Ratul Arturo

Ratul Arturo .

22/11/2025

বুলবুল ভাইয়ের দাঁড়িপাল্লা, জিতবে ইনশাআল্লাহ

নবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্র যুব সমাবেশ শেষে চলছে ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

10/11/2025

১৩ তারিখ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে ‘দারসুল কুরআন’ অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপ...
22/10/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে ‘দারসুল কুরআন’ অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার প্রদান করা হয়।


19/10/2025

ওরা এখন নতুন স্বৈরাচারী, ফ্যাসিস্ট..
জামায়াতে ইসলামীর নারীরা ভোট চাইতে গেলে বাঁধা দেয়,অপমান করে।

আবার মাসজিদে দারসুল কোরআন প্রোগ্রামে হামলা চালায়।

বিএনপি নিজেদেরকে এখন কি মনে করে.?

আমরা সহজে জবাব দেই না,যখন জবাব দিবো,তখন কি করতে পারি তা বিএনপির জানা থাকার কথা..!

গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত জয় কুমার দাস ও তার সহযোগী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্...
17/10/2025

গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত জয় কুমার দাস ও তার সহযোগী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৭ অক্টোবর, শুক্রবার) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়, শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম এবং ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহ।
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনশক্তিরা উপস্থিত ছিলেন।


অন্যদের কাছে যেটা বিজয়, ছাত্রশিবিরের কাছে সেটা "দায়িত্ব"। এই দায়িত্বকে তাঁরা পবিত্র আমানত মনে করে। তার ওপর ক্যাম্পাসগুলো...
17/10/2025

অন্যদের কাছে যেটা বিজয়, ছাত্রশিবিরের কাছে সেটা "দায়িত্ব"। এই দায়িত্বকে তাঁরা পবিত্র আমানত মনে করে। তার ওপর ক্যাম্পাসগুলোতে তাদের ডজনেরও বেশি শহীদ সহযোদ্ধাদের স্মৃতি তো আছেই।

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা আমীরে জামায়াতের- Dr. Sh...
16/10/2025

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা আমীরে জামায়াতের- Dr. Shafiqur Rahman

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ১৪ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান আজ রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ছুটে যান। তিনি কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও তিনি ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনের, আইনশৃঙ্খলা বাহিনীর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন।

এ সময় আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমীর জনাব আবদুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এবং ঢাকা-১৬ আসনে জামায়াত মনোনীতি এমপি প্রার্থী কর্নেল (অব.) আবদুল বাতেন।

আমীরে জামায়াত নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের প্রত্যেক পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেন। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠনের দায়িত্বশীলদের নির্দেশ দেন।

আমীরে জামায়াত নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াানো আমাদের মানবিক দায়িত্ব। তিনি নিহত ও আহতদের পরিবারের সহায়তায় সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংস্থা, সংগঠন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এর আগে এক বিবৃতিতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন, আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। অগ্নিকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সর্বাত্মক চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয়ের পর এসেছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্...
16/10/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয়ের
পর এসেছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়
মসজিদে দোয়া মোনাজাতের মাধ্যমে শুকরিয়া আদায় করছেন।

আজকে সেই মজলুম ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের অভূতপূর্ব বিজয় হয়েছে।

এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
আমাদের অনেক ভাইদের শহীদ করা হয়েছে।

এই বিজয় এসেছে আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে।

13/10/2025

বিকাশ, নগদ, রকেট, উপায়ের মধ্যে লেনদেন করা যাবে। সব ব্যাংকেও টাকা পাঠানো যাবে। খরচ প্রতি হাজারে সাড়ে ৮ টাকা। ১ নভেম্বর থেকে চালু।

ইনশাআল্লাহ
12/10/2025

ইনশাআল্লাহ

জামায়াতকে নিয়ে মানুষের আগ্রহ যে দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে প্রবাসী বাংলাদেশীদের মাঝে উৎসাহ উদ্দীপনায়...
27/09/2025

জামায়াতকে নিয়ে মানুষের আগ্রহ যে দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে প্রবাসী বাংলাদেশীদের মাঝে উৎসাহ উদ্দীপনায় গণজোয়ার তৈরী হয়েছে তা সহজে ইতিমধ্যে অনুমেয়।গতকাল সারাদেশে উপজেলা পর্যায়ের জামায়াতের ঘোষিত বিক্ষোভে যেভাবে জনস্রোত নেমেছিল তারই প্রতিচ্ছবি যেন এই সম্বর্ধনায় জনতা সাগর।

গতরাতে আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া জামায়াতের নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের গণসংবর্ধনায় উপচেপড়া জনতার উপস্থিতি এটাই প্রমান করে বাংলাদেশের আগামীর ষ্টিয়ারিং জামায়াতের হাতেই যাবে ইনশাআল্লাহ।

প্রধান উপদেষ্টা
26/09/2025

প্রধান উপদেষ্টা

Indirizzo

Salerno

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Ratul Arturo pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi