Ashiqur Rahman Akash

Ashiqur Rahman Akash Life is a onetime offer to get the best outcome. https://www.facebook.com/Md.AshiqurRahman
(2)

                   fans
07/10/2025

fans

নারী পুরুষের সাধারণ বৈশিষ্ট্যঃ-👩 নারী রসবোধ-সম্পন্ন পুরুষ পছন্দ করে, দাম্ভিক পছন্দ করে না।👨 পুরুষ হাসিখুশি নারী পছন্দ কর...
06/10/2025

নারী পুরুষের সাধারণ বৈশিষ্ট্যঃ-

👩 নারী রসবোধ-সম্পন্ন পুরুষ পছন্দ করে, দাম্ভিক পছন্দ করে না।
👨 পুরুষ হাসিখুশি নারী পছন্দ করে, সঙ্কীর্ণমনা পছন্দ করে না।

— নারী নিজের রূপ নিয়ে অন্য নারীর সাথে অবচেতনেই প্রতিযোগিতায় লিপ্ত থাকে।
— পুরুষ অন্য পুরুষের সাথে প্রতিযোগিতায় লিপ্ত থাকে ক্ষমতার গৌরব নিয়ে।

— নারী যখন পুরুষকে কোনো প্রশ্ন করে, এর উত্তরটি আগেভাগে জেনে ফেলেই করে।
— পুরুষ নারীকে প্রশ্ন করে এটা জেনেই যে— উত্তর দেওয়া না-দেওয়া নির্ভর করছে নারীর ইচ্ছের উপর।

— নারী মনে করে— প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ।
— পুরুষ মনে করে— সে'ক্স ছাড়া জীবন অসম্পূর্ণ।

— নারী অপর নারীর পুরুষকে পছন্দ করেও চেপে রাখে।
— পুরুষ অপর পুরুষের নারীকে পছন্দ না-করে পারেই না।

— নারী গোপন কথা গোপন রাখতে পারে সর্বোচ্চ ৪৭ ঘণ্টা।
— পুরুষ এমনকি তার নারীর কাছেও আজীবন গোপন কথা গোপন রাখতে পারে।

— নারী তাকে অপেক্ষা করিয়ে রাখাকে প্রচণ্ড অপমানজনক ভাবে।
— পুরুষকে অপেক্ষা করিয়ে রাখা নারীর স্বাভাবিক একটি আর্ট।

— নারী সন্দেহপ্রবণ।
— পুরুষ আড্ডাপ্রবণ।

— নারীর পছন্দের বিষয় জেনে গেলে তাকে খুশি করা সহজ।
— এই জগতে পুরুষের প্রধান পছন্দ নারীদেহ, এতেই সে উন্মাদের মতো খুশি।

— একজন নারী একজন পুরুষের তুলনায় দ্বিগুণ দুঃখযন্ত্রণা সইতে পারে।
— নারীর সাহস পাশে না-পেলে পুরুষ সামান্য দুঃখযন্ত্রণাতেই ভেঙ্গে পড়ে।

— নারী বছরে ১২০ ঘণ্টা কাটায় আয়নায় নিজেকে দেখে।
— পুরুষ শেভ করতে-করতে ভাবে— শেভ না-করেও, আয়নার ভিতরে নারী এতোক্ষণ করেটা কী!

— নারী পরশ্রীকাতর।
— পুরুষ পরস্ত্রীকাতর।
🎇 হয়তো সব নারী পুরুষ এক হয় না কেউ কেউ আছে অন্যরকম।...

fans

05/10/2025
                         fans
05/10/2025

fans

03/10/2025

তিন যুবক আর চার টুকরো স্বর্ণের সেই গল্পঃ-বহু বছর আগে তিন উচ্চাকাঙ্ক্ষী বন্ধু বাণিজ্য করতে বের হয়েছিলো। পথের মধ্যে তাদের...
03/10/2025

তিন যুবক আর চার টুকরো স্বর্ণের সেই গল্পঃ-

বহু বছর আগে তিন উচ্চাকাঙ্ক্ষী বন্ধু বাণিজ্য করতে বের হয়েছিলো। পথের মধ্যে তাদের চোখে পড়লো চার খন্ড স্বর্ণ। তারা তো মহা খুশি। সারাজীবন এখন আরাম আয়েশে কাটানো যাবে। কিন্তু চার খন্ড স্বর্ণ তিনজনের ভেতর ভাগ করা যায় কীভাবে? ক্ষুধার্ত যুবকেরা ভাবলো আগে কিছু খেয়ে নেয়া যাক। পরে ভাগ বাটোয়ারা পর্ব। বন্ধুদের একজন বাজারে গেলো খাবার কিনতে।
এই ফাঁকে শয়তান এসে (আমেরিকা) লোভে আচ্ছন্ন করলো অন্য দু'জনকে। তারা ঠিক করলো বন্ধুটা ফিরলেই তাকে খুন করার। তাহলে প্রত্যেকে তারা দুই খন্ড করে স্বর্ণের মালিক হয়ে যাবে। তখন আর তাদের চেয়ে সুখী কেউ থাকবে না।

ঠিক এই সময় শয়তান (আমেরিকা) খাবার কিনতে যাওয়া বন্ধুকেও কু-পরামর্শ দিল। যেই কথা সেই কাজ। রুটিতে সামান্য বিষ মিশিয়ে দিলেই সে হতে পারে চার খন্ড সোনার মালিক। এই সহজ সুযোগ হাতছাড়া করে কোন বোকায়? যেই ভাবনা সেই কাজ। যুবক রুটিতে বিষ মাখিয়ে ফিরে এলো।

আর সঙ্গে সঙ্গে বাকি দুই বন্ধু তাকে শক্ত কাঠের আঘাতে খুন করলো।

আহ, শান্তি!এবার আরাম করে খাওয়া যাক গরম খাসির গোস আর নরম চালের রুটি। তারা তৃপ্তি করে খেতে লাগলো।

কিছুক্ষণ পরে লোভ আর নিয়তি পরস্পর গলা ধরাধরি করে হেটে যেতে যেতে দেখলো, পথের ধুলোয় লুটিয়ে আছে চার টুকরো স্বর্ণ আর তিনটি নিথর দেহ।

আরব দেশগুলোর ভাগ্যে এমনই ঘটবে!

01/10/2025

মধ্যরাতে (00:30) আমাদের শহরে ফিলিস্তিনপন্থীরা, আমাদের শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান আন্তর্জাতিক রেল-স্টেশন ঘেরাও করছে। fans

Indirizzo

Via Pinerolo
Turin
10152

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Ashiqur Rahman Akash pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi