Shah Alam Shahin

Shah Alam Shahin বৈচিত্রময় জগতে অদ্ভুত মানুষ গুলোর মাঝে আমি অতিসাধারণ মানুষ। I born in Bangladesh, Now i live in Italy for my higher education.

"Shah Alam Shahin Vlogs" is created to share my life experience with others through page & YouTube. I will share my experience,life style, daily life & Travel with all of you.

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:১। আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভু...
24/08/2025

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:

১। আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে।

২। পাসপোর্ট তৈরিঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
,
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)

৩। SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা।

৪। সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা।

৫। IELTS preparation: আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়।

৬। স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো

৭। আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা

৮। SOP লেখার প্রিপারেশনঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়।

৯। ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে।

১০। আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা।

১১। আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা

১২। ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা।

১৩। বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো।

১৪। যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন।

১৫।যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে

আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে ।

#সংগৃহীত

সমস্যা: বিদেশে পড়াশোনা বা কাজের জন্য শিক্ষাগত সার্টিফিকেট যাচাই করা সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং জটিল প্রক্রিয়া ছিল। এতে...
24/08/2025

সমস্যা:

বিদেশে পড়াশোনা বা কাজের জন্য শিক্ষাগত সার্টিফিকেট যাচাই করা সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং জটিল প্রক্রিয়া ছিল। এতে দূতাবাস ও বিদেশি কর্তৃপক্ষের কাছে একাধিকবার যেতে হতো, যা অনেকের জন্য চাপ, বিলম্ব এবং অতিরিক্ত খরচের কারণ হতো। যদি বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির জন্য সব সার্টিফিকেট অনলাইনে যাচাই করা যায়, তাহলে বছরে অন্তত ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে।

পরিবর্তন:

বাংলাদেশ এখন সম্পূর্ণ অনলাইন সনদ যাচাই এবং অ্যাপোস্টিল (Apostille) সিস্টেম চালু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পাবলিক ডকুমেন্ট যাচাইয়ের জন্য অ্যাপোস্টিল সনদ দেবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও নাগরিকরা অনলাইনে নিজেদের শিক্ষাগত সনদ ডিজিটালি যাচাই করাতে পারবে। এতে শিক্ষার্থী এবং নাগরিকরা তাদের শিক্ষাগত কাগজপত্র ডিজিটালি যাচাই করতে পারবেন, যার ফলে দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে যাওয়ার দরকার হবে না, সময় বাঁচবে, খরচ কমবে, জালিয়াতি রোধ হবে এবং এসব সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

• দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে শারীরিকভাবে যাওয়ার প্রয়োজন হবে না, ফলে
সময় ও শ্রম বাঁচবে।
• ম্যানুয়াল সত্যায়ন ও যাচাই প্রক্রিয়ার সাথে যুক্ত ফি কমে যাবে।
• ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে জাল সনদ ও প্রতারণা কমবে।
• সামগ্রিকভাবে, বিদেশে পড়াশোনা, চাকরি ও অভিবাসনের জন্য যাচাই প্রক্রিয়া সহজ হবে।

কেন এটি গুরুত্বপূর্ণ:

এই ডিজিটাল সিস্টেম ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ কাগজপত্রের প্রক্রিয়া দূর করে শিক্ষার্থী ও কর্মীদের দ্রুত ও সাশ্রয়ীভাবে তাদের ডকুমেন্ট যাচাই করাতে সাহায্য করবে, যা বৈশ্বিক সুযোগ পেতে সহায়ক হবে। এতে জাল সনদ রোধ হবে, এবং পুরো প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়বে, তরুণদের স্বপ্নপূরণের পথে এটি সহায়ক হবে।

©Chief Advisor Gov

Always Alhamdulliah ❤
23/08/2025

Always Alhamdulliah ❤

নৌ-পথে লিবিয়া দিয়ে ইতালি নিয়ে যাবে এমন দালালের সন্ধান থাকলে জানাইয়েন।
22/08/2025

নৌ-পথে লিবিয়া দিয়ে ইতালি নিয়ে যাবে এমন দালালের সন্ধান থাকলে জানাইয়েন।

ইতালির স্টুডেন্টস ভিসা প্রসেসিং আরো সহজ,গতিশীল এবং উন্নত সার্ভিস নিয়ে শিঘ্রই চমক আসছে......আপনাদের সহযোগিতা এবং দোয়া কাম...
21/08/2025

ইতালির স্টুডেন্টস ভিসা প্রসেসিং আরো সহজ,গতিশীল এবং উন্নত সার্ভিস নিয়ে শিঘ্রই চমক আসছে......

আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

লোভনীয় অফার দেখে ঝুঁকে পড়বেন না।মনে রাখবেন, লোভনীয় অফার মানেই ফাঁদ!!!বিশেষ করে যারা ইতালিতে স্টুডেন্টস ভিসায় যাবেন,স্কলা...
21/08/2025

লোভনীয় অফার দেখে ঝুঁকে পড়বেন না।
মনে রাখবেন, লোভনীয় অফার মানেই ফাঁদ!!!

বিশেষ করে যারা ইতালিতে স্টুডেন্টস ভিসায় যাবেন,
স্কলারশিপের লোভনীয় অফার, অনেক টাকা স্কলারশীপ পাবেন এইভাবে অনেকেই তাদের দিয়ে প্রসেসিং করিয়ে মাথায় হাত রেখেছেন।

সুতরাং
বিদেশ গমনে সঠিক তথ্যের বিকল্প নেই।
তথ্য জানা আপনার অধিকার।
তাই সঠিক তথ্য জেনেই বিদেশে গমনের সিদ্ধান্ত নিন।

মনে রাখবেন,
স্কলারশিপের আবেদন কিংবা স্কলারশিপের র্যাংকিংয়ে আপনার নাম আসা মানে এই নয় যে আপনার ভিসা শতভাগ নিশ্চিত ❌

স্কলারশিপের আবেদন আপনি করতে পারেন,
স্কলারশিপের র্যাংকিংয়ে আপনার নামও আসতে পারে কিন্তু ভিসা আবেদন সম্পূর্ন আলাদা বিষয়।
স্কলারশিপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সঠিক সময়ে জমা দিতে না পারলে আপনার সেই স্কলারশিপ আর এপ্রোভ হবে না। সুতরাং ভিসা আবেদন সঠিক সময়ে ভিসা এপ্রোভাল নিশ্চিত হয়ে দ্রুত স্কলারশিপের ডকুমেন্টস গুলো জমা দিতে হবে।

আপনি ভিসা নিশ্চিত হওয়ার পরেই আপনি স্কলারশিপের বেনিফিট পাবেন। তবে সেটার জন্য নির্দিষ্ট ক্রেডিট অথার্ৎ ভার্সিটির রিকয়ারমেন্ট কমপ্লিট করতে হবে আপনাকে।
তবেই আপনি দ্বিতীয় বছরেও স্কলারশিপ কন্টিনিউ করতে পারবেন।সেমিস্টার শেষে যদি নির্দিষ্ট ক্রেডিট কমপ্লিট না হয় সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কলারশিপের পাওনা অর্থ ফেরত দিতে ই হবে।

ইতালিতে গর্ভমেন্ট তথা বাংলাদেশে অবস্থিত ইতালি এম্বাসির নির্দেশনা মতে স্কলারশিপের আবেদন করা যায়।
পাশাপাশি রিজিওনাল স্কলারশিপ সহ টিউশন ফি ওয়েবার সহ একোমডেশন এবং ক্যান্টিন সুবিধা অনেকেই আবেদন করে সুবিধা নিতে পারেন তবে সেটার জন্য আপনাকে অবশ্যই ভার্সিটির রিকয়ারমেন্ট কমপ্লিট করতে হবে।
এই ছাড়া স্কলারশিপের টাকা গুলো আপনি এক সাথে দুই বছর কিংবা তিন বছরের জন্য পাবেন না। সেই টাকা গুলো প্রতি বছর ধাপে ধাপে আপনি রিকয়ারমেন্ট কমপ্লিট করার মাধ্যমে পাবেন।

