10/09/2024
ইতালিতে ওমরাহ ভিসা নিয়ে কিছু কথা।
মানতোভা শহর থেকে দুইজন জানুয়ারী মাসে সৌদির ভিসার জন্য আবেদন করেছিলো কোন একটি অফিস থেকে, গত ৮ মাসেও ভিসা হয়নি, তাদেরকে নাকি সৌদি এম্বাসিতে যেতে বলেছিলো, এমনকি যারা আবেদন করেছে তারা সিস্টেম থেকে আবেদনটিও নাকি হারিয়ে ফেলেছে। মানতোভা থেকে আমার সাথে কাফ কোর্স করেছেন আলিম ভাই এর মাধ্যমে গত রাতে মানতোভার ওই দুইজনের ডকুমেন্টস পাঠায় আমার নিকট, সৌদি এম্বাসিতে যাওয়া ছাড়াই ৮ মাস পূর্বে করা আবেদনের উপরেই আজ এক দিনের মধ্যে ভিসা করে দিয়েছি।
ইতালিতে অনেকেই ওমরাহ ভিসা নিয়ে এমনভাবে প্রচারণা করেন যে ১০০% নিশ্চয়তায় ৫ মিনিটেই ভিসা করে দিবে যা মিথ্যা এবং অতিরঞ্জিত। শুধুমাত্র যাদের ইতালিয়ান পাসপোর্ট আছে তাদের ক্ষেত্রে যদি আবেদনে ভুল না থাকে তাহলে সাথে সাথেই ভিসা হয়ে যায়। কিন্তু যারা সজোর্ণ দিয়ে আবেদন করেন তাদের বেশিরভাগই ১ ঘন্টা থেকে ১ মাসেরও বেশি সময় লাগে। তাই সবাই অতিরঞ্জিত প্রচারে প্রলোভিত না হয়ে সঠিক ভাবে আবেদন করার চেষ্টা করবেন, অন্যথায় হয়রানি হতে পারেন।
উল্লেখ্য ইতালিতে থেকে ওমরাহ ভিসা বলতে বেশিরভাগ ক্ষেত্রেই টুরিস্ট ভিসা করা হয় তবে সৌদির ভিসা নীতি অনুযায়ী টুরিস্ট ভিসা দিয়ে উমরাহ করা সহ কোন ক্ষেত্রেই কোন বিধিনিষেধ নাই (হজ্ব ছাড়া), শুধুমাত্র এয়ারপোর্ট থেকে ঝমঝমের পানি হাতে করে আনা যায়না তবে লাগেজে করে আনা যায়, তাই আমার পরামর্শ লাগেজে করে আনতে পারেন।