11/03/2025
আমি যখন জাপানে ছাত্র অবস্থায় ছিলাম ,তখন শুক্রবার আর শনিবার রাতে পার্ট টাইম জব করতাম যখন বাসায় ফিরতাম তখন ভোর ৫:০০টা⏱
আমার বাসার পাশেই ৪৫/৫০ বয়সের এক ভদ্র লোক বাস করতেন ,আমি যখন ই বাসায় ফিরতাম তখন ই দেখতাম ঐ লোক বাসার আঁশে-পাশে ঝাড়ু দিচ্ছে, মজার ব্যপার হলো ২ দিকে সরকারি রাস্তা , রাস্তার পাশে যে গাছগুলো আছে ঐ গাছ থেকে পরা পাতা গুলো ঐ ভদ্রলোক সকালে ওঠে ঝাড়ু দিতেন.. আমি যত দিন ভোর ৫:০০ টায় বাসায় ফিরেছি ঠিক তত দিন ভদ্র লোক কে ঝাড়ু দিতে দেখেছি।জাপানের রাস্তা গুলো এতো পরিস্কার রাখা হয় আপনি চাইলে ময়লা ফেলতে মন চাইবে না।আমরা জাপান আসার পর কেও ই বাহিরে কোথাও ময়লা বা বোতল রাস্তায় ফেলি দি না ,,কোথাও ফালানোর জায়গা না থাকলে ব্যাগে করে বাসা পর্যন্ত নিয়ে আসি.. প্রায় সবাই সেইম কাজ করে,, সেইম কাজ টা আমরা কিন্তু বাংলাদেশে করতাম না.. একই মানুষ ,যে কাজ টা বাংলাদেশে করতাম না, সে কাজটা জাপানে আবার খুব সুন্দর করে যাচ্ছি,
কারণ হচ্ছে পরিবেশ পরিস্তিতির ,
আমাদের দেশেও সম্ভব হতো যদি যারা নিয়ম তৈরি করে তারা যদি সে নিয়ম কে সম্মান করতো।
আমাদের দেশে সবাই দেশ কে ভালবাসে তবে সেটা শুধু মাত্র স্বার্থের জন্যে😢