01/11/2025
ইতালির 🇮🇹 নাপোলি শহরের Torre del Greco এলাকায় ডিউটি কালিন অবস্থায় polizza della stato এর একটি গাড়ির সাথে একটি suv গাড়ির সংঘর্ষ হয়। পুলিশের গাড়ির ভেতরে থাকা ৪৭ বছর বয়সি অফিসার Aniello scarpati মৃত্যুবরণ করেন 🥹 তার সাথে থাকা অফিসার Ciro Cozzolino ঝুঁকিপূর্ণ অবস্থায় হাসপাতালে আছেন। অ্যাক্সিডেন্টের পরে ঘাতকরা সবাই পালিয়ে যায়। পরবর্তীতে যটিকা অভিযানের পরে আজকে সেই চালককে গ্রেফতার করতে সক্ষম হয়।ঘটনার তদন্ত সূত্রে জানা যায় পাঁচজন যুবক একটি bmw suv রেন্ট এ কার থেকে গাড়িটি ভাড়া নিয়ে চালাচ্ছিল এবং তারা সবাই ড্রাগ সেবন করেই গাড়ি চালাচ্ছিল। এখন তারা পুলিশ কাস্টুডিতে আছে। নিহত পুলিশ অফিসারের পরিবারের প্রতি রইল গভীর শোক ও সমবেদনা।
Rip Aniello scarpati 🥹