ইতালি ভেনিস প্রবাসি-Italy Venice probashi

  • Casa
  • Italia
  • Venice
  • ইতালি ভেনিস প্রবাসি-Italy Venice probashi

ইতালি ভেনিস প্রবাসি-Italy Venice probashi আসসালামুআলাইকুম,
এ পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন🇧🇩🇮🇹

আসসালামু আলাইকুম, সতর্ক হউন ভাই/বোনেরা!আজ ০৪/০৯/২০২৫ ইং সন্ধ্যা (আনুমানিক) ৬,২০ মিনিটে  ভিয়া কল মস্কিন ৩,মেস্ত্রে ভেনিস।...
04/09/2025

আসসালামু আলাইকুম, সতর্ক হউন ভাই/বোনেরা!
আজ ০৪/০৯/২০২৫ ইং সন্ধ্যা (আনুমানিক) ৬,২০ মিনিটে ভিয়া কল মস্কিন ৩,মেস্ত্রে ভেনিস।এক বাংলাদেশি তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান। স্থানীয় পুলিশ,কারাবিনিয়েরি এবং এম্বুলেন্স এসে জরুরি চিকিৎসা দেয়ার পর তাকে মেস্ত্রের অ্যাঞ্জেলো হাসপাতালে নিয়ে যান।আল্লাহ জানেন কি অবস্থায় আছেন এখন।আল্লাহ সহায় হউক

29/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

22/08/2025
মেয়ের নাম জেমি বিনতে আরোহী! আইডি কার্ডে আসছে জমি কিনতে আগ্রহী😆😆😆😆
15/08/2025

মেয়ের নাম জেমি বিনতে আরোহী!
আইডি কার্ডে আসছে জমি কিনতে আগ্রহী😆😆😆😆

একটি দুঃসংবাদ ও মর্মান্তিক  শোক সংবাদ!ইতালির মালভানো লেকের পানিতে ডুবে ১২ বছর বয়সী বাংলাদেশি কিশোরের মৃত্যু। আজ সকালে ভ...
14/08/2025

একটি দুঃসংবাদ ও মর্মান্তিক শোক সংবাদ!
ইতালির মালভানো লেকের পানিতে ডুবে ১২ বছর বয়সী বাংলাদেশি কিশোরের মৃত্যু। আজ সকালে ভেনিস মেসরে থেকে ভৈরব বাসীর পিকনিক পার্টিতে পরিবারসহ ছেলেটি সেখানে যায় । তার বাবা ভৈরবের শম্ভুপুর গ্রামের জনাব আবু বক্কর। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। দীর্ঘ সময় ছেলেটিকে খুঁজে না পাওয়ার পর, ইতালির ডুবুরিদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পর ,পানির তল থেকে কিশোর ছেলেটিকে উদ্ধার করা হয় এবং হেলিকপ্টার যুগে হাসপাতাল নেয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর কর্তব্যরত ডাক্তার কিছুক্ষণ পূর্বে তাকে মৃত ঘোষণা করেন।শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি - আমিন।

মানুষ কখনও পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক ...
08/08/2025

মানুষ কখনও পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি। কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, যে কারণে প্রায়ই আমরা ইট পাথরে পা হড়কে পড়ে যাই।

জীবনের মতোই, সম্পর্কের পথও এরকমই। একটি সম্পর্ক – সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন – কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময়মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়ত তেমন একটা গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। একটা সময়ে গিয়ে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না, বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান।

আমরা অনেক সময় ভাবি, “এতো ছোট একটা বিষয়, ও এতটা রাগ করল কেন?” কিন্তু ওই ছোট্ট বিষয়টাই হয়ত তার কাছে বড় ছিল। হয়ত সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল, হয়ত ও একটুখানি বেশি সময় চেয়েছিল, হয়ত আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে।

তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার।

সময়মতো একটি মেসেজ, ক্লান্ত দিনে এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি, কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা — এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আজীবনের বন্ধন গড়ে তোলে।

সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা। তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা। একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, একটুখানি গুরুত্ব দেওয়া, একটুখানি সহানুভূতি — এগুলোই একটি সম্পর্কের মেরুদণ্ড।

মনে রাখবেন, সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা, জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে ওই ছোট ছোট খুঁটিনাটিতেই!

“ইতালির রোম শহরে গুলিবিদ্ধ একজন প্রবাসী বাংলাদেশী”অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যা,ইতালির রোম শহরের Tor Bella Monaca...
08/08/2025

“ইতালির রোম শহরে গুলিবিদ্ধ একজন প্রবাসী বাংলাদেশী”

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যা,ইতালির রোম শহরের Tor Bella Monaca এলাকায় বাংলাদেশী প্রবাসী ও ব্যবসায়ী জনাব কামরুজ্জামান রতন দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিক সুত্রে জানা গেছে,ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সশস্ত্র রতন সাহেবের ব‍্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং হাত ও পায়ে ৩ টি গুলি করেন।

Tor Bella Monaca এলাকাটি নিঃসন্দেহে একটি সন্ত্রাসী এলাকা যেখানে দিনে দুপুরেই নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়।

উল্লেখ্য যে,২০২৫ সালে দুজন বাংলাদেশী প্রবাসীর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মৃত্যু হয় এবং অসংখ্য আহতের ঘটনা ঘটে এবং পর্যায়ক্রমে ঘটছে সুতরাং আমাদের এ ব‍্যপারে পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।না হলে এসব ঘটতেই থাকবে…

Indirizzo

Venice

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando ইতালি ভেনিস প্রবাসি-Italy Venice probashi pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a ইতালি ভেনিস প্রবাসি-Italy Venice probashi:

Condividi