
22/12/2024
বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যের জায়গা জেলখানা। ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মোস্তাককে জেল দেওয়া হয়েছিল। কার্টুন আঁকার দায়ে কিশোর ভাই জেলে ছিলো। লেখক মোস্তাকের জেল জীবনের দিনলিপি এতটাই অমানবিক ছিলো যে এই মানুষটার মৃত্যু কারাগারে হয়েছিল। তাঁর জেল জীবনের নির্মমতার বর্ণনা আমরা কিশোর ভাইয়ের জেল পরবর্তী সময়ে মিডিয়ার মাধ্যমে জেনেছি।
এখন আওয়ামীলীগ নেতারা জেলে বন্দী। অনেকেই টানা একমাস ধরে রিমান্ডে ছিলো। কিন্তু উনাদের বেশভূষা, অট্ট হাসিতে শতশত মানুষ হত্যার কোনো অনুশোচনার ছাপ দেখা যায়নি। মনে হচ্ছে তারা জেলে বেশ আয়েশি জীবন কাটাচ্ছে। অন্যদিকে জেলে থাকা সাধারণ মানুষের কাছ থেকে খোঁজ নেন- দেখবেন জেলখানায় জীবন কেমন দুর্বিষহ।
জেলখানার বৈষম্যটাও নিরসন হোক।
- Rajib Babu