Face 2 Face

Face 2 Face 日本語をならっています

17/10/2025

শরৎকালের শুভ্র শাদা কাশফুল।

কৃষি ভিসায় এসে অন্য সেক্টরে কাজ - অবশেষে গ্রেফতারসম্প্রতি জাপানের ইয়মানাশি প্রিফেকচারে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে।...
16/09/2025

কৃষি ভিসায় এসে অন্য সেক্টরে কাজ - অবশেষে গ্রেফতার

সম্প্রতি জাপানের ইয়মানাশি প্রিফেকচারে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে। জানা গেছে, কয়েকজন ইন্দোনেশিয়ান নাগরিককে “কৃষি কাজ” করার ভিসা দিয়ে আনা হলেও তাদেরকে অবৈধভাবে একটি ক্লিনিং ফ্যাক্টরিতে কাজ করানো হয়।

জাপানি পুলিশ এ ঘটনায় একটি মানবসম্পদ কোম্পানির ৪ জন কর্মকর্তাকে গ্রেফতার করেছে। অভিযোগ হলো, তারা ভিসার শর্ত ভঙ্গ করে এসব বিদেশি শ্রমিককে কৃষির বাইরে অন্য সেক্টরে কাজে নিয়োজিত করেছে।

কেন এটি অপরাধ?

জাপানের আইন অনুযায়ী,

কৃষি ভিসা পেলে শুধুমাত্র কৃষি খাতে কাজ করার অনুমতি থাকে।

অন্য কোনো সেক্টরে কাজ করা ভিসা শর্ত লঙ্ঘন হিসেবে ধরা হয়।

এর ফলে নিয়োগকর্তা ও এজেন্সির বিরুদ্ধে শ্রম আইন, ভিসা আইন ও মানবসম্পদ পরিচালনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

রিপোর্ট অনুযায়ী, এই অবৈধ কাজের মাধ্যমে কোম্পানিটি প্রায় ৭ মিলিয়ন ইয়েন এরও বেশি আর্থিক সুবিধা নিয়েছে।

এর প্রভাব কী হতে পারে?

বিদেশি শিক্ষার্থী ও শ্রমিকদের ওপর কড়া নজরদারি বাড়বে।

ভবিষ্যতে ভিসা পাওয়া আরও কঠিন হতে পারে।

অনেক সৎ শ্রমিক ও ছাত্রও সমস্যায় পড়তে পারে শুধুমাত্র কিছু অসাধু এজেন্সি বা কোম্পানির কারণে।

জাপানে যেতে হলে সঠিক ভিসা ক্যাটাগরি সম্পর্কে জানুন।

কোনো এজেন্সি যদি ভিন্ন সেক্টরের কাজের জন্য ভিন্ন ভিসা দেয়, তাহলে সতর্ক হোন।

সবসময় অফিসিয়াল Immigration Bureau of Japan বা আধিকারিক ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করুন।

প্রলোভনে পড়ে ভিসার শর্ত ভঙ্গ করবেন না—এটি ভবিষ্যতের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।

সতর্ক থাকুন, সঠিক তথ্য জানুন, ভুয়া এজেন্সি থেকে দূরে থাকুন।
এই পোস্ট শেয়ার করুন যাতে সবাই সচেতন হয়।

আরও এধরনের গুরুত্বপূর্ণ আপডেট ও সঠিক তথ্য পেতে আমার পেজটি অবশ্যই Follow করুন
copy from dream japan

Thai airlines catering. সে কি আপ্যায়ন ছিলো!!!😋😋
15/09/2025

Thai airlines catering.
সে কি আপ্যায়ন ছিলো!!!😋😋

সে সময়ের রাজা কার??এখন তারা রাজা।
17/06/2025

সে সময়ের রাজা কার??এখন তারা রাজা।

মানুষ কখনও পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক ...
08/06/2025

মানুষ কখনও পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি। কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, যে কারণে প্রায়ই আমরা ইট পাথরে পা হড়কে পড়ে যাই।