স্কলারশিপ পেয়েছেন ভেবে অনেকেই ব্যাংক স্টেটমেন্টের প্রতি ফোঁকাস রাখেন না যার কারনে স্কলারশিপ থাকা সত্ত্বেও অনেকের ভিসা ইস্যু হয় না।

সুতরাং ভিসার জন্য vfs Global এবং ইতালি এম্বাসির রিকয়ারমেন্ট গুলো শতভাগ নিয়ম মেনে ফাইল ভিসার জন্য জমা দিন।

এই তথ্য গুলোর সাথে আপনার কাছে যদি নতুন কোন তথ্য থাকে তাহলে শেয়ার করতে পারেন।

সবার জন্য শুভ কামনা রইলো।

ইতালি স্টুডেন্টস ভিসা সংক্রান্ত যে কোন তথ্যের প্রয়োজন হলে জানাবেন। আমার কনসালটেন্সি সম্পূর্ন ফ্রি। তবে মেসেজ দিয়ে ধৈর্য্য রাখতে হবে কেননা, এই বছরের ভিসা আবেদন গুলোর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি।

আপনাদের সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ ❤💚

20/08/2025

আগামী ৩০ আগস্টের মধ্যে মালেশিয়া থেকে বাংলাদেশে কেউ আসবেন???

কেউ যদি আসেন অনুগ্রহ করে জানাবেন।

অগ্রিম ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ ❤অভিনন্দন Tanzim Ahmed Uday  ভাই ❤হাঙ্গেরি থেকে ইতালি স্টুডেন্টস ভিসা ইস্যুড।যারা ইউরোপের বিভিন্ন দেশে  ব...
18/08/2025

আলহামদুলিল্লাহ ❤
অভিনন্দন Tanzim Ahmed Uday ভাই ❤
হাঙ্গেরি থেকে ইতালি স্টুডেন্টস ভিসা ইস্যুড।

যারা ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে আছেন ইতালিতে বৈধভাবে প্রবেশ করুন, অবৈধভাবে প্রবেশ থেকে বিরত থাকুন।

বিস্তারিত আসছে.......

17/08/2025

সৌন্দর্যের চাহিদা সম্পর্ক অবধি,
আর মায়ার সম্পর্ক মৃত্যু অবধি!

আপনি যদি ২০২৬-২০২৭ সেশনে ইতালিতে অনার্স/মাস্টার্স করতে চান তাহলে আপনার এখনই উচিত দ্রুত যে কোন একটা ভালো ব্যাংকে আপনার এব...
16/08/2025

আপনি যদি ২০২৬-২০২৭ সেশনে ইতালিতে অনার্স/মাস্টার্স করতে চান তাহলে আপনার এখনই উচিত দ্রুত যে কোন একটা ভালো ব্যাংকে আপনার এবং আপনার স্পন্সরের ব্যাংক একাউন্ট না থাকলে দ্রুত একাউন্ট তৈরী করা।

পাশাপাশি স্টেটমেন্টের জন্য একটি আদর্শ পরিকল্পনা করা যাতে আগামী বছর এই সময়ে আপনার এবং স্পন্সরের একাউন্টে মিনিমাম ১০ লাখ টাকা থাকে।
লেনদেন গুলো এমন ভাবে করুন যাতে আপনার সোর্স অফ ইনকামের সাথে সামঞ্জস্য থাকে।

এভনর্মাল লেনদেন করা থেকে বিরত থাকুন ❌
হঠাৎ করেই অনেক গুলো টাকা ডিপোজিট এড়িয়ে চলুন।

যে কোন প্রয়োজনে ইমেল কিংবা ইনবক্সে মেসেজ করুন এবং অপেক্ষা করুন।

যারা এই বছর আবেদন করেছেন তাদের কাজগুলো করার কারনে রিসপোন্স দেরিতে পাচ্ছেন। আশা করি সেমিস্টার শুরুর আগেই নতুন তথ্য গুলো শেয়ার করবো।

