
21/08/2025
⛔ ইতালিতে গুরুত্বপূর্ণ ঘোষণা – 2021/2022 কোটার সকল নুল্লা ওস্তা বাতিল।
ইতালির ইমিগ্রেশন অফিস জানিয়েছে, Decreto Flussi 2021/2022 কোটার আওতায় দেওয়া নুল্লা ওস্তা (কাজের অনুমতি) যদি ৬ মাসের মধ্যে ব্যবহার না হয়, তাহলে তা আইন অনুযায়ী (D.P.R. 394/1999, art. 31, c.4) স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
👉 এটি শুধু নাপলি শহরের জন্য নয়, বরং ইতালির সব শহরে জন্য কার্যকর।
📌 গুরুত্বপূর্ণ দিক:
✅ কর্মী ইতালিতে প্রবেশ না করলে বা নিয়োগকর্তা কনভার্সনের আবেদন না করলে নুল্লা ওস্তা বাতিল হবে।
✅ বাতিলের খবর জানানো হবে “Portale Servizi Immigrazione”-এ।
✅ যার নুল্লা ওস্তা বাতিল হয়েছে, তারা চাইলে ৬০ দিনের মধ্যে আপিল করতে পারবেন।
⚖️ আপিলের উপায়:
1️⃣ প্রশাসনিক আপিল Prefetto-এর কাছে
2️⃣ আদালতের মাধ্যমে আপিল (Tribunale Amministrativo Regionale - TAR)