02/11/2025
📌ইতালিতে যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের আনুমানিক একটা মাসিক খরচ তুলে ধরলাম।
ঘর ভাড়া-৭০০(২রুমের ঘর)
খাওয়া দাওয়ার খরচ-৪০০
ফোন বিল-৫০
পানির বিল-৫০
ইলেকট্রিসিটি বিল-৮০
গাড়ির গ্যাস-৭০
সবকিছুর ধরলাম প্রায় ১৩৫০ ইউরো । একজন মানুষের খরচ বেতন হল ১৪০০ ইউরো ।এইগুলো হলো ফিক্সড খরচ এরপরে হলো অন্যান্য সব খরচ।তাই যারা আত্মীয়স্বজনের কাছ থেকে iphone এর বদলে চকলেট পান বিদেশ থেকে আসার পর মন খারাপ করবেন না । Appreciate করবেন কারণ বিদেশ ও একটা দেশ, এখানেও দেশের মতো ফ্যামিলিকে চালাইতে হয়,হ্যাঁ বাংলাদেশ থেকে lifestyle একটু উন্নত মানের কিন্তু স্বর্গরাজ্য নয় ।