ইসলাম

ইসলাম আমি কোন রাজনৈতিক কর্মী বা ব্যাক্তিত্ব নই আমার দল ও ধর্ম একটাই
আমি একজন মুসলিম আমার ধর্ম ইসলাম। 🫵 Rasheduzzaman (business men)

28/06/2025

আল্লাহ তাকে জান্নাত বাসী করুন (আমিন)

গোরখোদক মনু মিয়া 🤲

29/05/2025

মোবাইলে রিং নাই তবুও ছেলেটি পকেট থেকে মোবাইল বের করে কানে ধরলো। একটু পরেই সদ্যভূমিষ্ট শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলাম। বেশ কিছুক্ষণ শব্দ হল। এর পর ছেলেটি মোবাইল পকেটে রেখে দিল। মিনিট পাঁচেক পরে ছেলেটি আবার এমন করলো। এবার আমি হাসিমুখে জিজ্ঞেস করলাম: কী, ফোন আসতেছে? কথা বলতে হলে রিক্সা সাইডে থামিয়ে কথা বলেন।

ছেলেটি মুখটি আমার দিকে ঘুড়িয়ে মিলিয়ন ডলারের এক হাসি দিয়ে বললো: কল আসে নাই ভাই, দুইদিন আগে দেশে আমার এক মেয়ে হইছে। মায়ে ফোন দিছিলো। মেয়েটা কি সুন্দর কান্দে। সেই কান্দা রেকর্ড করে রাখছি। কিছুক্ষণ পর পর সেই রেকর্ড বাজিয়ে শুনি। কি যে ভালো লাগে 🥰

সংসার মায়া ভালোবাসা ❤️

29/05/2025

ফিলিস্তিনের গাজায় হা'ম'লা চালিয়ে ২৮ ফিলিস্তিনিকে হ/ত্যা করেছে ইসরাইলি বাহিনী

29/05/2025

যখনই ঘোষণা হল চুরি করলে চাকরি নট। এই ঘোষণার বিরুদ্ধে আন্দোলনে নেমে তারা প্রমাণ করল আসলেই তারা চোর।
এগুলোকে দরে দরে পিটাও

এত জাগায় আগুন লাগে আগুন কি এই শাহবাগ চোখে দেখে না নাকি। অশ্লীলতার চরমে এরা এটাকে কখনো আন্দোলন বলা যায় না।
28/05/2025

এত জাগায় আগুন লাগে আগুন কি এই শাহবাগ চোখে দেখে না নাকি।

অশ্লীলতার চরমে এরা
এটাকে কখনো আন্দোলন বলা যায় না।

তার সম্পর্কে কিছু বলে যান জানা থাকলে
28/05/2025

তার সম্পর্কে কিছু বলে যান জানা থাকলে

আঙ্কেল একটা চা আর রুটি কিনে দিবেন..আমি বল্লাম নাহ..শিশুটি আবার বললো পাঁচটা টাকা দিবেনআমি বললাম নাহ বলছি শোনো নাই...!?ছেল...
28/05/2025

আঙ্কেল একটা চা আর রুটি কিনে দিবেন..
আমি বল্লাম নাহ..
শিশুটি আবার বললো পাঁচটা টাকা দিবেন
আমি বললাম নাহ বলছি শোনো নাই...!?
ছেলেটি চলে গেল...
=সন্ধ্যা সাতটায়
টংগি রেলস্টেশন প্লাটফর্মে আনোয়ার মুনসির দোকানের পাশে বসে
ট্রেনের জন্য অপেক্ষা করতেছি এবং বসে মোবাইল স্ক্রল করতেছিলাম..

কিছুক্ষন পর পচিশ ত্রিশ বয়সী মহিলা এসে চা-রুটি চাইলো
তাকেও ফিরিয়ে দিলাম..

হঠাৎ ই মনে হলো প্রয়োজন হলে আমিউ তো একজনের কাছে চাই...
তিনি তো না চাইতেই আমাকে দিয়ে চলেছেন..
তিনি যদি আমাকে ফিরিয়ে দেন
তাহলে কেমন হবে...! ভাবতে ভাবতে ভেতরটা মোঁচড় দিয়ে উঠল...
সাথে সাথে শিশু ও মহিলাকে খুঁজতে লাগলাম,
চোখে পড়লো দূরে দুজন একসাথে হেটে যাচ্ছে, দোকানদারকে বললাম- ভাই ওদের কে ডেকে
যা খাইতে চায় দেন...
অতঃপর দুইজন দুইটা রুটি ও চা নিয়ে খেতে বসে পরলো..

