Kona's Gallery

Kona's Gallery Mix with people with a good attitude.

গতকাল দুর্ঘ'টনার পর পো*ড়া শরীর নিয়ে দৌ*ড়াতে থাকা ছোট্ট শি'শু আরিয়ান , গত রাত ৩ টার দিকে মা''রা গেছে। (ইন্নালিল্লাহি ওয...
22/07/2025

গতকাল দুর্ঘ'টনার পর পো*ড়া শরীর নিয়ে দৌ*ড়াতে থাকা ছোট্ট শি'শু আরিয়ান , গত রাত ৩ টার দিকে মা''রা গেছে।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

নিজের ছোট্ট জীবন টা নিয়ে সে কতোই না চেষ্টা করলো!
সাহায্যের জন্য দৌড়ালো!
সেকি জানে প্লেন ক্রা'স কি কেনো হয় কি ভাবে হয়?
আর ঐ মুহুর্তে তার করনীয় কি?

ভিডিও করতে ব্যস্ত থাকলেও সাহায্য তখনি কেউ তাকে করেনি! কি কোমল শরীর কি অবস্থা হলো!
তার ফুস'ফুস 70% এবং শরী'রের ৮৫% বা'র্ন হয়েছিল নাকি!
তার পরিবার তার মৃ'ত্যুর খবর নিশ্চিত করেছে।
তার গ্রামের বাড়ি শরীয়তপুর।

আমরাই ভিডিও দেখে সহ্য করতে পারিনি , তার মা বাবা কিভাবে করবে জানিনা।

আল্লাহ তার পরিবার কে শক্তি দিন এ শোক সইবার, বাচ্চাটিকে জান্নাতবাসী করুন (আমিন)।

21/07/2025

দূর্ঘটনাস্থলে তখনও এম্বুলেন্স পৌঁছাতে পারেনি। তাই আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে।

মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মন্সুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাগা ৩০-৪০ টাকা। কিন্তু রিকশাওয়ালারা চাচ্ছিল ১২০ টাকা, ১৫০ টাকা।

মাইলস্টোন থেকে কাছাকাছি মর্ডান হাসপাতালে রেগুলার ভাড়া ২৫০-৩০০ টাকা, অথচ সিএনজিওয়ালারা চাচ্ছে ১০০০ টাকা, ১২০০ টাকা।

একজন লোক পুড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবত ঘুরছিল কিন্তু একটা রিকশাওয়ালা, সিএনজিওয়ালাও রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না। তাদেরকে বেশি ভাড়াই দিতে হবে।

এমনকি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পুড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্যে। এইদিকে বাচ্চাগুলোর পুরো শরীর পোড়া,শরীরের মাংস গলে গলে পড়ার মতো অবস্থা।

বাচ্চাগুলো তখন পোড়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করছিল, গোঙাচ্ছিল শুধু।

এদেশের মানুষগুলো এমন কেন.? বিপদ দেখলেই ওরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়। এদেশের মানুষগুলো সভ্য হবে কবে.?

~Ibrahim khalil shawon

21/07/2025

আরো একটা জুলাই মাস,আবার একবার ফেসবুকের হোমপেইজ টা ট্রমা দিচ্ছে! প্রতিটা স্ক্রলে আহাজারি!!!
বাচ্চাগুলোর কষ্ট আর নেওয়া যাচ্ছে না😥

বিড়াল কিন্তু আমার❤️❤️❤️
13/07/2025

বিড়াল কিন্তু আমার❤️❤️❤️

👨‍👩‍👧‍👧
13/07/2025

👨‍👩‍👧‍👧

ইউটিউব দেখে লেবুর খোসার ক্যা*ন্ডি বানাতে গেলাম আমার মাগো!।🥺🥺স্বামী বললো তি*তা লাগবে খেতে পারবা না আমার মাগো! ত্যা*রা*মি ...
13/07/2025

ইউটিউব দেখে লেবুর খোসার ক্যা*ন্ডি বানাতে গেলাম আমার মাগো!।🥺🥺
স্বামী বললো তি*তা লাগবে খেতে পারবা না আমার মাগো! ত্যা*রা*মি করে বানাতে গেলাম আমি মাগো!
২ টি লেবু আর ওয়ান থা**র্ড কাপ চিনি নিয়ে বানালাম আমি মাগো!
বানানো শেষ হলে মুখে দিলাম আমি মাগো!
আমার মুখটা তিতা তে জ্ব**লে গেলো মাগো!
পে**টে অসাধারণ একটা মোচড় দিলো মাগো!
আমার ওয়ান থা*র্ড কাপ চিনি কই গেলো মাগো!
স্বামীর ভ**য়ে এখন আমি প*লা*ত*ক আমার মাগো!
😑😑
©©

❤️
13/07/2025

❤️

Indirizzo

Rome

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Kona's Gallery pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi