Miltan Monjib

Miltan Monjib I go to different places and make videos with the scenery there.

যতদিন বোকা হয়ে থাকবেন, ততদিন সবার সাথে সম্পর্ক ভাল থাকবে। যখন থেকেই চালাক হওয়ার চেষ্টা করবেন, তখন থেকে সম্পর্ক নষ্ট হওয়া...
31/08/2025

যতদিন বোকা হয়ে থাকবেন, ততদিন সবার সাথে সম্পর্ক ভাল থাকবে। যখন থেকেই চালাক হওয়ার চেষ্টা করবেন, তখন থেকে সম্পর্ক নষ্ট হওয়া শুরু হবে।

সুশি জাপানের ঐতিহ্যবাহী খাবার, যেখানে ভাতের সাথে মাছ, ডিম বা সবজি মিলে অনন্য স্বাদ সৃষ্টি করে।
26/08/2025

সুশি জাপানের ঐতিহ্যবাহী খাবার, যেখানে ভাতের সাথে মাছ, ডিম বা সবজি মিলে অনন্য স্বাদ সৃষ্টি করে।

১৮ আগস্ট ছিল আমার জন্মদিন। সেই দিনটি আমার জীবনে রঙ ছড়াল অসংখ্য হৃদয়ের ভালোবাসায়। শুভেচ্ছার ঝর্ণাধারা নেমে এলো বন্ধু, প্র...
21/08/2025

১৮ আগস্ট ছিল আমার জন্মদিন। সেই দিনটি আমার জীবনে রঙ ছড়াল অসংখ্য হৃদয়ের ভালোবাসায়। শুভেচ্ছার ঝর্ণাধারা নেমে এলো বন্ধু, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের কল্যাণ-কামনায়।

ব্যস্ততার কোলাহলে সবার প্রতি উত্তর জানাতে না পারলেও, প্রতিটি শব্দ, প্রতিটি আশীর্বাদ আমি বুকের গভীরে লিখে রেখেছি কবিতার মতো।

আপনাদের স্নেহ, আপনাদের প্রার্থনা আমার জন্য অমৃতধারা, যা দুঃখে সান্ত্বনা ও অন্ধকারে আলো হয়ে পথ দেখাবে সারাজীবন।

19/08/2025

অন্য একটা মানুষকে ভ্যালু দেওয়াটাও শিষ্টাচারের একটা অংশ।

14/08/2025

বাংলাদেশের মানুষ চাঁদাবাজি করে, লুটপাট করে, সুদ খায়, ঘুষ খায়
কিন্তু Coca-Cola খায় না কারণ coke খাওয়া হারাম🥴

২৪ বছর হয়ে গেল আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়েছে।🤣
11/08/2025

২৪ বছর হয়ে গেল আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়েছে।🤣

জাপানের রামেন গরম, সুস্বাদু ও মন ভরানো খাবার; নুডলস, স্যুপ ও টপিংস মিলে সৃষ্টি করে এক অসাধারণ স্বাদযাত্রা।
10/08/2025

জাপানের রামেন গরম, সুস্বাদু ও মন ভরানো খাবার; নুডলস, স্যুপ ও টপিংস মিলে সৃষ্টি করে এক অসাধারণ স্বাদযাত্রা।

মানুষ মূলত আমাদের অবস্থানকে ভালবাসে।
02/08/2025

মানুষ মূলত আমাদের অবস্থানকে ভালবাসে।

“উৎসবের মাংস শুধু আহার নয়, তা অতীতের আগুনে ভাজা ঐতিহ্যের স্বাদ।”
31/07/2025

“উৎসবের মাংস শুধু আহার নয়, তা অতীতের আগুনে ভাজা ঐতিহ্যের স্বাদ।”

গতকাল জাপানের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা 41.2°C রেকর্ড হয়েছে হিওগো প্রিফেকচারের টাম্বা শহরে। এটি পূর্বের রেকর্ড (41.1°C...
31/07/2025

গতকাল জাপানের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা 41.2°C রেকর্ড হয়েছে হিওগো প্রিফেকচারের টাম্বা শহরে।

এটি পূর্বের রেকর্ড (41.1°C, হামামাতসু ২০২০ ও কুমাগায়া ২০১৮) কে ছাড়িয়ে গেছে। এই একই দিনে কিয়োতো'তে প্রথমবারের মতো 40°C তাপমাত্রা রেকর্ড হয়।

হিটস্ট্রোক পরিস্থিতি সর্বশেষ ১ সপ্তাহে হাসপাতালে ভর্তি হয় ১০,৮০৪ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জন । এটি বছরের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক সংখ্যা।

জাপানজুড়ে তাপমাত্রা 35°C ছাড়িয়ে গেছে শত শত জায়গায়। ৩৮টি জায়গায় নতুন রেকর্ড তাপমাত্রা দেখা গেছে।

সরকার হিটস্ট্রোক সতর্কতা জারি করেছে এবং নাগরিকদের শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় থাকার অনুরোধ জানিয়েছে।

জীবন: একটি ছোট অথচ গভীর যাত্রাজীবন এক বিস্ময়কর উপহার, যার শুরু জন্ম দিয়ে, আর শেষ হয় মৃত্যুতে। এর মাঝের প্রতিটি মুহূর্তই ...
29/07/2025

জীবন: একটি ছোট অথচ গভীর যাত্রা

জীবন এক বিস্ময়কর উপহার, যার শুরু জন্ম দিয়ে, আর শেষ হয় মৃত্যুতে। এর মাঝের প্রতিটি মুহূর্তই একেকটি অভিজ্ঞতা, একেকটি শিক্ষা, একেকটি গল্প। কখনও আনন্দ, কখনও দুঃখ—জীবন ঠিক এভাবেই আমাদের গড়ে তোলে, ভাঙে আবার গড়েও।

মানুষ জীবনকে যেমনভাবে গ্রহণ করে, তেমনভাবেই তার অর্থ দাঁড়ায়। কেউ জীবনকে শুধু সংগ্রাম বলে মনে করে, কেউবা ভালোবাসার ক্ষেত্র হিসেবে দেখে। কারো কাছে জীবন মানে দায়িত্ব, আবার কারো কাছে কেবল এক স্রোতের উপর ভাসমান সময়। কিন্তু একটি কথা সবক্ষেত্রেই সত্য—জীবন চিরস্থায়ী নয়। এই ক্ষণিকতার মধ্যেই আমাদের বাঁচতে হয়, ভালোবাসতে হয়, স্বপ্ন দেখতে হয়।

জীবনের প্রতিটি ধাপে আমরা নতুন কিছু শিখি। শৈশব শেখায় নির্ভরতা, যৌবন শেখায় স্বাধীনতা, আর বার্ধক্য শেখায় পরিণতি। তবুও, আমাদের দায়িত্ব হলো জীবনের প্রতিটি অধ্যায়কে সম্মান করা, উপলব্ধি করা এবং এর গভীরতাকে উপলব্ধি করে বাঁচা।

জীবন কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু আমাদের হাতে থাকে প্রতিক্রিয়া—আমরা কীভাবে প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হবো, সেটাই আমাদের চরিত্র গড়ে তোলে। তাই জীবন মানে শুধু অস্তিত্ব নয়, বরং অর্থপূর্ণভাবে বেঁচে থাকা।

সবশেষে, জীবনকে যদি সত্যিই উপলব্ধি করতে হয়, তবে প্রয়োজন ধৈর্য, কৃতজ্ঞতা ও সচেতনতা। কারণ জীবন একবারই আসে, কিন্তু স্মৃতি হয়ে থাকে চিরকাল। যতদিন আছি, ততদিন যেন বাঁচি সত্যিকারের মানুষ হয়ে—এই হোক জীবনের মূল সার্থকতা।

মিল্টন মনজীব
টোকিও, জাপান।

টোটাল ১৭.২ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে অফিস গেলাম। একটুও ক্লান্ত হইনি। বেশ ভালই ফিল করেছি। সাইকেল মানেই আমার আবেগ।ছবি...
25/07/2025

টোটাল ১৭.২ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে অফিস গেলাম। একটুও ক্লান্ত হইনি। বেশ ভালই ফিল করেছি। সাইকেল মানেই আমার আবেগ।

ছবি : নিজের সাইকেল।

住所

Minato, Tokyo

電話番号

+8801409092124

ウェブサイト

アラート

Miltan Monjibがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する