সবার জন্য শুভ কামনা রইলো 💜❤

অভিনন্দন ❤Shahidul islam এবং Amirul Siam ভাই।গত ১৭ এপ্রিল Budapest, Hungary তে ইতালির স্টুডেন্ট ভিসা প্রত্যাশী  কয়েকজন ভ...
15/08/2025

অভিনন্দন ❤
Shahidul islam এবং Amirul Siam ভাই।

গত ১৭ এপ্রিল Budapest, Hungary তে ইতালির স্টুডেন্ট ভিসা প্রত্যাশী কয়েকজন ভাই ব্রাদারদের সাথে দেখা করতে গিয়েছিলাম।

যদিও স্যোসাল মিডিয়ার মাধ্যমেই তাদের সাথে পরিচয় হয়েছিলো। পরবর্তীতে সরাসরি দেখা। ধীরে ধীরে সুসম্পর্ক গড়ে উঠে। আমি চেষ্টা করি প্রতিটি স্টুডেন্টসদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে, যেন সারাজীবন তাদের সাথে ভালো সম্পর্ক বজায় থাকে। এখন অব্দি বিগত বছর থেকে এখন অব্দি যাদেরকে সাপোর্ট দিয়েছিলাম এখন অব্দি সবার সাথে সুসম্পর্ক রয়েছে শুধুমাত্র দুই-একজন ছাড়া।
সুসম্পর্ক বজায় রাখতে উভয় পক্ষকে হতে হবে সৎ, বিনয়ী এবং লেনদেনের স্বচ্ছতা।

স্টুডেন্ট ভিসা প্রসেস করতে গিয়ে পরিচয় হয় অনেকের সাথে,কেউ পেইজ থেকে তথ্য নিতে নক দেন আবার অনেকে সরাসরি প্রসেস সংক্রান্ত সাপোর্ট নিতে নক যোগাযোগ করে থাকেন।

আমি সর্বোচ্চ চেষ্টা করি, ওনাদের প্রোফাইল এনালাইসিস করে সঠিক পরামর্শ দেওয়ার জন্য।

Shahidul Islam & Amirul Siam ভাইয়ের ফাইল প্রসেসিংকালে অনেক কথা হয় এবং আমি সর্বোচ্চ সাপোর্ট দিয়েছিলাম। আজকে ভিসা পেয়েছেন।

শিঘ্রই ইতালিতে দেখা হবে 💚

যারা ইউরোপ বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইতালিতে স্টুডেন্টস হিসেবে আসতে চান তাদের জন্য আরো বেশ কিছু তথ্য নিয়ে শিঘ্রই আসবো।

শুভ কামনা সবার জন্য 🤝

আলহামদুলিল্লাহ ❤অভিনন্দন Amirul Siam ভাইয়া।হাঙ্গেরি থেকে ইতালি স্টুডেন্টস ভিসা ইস্যুড।University of Sapienza Rome.Bachel...
15/08/2025

আলহামদুলিল্লাহ ❤
অভিনন্দন Amirul Siam ভাইয়া।
হাঙ্গেরি থেকে ইতালি স্টুডেন্টস ভিসা ইস্যুড।
University of Sapienza Rome.
Bachelor Program.

বেশ কয়েকটি ভার্সিটি থেকেই অফারলেটার পেয়েছিলেন। Tolc score ও ভালো ছিলো।

ভিসা হওয়ার জন্য যাবতীয় সব কাজই করেছিলাম।
ভিসা নিয়ে প্রত্যাশী ছিলাম আমরা।

আমার প্রতিটি এপ্লিকেন্টদের সাথে আমার সুসম্পর্ক থাকে। তবে ব্যতিক্রমীও থাকতে পারে। তবে ওনার সাথে অনেক দিনের পরিচয়। অবশেষে হাঙ্গেরির পর ইতালি শিঘ্রই দেখা হবে।

যারা ইউরোপ বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইতালিতে স্টুডেন্টস হিসেবে আসতে চান তাদের জন্য আরো বেশ কিছু তথ্য নিয়ে শিঘ্রই আসবো।

Indirizzo

Via Cappuccina 17d,, Mestre, Venezia
Venice
30172

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Shah Alam Shahin pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Shah Alam Shahin:

Condividi