SR Studio

SR Studio SR Studio
The Secret To Creativity..
~Graphics Designing
~Italian Language

ইতালির 🇮🇹 নাপোলি শহরের Torre del Greco এলাকায় ডিউটি কালিন অবস্থায়  polizza della stato এর একটি গাড়ির সাথে একটি suv গা...
01/11/2025

ইতালির 🇮🇹 নাপোলি শহরের Torre del Greco এলাকায় ডিউটি কালিন অবস্থায় polizza della stato এর একটি গাড়ির সাথে একটি suv গাড়ির সংঘর্ষ হয়। পুলিশের গাড়ির ভেতরে থাকা ৪৭ বছর বয়সি অফিসার Aniello scarpati মৃত্যুবরণ করেন 🥹 তার সাথে থাকা অফিসার Ciro Cozzolino ঝুঁকিপূর্ণ অবস্থায় হাসপাতালে আছেন। অ্যাক্সিডেন্টের পরে ঘাতকরা সবাই পালিয়ে যায়। পরবর্তীতে যটিকা অভিযানের পরে আজকে সেই চালককে গ্রেফতার করতে সক্ষম হয়।ঘটনার তদন্ত সূত্রে জানা যায় পাঁচজন যুবক একটি bmw suv রেন্ট এ কার থেকে গাড়িটি ভাড়া নিয়ে চালাচ্ছিল এবং তারা সবাই ড্রাগ সেবন করেই গাড়ি চালাচ্ছিল। এখন তারা পুলিশ কাস্টুডিতে আছে। নিহত পুলিশ অফিসারের পরিবারের প্রতি রইল গভীর শোক ও সমবেদনা।
Rip Aniello scarpati 🥹

Padova শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো 🇮🇹 BM Pizza Kebab & Dolce Masala! 🎉শত শত বাংলাদেশি, ভারতীয়, পাকিস...
10/10/2025

Padova শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো 🇮🇹 BM Pizza Kebab & Dolce Masala! 🎉

শত শত বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি ও ইতালিয়ান অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান।
মিলাদ মাহফিল, হাসিখুশি মুখ, আর চার দেশের স্বাদের মিশেলে আজ Padova শহরে জমে উঠেছিল এক অন্যরকম ফুড ফেস্টিভাল! 🍕🍗🍛

এখানেই একসাথে পাবেন Bangladeshi Biriyani, Indian Chicken Tandoori, Italian Pizza, Pakistani Nihari, Orata al Forno, Couscous সহ অসাধারণ সব পদ! 😋

📍 ঠিকানা: Cavalcavia Borgomagno 2, Padova, Italy
☎️ যোগাযোগ: +39 389 598 7336

✨ BM Pizza Kebab & Dolce Masala — চার দেশের স্বাদ, এক ভালোবাসার ঠিকানা।

নোয়াখালী আন্তর্জাতিক বিমানবন্দর।সবাই চান তো নোয়াখালীতে বিমানবন্দর হোক৷ ✈☑️ছবিটি Ai দিয়ে করা 🇧🇩
03/10/2025

নোয়াখালী আন্তর্জাতিক বিমানবন্দর।

সবাই চান তো নোয়াখালীতে বিমানবন্দর হোক৷ ✈☑️
ছবিটি Ai দিয়ে করা 🇧🇩

02/10/2025

Learn italian

Ti**re - টানা 🇮🇹
Strappare - ছেড়া 🇮🇹
Schiaffo - থাপড় 🇮🇹
pugno - ঘু*ষি🤜🇮🇹

🇮🇹ইতালি ক্যাম্পে থাকা অবস্থায় হটাৎ করে মারা গেলো রাজৈর থানার ইসুবপুর ইউনিয়নে গ্রাম:আড়াইপাড়া নাম:সাইফুদ্দিন আকন্দ পিতা-...
30/09/2025

🇮🇹ইতালি ক্যাম্পে থাকা অবস্থায় হটাৎ করে মারা গেলো রাজৈর থানার ইসুবপুর ইউনিয়নে
গ্রাম:আড়াইপাড়া
নাম:সাইফুদ্দিন আকন্দ
পিতা-লালমিয়া আকন্দ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
SR Studio

