
25/06/2025
ছবিতে যা দেখছেন এর নাম টিক, একটা পোকা! জাপানে টিক কামড়ে প্রাণঘাতী রোগ ছড়াচ্ছে, সবাই সতর্ক থাকুন!
জাপানের কান্টো অঞ্চলে টিক-বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। শিজুওকা প্রিফেকচারে একজন নারী SFTS ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই রোগে মৃত্যুহার প্রায় ২৭ শতাংশ। উপসর্গ হিসেবে জ্বর, দুর্বলতা ও ডায়রিয়া দেখা যায়।
এই ভাইরাস শরীরে প্রবেশ করার ছয় দিন থেকে দুই সপ্তাহের মধ্যে লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময় শরীরে টিকের কামড়ের কোনো দাগও দেখা যায় না, তাই আরও বেশি সচেতন থাকা জরুরি।
যারা গাছপালা বা ঘাসের এলাকায় যান, তারা লম্বা হাতা জামা ও ফুলপ্যান্ট পরলে ভালো হয়। উজ্জ্বল রঙের কাপড় পরলে টিক সহজে দেখা যায়। পোষা প্রাণীদের ঘরের ভেতরে রাখা উচিত এবং নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। শুধু মানুষ না, পোষা প্রাণীও আক্রান্ত হচ্ছে। গত মাসে একটি বিড়াল এই ভাইরাসে মারা গেছে। যারা কৃষিকাজ করেন বা বাগানে কাজ করেন, তাদের ঝুঁকি বেশি।
জাপানে ছোট্ট একটা পোকাও বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। যারা জাপানে আছেন, তারা সতর্ক থাকুন; স্বাস্থ্য সচেতনতা সবখানেই জরুরি।