মহিলাকে জিজ্ঞেস করলাম ছেলেটি কি হয়,
বললো পোলা,
এবং আরো বললো ওর বাবা অসুস্থ হয়ে পরায় কাজ করতে পারেনা।
বসা ভাড়া চারমাস আটকে গেছে, এজন্য বসা থেকে বের হয়ে আইছি,
প্লাটফর্মের ঐপাশে শুয়ে আছে ওর বাপে, সকাল থেকে
কিছু খাইনাই- হাত পাততে সরম লাগে, হেরপরেও
কয়েকজনের কাছে চাইছি, বিশটেকা পাইছি, হেই টেকা দিয়া পোললার বাপেরে রুটি কলা কিনে খাওয়াইছি..
=কথাগুলো শুনতে শুনতে কখন যেনো চোখের কোনা
ভিজে উঠেছে..
উপর দিকে তাকিয়ে মাবুদ কে বল্লাম.
তুমি অনেক ভালো রেখেছো
আলহামদুলিল্লাহ.. ইয়া রব

# ছবি এবং গল্প ফেসবুক থেকে নেওয়া

Choklet Boy Rafsan

গা*যা*বা*সী এতোদিন বিশ্ববাসীর কাছে সাহায্যের আবেদন করতে করতে একপর্যায়ে তারা কেবল কা*ফ*নের কাপড়টুকু চেয়েছে। অবশেষে দীর্ঘ ...
28/05/2025

গা*যা*বা*সী এতোদিন বিশ্ববাসীর কাছে সাহায্যের আবেদন করতে করতে একপর্যায়ে তারা কেবল কা*ফ*নের কাপড়টুকু চেয়েছে। অবশেষে দীর্ঘ আড়াই মাস পর আজ গা*যা*য় মাত্র পাঁচ ট্রাক মানবিক সহায়তা ঢুকেছে।

তন্মধ্যে দুই ট্রাকই ছিলো কা*ফ*নের কাপড়!

আল্লাহ মুসলিম উম্মাহ কে রক্ষা করুন
28/05/2025

আল্লাহ মুসলিম উম্মাহ কে রক্ষা করুন

ফেরদৌস আলম। পেশায় দর্জি। থাকতেন ভারতের হারিয়ানায়। ছয়মাস আগে বিয়ে করেছেন। সহজসরল জীবনযাপন তার। গত শনিবার বন্ধুর বাড়ি থেকে...
28/05/2025

ফেরদৌস আলম। পেশায় দর্জি। থাকতেন ভারতের হারিয়ানায়। ছয়মাস আগে বিয়ে করেছেন। সহজসরল জীবনযাপন তার। গত শনিবার বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন। ফেরার পথে 'শিশু লাল' নামের এক ব্যক্তি তার মাথা থেকে টুপি নিয়ে ছুড়ে ফেলে দেয়। ফেরদৌস কোন প্রতিবাদ করেনা। টুপি কুড়িয়ে নিয়ে আবার মাথায় দেয়। শিশু লাল আবারও টুপি নিয়ে ছুড়ে ফেলে। এবার নিচু হয়ে টুপি নিতে গেলেই ফেরদৌসের মাথায় সে সজোরে লাথি দেয়। এতো মারাত্মক আঘাত ছিলো যে সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পরে পথচারীরা স্থানীয় হাসপাতালে নিলে সেখানে ইন্তেকাল করে।

স্থানীয় মুসলিম প্রতিবেশীরা বলে, 'ফেরদৌস খুব সহজসরল জীবনযাপন করতো। কাজে যেতো আর আসতো। কারো সাথে কোন শত্রুতা ছিলো না তবুও তাকে মরতে হলো। তাকে khun করা হয়েছে শুধু মুসলিম হওয়ার কারণে।

সংগ্রহীত

🕋 হজের প্রকারভেদ1. হজে তামাত্তু: উমরাহ ও হজ পৃথক ইহরামে আদায় করা হয়।  উমরাহ শেষে ইহরাম খোলা হয়, পরে ৮ জিলহজ পুনরায় হ...
24/05/2025

🕋 হজের প্রকারভেদ

1. হজে তামাত্তু: উমরাহ ও হজ পৃথক ইহরামে আদায় করা হয়। উমরাহ শেষে ইহরাম খোলা হয়, পরে ৮ জিলহজ পুনরায় হজের ইহরাম বাঁধা হয়। এটি সবচেয়ে সহজ ও সুন্নাহসম্মত।

2. হজে ইফরাদ: শুধু হজের নিয়তে ইহরাম বাঁধা হয়।

3. হজে কিরান: একই ইহরামে উমরাহ ও হজ একত্রে আদায় করা হয়।

---

🕌 হজের ধাপে ধাপে কার্যক্রম

১. ইহরাম বাঁধা ও নিয়ত

স্থান: মীকাত (নির্ধারিত সীমা) পৌঁছানোর আগে।

করণীয়:

গোসল ও সুগন্ধি ব্যবহার (পুরুষদের জন্য)।

পুরুষরা দুই টুকরা সাদা অসেলাই কাপড় পরিধান করবে; নারীরা সাধারণ পোশাক পরবে।

দুই রাকাত নামাজ পড়া।

নিয়ত:

তামাত্তু: "লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান"

কিরান: "লাব্বাইকা আল্লাহুম্মা হজ্জান ওয়া উমরাহ"

ইফরাদ: "লাব্বাইকা আল্লাহুম্মা হজ্জান"

তালবিয়া: "লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক..."

