Shah Alam Shahin

Shah Alam Shahin বৈচিত্রময় জগতে অদ্ভুত মানুষ গুলোর মাঝে আমি অতিসাধারণ মানুষ। I born in Bangladesh, Now i live in Italy for my higher education.

"Shah Alam Shahin Vlogs" is created to share my life experience with others through page & YouTube. I will share my experience,life style, daily life & Travel with all of you.

২০২৫-২০২৬ সেশনে ইতালির বিভিন্ন ভার্সিটি থেকে যারা অফারলেটার পেয়েছেন এখন থেকে Pre enrolment করতে পারবেন।Universitaly webs...
02/07/2025

২০২৫-২০২৬ সেশনে ইতালির বিভিন্ন ভার্সিটি থেকে যারা অফারলেটার পেয়েছেন এখন থেকে Pre enrolment করতে পারবেন।Universitaly website এর মেন্টেনেন্স কাজ শেষ হয়েছে।

তাই যারা টেনশন বা চিন্তিত তারা অনুগ্রহ করে দ্রুত pre enrolment আবেদনটি করে নিন।

Weblink: https://www.universitaly.it/

#ভিসারেশিও

আলহামদুলিল্লাহ ❤অভিনন্দন Shafial Musnabin  ভাই ❤
01/07/2025

আলহামদুলিল্লাহ ❤
অভিনন্দন Shafial Musnabin ভাই ❤

01/07/2025

ইতালি স্টুডেন্টস ভিসা আবেদন করার জন্য কারা প্রস্তুতি নিচ্ছেন?

২০২৬-২০২৭ সেশনে ইতালিতে যারা স্টুডেন্টস ভিসায় আবেদন করতে চাচ্ছেন এখন কি হবে আপনাদের করনীয়?

30/06/2025

ইতালি স্টুডেন্টস ভিসা আবেদন করার জন্য কারা প্রস্তুতি নিচ্ছেন?

২০২৬-২০২৭ সেশনে ইতালিতে যারা স্টুডেন্টস ভিসায় আবেদন করতে চাচ্ছেন এখন কি হবে আপনাদের করনীয়?

বিস্তারিত জানতে সাথেই থাকুন 🤝

অভিনন্দন  ❤প্রতিটি সফলতার পিছনে আমি এবং এপ্লিকেন্টদের কলাভেরেশন রয়েছে। আমি পুরো প্রসেসিংয়ে তাদের সাথে প্রতিটি বিষয়ে আলোচ...
29/06/2025

অভিনন্দন ❤
প্রতিটি সফলতার পিছনে আমি এবং এপ্লিকেন্টদের কলাভেরেশন রয়েছে। আমি পুরো প্রসেসিংয়ে তাদের সাথে প্রতিটি বিষয়ে আলোচন করে থাকি যাতে করে নূন্যতম ঘাটতি না থাকে। ওনার এই ফাইল প্রসেসিংয়ে ওনার হাসবেন্ড অসাধারন ভূমিকা পালন করেছেন।
আপনারা ফাইল প্রসেসিং যদি কাউকে দিয়ে করিয়ে থাকেন কিংবা এজেন্সি দিয়ে করে থাকেন তবুও নিজেরা কিছুটা রিসার্স করুন এতে করে ল্যাকিংস গুলো নজরে আসবে এবং ফাইল গুছানোর কাজ সহজ হবে।

ভিসা সাকসেসের মেসেজ পেয়ে পরে আমরা আনন্দ অশ্রুজলে ভাসতে হয়। প্রতিটি স্বপ্ন আর আশা যেন নিজ হাতে তুলে দেন। আমি কেবল আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ গুলো করার চেষ্টা করছি।

ইতালির স্টুডেন্টস ভিসা সংক্রান্ত যে কোন তথ্য পেতে ইনবক্স করুন।

সকলের প্রতি শুভ কামনা রইলো।

#ভিসারেশিও

29/06/2025

২০২৫-২০২৬ সেশনে ইতালির বিভিন্ন ভার্সিটি থেকে যারা অফারলেটার পেয়েছেন কিন্তু Pre enrolment করতে পারছেন না, কারন Universitaly website এর মেন্টেনেন্স কাজ চলছে।

