11/08/2025
নেগেটিভিটি ছড়াতে চাই না কিন্তু পজেটিভলি যে কিছু নেগেটিভিটি ছড়াচ্ছে তাই নিয়ে একটু না বললেই নয়। কারণ যা ছড়াচ্ছে তা মোটেও স্বস্তিজনক নয়।
সুনেহরা দুশ টাকার শাড়ি পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। দুশ টাকার শাড়িতে সুনেহরাকে অপ্সরী লাগছে। এত টাকাওলা হয়েও সুনেহরা দুশ টাকার শাড়িতে লজ্জা পাচ্ছে না। অথচ আমাদের ঘরের বউ মেয়েদের এই দুশ টাকার শাড়ি দিলে জীবনেও পরবে না।
বাস্তবে আসেন।
সুনেহরা এই দুশ টাকার শাড়ি পরেছে কন্টেন্ট বানাতে। বাস্তবে কোথাও বেড়াতে যেতে, কোনো পার্টিতে ও এই শাড়ি পরবে না। এই শাড়ি বাস্তবে এতটা উজ্জ্বল না, এতটা কালারফুল না। ওর মেকআপ, হেয়ারস্টাইল, কোরিয়গ্রাফি, ব্যাকগ্রাউন্ড (শ্যুটিংস্পট), এডিটিং সব মিলিয়ে আমরা দেখছি। তাই এতটা ভাল লাগছে।
বাস্তবে আমরা এই শাড়ি পরলে জীবনেও এতটা সুন্দর লাগবে না যতটা স্ক্রিনে ওকে লাগছে। বাস্তবে এই শাড়ি পরা কোনো মেয়েকে দেখলে আপনারা এত উচ্ছসিত হবেন না কারণ বাস্তবতাকে তো আর এডিট করে কালারফুল করা যায় না, মিউজিক বসানো যায় না।
সুনেহরা ওয়াইফ ম্যাটেরিয়াল যে বলছেন, কেন বলছেন ভাই? খালি দুশ টাকার শাড়িই দেখছেন আর ও যে দামি স্কিনকেয়ার প্রডাক্ট, দামি মেকআপ আইটেম ব্যবহার করছে; দামি বাসার দামি রুমে এসিতে বসে সাজছে ঐগুলা কে দেখবে!
ও কী করছে ও জানে। ও যা করছে এতে ওর উন্নতি হচ্ছে। ওর ফিল্ডে ও এগিয়ে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর হিশেবে ক্যারিয়ার গড়ে নিচ্ছে। যদি কিছু শিখতে হয় তো কীভাবে কন্টেন্ট বানিয়ে টাকা কামানো যায় তা শিখেন। কীভাবে স্যোশাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে নিজেকে একটা জায়গায় নেয়া যায় তা শিখেন।
এছাড়া বাকি সব আলাপ ভুয়া।
লেখাঃ লীলাবতী