Salma akther.

Salma akther. ধৈর্য্য মানুষকে ঠকায় না, 😊
বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। ❤
ইনশাআল্লাহ 🤲🏻🤲🏻

”পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব এটা ভুল কথা। পৃথিবীতে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের অভাব। ভালো থাকা বলতে শু...
26/02/2025

”পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব এটা ভুল কথা। পৃথিবীতে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের অভাব। ভালো থাকা বলতে শুধুই টাকা-পঁয়সা সোনা গহনায় মুড়ানো চকচকে কোনো জীবন নয়, ভালো থাকা বলতে আমি বুঝি একটা মানুষ আরেকটা মানুষকে বুঝতে পারা। তার দু'টো কথা মন দিয়ে শোনার মতো মানুষিকতা থাকা, তার সঙ্গীর ছোট ছোট কাজকে গুরুত্ব দেয়া।

আজকাল মানুষ ভালোবেসে দামি ঘড়ি দিলেও সময় দেয় না। ভালো রেস্টুরেন্টে খেলেও খুব আদুরে করে কপালে একটা চুমু খায় না। ওটা লেইম কাজ মনে করে, ওটা লেইম না। ওই ছোট ছোট ব্যাপারগুলোই সম্পর্ক সুন্দর করে।

পৃথিবীর কোনো মানুষি নিখুঁত নই। ভালোবাসি মানে তোমার গালের লালচে ব্রন'কেও আমি ভালোবাসি। ভালোবাসি তোমার ছোটখাটো ভুল, তোমার চঞ্চলতা, তোমার রাগ অভিমান সবকিছু।

সোনার পালঙ্কে বসে ফেসবুকে দু' চার লাইন ভালোবাসার কথা লেখা সহজ। খরচের পয়শা বাঁচিয়ে একটা গোলাপ কিনে বাড়ি ফেরা সহজ না। ওটা করতে নিখুঁত ভালোবাসা লাগে। এই ধূলোর পৃথিবীতে যত সম্পর্ক ভেঙেছে কাঁচের গ্লাসের মতো তার অর্ধেক কারণ ছিল যত্নহীনতা।

আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি সুন্দর, আর তোমাকে যত্ন করলেই তোমার আশপাশও সুন্দর হয়ে ওঠে। পুরুষের যত্নে প্রেম থাকলে নারীর পৃথিবী স্বর্গ হয়ে ওঠে। একজন নারীর সোন্দর্য মূলত তার পুরুষের যত্নের সমান।💖🌸🖇️

স্বামী জান আমাকে কখনো অবহেলা করো না..! মা বাবা ভাই বোন সবাইকে পর করে তোমার কাছে এসেছি.! দুনিয়াতে আমার সবচেয়ে বিশ্বাসের...
18/02/2025

স্বামী জান
আমাকে কখনো অবহেলা করো না..!
মা বাবা ভাই বোন সবাইকে পর করে তোমার কাছে এসেছি.!

দুনিয়াতে আমার সবচেয়ে বিশ্বাসের স্থান হলো তোমার বুক..!
বাবা মার পরে তুমি সেই যার সাথে সারাজীবন থাকার প্রতিশ্রুতি নিয়েছি..!
তাই আমাকে কখনো কষ্ট দিও না সহ্য করতে পারবো না । 🌸🖤

তুমি বলেছিলে আমি যেন বদলে যাই,কমিয়ে দিই বারবার ফোন করা,ফিরিয়ে রাখি সব আবেগের ইচ্ছা।দেখো, আজ আমি কেমন নীরব হয়ে গেছি।আর ফো...
10/02/2025

তুমি বলেছিলে আমি যেন বদলে যাই,
কমিয়ে দিই বারবার ফোন করা,
ফিরিয়ে রাখি সব আবেগের ইচ্ছা।
দেখো, আজ আমি কেমন নীরব হয়ে গেছি।
আর ফোন দেই না, মেসেজও না।
তোমার ইচ্ছে পূরণ করতেই শিখে গেছি দূরত্ব বজায় রাখতে।

___❐ s~

05/08/2024

বলোঃ হে আল্লাহ! বিশ্ব–জাহানের মালিক! তুমি যাকে চাও রাষ্ট্রক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নাও। যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান করো এবং যাকে চাও লাঞ্ছিত ও হেয় করো। কল্যাণ তোমার হাতেই নিহিত। নিঃসন্দেহে তুমি সবকিছুর ওপর শক্তিশালী।

আলে-ইমরান : ২৬

সুখটা দেখানো যায়দু:খ না।
02/06/2024

সুখটা দেখানো যায়
দু:খ না।

Indirizzo

Vinci

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Salma akther. pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Salma akther.:

Condividi

Digitare