SR Studio

SR Studio SR Studio
The Secret To Creativity..
~Graphics Designing
~Italian Language

28/04/2025

বৈশাখী মেলায় "AF HENNA ARTWORK" এ 100% অর্গানিক মেহেদীর স্টল।

28/04/2025

বৈশাখী মেলায় "মুক্তির বাহারি রান্নাঘর" এর হরেক রকমের সুস্বাদু আচার এবং দেশীয় খাবারের স্টল।

https://youtube.com/shorts/JfvyWLKyH_Y?si=NDRrseLr6zFfYqhh

27/04/2025

বৈশাখী মেলায় "বন্ধু মহল" এর হরেক রকমের সুস্বাদু খাবারের স্টল।
ইতালির পাদোভা শহরের অবস্থিত "ঢাকা ক্লাব" এর পক্ষ থেকে বর্ষ বরণ উপলক্ষে " বৈশাখী মেলা" অনুষ্ঠিত হয়েছে। বিদেশের মাটিতে বৈশাখী মেলার আনন্দকে দ্বিগুণ করতে এবং বাংলাদেশের বৈশাখী ঐতিহ্যকে বাংলাদেশী বংশোদ্ভূত পরবর্তী প্রজন্ম ও বিদেশীদের সামনে তুলে ধরতে আয়োজন করা হয়েছিলো নানান রকমের দেশীয় স্বাদের পিঠা, ফুচকা, চটপটি, ঝাল মুড়ি, হরেক রকম নাস্তা, মিষ্টান্ন, দেশীয় পোশাক, মেহেদী সহ নানান রকমের দেশীয় জিনিসপত্র। সেই সাথে ছিলো নাচ গানের জমকালো আয়োজন। "বৈশাখী মেলার" এই আনন্দ লুফে নিতে ভিড় জমিয়ে ছিলো হাজারো বাঙালি সাথে ছিলো অনেক বিদেশী নাগরিক। স্বদেশ থেকে হাজারো মাইল দূরে এতো সুন্দর ভাবে বর্ষ বরণ এবং বৈশাখী মেলার আয়োজনে আনন্দে আবেগ-আপ্লুত হয়ে পড়েন অনেকে । এ যেনো বিদেশের মাটিতে এক ঝলক দেশীয় অনুভূতি যা শব্দে প্রকাশ করা দায়! দেশ বিদেশের নানান খবরাখবর পেতে চোখ রাখুন SR Studio এর পর্দায়।
https://youtube.com/shorts/TdK55pfE3Ts?si=9XQG_Jk_mm81Jv1Z

🇻🇦🕊️ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে শোক📌 কী ঘটেছে:➡️ ভ্যাটিকান ঘোষণা করেছে, পোপ ফ্রান্সিস আজ সকালে ৭:৩৫ মিনিটে ৮৮ ব...
21/04/2025

🇻🇦🕊️ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে শোক

📌 কী ঘটেছে:
➡️ ভ্যাটিকান ঘোষণা করেছে, পোপ ফ্রান্সিস আজ সকালে ৭:৩৫ মিনিটে ৮৮ বছর বয়সে ইহলোক ত্যাগ করেছেন ➡️ তিনি দীর্ঘদিন ধরে শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং সম্প্রতি ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন
➡️ ইস্টার সানডের পরদিন, ২১ এপ্রিল ২০২৫, ভ্যাটিকান সিটিতে তাঁর মৃত্যু ঘটে​

📖 প্রেক্ষাপট: পোপ ফ্রান্সিস, যিনি আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে জন্মগ্রহণ করেছিলেন, ছিলেন ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান এবং জেসুইট পোপ তিনি তাঁর ১২ বছরের পন্টিফিকেটে দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী এবং পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি পোপাল প্রাসাদের বিলাসিতা পরিহার করে সাধারণ জীবনযাপন করতেন এবং সামাজিক ন্যায়বিচার, আন্তঃধর্মীয় সংলাপ ও শরণার্থীদের প্রতি সহানুভূতির বার্তা প্রচার করতেন​

