দৈনিক জন্মভূমি ইতালি

  • Casa
  • Italia
  • Rome
  • দৈনিক জন্মভূমি ইতালি

দৈনিক জন্মভূমি ইতালি We are trying to do our best in this field.

20/04/2025

যুদ্ধ মুক্ত ও স্বাধীন ফিলিস্তিনি দাবিতে রোমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছে বিক্ষোভ সমাবেশ। এই যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনিদের মুক্ত ও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়ার লক্ষে ইতালি সরকার সহ বিশ্ব সম্প্রদায়কে আহ্বান‌‌ শিক্ষার্থীদের।
রিপোর্ট: Minhaz Hussain

16/04/2025

ইসরাইলের বর্বরোচিত ফিলিস্তিনের মুসলিমদের ও আকসা মসজিদে হামলার প্রতিবাদে ইতালি‌ রোমে পিয়াচ্ছা ভিত্তোরিও তে মুসলিম কমিউনিটি ও বিভিন্ন দেশের অধিবাসীরা ঐক্যবদ্ধ হয়ে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করতে যাচ্ছে ১৮ই এপ্রিল শুক্রবার। উক্ত সমাবেশ টি সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ইতালি প্রবাসী সকল অভিবাসীদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন সমাবেশ প্রস্তুত কমিটি।
রিপোর্ট: Minhaz Hussain

02/04/2025

মদ্যপ্রাচ্য সহ গোটা ইউরোপ এর সাথে মিল রেখে ইতালির ভেনিসে ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মুসলমানদের বৃহৎ ঈদ উল ফিতর।‌ ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মসজিদে ও খোলা মাঠে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সুখ সমৃদ্ধি শান্তি কামনা করে উন্নয়নশীল দেশ গড়তে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার আহ্বান প্রবাসীদের।
রিপোর্ট: Minhaz Hussain

02/04/2025

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে মধ্য প্রাচ্যের সঙে মিল রেখে ইতালিতে রবিবার ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। রাজধানী রোমের বাংলাদেশি ব্যবসায়িক প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও, লারগো প্রেনেস্তে, কর্ণেলিয়া, তরপিনাত্তারা ভাঙা দেওয়াল পার্ক, সেন্তেশেল্লে পিয়াচ্ছা মির্তি, আলবানো, মার্কোনী, অত্তাভিয়ানো সহ দেশটিতে মসজিদ ও খোলা মাঠে প্রায় শতাধিক স্থানে এই ঈদের নামায আদায় করা হয়েছে চার থেকে পাঁচটি জামায়াতে।
বাংলাদেশের সুখ সমৃদ্ধি শান্তি কামনা করে উন্নয়নশীল দেশ গড়তে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার আহ্বান প্রবাসীদের।
রিপোর্ট: Minhaz Hussain

জরুরী ভিত্তিতে বেবি সিটার প্রয়োজন..!!
27/12/2024

জরুরী ভিত্তিতে বেবি সিটার প্রয়োজন..!!

06/12/2024
যুক্তরাজ্য থেকে সম্প্রচারিত দর্শক নন্দিত টেলিভিশন Channel S / CHS TV এর নিউজ এডিটর ও London Bangla Press Club এর ইভেন্ট ...
17/07/2024

যুক্তরাজ্য থেকে সম্প্রচারিত দর্শক নন্দিত টেলিভিশন Channel S / CHS TV এর নিউজ এডিটর ও London Bangla Press Club এর ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি Rupi Amin ইতালি আগমনে 💐
মত বিনিময় ও উষ্ণ অভ্যর্থনা
আজ‌‌ ১৬ই জুলাই বুধবার, রাত ৯ ঘটিকা।
স্হান: Ristorante "Il Paradiso dei buongustai"
Via: Piazza Tommaso de Cristoforis 6, 00159 Roma
উক্ত বিশেষ এই অনুষ্ঠানে আপনি / আপনারা স্ব-পরিবারে আমন্ত্রিত।
সহযোগিতায়: বাংলা প্রেসক্লাব ইতালি।
আয়োজনে: চ্যানেল এস দর্শক ফোরাম ইতালি।

সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবে আন্দোলনকারীরা: মধ্য রাতে ঘোষণা চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ, ছাত্র...
16/07/2024

সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবে আন্দোলনকারীরা: মধ্য রাতে ঘোষণা

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে সারা দেশে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের স্মরণে বুধবার (১৭ জুলাই) দুপুরে সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাত সোয়া ১২টার দিকে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সমন্বয়করা বলেন, আজকে (মঙ্গলবার) পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য আগামীকাল ১৭ জুলাই দুপুর ২ টায় রাজু ভাষ্কর্যের পাদদেশে ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ অনুষ্ঠিত হবে।

এ সময় সমন্বয়কদের পক্ষ হতে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করা এবং ঢাকায় অবস্থানরত সব শিক্ষার্থীকে রাজু ভাষ্কর্যের পাদদেশে সময়মতো চলে আসার অনুরোধ জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত নাঈম বলেন, আগামীকালও আমাদের কর্মসূচি থাকবে। কিন্তু আগামীকাল আশুরা থাকায় আমরা আলোচনা করে রাতে এই বিষয়ে জানাব।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে সংকোচিত, শঙ্কিত, বিব্রত ও ভয়ের মধ্যে রয়েছে তা আপনারা আজকে দেখেছেন।

