Kona's Gallery

Kona's Gallery Mix with people with a good attitude.

15/08/2025

10 seconds back to back 💯
কি ভাই??? 🤔🙄

❤️🪴🌿
08/08/2025

❤️🪴🌿

🏖️🇮🇹❤️
06/08/2025

🏖️🇮🇹❤️

🏖️❤️🇮🇹
04/08/2025

🏖️❤️🇮🇹

নির্বাচন না, সমগ্র জাতি এখন অপু বিশ্বাসের পোস্টের অপেক্ষায়।🧐
03/08/2025

নির্বাচন না, সমগ্র জাতি এখন অপু বিশ্বাসের পোস্টের অপেক্ষায়।🧐

মানুষ এই দুইজনের ছবি দিয়ে Compare করছে কারন তারা দুইজনেই সম বয়সি। একজনকে দেখতে বয়সের তুলনায় বেশি বয়স মনে হচ্ছে আর একজনকে...
01/08/2025

মানুষ এই দুইজনের ছবি দিয়ে Compare করছে কারন তারা দুইজনেই সম বয়সি।
একজনকে দেখতে বয়সের তুলনায় বেশি বয়স মনে হচ্ছে আর একজনকে বয়সের তুলনায় কম বয়স মনে হচ্ছে। কেউ বিপাশাকে পছন্দ করছে কেউ আবার জয়া কে বাহ বাহ দিচ্ছে। আসলে মানুষের দেখার চোখ সবার সেইম হয় না.

তবে আমার চোখে বিপাশা সুন্দরী, সে একজন ভালো মা, একজন ভালো বউ, একজন সফল অভিনেত্রী, এই জীবনে তার কোন স্ক্যান্ডাল এর কথা শুনি নায়, ভালোবেসেছেন জাকে বিয়েও তাকেই করেছেন, ৯০ দশকের তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী বিপাশা তার পোশাকে কোন দিন অশালীন কিছু দেখা যায় নি.
সমাজের চোখে একজন পারফেক্ট নারী বলতে যা বুঝি তার সব গুণে গুণান্নিত বিপাশা.

( ২ জনেই স্বাবলম্বী নারী তবে তফাৎ অনেক, নারীর সৌন্দর্য লজ্জায়, কোমলতায়, শালীনতায়)...

সাকরে আসছি😁🏖️🌊
31/07/2025

সাকরে আসছি😁🏖️🌊

ইতালির স্কুলে হালাল মেনু চালু: বোলোনিয়ার সিদ্ধান্তে তীব্র রাজনৈতিক বিতর্ক ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ইতালির বোলোনিয়া শহ...
30/07/2025

ইতালির স্কুলে হালাল মেনু চালু: বোলোনিয়ার সিদ্ধান্তে তীব্র রাজনৈতিক বিতর্ক

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ইতালির বোলোনিয়া শহরের স্কুল ক্যান্টিনে হালাল ডায়েট চালু হচ্ছে। এটি ইসলামিক ডায়েটারি ল অনুযায়ী প্রস্তুতকৃত খাবার, যা স্থানীয় মুসলিম শিক্ষার্থীদের জন্য একটি বড় সুখবর। তবে এই উদ্যোগ ইতালির রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি করেছে।

🔹 হালাল মেনুতে থাকছে:

হালাল সার্টিফাইড মাংস (স্থানীয়ভাবে উৎপাদিত ও জবাইকৃত)

মাছ

অনলাইন ফর্মের মাধ্যমে পিতামাতারা মেনু বেছে নিতে পারবেন

🛑 বিতর্কের কেন্দ্রে যেসব অভিযোগ:

লেগা পার্টির এমইপি অ্যানা সিসিন্ট বলেছেন, এটি "মৌলবাদের কাছে আত্মসমর্পণ"

বোলোনিয়া কাউন্সিলর বলছেন, ঐতিহ্যবাহী মেনু সংকুচিত হবে, শিশুরা "ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরবে"

ব্রাদার্স অফ ইতালির এমইপি স্টেফানো ক্যাভেদাগনা একে "ধর্মীয় বৈষম্য" বলে অভিহিত করেছেন এবং ইইউতে বিষয়টি তুলবেন

✅ প্রশাসনের জবাব:
বোলোনিয়ার শিক্ষা বিভাগের ডিরেক্টর জানিয়েছেন, এটি অন্যান্য বিকল্প (যেমন ভেগান বা নিরামিষ) মেনুর মতোই একটি ঐচ্ছিক বিকল্প, যার মাধ্যমে সকল ধর্ম ও সংস্কৃতির শিশুদের সম্মান জানানো হচ্ছে।

🌍 প্রেক্ষাপট:
ইতালিতে মুসলিম জনসংখ্যা বাড়ছে, হালাল খাবারের চাহিদাও বাড়ছে। তবে ডানপন্থী রাজনীতিবিদরা একে ইতালীয় সংস্কৃতির হুমকি হিসেবে দেখছেন।

🗣️ আপনার মতামত কী? স্কুলে হালাল মেনু থাকা উচিত কিনা— কমেন্টে জানান 👇
#ইতালি #ইসলাম #রাজনীতি

Indirizzo

Rome

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Kona's Gallery pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi