Sadiya’s Diary

Sadiya’s Diary Assalamualaikum🥰
Welcome to my page 🇧🇩🇮🇹

18/12/2025

আইডিয়াটা অনেক সুন্দর🥹❤️✨☃️ ゚viralシfypシ゚viralシalシ

14/12/2025

December vibes🇮🇹☃️💙✨

14/12/2025

একজন সঠিক জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার👩‍❤️‍👨❤️🇮🇹

25/11/2025

এতো জোরে দুয়া পড়ে , 🙂অতপর নিজের দুয়া ই ভুলে জেতে হয়🥲🕋🤲🏻

That one Asian Travel group that's makes you forget your whole Dua list🥲🙂

18/11/2025

Clock tower Mecca 🕋✨

14/11/2025

Snowfall trend❄️⛄️✨এটা আগের snowfall video, ইনশাআল্লাহ্ সামনে আবার হবে🥰❄️

12/08/2025

এটা কে বানিয়েছে ভাই😂😂 ???

12/08/2025

বাংলাদেশ. ❌. সিঙ্গাপুর✅। মালয়শিয়া✅🙂🙂

নেগেটিভিটি ছড়াতে চাই না কিন্তু পজেটিভলি যে কিছু নেগেটিভিটি ছড়াচ্ছে তাই নিয়ে একটু না বললেই নয়। কারণ যা ছড়াচ্ছে তা মোটেও স...
11/08/2025

নেগেটিভিটি ছড়াতে চাই না কিন্তু পজেটিভলি যে কিছু নেগেটিভিটি ছড়াচ্ছে তাই নিয়ে একটু না বললেই নয়। কারণ যা ছড়াচ্ছে তা মোটেও স্বস্তিজনক নয়।

সুনেহরা দুশ টাকার শাড়ি পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। দুশ টাকার শাড়িতে সুনেহরাকে অপ্সরী লাগছে। এত টাকাওলা হয়েও সুনেহরা দুশ টাকার শাড়িতে লজ্জা পাচ্ছে না। অথচ আমাদের ঘরের বউ মেয়েদের এই দুশ টাকার শাড়ি দিলে জীবনেও পরবে না।

বাস্তবে আসেন।
সুনেহরা এই দুশ টাকার শাড়ি পরেছে কন্টেন্ট বানাতে। বাস্তবে কোথাও বেড়াতে যেতে, কোনো পার্টিতে ও এই শাড়ি পরবে না। এই শাড়ি বাস্তবে এতটা উজ্জ্বল না, এতটা কালারফুল না। ওর মেকআপ, হেয়ারস্টাইল, কোরিয়গ্রাফি, ব্যাকগ্রাউন্ড (শ্যুটিংস্পট), এডিটিং সব মিলিয়ে আমরা দেখছি। তাই এতটা ভাল লাগছে।

বাস্তবে আমরা এই শাড়ি পরলে জীবনেও এতটা সুন্দর লাগবে না যতটা স্ক্রিনে ওকে লাগছে। বাস্তবে এই শাড়ি পরা কোনো মেয়েকে দেখলে আপনারা এত উচ্ছসিত হবেন না কারণ বাস্তবতাকে তো আর এডিট করে কালারফুল করা যায় না, মিউজিক বসানো যায় না।

সুনেহরা ওয়াইফ ম্যাটেরিয়াল যে বলছেন, কেন বলছেন ভাই? খালি দুশ টাকার শাড়িই দেখছেন আর ও যে দামি স্কিনকেয়ার প্রডাক্ট, দামি মেকআপ আইটেম ব্যবহার করছে; দামি বাসার দামি রুমে এসিতে বসে সাজছে ঐগুলা কে দেখবে!

ও কী করছে ও জানে। ও যা করছে এতে ওর উন্নতি হচ্ছে। ওর ফিল্ডে ও এগিয়ে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর হিশেবে ক্যারিয়ার গড়ে নিচ্ছে। যদি কিছু শিখতে হয় তো কীভাবে কন্টেন্ট বানিয়ে টাকা কামানো যায় তা শিখেন। কীভাবে স্যোশাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে নিজেকে একটা জায়গায় নেয়া যায় তা শিখেন।
এছাড়া বাকি সব আলাপ ভুয়া।

লেখাঃ লীলাবতী

06/08/2025

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি 🇧🇩🙃

28/07/2025

কেমন ছিল প্রথমবার ইতালিয়ান কাপল এর বিয়ের এক্সপেরিয়েন্স??? 🇧🇩🇮🇹

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধুকে ...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

Indirizzo

Venice

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Sadiya’s Diary pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi