20/07/2024
জীবনের ২৭ বছর চলমান এই সময়ের মধ্যে অনার্স ফাইনাল ইয়ার পর্যন্ত প্রাই ১৬ বছর পড়াশুনার লাইফ এই পড়াশুনার জন্য বিভিন্ন স্থানে থাকতে হয়েছে যেমন: নানা বাড়ি, আমার এক শ্রদ্ধেয় চাচার বাসায় এর পর কম্পিউটার ব্যবসা প্রাই ৫ বছর এর মাছে মাদারীপুর এ বসবাস প্রাই দুই বছর প্রবাস জীবন প্রাই ২ বছর ৬ মাস এর মাঝে লিবিয় পুরো ছয় মাস কাটিয়েছি কোনদিন এমন একটানা চারদিন পরিবারের সাথে যোগাযোগ না করে থাকিনি। আজ ইতালি এই অবৈধ সরকারি এর জন্য জীবনের প্রথম পরিবারের বাবা মা স্ত্রী মেয়ে এবং আমার ছোট্ট ছেলেটার সাথে ও কথা না বলে আছে। যে এই প্রবাসীদের এভাবে মানসিক কষ্টের ব্যবস্থা করেছে প্রতিটি প্রবাসী যেন তার শেষ সময়ে করুন পরিনতী দেখতে পারে। কী বলব বলার ভাষা নেই একজন প্রবাসী ১৭-১৮ ঘন্টা কাজ করার পর তাদের শান্তি খুজে পায় তার পরিবারের সাথে লোকজনদের সাথে কথা মাঝে। সেটাও আজ বন্ধ করে দিয়েছে এই জালিম সরকার মহান আল্লাহ পাক এর কঠিন বিচার করবে সেটার অপেক্ষায় প্রতিটি প্রবাসি।