05/10/2025
আপনাদের উদ্দেশে ;
জাপানের নতুন সরকার কে জানাই Congratulations.
জাপানের মতো বড় অর্থনীতির দেশে কোন প্রেসিডেন্ট ই বেশিদিন টিকে না। এরা নিজে থেকেই সরে যায়।
কারণ এতো বড় অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়া অনেক কঠিন কাজ। তারপর বহির্বিশ্বের প্রেশার তো আছেই।
এইসব দেশের মানুষ জন অনেক স্ট্যাবল , খুব বেশি তারা রাজনীতি নিয়ে ভাবে না।
দেশ হিসাবে জাপানের একটা পলিসি আছে , সরকার প্রধান সেই পলিসি গুলো একে একে শেষ করে।
এইসব দেশে সরকার চেঞ্জ হলেও পলিসির তেমন কোনো চেঞ্জ হয় না।
সুতরাং আপনারা যারা বৈধ ভাবে জাপানে পড়াশোনা কিংবা কাজ করতে আসতে চান তাদের কোনো অসুবিধা হবার কথা না।
তবে জাপানে যারা ট্যাক্স দেয়না , রুল ভঙ্গ করে , অবৈধ ভাবে ভিসা বানায় , বিভিন্ন অন্যায় এর সাথে যুক্ত তাহের জন্য কিছুটা কঠিন রুল হতে যাচ্ছে। এটাই স্বাবাভিক এবং আমি ও সাপোর্ট করি।