত এই এলাকায় সরকারি এই নতুন সেবা কেন্দ্রটি কি অভিবাসীদের প্রকৃত আস্থার জায়গা হয়ে উঠতে পারবে?

- লিবিয়ার আল-খুমস উপকূলে নৌকাডুবিতে গোপালগঞ্জের মুকসুদপুরের এনামুল শেখ (২৮) ও আনিস শেখ (২৫) নিহত হয়েছেন।- দালালকে ২১ লাখ...
28/11/2025

- লিবিয়ার আল-খুমস উপকূলে নৌকাডুবিতে গোপালগঞ্জের মুকসুদপুরের এনামুল শেখ (২৮) ও আনিস শেখ (২৫) নিহত হয়েছেন।
- দালালকে ২১ লাখ টাকা দিয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় কোস্টগার্ডের ধাওয়া খেয়ে নৌকাটি ডুবে যায়।
- গত ১৩ নভেম্বর রাতের এই ঘটনায় একই উপজেলার আরও ৬ জন যুবক নিখোঁজ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

📌 গুরুত্বপূর্ণ তথ্য:
- নৌকাটিতে মোট ২৬ জন বাংলাদেশি ছিলেন, যাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
- নিহত আনিস শেখের সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং তার স্ত্রী পেশায় একজন নার্স।
- এনামুল গত ১০ অক্টোবর দেশ থেকে রওনা হয়েছিলেন এবং ১৩ নভেম্বর রাতে লিবিয়া উপকূল থেকে নৌকায় ওঠেন।
- স্থানীয় প্রশাসন নিহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহ করে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে।

জীবনের ঝুঁকি আর সর্বস্ব খুইয়ে দালালদের মাধ্যমে অবৈধ পথে ইতালি যাওয়ার এই ‘মরণখেলা’ আর কতদিন চলবে?

- ইতালিতে নিত্যপণ্যের দাম বাড়ায় ৩১.১% পরিবার তাদের খাবারের পরিমাণ বা মান কমিয়ে দিতে বাধ্য হয়েছে এবং গড় বাসা ভাড়া বেড়ে ৪২...
28/11/2025

- ইতালিতে নিত্যপণ্যের দাম বাড়ায় ৩১.১% পরিবার তাদের খাবারের পরিমাণ বা মান কমিয়ে দিতে বাধ্য হয়েছে এবং গড় বাসা ভাড়া বেড়ে ৪২৩ ইউরো হয়েছে।
- ইউরোস্ট্যাটের তথ্যমতে, ইউরোপের মধ্যে কেবল ইতালি ও গ্রিসের নাগরিকদের প্রকৃত আয় (Real Income) ২০০৮ সালের চেয়েও নিচে নেমে গেছে।
- ভোক্তা অধিকার সংস্থা ‘আলত্রোকনসুমো’ (Altroconsumo) সতর্ক করেছে যে, মানুষের ক্রয়ক্ষমতা না বাড়লে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অসম্ভব, তাই বাজেটে কাঠামোগত সংস্কার প্রয়োজন।

📌 গুরুত্বপূর্ণ তথ্য:
- কর্মীদের ইলেকট্রনিক ‘মিল ভাউচার’ বা খাবারের কুপনের ট্যাক্স-ফ্রি সীমা ৮ ইউরো থেকে বাড়িয়ে ১০ ইউরো করার দাবি জানানো হয়েছে।
- ৩৬ বছরের কম বয়সী তরুণদের (যাদের ISEE ৪০,০০০ ইউরোর নিচে) বাড়ি কেনার জন্য ‘কনস্যাপ ফান্ড’ বা মর্টগেজ সুবিধা আরও শক্তিশালী করার প্রস্তাব দেওয়া হয়েছে।
- জ্বালানি বিলের বোঝা কমাতে গ্যাসের ওপর ভ্যাট (VAT) স্থায়ীভাবে কমানো এবং ‘সোশ্যাল বোনাস’ পাওয়ার আয়ের সীমা বাড়ানোর কথা বলা হয়েছে।
- তরুণদের কর্মসংস্থান বাড়াতে অবসরের বয়স পার হওয়ার পরেও কাজ চালিয়ে যাওয়ার ‘মারোনি বোনাস’ বাতিলের প্রস্তাব করেছে সংস্থাটি।

মেলোনি সরকার কি আলত্রোকনসুমোর এই প্রস্তাব মেনে নিয়ে সাধারণ মানুষের পকেটে স্বস্তি ফেরাতে পারবে?

- আইসিসি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে, যেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে নবাগত দল ইতালি।- আ...
28/11/2025

- আইসিসি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে, যেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে নবাগত দল ইতালি।
- আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে বাংলাদেশের গ্রুপে আরও রয়েছে শক্তিশালী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল।
- কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে ৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইতালি।

📌 গুরুত্বপূর্ণ তথ্য (বাংলাদেশের ম্যাচের সময়সূচি - BST):
- বনাম ওয়েস্ট ইন্ডিজ: ৭ ফেব্রুয়ারি, দুপুর ৩:৩০ মি. (ভেন্যু: কলকাতা)।
- বনাম ইতালি: ৯ ফেব্রুয়ারি, সকাল ১১:৩০ মি. (ভেন্যু: কলকাতা)।
- বনাম ইংল্যান্ড: ১৪ ফেব্রুয়ারি, দুপুর ৩:৩০ মি. (ভেন্যু: কলকাতা)।
- বনাম নেপাল: ১৭ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭:৩০ মি. (ভেন্যু: মুম্বাই)।
- গ্রুপ পর্বের সেরা দুটি দল ‘সুপার এইট’ রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।

বিশ্বমঞ্চে প্রথমবারের মতো এসেই ইতালি কি ক্রিকেটে অভিজ্ঞ বাংলাদেশের বিপক্ষে কোনো অঘটন ঘটাতে পারবে?

Address

Mohammadpur Main Road

1207

Alerts

Be the first to know and let us send you an email when Hello Italy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Italy:

  • Want your business to be the top-listed Media Company?

Share