জীবনের মতোই, সম্পর্কের পথও এরকমই। একটি সম্পর্ক – সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন – কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময়মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়ত তেমন একটা গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। একটা সময়ে গিয়ে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না, বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান।

আমরা অনেক সময় ভাবি, “এতো ছোট একটা বিষয়, ও এতটা রাগ করল কেন?” কিন্তু ওই ছোট্ট বিষয়টাই হয়ত তার কাছে বড় ছিল। হয়ত সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল, হয়ত ও একটুখানি বেশি সময় চেয়েছিল, হয়ত আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে।

তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার।

সময়মতো একটি মেসেজ, ক্লান্ত দিনে এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি, কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা — এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আজীবনের বন্ধন গড়ে তোলে।

সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা। তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা। একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, একটুখানি গুরুত্ব দেওয়া, একটুখানি সহানুভূতি — এগুলোই একটি সম্পর্কের মেরুদণ্ড।

মনে রাখবেন, সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা, জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে ওই ছোট ছোট খুঁটিনাটিতেই!
©

'টাঙ্গাইলের মানুষের' প্রশংসা করবো আজ। এই ছবিটা কোনো সাধারণ একটা ছবি না, এটার পিছনে একটা 'ভালো মানুষের' গল্প আছে। টাঙ্গাই...
06/06/2025

'টাঙ্গাইলের মানুষের' প্রশংসা করবো আজ। এই ছবিটা কোনো সাধারণ একটা ছবি না, এটার পিছনে একটা 'ভালো মানুষের' গল্প আছে।
টাঙ্গাইল মহাসড়কে আজ ছিলো তীব্র জ্যাম। ৪-৫ ঘন্টা ধরে মানুষ একই জায়গায় বসে ছিলো৷ কোনো নাড়াচাড়া নাই, এদিকে গরমে মানুষ অস্থির!

ঠিক তখনি রাস্তার পাশের এই ভদ্র মহিলা তার বিল্ডিংয়ের সব ওয়াশরুম উন্মুক্ত করেছেন সকল নারীদের জন্য, উপর থেকে পাইপ দিয়ে পানির লাইন নামিয়ে দিয়েছেন। এই অসহ্য গরমে এমন পানি পেয়ে সবাই কি পরিমান শান্তি পেয়েছে,তা আর বলে বুঝানো যাবেনা।

দুনিয়ায় যদি ১০০ খারাপ মানুষ থাকে, তাদের জন্য ১ জন ভালো মানুষ আছে যিনি বাকি খারাপ মানুষদের জন্য একাই যথেষ্ট!
আল্লাহ এই ভদ্র মহিলাকে উত্তম প্রতিদান দিক। আমিন ❤️
©কবিতা

06/06/2025

জাপানে চালের দর নিয়ন্ত্রণের লক্ষে সরকার ভর্তুকী দিয়ে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।যা আজকে থেকে কার্যকর করা হইতেছে।

জাপানে চালের দর নিয়ে আমরা সবাই খুব চিন্তিত ছিলাম। এবার মনে হয় চালের বাজারে একটু স্বস্তি ফিরতে যাচ্ছে।
02/06/2025

জাপানে চালের দর নিয়ে আমরা সবাই খুব চিন্তিত ছিলাম। এবার মনে হয় চালের বাজারে একটু স্বস্তি ফিরতে যাচ্ছে।

02/06/2025
02/06/2025

দৌড় শুরু করার জন্য এই ঘোড়াটিকে অপড় পাশে নিয়ে যাওয়া হচ্ছে।৫-৫-২০২৫ইং

02/06/2025

বাংলাদেশের মতো জাপানেও ঘোড়া দৌড় হয়।আর তা দেখার জন্য জাপানিজদের উপচে পড়া ভীড়।

31/05/2025

৪০০ বছর আগে নির্মিত একটি ক্যাসেল।ফুশিমি ক্যাসেল, কিয়োতো, জাপান।

住所

Kyoto-shi, Kyoto
601-1463

ウェブサイト

アラート

Face 2 Faceがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Face 2 Faceにメッセージを送信:

共有する