ইতালি প্রবাস থেকে সম্মানের খবরঃ - নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের সন্তান এনামুল হক রুবেল বর্তমানে ইতাল...
30/09/2025

ইতালি প্রবাস থেকে সম্মানের খবরঃ
- নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের সন্তান এনামুল হক রুবেল বর্তমানে ইতালির রাজধানী রোমে কর্মরত আছেন Associazione Nazionale Carabinieri-তে, যা হলো ইতালির একটি ঐতিহ্যবাহী সংগঠন।
- এই অ্যাসোসিয়েশন মূলত প্রাক্তন কারাবিনিয়ারি সদস্য, স্বেচ্ছাসেবী ও সমর্থকদের নিয়ে গঠিত।
- রুবেল যেই ইউনিফর্ম পরেন, তা হলো ঐ সংগঠনের পোশাক—যদিও এটি ইতালির সরকারি কারাবিনিয়ারি বাহিনীর অফিসিয়াল ইউনিফর্ম নয়।
- তবুও এ অর্জন রুবেলের ব্যক্তিগত সম্মান এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়, কারণ ইতালির মতো দেশে এ ধরনের মর্যাদাপূর্ণ সংগঠনে যুক্ত হওয়া সহজ নয়।

📌 উল্লেখযোগ্য তথ্যঃ
- Associazione Nazionale Carabinieri হলো একটি দীর্ঘ ঐতিহ্যবাহী সংস্থা।
- এটি জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

#বাংলাদেশি_প্রবাসী

🇯🇴ফি*লি*স্তিনি রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য ও ই*জরা*ইলের অমানবিক আক্রমণ ও ধ্বংসের বিপক্ষে ইতালি রাজধানী রোম...
27/09/2025

🇯🇴ফি*লি*স্তিনি রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য ও ই*জরা*ইলের অমানবিক আক্রমণ ও ধ্বংসের বিপক্ষে ইতালি রাজধানী রোমে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

23/09/2025

ইতালির উমব্রিয়া অঞ্চলের স্পোলেটো শহরে পাওয়া গেছে এক নৃশংস হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনা। ক্যাসেট পাড়ার একটি কালো ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি যুবক বালা সাগরের খণ্ড-বিখণ্ড দেহ।মাত্র ২১ বছর বয়সী সাগর, যিনি সবার কাছে ওবি নামে পরিচিত ছিলেন, গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। দুই বছর ধরে তিনি স্পোলেটোতে বসবাস করছিলেন এবং রেস্টুরেন্ট ব্যবসায় কাজ করতেন।প্রাথমিক ময়নাতদন্তে জানা গেছে—প্রথমে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়, এরপর মৃত্যুর পর দেহ টুকরো টুকরো করা হয়েছে। ঘটনাস্থল থেকে ওবির ব্যবহৃত একটি বৈদ্যুতিক সাইকেলও উদ্ধার করেছে পুলিশ।তদন্তকারীরা ইতিমধ্যেই এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছেন, নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন এবং ওবির বন্ধু ও সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন। ফরেনসিক টিম দেহ ও উদ্ধারকৃত সামগ্রী থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করছে।এ নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশি কমিউনিটিতেও নেমে এসেছে গভীর শোক। সকলের একটাই দাবি—ওবির হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।

ইতালির উমব্রিয়া অঞ্চলের স্পোলেটো শহরে পাওয়া গেছে এক নৃশংস হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনা। ক্যাসেট পাড়ার একটি কালো ব্যাগ ...
23/09/2025

ইতালির উমব্রিয়া অঞ্চলের স্পোলেটো শহরে পাওয়া গেছে এক নৃশংস হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনা। ক্যাসেট পাড়ার একটি কালো ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি যুবক বালা সাগরের খণ্ড-বিখণ্ড দেহ।

মাত্র ২১ বছর বয়সী সাগর, যিনি সবার কাছে ওবি নামে পরিচিত ছিলেন, গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। দুই বছর ধরে তিনি স্পোলেটোতে বসবাস করছিলেন এবং রেস্টুরেন্ট ব্যবসায় কাজ করতেন।

