28/05/2025
আঙ্কেল একটা চা আর রুটি কিনে দিবেন..
আমি বল্লাম নাহ..
শিশুটি আবার বললো পাঁচটা টাকা দিবেন
আমি বললাম নাহ বলছি শোনো নাই...!?
ছেলেটি চলে গেল...
=সন্ধ্যা সাতটায়
টংগি রেলস্টেশন প্লাটফর্মে আনোয়ার মুনসির দোকানের পাশে বসে
ট্রেনের জন্য অপেক্ষা করতেছি এবং বসে মোবাইল স্ক্রল করতেছিলাম..
কিছুক্ষন পর পচিশ ত্রিশ বয়সী মহিলা এসে চা-রুটি চাইলো
তাকেও ফিরিয়ে দিলাম..
হঠাৎ ই মনে হলো প্রয়োজন হলে আমিউ তো একজনের কাছে চাই...
তিনি তো না চাইতেই আমাকে দিয়ে চলেছেন..
তিনি যদি আমাকে ফিরিয়ে দেন
তাহলে কেমন হবে...! ভাবতে ভাবতে ভেতরটা মোঁচড় দিয়ে উঠল...
সাথে সাথে শিশু ও মহিলাকে খুঁজতে লাগলাম,
চোখে পড়লো দূরে দুজন একসাথে হেটে যাচ্ছে, দোকানদারকে বললাম- ভাই ওদের কে ডেকে
যা খাইতে চায় দেন...
অতঃপর দুইজন দুইটা রুটি ও চা নিয়ে খেতে বসে পরলো..
মহিলাকে জিজ্ঞেস করলাম ছেলেটি কি হয়,
বললো পোলা,
এবং আরো বললো ওর বাবা অসুস্থ হয়ে পরায় কাজ করতে পারেনা।
বসা ভাড়া চারমাস আটকে গেছে, এজন্য বসা থেকে বের হয়ে আইছি,
প্লাটফর্মের ঐপাশে শুয়ে আছে ওর বাপে, সকাল থেকে
কিছু খাইনাই- হাত পাততে সরম লাগে, হেরপরেও
কয়েকজনের কাছে চাইছি, বিশটেকা পাইছি, হেই টেকা দিয়া পোললার বাপেরে রুটি কলা কিনে খাওয়াইছি..
=কথাগুলো শুনতে শুনতে কখন যেনো চোখের কোনা
ভিজে উঠেছে..
উপর দিকে তাকিয়ে মাবুদ কে বল্লাম.
তুমি অনেক ভালো রেখেছো
আলহামদুলিল্লাহ.. ইয়া রব
# ছবি এবং গল্প ফেসবুক থেকে নেওয়া
Choklet Boy Rafsan