Sumon On The Go-Europe

Sumon On The Go-Europe EUROPE VIEW

উদ্দিন -ইতালি
03/12/2025

উদ্দিন -ইতালি

নিজেকে কখনো 'ডিসকাউন্ট'-এ বিক্রি করবেন না। আপনি হলেন 'লিমিটেড এডিশন'। যার কপালে নেই, সে আপনার মর্ম বুঝবে না। সো ইনজয় ইউ...
03/12/2025

নিজেকে কখনো 'ডিসকাউন্ট'-এ বিক্রি করবেন না। আপনি হলেন 'লিমিটেড এডিশন'। যার কপালে নেই, সে আপনার মর্ম বুঝবে না। সো ইনজয় ইউর সেলফ.....

🇮🇹 পৃথিবীতে প্রবাসীরা একমাত্র প্রাণী, যারা অন্যের সুখ খুঁজতে গিয়ে নিজের সুখটাই হারিয়ে ফেলে. এটাই বাস্তব।
03/12/2025

🇮🇹 পৃথিবীতে প্রবাসীরা একমাত্র প্রাণী, যারা অন্যের সুখ খুঁজতে গিয়ে নিজের সুখটাই হারিয়ে ফেলে. এটাই বাস্তব।

02/12/2025

হযরত আইয়ুব (আঃ)-এর ঘর পুড়ে গেল, খামার নষ্ট হলো, সন্তান হারালেন, স্ত্রী চলে গেলেন, নিজেও অসুস্থ হলেন।এত কষ্ট, এত বিপদ। কিন্তু তিনি ভরসা হারালেন না। দেহ দুর্বল হলো, কিন্তু আল্লাহর স্মরণ দুর্বল হলো না।
আর তখনই আল্লাহ বললেন-
“আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। সে কত উত্তম বান্দা। নিশ্চয়ই সে ছিল আমার দিকে ফিরে আসা বান্দা।”

অন্যদিকে হযরত সুলাইমান (আঃ) ছিলেন রাজা, নবী, ক্ষমতা ও প্রাচুর্যের অধিকারী। আল্লাহ তাঁকে এমন নিয়ামত দিলেন যা আর কাউকে দেওয়া হয়নি। বাতাস তাঁর বশে।জিন তাঁর অধীনে। রাজত্ব তাঁর হাতে। কিন্তু এত ক্ষমতা, সম্পদ, সম্মান। একটুও তাকে আল্লাহ থেকে দূরে টেনে নিতে পারেনি। তিনি প্রতিটি নিয়ামতের পেছনে আল্লাহকে দেখতেন। শোকর করতেন। বিনয় হারাতেন না।
তার বর্ণনায়ও আল্লাহ একই ঘোষণা দিলেন-
“আমি দাউদকে সুলাইমান দান করেছি। সে কত উত্তম বান্দা!নিশ্চয়ই সে ছিল আল্লাহমুখী, বারবার আল্লাহর দিকে ফিরে আসা।”

একজন সব হারিয়ে উত্তম বান্দা। আরেকজন সব পেয়ে উত্তম বান্দা।
দুজনের পরীক্ষা আলাদা, পথ আলাদা। কিন্তু আল্লাহর দৃষ্টিতে দু’জনই সমান সম্মানিত।

আল্লাহ কখনো কষ্ট দিয়ে কাছে টানেন। কখনো আবার প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন।
যে কষ্টে ধৈর্য ধরে, সে আল্লাহর প্রিয়। যে প্রাচুর্যে শোকর করে, সেও আল্লাহর প্রিয়।

এই পৃথিবী পরীক্ষারই জায়গা।
তাই ভরসা রাখি শুধুমাত্র আল্লাহর উপর। আল্লাহর সিদ্ধান্তের উপর।

25/11/2025
17/11/2025

বাবারা ভালো থাকার জন্য বাঁচে না,
ভালো রাখার জন্য বাঁচে.. ❤️

03/11/2025

মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায়, আর শক্তিশালীর চামচামি করে!

05/10/2025

"পড়ে গেলে নিজে উঠতে শিখো ! কারণ, তুমি টাকা নও যে লোক তোমাকে উঠাবে"

ক্ষমতা থাকা মানে দায়িত্বের ভার বহন করা.!!কাউকে তুচ্ছ করা নয়..!!🗣️💯
30/09/2025

ক্ষমতা থাকা মানে দায়িত্বের ভার বহন করা.!!
কাউকে তুচ্ছ করা নয়..!!🗣️💯

17/09/2025

কাজের প্রতি দায়িত্বশীলতা – সাফল্যের প্রথম ধাপ 💼✨ "

08/09/2025

✨ **যার স্বপ্ন বড়, তার ঘুম ছোট।**
কারণ—
যে মানুষ শুধুই বাঁচার জন্য বাঁচে, তার জীবনে আরাম-আয়েশই যথেষ্ট।
কিন্তু যে মানুষ **বড় কিছু করতে চায়**, তার কাছে ঘুম নয়, **স্বপ্নই সবচেয়ে জরুরি।**

🌙 **রাত জেগে কাজ করে** সে,
🚫 ব্যর্থতায় ভেঙে না পড়ে, বরং **পুনরায় উঠে দাঁড়ায়**,
🛌 আরাম-আয়েশের মায়া ছেড়ে **অভিনব কিছু গড়তে চায়।**
কারণ সে জানে—
👉 **এই স্বপ্নই একদিন তার জীবন বদলে দেবে।**

💥 মনে রাখুন:
🔸 **স্বপ্ন যদি বড় হয়, সংগ্রামও হবে বিশাল।**
🔸 আর **সংগ্রাম বড় হলেই**, সফলতা হবে **অসাধারণ!**

#স্বপ্নবড়

Indirizzo

Venice

Telefono

01970890813

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Sumon On The Go-Europe pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Sumon On The Go-Europe:

Condividi