🕯️ তাঁর মৃত্যুতে ক্যাথলিক চার্চ একটি মহান নেতাকে হারাল, যিনি বিশ্বাস, সাহস এবং ভালোবাসার মাধ্যমে গসপেলের মূল্যবোধকে জীবন্ত করে তুলেছিলেন​

🗣️ আপনার মতে, পোপ ফ্রান্সিসের কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? মন্তব্যে জানান 💬👇

04/04/2025

ইতালিতে জনাব সাদ্দাম হোসাইন এর বাংলাদেশী তাজা শাক সবজির বিশাল সমাহার

বিস্তারিত :

ইতালিতে গ্রীন-হাউসে বাংলাদেশী শাক সবজি চাষ করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন সাদ্দাম হোসাইন নামের এক তরুণ ব্যবসায়ী।

১২ মাস ব্যাপী তাজা দেশী শাক-সবজি ফলন ও নিজস্ব প্রতিষ্ঠান "বাংলা মার্কেট" এ সুলভ মূল্যে বিক্রয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন সেখানে বসবাসরত শত শত বাঙ্গালী ও স্থানীয়দের মন।

পালং শাক, মূলা শাক, সরিষা শাক, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, লাউ, করলা, ঢেরশ , সিম,কোমড়া ইত্যাদি ছাড়াও হরেক রকমের দেশি সিজনাল তাজা ফ্রেশ শাক সবজি এখানে পাবেন ।

শীত কিংবা গ্রীষ্ম ১২ মাস ই তাজা সিজনাল বাঙ্গালী শাক-সবজি নিতে চাইলে চলে আসুন ইতালির পাদোভা শহরে অবস্থিত সাদ্দাম হোসাইন এর প্রতিষ্ঠান বাংলা মার্কেট এ।
সুলভ মূল্যে তাজা শাক-সবজি ছাড়াও হালাল মাংস, মুরগী তাজা দেশী বিদেশী নানান রকমের মাছ, ফল-মূল, মসলা, সহ সকল ধরনের গ্রোসারি আইটেম পেয়ে যাবেন বাংলা মার্কেটে সাথে থাকছে হোম ডেলিভারি নেওয়ার সুবর্ণ সুযোগ।
বাংলা মার্কেট 🛒
+393895987336
Via Jacopo D'Avanzo 33 Padova-Italy

# Italy

🕒 ইতালি সহ ইউরোপে আগামী ৩০ মার্চ দিবাগত রাত ২টায় সময় পরিবর্তন হয়ে রাত ৩টা হবে, ফলে রাত ছোট হয়ে এক ঘণ্টা কম ঘুম হবে।এতে ব...
28/03/2025

🕒 ইতালি সহ ইউরোপে আগামী ৩০ মার্চ দিবাগত রাত ২টায় সময় পরিবর্তন হয়ে রাত ৩টা হবে, ফলে রাত ছোট হয়ে এক ঘণ্টা কম ঘুম হবে।
এতে বাংলাদেশের সাথে ইতালির সময়ের ব্যবধান ৫ ঘণ্টার পরিবর্তে ৪ ঘণ্টা হবে। 🕒

৭ বছরের শিশু কন্যা ধ/র্ষ/ ণের শিকার হয়েছে, বাচ্চা মেয়ে" আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ ওই ধ/র্ষকের সর্বোচ্চ শাস্তি...
24/03/2025

৭ বছরের শিশু কন্যা ধ/র্ষ/ ণের শিকার হয়েছে, বাচ্চা মেয়ে" আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ ওই ধ/র্ষকের সর্বোচ্চ শাস্তি এবং মেয়েটার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, পোস্ট টি শেয়ার করুন" মেয়ের পরিবার কে নাকি অনেক হু/ম/কি ধা/ম/ কি দেওয়া হচ্ছে" আপনারা পাশে থাকলে এর সুষ্ঠু বিচার করার আগ পর্যন্ত লড়ে যাবো" ইনশাআল্লাহ্"

আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন সোনাইমুড়ী থানা ২নং নদনা ইউনিয়নের নদনা বাজারের পাশে, মেয়েটাকে তার মা কিছু জিনিসপত্রের জন্য দোকান পাঠানোর ১ ঘন্টার মধ্যেও না আসতে দেখে ওর মা ওরে খুঁজতে বের হয়ে দেখে মেয়েটি দুলতে দুলতে আসতেছে আর ব্লাডিং হচ্ছে প্রচুর পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় ডাক্তার জানায়, তার যৌ/না/ঙ্গের মধ্যে বেশ কিছু ব্লে/ডে/র কা/টা দাগ আছে,,
মেয়েটা এখনো হাসপাতালে ভর্তি আছে নোয়াখালী"

এটা মেয়ের পরনে থাকা পায়জামা, প্লিজ আমরা সবাই আওয়াজ উঠাই আমাদের বোন আছিয়ার মত"
সবাই আছিয়ার পরিবারের মত এই মেয়ের পরিবারেরও পাশে দাড়াই ধ/র্ষ/ক দের গ্রেফতারের জন প্রতিবাদ তুলি আওয়াজ উঠাই" সবাই এক সাথে"

ধর্ষকের সর্বোচ্চ শা/স্তি না হওয়া পর্যন্ত আমরা থামবো না"

Arif Sikdar ✏️🖋️✏️🖋️

🇮🇹ইতালি প্রবাসী অভি এবং নিলয় ওরা ঈদ করার উদ্দেশে বাংলাদেশে গিয়েছিলো,আজ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু বরণ করেন। ...
04/03/2025

🇮🇹ইতালি প্রবাসী অভি এবং নিলয় ওরা ঈদ করার উদ্দেশে বাংলাদেশে গিয়েছিলো,আজ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু বরণ করেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন
▪️▪️হলোনা ঈদ করা ফিরে আসা হলোনা ইতালি ۔ওদের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি।

ইতালির পাদোভা শহরের রমজান মাসের সাহরি এবং ইফতারের সময় সূচি ।
25/02/2025

ইতালির পাদোভা শহরের রমজান মাসের সাহরি এবং ইফতারের সময় সূচি ।

🇮🇹 🇧🇩দেশের পাশাপাশি এখন ইতালিতেও বাড়ছে চুরি, ছিনতাইয়ের ঘটনা।  ইতালির Marghera শহরের Sisal Matchpoint এলাকায় একজন প্রব...
25/02/2025

🇮🇹 🇧🇩
দেশের পাশাপাশি এখন ইতালিতেও বাড়ছে চুরি, ছিনতাইয়ের ঘটনা।
ইতালির Marghera শহরের Sisal Matchpoint এলাকায় একজন প্রবাসী বাংলাদেশীর বাড়িতে নগদ কিছু অর্থ ও স্বর্ণের গয়নাগাটিসহ চুরি ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর বারোটা থেকে একটার মধ্যে।
সতর্কতার জন্য জনস্বার্থে পোস্টা সবাই শেয়ার করে দিন SR STUDIO।
মারঘেরা, ইতালি

20/02/2025

ইতালীর ভিসা বানিজ্যের মাষ্টার মাইন্ড বাংলাদেশী।।
ঢাকাস্থ ইতালীয় দূতাবাসের দুর্নীতিবাজ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। রোম আদালতের সরাসরি নির্দেশে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার উক্ত ইতালীয় কর্মকর্তাদের সাথে গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশিকেও। গ্রেপ্তারকৃত ৫ জনের মধ্যে ২ জনকে কারাগারে পাঠিয়ে ৩ জনকে গৃহবন্দী করা হয়েছে। বাংলাদেশ থেকে জনপ্রতি ১৫ হাজার ইউরোতে দূতাবাসের মাধ্যমে জালিয়াতির ভিসা বের করার লক্ষ লক্ষ ইউরোর বিশাল সাম্রাজ্যে অবশেষে হাত দিয়েছে ইতালির প্রশাসন।

