24/06/2025
দুনিয়ার ছোট ছোট কষ্ট, না পাওয়ার বেদনায়,দুঃখের দিনের অস্থিরতা আর পেরেশানিতে আল্লাহর উপর আস্থা হারাবেন না। দুনিয়ার জীবন নিয়ে ডিপ্রেশনে ভোগা হতাশ হওয়া একজন মুমিনের কাজ নয়। আমাদের জন্য দুনিয়া তো পরকাল হাসিল ছাড়া আর কিছুই নয়।
আপনার পার্থিব জীবনের দুনিয়ার দুঃখ-কষ্টগুলো খুবই সাময়িক সময়ের জন্য। চিন্তা করুন, আপনার পায়ে বিঁধা একটা ছোট কাঁটার বিনিময়েও আল্লাহ আপনার গুনাহসমূহ মাফ করে দিচ্ছেন। আর না হয় দুনিয়ার পরীক্ষাস্বরুপ বিপদ-আপদ, রোগ-শোকের বিনিময়ে আল্লাহ মুমিন ব্যক্তির জান্নাতে মর্যাদা বৃদ্ধি করে দেন। দুনিয়া নিয়ে কখনো চূড়ান্ত হিসেব কষবেন না। জান্নাত হাসিলের আগ পর্যন্ত একজন মুমিনের অবকাশের কোন সুযোগই নেই। আপনি সেদিনই সফল যেদিন দুনিয়ার এসব দুঃখ-কষ্ট,সবর বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করে নিতে পারবেন।
আপনি সেদিন নিশ্চয়ই অবাক হবেন, যেদিন দেখবেন আপনার এখানের প্রতিটি দীর্ঘশ্বাসের, না পাওয়া বেদনার ও সবরের বিনিময়ে আল্লাহ আপনাকে পুরস্কৃত করছেন।আপনাকে সেদিন এত এত দেওয়া হবে, আপনি হয়তো সেদিন আফসোস করবেন- ইশ! দুনিয়াতে যদি আরেকটু কষ্ট পেতাম! আরেকটু বেশি অভাব-অনাটনের সম্মুখীন হতাম! আরো পরীক্ষার মুখোমুখি হতাম! আরেকটু জেল-জুলুম, নির্যাতনের শিকার হতাম!ইশ! দুনিয়াতে আমার যদি কোন দুয়াই কবুল না হতো!
দুনিয়ার জীবনটা আল্লাহর আনুগত্যে
কোনভাবে দুঃখ- কষ্টে কাটিয়ে দেওয়াই যেনো আপনার চূড়ান্ত লক্ষ্য হয়। আপনার অন্তর সেদিনই প্রশান্ত হবে যেদিন স্বচক্ষে অবলোকন করবেন, জান্নাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কি অনিন্দ্য সুন্দর নিয়ামতসমূহ আপনার জন্য প্রস্তুত রেখেছেন। আসুন আমরা পরকালের জন্য বাঁচি। জান্নাতের জন্য বাঁচি।
সে দিনের জন্য বাঁচি, যেদিন আমাদের রব আমাদের উপর সন্তুষ্ট হয়ে বলবেন, "হে প্রশান্ত আত্মা! ফিরে এসো তোমার রবের দিকে সন্তুষ্টচিত্তে, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ কর।"[৮৯ঃ২৭-৩০]সংগৃহীত