কুরআন রেফারেন্স: সুরা আল-বাকারা ২:১৯৬

২. কাবা শরীফে আগমন ও তাওয়াফ

স্থান: মসজিদুল হারাম, মক্কা।

করণীয়:

কাবা শরীফের চারপাশে সাতবার ঘোরা (তাওয়াফ)।

মাকামে ইব্রাহিমে দুই রাকাত নামাজ আদায়।

যমযম পানি পান।

কুরআন রেফারেন্স: সুরা আল-বাকারা ২:১২৫

৩. সাফা-মারওয়া সাঈ

স্থান: সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে।

করণীয়:

সাফা থেকে মারওয়া পর্যন্ত সাতবার দৌড়ানো।

কুরআন রেফারেন্স: সুরা আল-বাকারা ২:১৫৮

৪. চুল কাটা বা মুণ্ডন

করণীয়:

তামাত্তু হজকারীরা উমরাহ শেষে চুল কেটে ইহরাম থেকে হালাল হবে।

ইফরাদ ও কিরান হজকারীরা ইহরাম বজায় রাখবে।

৫. ৮ জিলহজ: মিনায় গমন

স্থান: মিনা।

করণীয়:

তামাত্তু হজকারীরা পুনরায় হজের ইহরাম বাঁধবে।

মিনায় যোহর, আসর, মাগরিব, এশা ও ফজর নামাজ আদায়।

৬. ৯ জিলহজ: আরাফাত

স্থান: আরাফাতের ময়দান।

করণীয়:

যোহর থেকে মাগরিব পর্যন্ত আরাফাতে অবস্থান।

দোয়া, যিকির ও ইবাদতে সময় কাটানো।

কুরআন রেফারেন্স: সুরা আল-বাকারা ২:১৯৮

৭. ৯ জিলহজ সন্ধ্যা: মুযদালিফায় গমন

স্থান: মুযদালিফা।

করণীয়:

মাগরিব ও এশা নামাজ একত্রে আদায়।

রাত মুযদালিফায় যাপন।

জামারাতে পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ।

৮. ১০ জিলহজ: ঈদের দিন

করণীয়:

জামারাতে আকাবায় পাথর নিক্ষেপ: সাতটি পাথর নিক্ষেপ।

কু%র*বানী: তামাত্তু ও কিরান হজকারীদের জন্য আবশ্যক।

চুল কাটা বা মুণ্ডন: পুরুষরা মাথা মুণ্ডন বা চুল ছোট করবে; নারীরা চুলের অগ্রভাগ কেটে দেবে।

ইহরাম থেকে সম্পূর্ণ হালাল হওয়া।

৯. ১০ জিলহজ: তাওয়াফে ইফাদা ও সাঈ

স্থান: মসজিদুল হারাম।

করণীয়:

কাবা শরীফে তাওয়াফে ইফাদা (হজের মূল তাওয়াফ)।

সাঈ (যদি পূর্বে না করা হয়)।

কুরআন রেফারেন্স: সুরা আল-হাজ্জ ২২:২৯

১০. ১১-১৩ জিলহজ: মিনায় অবস্থান

করণীয়:

প্রতিদিন তিনটি জামারাতে সাতটি করে পাথর নিক্ষেপ।

রাত মিনায় যাপন।

কুরআন রেফারেন্স: সুরা আল-বাকারা ২:২০৩

১১. বিদায়ী তাওয়াফ (তাওয়াফে বিদা)

স্থান: মসজিদুল হারাম।

করণীয়:

মক্কা ত্যাগের পূর্বে কাবা শরীফে বিদায়ী তাওয়াফ।

কুরআন রেফারেন্স: সুরা আল-বাকারা ২:১৯৬

---

🕌 মদিনায় মসজিদে নববী যিয়ারত

করণীয়:

মসজিদে নববীতে সালাত আদায়।

রাসূলুল্লাহ ﷺ এর রওজা মোবারক যিয়ারত।

দ্রষ্টব্য: মদিনা যিয়ারত হজের অংশ নয়, তবে এটি সুন্নাহ ও মুস্তাহাব।

---

📖 কুরআন ও হাদীস রেফারেন্স

সুরা আল-বাকারা ২:১২৫: কাবা শরীফের তাওয়াফ ও নামাজ।

সুরা আল-বাকারা ২:১৫৮: সাফা-মারওয়া সাঈ।

সুরা আল-বাকারা ২:১৯৬: হজ ও উমরাহ সম্পন্ন করা।

সুরা আল-বাকারা ২:১৯৮: আরাফাতে অবস্থান।

সুরা আল-বাকারা ২:২০৩: তাশরিকের দিনগুলোতে আল্লাহকে স্মরণ।

সুরা আল-হাজ্জ ২২:২৯: তাওয়াফে ইফাদা।

Indirizzo

Segrate

Telefono

+8801640949884

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando ইসলাম pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a ইসলাম:

Condividi