Explore with Jr

Explore with Jr Travelling - Its leaves you speechless, then turns you into a storyteller. Ibn Batuta Positive

23/06/2025

যদি কোনোভাবে আরব দেশগুলো যুদ্ধে জড়িয়ে যায় তাহলে ইস্রাইলের পক্ষে আর ইরানের বিপক্ষেই যুদ্ধ করবে। কারন সবাই তাদের ক্ষমতা হারানোর ভয়ে থাকবে।

If you want peace be prepared for war - ল্যাটিন প্রবাদ
ইস্রাইল আসলেই অনেক প্রিপারেশন নিয়েই নামছে। তাদের আকাশ প্রতিরক্ষা দুনিয়ার শেরা। তারা পরমাণু তাকার পরেও বলেনা উড়াই দিমু হেন তেন অন্যদিকে ইরান পরমানু বানাইতে গিয়া কত হুমকি দামকি, যত গর্জে তত বর্ষে না এরকম আরকি।
ইরানের ফাইটার বিমান গুলো সোভিয়েত আমলের, ইরানের আকাশ প্রতিরক্ষা অত্যন্ত দূর্বল। তবে এত বছর মার্কিন নিষেধাজ্ঞা থাকার পরেও
তারা কিছু ভালো মানের মিসাইল বানিয়েছে নিজেদের চেষ্টায়।

আমি ইস্রাইলের পক্ষে না বাস্তব চিত্র বলতেছি। আবেগ দিয়ে ভূ-রাজনীতি চলে না। এই যুদ্ধে সব দিক থেকে লাভজনক হবে চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইংল্যান্ড ছিলো নেতা দেশ আর পরে আমেরিকা হয়ে উঠে নেতা। এখন ইস্রাইল যেভাবে আমেরিকাকে নাচাচ্ছে ভবিষ্যতে বিশ্বের নেতা হতে পারে ইস্রাইল অথবা চীন।

13/02/2025

When countries like Australia brazil denied a visa to these soldiers, UAE entertaining them with Free vacation in Dubai What a shame for Emirates,
According to the reports, these entertainment programs are designed for soldiers who have served long stints in the Gaza Strip, offering them a chance to unwind in Dubai and distance themselves from the escalating tensions in both Gaza and the Lebanon border.
Really Arabs unity is a Joke!

অনেকে চেয়ার নিয়ে ঝগরা করছেন। এই হচ্ছে আয়নাঘরের আসল চেয়ার।
12/02/2025

অনেকে চেয়ার নিয়ে ঝগরা করছেন। এই হচ্ছে আয়নাঘরের আসল চেয়ার।

12/02/2025

আমরা গেসলাম মনযা সারা দিন ভিডিও খরিয়া ফরে দেকি মাত আইসেনা 😄

11/02/2025

যারা মানসম্মত লেখক তাদেরকে কয়েকদিন পরে রাস্তায় রাস্তায় চানাচুর আর চটপটি বিক্রি করতে হবে।
একটু ভাইরাল হলেই মানুষ কবি আর লেখক হয়ে যায়। দুনিয়া খাইলেও শান্তি নাই আরো লাগবে। সাহিত্যেরও একটা নীতিমালা আছে। ভাইরাল হলেই তার বই হুমড়ি খেয়ে কিনতে হবে। এগুলো কি বাংলা সাহিত্যের জন্য ইতিবাচক??
বাকি শুধু রিপন মিয়া ভাই। একদিন রিপন মিয়া ভাইরও বই বের হবে। এটাই বাস্তব।

05/02/2025

ঐতিহাসিক প্রাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কোয়ার, এটি দ্বাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল।

05/02/2025

ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর উদ্দেশ্য হচ্ছে যুদ্ধবিরতির মাধ্যমে বন্দিদের মুক্তি করে গাজার জনগণকে অন্যত্র সরিয়ে গাজা খালি করে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করা আর গাজা পুনর্নির্মাণ করার নামে ইস্রাইলিদের গাজায় পুনর্বাসন করা। সুতরাং গাজার জনগণেকে কোনোভাবেই মিশর বা জর্দানে সরানোর ফাদে পা দিলেই গাজা শেষ। স্বাধীন ফিলিস্তিনের সপ্ন শেষ হবে এখানেই।

Some photographs from the city of
03/02/2025

Some photographs from the city of

02/02/2025
যেবাইদি জাইবায় খালি থালা বান্দা।  😄জাগা ইকান
30/01/2025

যেবাইদি জাইবায় খালি থালা বান্দা। 😄
জাগা ইকান

সালবাদর ডালি নামে এক স্পানিস আর্টিস্ট এই হাতি ১৯৮০ সালে বানিয়েছেন।  প্রাগের এক জাদুঘরে রাখা দেখলাম। আরো অনেক আর্ট এগুলো ...
29/01/2025

সালবাদর ডালি নামে এক স্পানিস আর্টিস্ট এই হাতি ১৯৮০ সালে বানিয়েছেন। প্রাগের এক জাদুঘরে রাখা দেখলাম। আরো অনেক আর্ট এগুলো নাকি তাদের শিল্প, সৌন্দর্য, শক্তি, আনন্দ এবং জ্ঞান আর অগ্রগতি উপস্থাপন করে but Doesn't make sense to me just দেখলাম আর ছবি তুললাম। আর দাম শুনলে মাথা ঘুরে এটার দাম ৬০-৭০ হাজার ইউরো।

Indirizzo

Sesto San Giovanni

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Explore with Jr pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Explore with Jr:

Condividi