তাই যারা টেনশন বা চিন্তিত তারা অনুগ্রহ করে অপেক্ষা করুন শিঘ্রই সমস্যাটির সমাধান হবে।

#ভিসারেশিও

২০২৫-২০২৬ সেশনে ইতালির বিভিন্ন ভার্সিটি থেকে যারা অফারলেটার পেয়েছেন কিন্তু Pre enrolment করতে পারছেন না, কারন Universita...
28/06/2025

২০২৫-২০২৬ সেশনে ইতালির বিভিন্ন ভার্সিটি থেকে যারা অফারলেটার পেয়েছেন কিন্তু Pre enrolment করতে পারছেন না, কারন Universitaly website এর মেন্টেনেন্স কাজ চলছে।

তাই যারা টেনশন বা চিন্তিত তারা অনুগ্রহ করে অপেক্ষা করুন শিঘ্রই সমস্যাটির সমাধান হবে।

#ভিসারেশিও

অভিনন্দন Tareq Sarder ❤দেখা হবে শিঘ্রই।এই জার্নিটা সহজ ছিলো না।আমি শুধু আমার জায়গা থেকে চেষ্টা করে গিয়েছিলাম।ইতালির স্টু...
28/06/2025

অভিনন্দন Tareq Sarder ❤
দেখা হবে শিঘ্রই।
এই জার্নিটা সহজ ছিলো না।
আমি শুধু আমার জায়গা থেকে চেষ্টা করে গিয়েছিলাম।

ইতালির স্টুডেন্টস ভিসা সংক্রান্ত যে কোন তথ্য পেতে ইনবক্স করুন।

সকলের প্রতি শুভ কামনা রইলো।

#ভিসারেশিও

27/06/2025

গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্য ❤

24/06/2025

ইতালির স্টুডেন্টস ভিসার রেশিও নিয়ে অনেক কথা হয়,
কেউ স্টুডেন্ট ভিসা আবেদনের পূর্বে জানতে চান রেশিও কেমন?

ইতালি কি ভিসা দেয়??

আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি,
বিগত বছর গুলোর তুলনায় এই বছর ভিসার হার বেড়েছে।
যারা রিকয়ারমেন্ট অনুযায়ী অথেনটিক ডকুমেন্টস জমা দিচ্ছেন ভিসা পাওয়ার সম্ভাবনায় তারা এগিয়ে যাচ্ছেন।

বছরের প্রথম দিকে যখন আমি অফারলেটার গুলোর আপডেট দিয়েছিলাম তখন অনেকেই অনেক কথা বলেছেন যে অফারলেটার মানেই কি ভিসা কিনা?

আমি বরাবরই বলেছিলাম ভিসা আবেদন করার প্রথম ধাপ ই হচ্ছে অফারলেটার।

এমন কয়েকজন আছেন পরিচিত যাদের এখনও অপারলেটার আসেনি তারাই জানে অফারলেটার না পাওয়ার আক্ষেপ কতটুকু!!!

যাই হোক,
সঠিকভাবে ফাইল জমা দিন।

যারা আগামী বছরের জন্য আবেদন করবেন ভাবছেন প্রস্তুতি নিন এখন থেকে।

😳ফোঁকাস রাখুন ব্যাংক স্টেটমেন্ট+ স্পন্সরলেটার+ একোমডেশনে।

সকলের প্রতি শুভ কামনা রইলো।

#ভিসারেশিও

হাল ছাড়া যাবে না!!!আলহামদুলিল্লাহ❤ইতালি স্টুডেন্ট ভিসা ইস্যুড।ব্যাচেলর এপ্লিকেন্ট।এই ভিসা প্রসেসিংয়ে গল্প প্রায় ১ বছরেরও...
24/06/2025

হাল ছাড়া যাবে না!!!