প্রাথমিক ময়নাতদন্তে জানা গেছে—প্রথমে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়, এরপর মৃত্যুর পর দেহ টুকরো টুকরো করা হয়েছে। ঘটনাস্থল থেকে ওবির ব্যবহৃত একটি বৈদ্যুতিক সাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

তদন্তকারীরা ইতিমধ্যেই এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছেন, নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন এবং ওবির বন্ধু ও সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন। ফরেনসিক টিম দেহ ও উদ্ধারকৃত সামগ্রী থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করছে।

এ নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশি কমিউনিটিতেও নেমে এসেছে গভীর শোক। সকলের একটাই দাবি—ওবির হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।

🇮🇹 রোমে দূর্ধর্ষ চুরিরোমের বিশিষ্ট ব্যবসায়ী,ঢাকা বিভাগ সমিতি ইতালির সাধারণ সম্পাদক জনাব ইমরুল কায়েস এর বাসায় দূর্ধর্ষ...
13/09/2025

🇮🇹 রোমে দূর্ধর্ষ চুরি

রোমের বিশিষ্ট ব্যবসায়ী,ঢাকা বিভাগ সমিতি ইতালির সাধারণ সম্পাদক জনাব ইমরুল কায়েস এর বাসায় দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানী রোমের তরপীনাত্তারাস্থ লালন পার্ক সংলগ্ন তার নিজ বাসায় চুরি হয়েছে
নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ অনেক মূল্যবান মালামাল নিয়ে গেছে।
রোম প্রবাসী সকলকে সতর্ক হতে হবে।
রোমসহ ইউরোপের বিভিন্ন শহরে চুরির ঘটনা দিন দিন বাড়ছে। তাই প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ-
বাসা-বাড়িতে সবসময় আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করুন (সিসিটিভি, অ্যালার্ম ইত্যাদি)।
বাইরে গেলে প্রতিবেশীদের জানিয়ে যান
বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিরাপদ ব্যাংক লকারে রাখুন
সংগৃহীতঃ Riaz journalist

🇮🇹 ইতালির ভিসার ভুক্তভোগীদের টোটাল ৯৪৪ নূলস্তা এর ভিতর কোন শহরে দেওয়া হয়েছে এবং কোন শহরে দেওয়া হয়নি  নিচের শহরের নাম...
13/09/2025

🇮🇹 ইতালির ভিসার ভুক্তভোগীদের টোটাল ৯৪৪ নূলস্তা এর ভিতর কোন শহরে দেওয়া হয়েছে এবং কোন শহরে দেওয়া হয়নি নিচের শহরের নাম গুলা আসছে৷ 🫴

AG = Agrigento

AL = Alessandria

AN = Ancona

AP = Ascoli Piceno

AR = Arezzo

AT = Asti

AV = Avellino

BA = Bari

BG = Bergamo

BL = Belluno

BO = Bologna

BR = Brindisi

BS = Brescia

BZ = Bolzano

CA = Cagliari

CB = Campobasso

CE = Caserta

CH = Chieti

CL = Caltanissetta

CN = Cuneo

CR = Cremona

CS = Cosenza

CT = Catania

EN = Enna

FC = Forlì-Cesena

FE = Ferrara

FG = Foggia

FI = Firenze (Florence)

FO = Forlì (পুরোনো কোড, এখন FC এর সাথে মিশে গেছে)

FR = Frosinone

GE = Genova (Genoa)

GO = Gorizia

GR = Grosseto

IM = Imperia

IS = Isernia

KR = Crotone

LC = Lecco

LE = Lecce

LI = Livorno

LT = Latina

🇮🇹 এখনো বাকি আছে অনেক শহরের নাম যেমন:-

MI (Milano)

RM (Roma)

NA (Napoli)

RN (Rimini)

TO (Torino)

VE (Venezia)

VR (Verona)
#ইতালি_ভিসা_আপডেট

Chadpur,Bangladesh 🇧🇩
11/09/2025

Chadpur,Bangladesh 🇧🇩

Indirizzo

Venice

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando SR Studio pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi