Noor Tami Vlog's

Noor Tami Vlog's কথায় আছে সুখ ভাগ করলে বাড়ে দুঃখ ভাগ করলে কমে,তাই সবার সাথে ভালো লাগা এবং স্মরনীয় মুহূর্তগুলো ভাগ করি

একটি অসম্ভবকে সম্ভব করার গল্পতুরিন, ১২ জুলাই ২০২৫ – বাংলাদেশের মাত্র ৮ মাস বয়সী এক শিশু, মা নাসিমা আক্তার ও বাবা জুয়েল,...
13/07/2025

একটি অসম্ভবকে সম্ভব করার গল্প
তুরিন, ১২ জুলাই ২০২৫ – বাংলাদেশের মাত্র ৮ মাস বয়সী এক শিশু, মা নাসিমা আক্তার ও বাবা জুয়েল, যার জন্ম হয়েছিল মাত্র একটি হৃদপিণ্ডের ভেন্ট্রিকল নিয়ে, তাকে বাঁচিয়েছে ইতালির রেজিনা মার্গারিটা হাসপাতাল। ৭,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসা এই শিশুটির জীবন বাঁচাতে ডাক্তারদের লড়াই ছিল প্রকৃত অর্থেই "মিরাকল অন অপারেশন টেবিল"।

জীবনরক্ষাকারী যাত্রা:
- বাংলাদেশে রোগ শনাক্ত: স্থানীয় ডাক্তাররা বুঝতে পেরেছিলেন, শিশুটির জন্মগত হৃদরোগ এতটাই জটিল যে সাধারণ চিকিৎসায় বাঁচার সম্ভাবনা প্রায় নেই।
- ইতালির সাথে যোগাযোগ: ডা. আলেসিও পিনি প্রাটো (আলেসান্দ্রিয়া হাসপাতাল) এবং তুরিনের পেডিয়াট্রিক কার্ডিওলজি টিম সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিসা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়।
- ফ্লাইং অ্যাঞ্জেলস ফাউন্ডেশন: এই সংস্থা শিশুটিকে মেডিকেল এসকর্ট সহ ইতালি নিয়ে আসে এবং সব খরচ বহন করে।

৬ ঘণ্টার ঐতিহাসিক অস্ত্রোপচার:
- অপারেশন টিম: ডা. কার্লো পেসে নেপোলিয়ন (কার্ডিয়াক সার্জারি) এবং ডা. কিয়ারা রিগি (কার্ডিওলজি) এর নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়।
- জটিল প্রক্রিয়া:
- হৃদপিণ্ডের একটি শিরা বিচ্ছিন্ন করে সরাসরি ফুসফুসে রক্ত প্রবাহিত করা হয়।
- অতিরিক্ত টিস্যু অপসারণ করে রক্ত চলাচল উন্নত করা হয়।
- ৬ ঘণ্টা এক্সট্রাকর্পোরিয়াল সার্কুলেশন (হৃদপিণ্ড-ফুসফুস মেশিন) ব্যবহার করা হয়।

সাফল্যের পরবর্তী ধাপ:
- শিশুটি এখন পূর্ণ সুস্থতায় রয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফিরবে।
- অ্যামিসি বামবিনি কার্ডিওপ্যাটিসি সংস্থা পরিবারটির থাকা-খাওয়া ও সব মেডিকেল বিল বহন করেছে।

কেন এই সাফল্য বিশেষ?
- বিশ্বে প্রতি ১০০০ শিশুর মধ্যে ৮ জন জন্মনীয় হৃদরোগ নিয়ে জন্মায়, কিন্তু এরকম জটিলতা সহ শিশুদের বাঁচানোর হার খুব কম।
- রেজিনা মার্গারিটা হাসপাতাল ইন্টারন্যাশনাল পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারিতে pioneer হিসেবে পরিচিত।
Collected

#বাংলাদেশি_প্রবাসী #শিশু_হৃদয়

12/06/2025

প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। একজন সফটওয়্যার পেশাদার হিসেবে। দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছিলেন তার স্ত্রী এবং ভারতে থাকা তাদের তিনটি ছোট সন্তানের জন্য বিদেশে একটি মায়াবী ভবিষ্যৎ গড়ার।

বছরের পর বছর কাঠ খড় পুড়িয়ে সেই স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছিল। মাত্র দুদিন আগে, তার স্ত্রী, ডাঃ কমি ব্যাস, একজন চিকিৎসক, ভারতে তার চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। ব্যাগ গোছানো হয়েছিল, বিদায় জানানো হয়েছিল, ভবিষ্যৎ অপেক্ষা করছিল।