আলহামদুলিল্লাহ❤
ইতালি স্টুডেন্ট ভিসা ইস্যুড।
ব্যাচেলর এপ্লিকেন্ট।

এই ভিসা প্রসেসিংয়ে গল্প প্রায় ১ বছরেরও বেশী সময়ধরে।

২০২৪ সেশনে অপ্রত্যাশিতভাবে রিজেক্ট হয়েছিলেন।
এক প্রকার হাল ছেড়েই দিয়েছিলেন।

২০২৫ সেশনে আমি নিজ দায়িত্বে ইতালিয়ান ভার্সিটিতে এডমিশনের জন্য আবেদন করেছিলাম পরবর্তীতে ভিসা আবেদনের জন্য প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পূর্ন করে গত রবিবার (২২ জুন ২০২৫) Vfs Global এর মাধ্যমে ফাইল ভিসার জন্য জমা দেওয়া হয়েছিলো।

ঠিক আজ মঙ্গলবার ভিসা ইস্যুড মেইল চলে আসে।

এপ্লিকেন্ট + ওর বাবা + ইতালিতে অবস্থিত ওর চাচা সবাই কল দিয়ে আনন্দ অশ্রুজলে যেভাবে শুকরিয়া আর কৃতজ্ঞতা জানিয়েছেন তা সত্যিই আমাকেও আরো একবার আনন্দ অশ্রুতে ভাসিয়েছে।প্রতি সফলতার পিছনে অনেক ত্যাগ,শ্রম আর অর্থ প্রয়োজন হয়।

শুকরিয়া ❤

আমি শুধু আমার অবস্থান থেকে চেষ্টা করেছিলাম,দায়িত্ব পালনে নূন্যতম পিছু ফিরি নি।

তাই বলব রিজেক্ট হয়ে থমকে গেলে চলবে না।
চেষ্টা চালিয়ে যেতে হবে।

প্রতিটি সফলার পিছনে গল্প থাকে।
আমার ঝুলিতে গল্প গুলো জমা হচ্ছে।
শেয়ার করবো শিঘ্রই।

পাশে থাকুন।
দোয়া প্রত্যাশী ❤🙏

আলহামদুলিল্লাহ ❤২০২৫ সেশনে ইতালি মাস্টার্স প্রোগ্রামে ভিসা ইস্যুড।ভিসার এই নিউজটা শুধু আমাকে খুশি করেনি আনন্দ অশ্রুজলে ভ...
19/06/2025

আলহামদুলিল্লাহ ❤

২০২৫ সেশনে ইতালি মাস্টার্স প্রোগ্রামে ভিসা ইস্যুড।
ভিসার এই নিউজটা শুধু আমাকে খুশি করেনি আনন্দ অশ্রুজলে ভাসিয়েছে।

এই আপুর বর তার নিজের স্ত্রীর উচ্চ শিক্ষার জন্য কতটা সিরিয়াস লাস্ট ৫ মাসে সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। গতকাল ভিসা আবেদন VFS GLOBAL এ জমা দিয়েছেন আমি মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য সেখানে খুব সকালে উপস্থিত ছিলাম।

আমি বিশ্বাস করেছিলাম ওনার ভিসা হবে।
ওনার প্রোফাইল + ডকুমেন্টস ভিসা পাওয়ার পথে এগিয়ে ছিলো। আর আমি শুধু আমার জায়গা থেকে চেষ্টা করে গেছি।

একটু আগে ওনার বর কল দিলেন,
কান্নাজলে মোবাইলের ওপাশ থেকে কথা বলেছেন এটা আসলে আবেগ নয় ভালোবাসা খুশির আনন্দ অশ্রু।

প্রতিটি সাকসেসে আমার অজান্তেই চোখে জল আসে।
আমি শুধু আমার চেষ্টা করেছিলাম।
দেখা হবে শিঘ্রই ❤

আমার প্রতিটি এপ্লিকেন্ট আমার শুধু ক্লাইন্ট ই না তারা একেকজন আমার সহযোদ্ধা ভাই বোন।

বিস্তারিত গল্প নিয়ে আসবো শিঘ্রই।
সবাই দোয়া করবেন ❤

#ভিসারেশিও

Indirizzo

Via Cappuccina 17d,, Mestre, Venezia
Venice
30172

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Shah Alam Shahin pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Shah Alam Shahin:

Condividi