02/11/2025
                                            🌹বিসমিল্লাহির রহমানির রহিম🌹
   আসসালামু আলাইকুম 
UNITY Of Cumilla SSC -2001 Foundation  কর্তৃক আয়োজনে সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান "সোনা মণিদের প্রতিভার আসর ২০২৫ খ্রি: " অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং উক্ত অনুষ্ঠানটি দুইটি বিভাগ এ বিভক্ত করে পরিচালনা করা হবে।
১)" ক " বিভাগ _ কেজি থেকে ২য় শ্রেণি।
 ২)"খ " বিভাগ _ ৩য় থেকে ৫ ম শ্রেণি
উক্ত অনুষ্ঠানটি যথাযথ ভাবে সুন্দর ও পরিপাটি ভাবে সম্পুর্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিচারক মন্ডলীর ভূমিকা অপরিসীম।
১) পবিত্র কুরআন তেলাওয়াত : বিল্লাল হোসাইন আরজু
পবিত্র গীতা/ পবিত্র ত্রিপিটক হতে পাঠ :
 কৃষ দেব ।
 বিশ্বজিৎ ভৌমিক
২) ধর্মীয় সংগীত : 
ইসলাম : বিল্লাল হোসাইন আরজু
হিন্দু ধর্মীয় বা অন্যান্য : 
অপূর্ব দত্ত ।
 বিশ্বজিৎ ভৌমিক
৩) ছড়া / কবিতা: 
সুপ্রিয়া টুম্পা ।
 মাকসুদা সুলতানা 
৪) সংগীত পরিবেশনা ( দেশের গান) : 
বিল্লাল হোসাইন আরজু ।
বিশ্বজিৎ ভৌমিক
৫) নৃত্য পরিবেশনা : 
হাবিবা লিপি 
সাফুরা সুলতানা (এনি )
৬) প্যারাগ্রাফ : ( শুধু মাত্র খ বিভাগ এর প্রতিযোগিদের জন্য)
প্রতিযোগিদের সুবিধার্তে নাম উল্লেখ করা হলো 
Duty towards own parents
হাবিবা লিপি ।
 কৃষ দেব
৭) সাধারণ জ্ঞান : 
( শুধু মাত্র খ বিভাগ এর জন্য)  
ধর্মীয় বিষয় ব্যতিত সকল বোর্ড বই থেকে প্রশ্ন করা হবে  একটি নির্দিষ্ট দিনে ভিডিও কল এর মাধ্যমে।
উক্ত বিষয়ের প্রতিযোগিরা আগামী ০৫.১১.২০২৫ ইং এর মধ্যে কৃষ দেব অথবা হাবিবা লিপি এর কাছে নাম লিপিবদ্ধ করতে হবে। 
১নং থেকে ৬ নং পর্যন্ত বিষয় এর উপর অংশ গ্রহণকারী প্রতিযোগিরা আগামী ১০.১১.২০২৫ ইং তারিখ এর মধ্যে দায়িত্বরত বিচারকগণদের কাছে সোনা মণিদের পারফরম্যান্স ভিডিও পাঠাতে হবে। 
ফলাফল ঘোষণা : আগামী ২০.১১.২০২৫ ইং
পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর সময় সূচী পরে জানানো হবে। 
পরিশেষে, ছোট্ট সোনা মনিদের 
অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন করা আমাদের সকলের কামনা 🌹🌹
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা। 💚💚💚💚
ধন্যবাদান্তে
ইউনিটি অব কুমিল্লা এস এস সি ২০০১ ফাউন্ডেশন।