গ্রেপ্তার হওয়া অপরাধীরা প্রধানমন্ত্রী জর্জা মেলোনির ক্ষমতাসীন দল ফ্রাতেল্লি দি'তালিয়া (ব্রাদার্স অব ইটালি) দলের প্রভাবশালী এমপি আন্দ্রেয়া দি জুসেপ্পেকে নগদ ২ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় ২৫ কোটির বেশি) ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছিলো, যাতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে ভূমিকা রাখেন বাংলাদেশিদের শত সহস্র ভূয়া ফাইল বাতিল না করে কোন যাচাই-বাছাই ছাড়াই ঢাকাস্থ ইতালীয় দূতাবাসকে নির্দেশ দেন ভিসা ইস্যু করার।

দুই মিলিয়ন ইউরো ছাড়াও সংসদ সদস্য আন্দ্রেয়াকে লেটেস্ট মডেলের রোলেক্স ঘড়ি, স্মার্টফোন, ট্যাবলেট এবং দুবাইয়ে বিলাসবহুল ভ্রমণের প্রলোভন দেয়া হয়। মজার বিষয় হচ্ছে, সরকারি দলের দেশপ্রেমিক উক্ত এমপি ভিসা জালিয়াতি নেটওয়ার্কের লোভনীয় অফারে সাড়া না দিয়ে উল্টো নিজেই তদন্ত শুরু করেন বিভিন্ন টিম কাজে লাগিয়ে, প্রশাসনিক অনুমতি প্রদান করেন, যাতে আদালত ব্যবস্থা নেয়।

ইতালি থেকে ভিসা লেটার (নুল্লা অস্তা) ইস্যুর দায়িত্বে থাকা রোম এবং নাপোলির উভয় প্রিফেকচার (প্রেফেত্তুরা) অফিসের অসাধু ইতালীয় লোকদের বিরুদ্ধে পরিচালিত ব্যাপক তদন্তের প্রেক্ষিতে মঙ্গলবারের গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। ভিসা কারবার অপরাধ জগতের মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজধানী রোমের 'ইল সিচিলিয়ানো ফিশ' রেস্তোরাঁর বাংলাদেশি মালিক ইসলাম নজরুলকে। কাজের ভূয়া মালিক ম্যানেজ করে ইতালি থেকে নুল্লা অস্তা বের করিয়ে নিয়ে ঢাকায় ভিসার জন্য ইতালীয় দূতাবাসকে হাত করেন নজরুল।

ভিসা কারবার সম্পন্ন করতে রোমের ইসলাম নজরুলের সাথে ঢাকাস্থ ইতালীয় দূতাবাসের কর্মকর্তা নিকোলা মুস্কাতেল্লো জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ হাতে পায় রোম আদালত। বিগত দিনে নিকোলাকে ঢাকা থেকে তুরস্কে বদলি করা হয়। ইসলাম নজরুলের সাথে ঢাকাস্থ ইতালীয় দূতাবাসে ভিসা সেকশনের কর্মকর্তা রবের্তো আলবের্গোর সরাসরি সম্পৃক্ততাও খুঁজে পেয়েছে রোম আদালত। দূতাবাসের আভ্যন্তরীণ দুর্নীতি সরেজমিনে খতিয়ে দেখতে চলতি সপ্তাহে ঢাকা সফরে যান ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী মারিয়া ত্রিপোদি। ঢাকাস্থ দূতাবাসের তিন কর্মকর্তা ইতালিতে গ্রেপ্তার হবার পর পাল্টে যেতে পারে ভিসা বাণিজ্যের হিসেবনিকেশ।

তথ্য রিপোর্ট : মাঈনুল ইসলাম নাসিম

🇮🇹 2025  সালে ইতালির ক্লিক ডে তে কোন শহরের কত কোটা নির্ধারণ করা হয়েছে নিম্নের তালিকা থেকে জেনে নিন ।ইতালিয়ান স্পন্সর  ...
16/02/2025

🇮🇹 2025 সালে ইতালির ক্লিক ডে তে কোন শহরের কত কোটা নির্ধারণ করা হয়েছে নিম্নের তালিকা থেকে জেনে নিন ।
ইতালিয়ান স্পন্সর এবং Vfs গ্লোবাল সম্পর্কিত যে কোন ধরনের

আপডেট পেতে পেজটিকে ফলো : SR Studio

#ইতালি #ইতালিভিসা #ইতালিভিসাআপডেট

Indirizzo

Venice

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando SR Studio pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi