Mou’s Diary

Mou’s Diary Mou’s Diary, 動画クリエイター, Narashino-shiの連絡先情報、マップ、方向、お問い合わせフォーム、営業時間、サービス、評価、写真、動画、お知らせ。

আসসালামু আলাইকুম, আমি মৌ এবং জাপানে থাকি। জাপানের দৈনন্দিন জীবন, পড়াশুনা, জব, ভ্রমণ এবং আরোও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।

এক সময় কতো যে খেলেছি এই কচুরিপানার ফুল দিয়ে। খুবই সুন্দর হালকা বেগুনি রঙের, মাঝখানে হলুদ ও নীলচে দাগ থাকে—এইটাই কচুরিপান...
17/11/2025

এক সময় কতো যে খেলেছি এই কচুরিপানার ফুল দিয়ে। খুবই সুন্দর হালকা বেগুনি রঙের, মাঝখানে হলুদ ও নীলচে দাগ থাকে—এইটাই কচুরিপানার অন্যতম বৈশিষ্ট্য।

জাপানের শরৎ মানেই লাল পাতার উৎসব।নীল আকাশের নিচে যখন মেপল গাছের পাতা লাল, কমলা আর সোনালি রঙে জ্বলে ওঠে, পুরো পরিবেশটাই য...
15/11/2025

জাপানের শরৎ মানেই লাল পাতার উৎসব।
নীল আকাশের নিচে যখন মেপল গাছের পাতা লাল, কমলা আর সোনালি রঙে জ্বলে ওঠে, পুরো পরিবেশটাই যেন আরেকটা ছবির জগৎ হয়ে যায়। হাঁটার পথগুলো আলোয় ভরে ওঠে, বাতাসে থাকে হালকা ঠান্ডা।

এই লাল পাতার রং পরিবর্তন—
প্রকৃতির খুব নরম, ধীর, অথচ জাদুকরী এক পরিবর্তন।
অনেকেই এটাকে “শরতের শেষ হাসি” বলে, কারণ শীত শুরু হওয়ার আগে প্রকৃতি যেন শেষবারের মতো নিজের রঙ নিয়ে সাজে।

আমাদের পুকুরের পাশে গ্রামের ভাষায় এটাকে খাল বলা হয়। সেই খালের পানি সেচে দেশি মাছ ধরার দৃশ্য আমি খুব উপভোগ করি, কিন্তু আজ...
12/11/2025

আমাদের পুকুরের পাশে গ্রামের ভাষায় এটাকে খাল বলা হয়। সেই খালের পানি সেচে দেশি মাছ ধরার দৃশ্য আমি খুব উপভোগ করি, কিন্তু আজ আর তা করতে পারলাম না।

“শহরের এই রাতগুলো এতটাই নিঃসঙ্গ… যেখানে হাজারো আলোর মাঝেও কেউ আমার অন্ধকার দেখতে পায় না।”
11/11/2025

“শহরের এই রাতগুলো এতটাই নিঃসঙ্গ… যেখানে হাজারো আলোর মাঝেও কেউ আমার অন্ধকার দেখতে পায় না।”

আজ ইউকি বাবুর স্কুল থেকে পিকনিকে যাচ্ছে। চার বছরের বাচ্চা, তাও আবার বাবা–মাকে ছাড়া বড় বাসে করে চিড়িয়াখানায় যাবে! বাংলাদে...
11/11/2025

আজ ইউকি বাবুর স্কুল থেকে পিকনিকে যাচ্ছে। চার বছরের বাচ্চা, তাও আবার বাবা–মাকে ছাড়া বড় বাসে করে চিড়িয়াখানায় যাবে! বাংলাদেশে হলে কি একা পাঠাতে পারতাম কি না?

বিদেশে একজন মা অসুস্থ হলে, তখন বাবার উপর কতটা দায়িত্ব এসে পড়ে, এবার সেটা ভালোভাবে বুঝতে পারলাম। সারাদিন অফিস করার পরও সক...
23/10/2025

বিদেশে একজন মা অসুস্থ হলে, তখন বাবার উপর কতটা দায়িত্ব এসে পড়ে, এবার সেটা ভালোভাবে বুঝতে পারলাম। সারাদিন অফিস করার পরও সকালে ইউকিকে স্কুলে দিয়ে আসা, আবার নিয়ে আসা, বাসায় তার যত্ন নেওয়া, খাওয়ানো—সবকিছুই সে একাই করছে। মাঝে মাঝে আমাকে নিয়েও ডাক্তারের কাছে যেতে হয়। সব দেখে খুব খারাপ লাগে, কিন্তু কিছুই করতে পারছি না।

Good morning
20/10/2025

Good morning

বিদেশে এটাই সবচেয়ে বড় পাওয়া। আজ আমার কাছের শুভাকাঙ্ক্ষী রান্না করে সুন্দর করে দিয়ে গিয়েছে। বিদেশে অসুস্থ হয়ে তার মধ্যে ছ...
19/10/2025

বিদেশে এটাই সবচেয়ে বড় পাওয়া। আজ আমার কাছের শুভাকাঙ্ক্ষী রান্না করে সুন্দর করে দিয়ে গিয়েছে। বিদেশে অসুস্থ হয়ে তার মধ্যে ছোট বেবি থাকলে সত্যিই অনেক কষ্ট হয়। তখন আম্মু, আব্বু, ভাইবোনদের কথা খুব মনে পড়ে। কিন্তু এখানে যারা আছে, তারা সবাই ভাইবোনের মতো — সবাই সবার পাশে থাকে।

Good morning সবার গাছে গাছে এখন এতো সুন্দর কমলা দেখে মন ভরে যায়।
19/10/2025

Good morning
সবার গাছে গাছে এখন এতো সুন্দর কমলা দেখে মন ভরে যায়।

একবার খেয়ে দেখার ইচ্ছে ছিল। খেলাম কিন্তু আমার কাছে অন্য সাধারণ আঙ্গুরই ভালো। জাপানে জনপ্রিয় এক প্রকার আঙ্গুর — Shine Mu...
18/10/2025

একবার খেয়ে দেখার ইচ্ছে ছিল। খেলাম কিন্তু আমার কাছে অন্য সাধারণ আঙ্গুরই ভালো। জাপানে জনপ্রিয় এক প্রকার আঙ্গুর — Shine Muscat (シャインマスカット / Shain Masukatto)।

এটি জাপানের উচ্চমানের, মিষ্টি আর বড় দানার সবুজ আঙ্গুর, যার বিশেষত্ব হলো:
🍇 চামড়াসহ খাওয়া যায় — খোসা পাতলা ও মসৃণ, তাই ছাড়াতে হয় না।
🍇 বীজহীন — সাধারণত কোনো বীজ থাকে না, তাই খেতে খুবই আরামদায়ক।
🍇 অত্যন্ত মিষ্টি ও সুগন্ধযুক্ত — সাধারণ আঙ্গুরের তুলনায় চিনির মাত্রা অনেক বেশি।
🍇 দামি ফল হিসেবে পরিচিত — জাপানে এটি উপহার হিসেবে দেওয়া হয়, বিশেষ করে গ্রীষ্ম থেকে শরৎকালে।

জাপানে কমবেশি সবাই বারবিকিউ করি আমরা। জাপানের হালাল শপগুলোতে বারবিকিউয়ের জন্য যে বিফ পাওয়া যায়, সেটা এতটাই পাতলা যে বারব...
18/10/2025

জাপানে কমবেশি সবাই বারবিকিউ করি আমরা। জাপানের হালাল শপগুলোতে বারবিকিউয়ের জন্য যে বিফ পাওয়া যায়, সেটা এতটাই পাতলা যে বারবিকিউ করার পর শক্ত আর শুকনো হয়ে যায়। এমন খারাপ হয় যে খাওয়ারই মতো থাকে না। কিন্তু এমনটা কেন হয়?

অনেক দিন পর সুন্দর ঝলমলে রোদের দেখা।
17/10/2025

অনেক দিন পর সুন্দর ঝলমলে রোদের দেখা।

住所

Narashino-shi, Chiba

アラート

Mou’s Diaryがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する

カテゴリー