আজ সকালে পাঁচজনেই লন্ডনের উদ্দেশে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ উঠেছিলেন। এই সেলফিটি তুলে আত্মীয়দের পাঠিয়েছিলেন। শেষ সেলফি। কেউ বেঁচে নেই।

কয়েক মুহূর্তের মধ্যে, একটা পরিবার, অনেকগুলো ইচ্ছে পুড়ে ছাই হয়ে গেল।

আবার বলছি। জীবন ভয়াবহভাবে ভঙ্গুর। আপনি যা গড়েন, যা আশা করেন, যা ভালোবাসেন, সবকিছু একটি সূক্ষ্ম সুতোয় ঝুলে আছে। তাই যতদিন পারেন, বাঁচুন, ভালোবাসুন এবং সুখের জন্য আগামীকালের অপেক্ষা করবেন না। আজই বাঁচুন।

Collected

অপরুপ সুন্দর 🌈
29/04/2025

অপরুপ সুন্দর 🌈

01/03/2025

প্রবাস জীবনের গল্প ❤️
যেখানেই থাকি,যতো ভালোই থাকি,দেশের কথা মনে পড়ে যায় কেনো জানি না!!

ছোট্ট একটা জীবন। তাও কত না পাওয়া,কত মান-অভিমান,মাঝে মধ্যে মনে হয় জীবন বড়ই সুন্দর আবার মাঝে মধ্যে মনে হয় ' এমন জীবন কেনো ...
26/02/2025

ছোট্ট একটা জীবন। তাও কত না পাওয়া,কত মান-অভিমান,মাঝে মধ্যে মনে হয় জীবন বড়ই সুন্দর আবার মাঝে মধ্যে মনে হয় ' এমন জীবন কেনো দিলো সৃষ্টিকর্তা?

তারপরেও মানুষ বাঁ'চে আমিও মানুষ। জীবন অদ্ভুত সুন্দর!

শুভ দুপুর ❤️
17/02/2025

শুভ দুপুর ❤️

জীবনে কতো মানুষ হারাইলাম, কতো মানুষের সাথে এক সময় ভালো সম্পর্ক ছিলো, আজ তাদের সাথে কথা হয়না যোগাযোগ নেই, কতো কাছের আত্মী...
04/02/2025

জীবনে কতো মানুষ হারাইলাম, কতো মানুষের সাথে এক সময় ভালো সম্পর্ক ছিলো, আজ তাদের সাথে কথা হয়না যোগাযোগ নেই, কতো কাছের আত্মীয় স্বজনের সাথেও দূরের সম্পর্কের মতো হয়ে গেছে, কতো র ক্তে র সম্পর্কের মানুষের মুখামুখি হলেও কথা হয়না। কতো ভালো বন্ধুর সাথে আজ যোগাযোগ নেই দেখা নেই, যে যার যার মতো করে বেঁ চে আছে।
জীবনটা একটা সময় পর কি অদ্ভুত হয়ে যায় তাইনা..? ইচ্ছে করলেই কথা বলা যায় যোগাযোগ রাখা যায় তারপরেও কেনো জানি কেউ কারো খোঁজ রাখে না! 💔

শুভ দুপুর 😋❤️রোম, ইতালি
22/01/2025

শুভ দুপুর 😋❤️
রোম, ইতালি

20/01/2025

তুমি কতটা ভেঙেছো কেউ দেখবে না। তোমার ভেতর কতটা ক্ষত কেউ শুনবে না। তুমি কতটা অসহায় কেউ বোঝার চেষ্টা করবে না। কারণ এখন তুমি ব্যর্থ - শুধুই একটা গল্প। আর ব্যর্থতার গল্প কতটা হৃদয় বিদারক তা ম্যাটার করে না।

ম্যাটার করে ভাংচুর শেষে তুমি কতটা শক্ত। দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়ানোর গল্প। পড়ে যাওয়ার পরও উঠে দাঁড়ানোর গল্প আর কতটা পথ পেরোলে কতটা সফল হলে।

মনে রেখো, সফলতার গল্প সবাইকে আকৃষ্ট করে। তুমি সফল হলে তবেই মানুষ তোমার ব্যর্থতার গল্প শুনবে। তোমায় সান্ত্বনা দেবে – তোমার জন্য কষ্ট পাবে। তার আগে কেউ তোমায় ফিরেও দেখবে না।


18/01/2025

কচুর লতি মুরগির মাংসের চেয়ে দামী 😋❤️

Indirizzo

Rome

Telefono

+393664410340

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Noor Tami Vlog's pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Noor Tami Vlog's:

Condividi