আমরা ট্রেনিংপ্রাপ্ত সন্ত্রাস না। শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে তারা ট্রেনিংপ্রাপ্ত অস্ত্র সন্ত্রাসী। সেই ট্রেনিংপ্রাপ্ত অস্ত্র সন্ত্রাসী দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থী, যারা টেবিলে লাইব্রেরিতে পড়াশোনা করে তাদের ওপর হামলা চালানো হয়। এ কারণে সাধারণ শিক্ষার্থীরা ভীত। তারা ক্যাম্পাসে সন্ত্রাস ও ভীতির রাজত্ব তৈরি করেছে। এই ভয়ের পরিবেশ নিরসনে আমাদের যারা শিক্ষক রয়েছেন এবং ভিসির দায়িত্বের সমালোচনা করি।

নাঈম আরও বলেন, ভিসি স্যার আমাদের অভয় ও নির্ভয় দিয়ে কোনো বিবৃতি দেননি। এমনকি আমাদের প্রক্টর স্যারও আমাদের অভয় দিয়ে কোনো বিবৃতি দেননি। যাতে করে আমরা নির্ভয় হতে পারি। তাদের শ্মশান সমান নিস্তব্ধতা আমাদের আরও ভীত-সন্ত্রস্ত করে রেখেছে।

তিনি আরও বলেন, আমাদের যৌক্তিক আন্দোলনের যৌক্তিকতা নিয়ে আর কোনো মহলের কোনো প্রশ্ন নেই। কিন্তু এই যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ যেভাবে মধ্যযুগীয় বর্বর নির্যাতন চালিয়েছে টোকাই, বহিরাগত ও যুবলীগকে নিয়ে আমরা এতে ভীত-সন্ত্রস্ত। আমরা নিরাপত্তা চাই।

শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব  স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়বিস্তা...
16/07/2024

শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়
বিস্তারিত: https://www.somoynews.tv/news/2024-07-16/BWUS6Dt3

 #কাপড়ের_দোকান_বিক্রি_হবেইতালি রাজধানী রোমের পর্যটন এলাকা via Urbana 144, via Cavour এর পাশে সম্পূর্ণ চালু অবস্থায় ও ল...
16/07/2024

#কাপড়ের_দোকান_বিক্রি_হবে
ইতালি রাজধানী রোমের পর্যটন এলাকা via Urbana 144, via Cavour এর পাশে সম্পূর্ণ চালু অবস্থায় ও লাভজনক একটি ইতালিয়ান কাপড়ের দোকান বিক্রি করা হবে। আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করার জন্য আহবান করা যাচ্ছে।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ: +393889553072

Puglia টিকেট সীমিত ১ বাস যোগে যাত্রা হবে।‌ ইতিমধ্যেই বাসের সিট‌ শেষ হওয়ার পথে, তাই টিকেট শেষ হওয়ার আগেই সংগ্রহ করুন অন...
14/07/2024

Puglia টিকেট সীমিত ১ বাস যোগে যাত্রা হবে।‌ ইতিমধ্যেই বাসের সিট‌ শেষ হওয়ার পথে, তাই টিকেট শেষ হওয়ার আগেই সংগ্রহ করুন অনেকেই ফোন দিয়ে বুকিং দিয়েছেন সকলকে টিকেট সংগ্রহ করার আহ্বান করা যাচ্ছে, ধন্যবাদ।
মিনহাজ - +39 3481181824 🟢(WHATSAPP)

Probash kontho প্রবাস কন্ঠ আয়োজনে এবার ২৮ জুলাই রোববার Puglia Allberabello ভ্রমণ

শুভেচ্ছা মুল্যে ১০৫ ইউরো
০-২ বছরের বাচ্চাদের ফ্রি

আপনাদের সবাই থাকছে:

২৭ জুলাই শনিবার রাত ১২ ঘটিকায় রওনা করে মধ্যরাতে খাবার।

সকালের নাস্তা

দুপুরের খাবার

বিকেলের নাস্তা

ফেরার মধ্য পথে নাস্তা

বাস ছাড়ার স্থান:
তরপিনাত্তারা ক্যারিফর মার্কেটের সামনে থেকে।
সময় রাত: ১২ ঘটিকা
(বাস ছাড়া ৩০ মিনিট আগে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে)

টিকেট সংখ্যা সীমিত সীমিত শেষ হওয়ার আগেই যোগাযোগ করুন।

টিকেটের জন্য আজও যোগাযোগ করুন:

মিনহাজ হোসেন - +39 3481181824

প্রেনেসতিনা মাল্টিমিডিয়া পয়েন্ট Via Prnestina 188a আসিফ - +393279182244
Via della marranella 44

সিলেট ফ্যাশন Via Di Torpignattar 88 স্বপন - +39 3807567061

Indirizzo

Vai Della Marranella 117
Rome
00177

Telefono

+393803818671

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando দৈনিক জন্মভূমি ইতালি pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a দৈনিক জন্মভূমি ইতালি:

Condividi

Digitare