Mou’s Diary

Mou’s Diary Mou’s Diary, 動画クリエイター, Narashino-shiの連絡先情報、マップ、方向、お問い合わせフォーム、営業時間、サービス、評価、写真、動画、お知らせ。

আসসালামু আলাইকুম, আমি মৌ এবং জাপানে থাকি। জাপানের দৈনন্দিন জীবন, পড়াশুনা, জব, ভ্রমণ এবং আরোও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।

নাক ও টি-জোনের ব্ল্যাকহেড, সাদা ব্রণ এবং অতিরিক্ত তেল দূর করার জন্য তৈরি এই ক্লে প্যাক একেবারেই পারফেক্ট। এতে রয়েছে লাল ...
17/09/2025

নাক ও টি-জোনের ব্ল্যাকহেড, সাদা ব্রণ এবং অতিরিক্ত তেল দূর করার জন্য তৈরি এই ক্লে প্যাক একেবারেই পারফেক্ট। এতে রয়েছে লাল কাদা (Red Clay) ও Pink Rock Salt Scrub, যা গভীরভাবে ত্বক পরিষ্কার করে এবং জমে থাকা ময়লা ও সিবাম শোষণ করে নেয়।

🔹 মূল বৈশিষ্ট্য
• মাত্র ৫ মিনিটে সহজ সমাধান
• অতিরিক্ত তেল ও ময়লা দূর করে
• ব্ল্যাকহেড ও পোর ক্লগিং কমাতে সহায়ক
• ত্বককে করে সতেজ ও মসৃণ
• রিফ্রেশিং হার্বাল সুগন্ধে মনও সতেজ রাখে

👉 নিয়মিত ব্যবহার করলে নাকের চারপাশসহ ত্বকের যেসব অংশে তেল বেশি জমে, সেখানে পরিষ্কার ও সতেজ ভাব এনে দেয়।

যারা দালাল বা আদম ব্যবসায়ীদের মাধ্যমে জাপান আসবেন।
16/09/2025

যারা দালাল বা আদম ব্যবসায়ীদের মাধ্যমে জাপান আসবেন।

এই প্রথম এত কম দামে করলা পেলাম, মাত্র ১০০ ইয়েন।
16/09/2025

এই প্রথম এত কম দামে করলা পেলাম, মাত্র ১০০ ইয়েন।

স্কিনকেয়ার পণ্য – Brightening Emulsion TA। ✨এতে আছে Tranexamic Acid, যা ত্বকের দাগ ও ব্রণ-পরবর্তী দাগ হালকা করতে সাহায্...
16/09/2025

স্কিনকেয়ার পণ্য – Brightening Emulsion TA। ✨

এতে আছে Tranexamic Acid, যা ত্বকের দাগ ও ব্রণ-পরবর্তী দাগ হালকা করতে সাহায্য করে এবং ত্বককে করে আরও উজ্জ্বল ও মসৃণ। এটি অ্যালকোহল-ফ্রি, ফ্রেগ্রান্স-ফ্রি এবং কালার-ফ্রি, তাই সংবেদনশীল ত্বকের জন্যও একেবারেই নিরাপদ।

নিয়মিত ব্যবহার করলে এটি ত্বককে আর্দ্র রাখে, মসৃণ করে এবং অকাল দাগ পড়া বা রুক্ষতা প্রতিরোধ করে। 🌸

মুখের ব্রণ বা দাগ ঢাকতে ব্যবহৃত বিশেষ প্যাচ।এটি ত্বকের সমস্যাযুক্ত জায়গাকে পানি ও বাইরের ধুলোবালি থেকে রক্ষা করে এবং দ্র...
15/09/2025

মুখের ব্রণ বা দাগ ঢাকতে ব্যবহৃত বিশেষ প্যাচ।
এটি ত্বকের সমস্যাযুক্ত জায়গাকে পানি ও বাইরের ধুলোবালি থেকে রক্ষা করে এবং দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

✨ এর বিশেষত্ব হলো:
• পানির প্রতি শক্ত প্রতিরোধ ক্ষমতা
• সহজে ঘাম বা আর্দ্রতায় নষ্ট হয় না
• ত্বকে ভালোভাবে ফিট হয়
• ব্যবহার করার পরেও মেকআপ করা যায়, বাইরে থেকে প্রায় বোঝাই যায় না

এই প্যাচে রয়েছে CICA (Tsukubosa extract), গ্লাইসিরিজিন, এবং রোজমেরি অয়েল যা ত্বকের যত্নে সহায়ক।
ত্বকের উপর আলতোভাবে বসে থেকে দাগ ঢেকে রাখে, ফলে বাইরে বের হলেও আত্মবিশ্বাসী থাকা যায়।

হিয়োতান দ্বীপ ভরে গেছে নোংরা, নীচুস্তরের বিদেশি শ্রমিক দিয়ে।”👉 এটা আসলেই খুব অবমাননাকর ও বৈষম্যমূলক মন্তব্য। কিন্তু এমন ...
14/09/2025

হিয়োতান দ্বীপ ভরে গেছে নোংরা, নীচুস্তরের বিদেশি শ্রমিক দিয়ে।”

👉 এটা আসলেই খুব অবমাননাকর ও বৈষম্যমূলক মন্তব্য। কিন্তু এমন মন্তব্য করার সুযোগ দিলে তো তারা করবেই, আর এর প্রভাব সব বিদেশির উপর পড়ে।

আপনি একটি দল পছন্দ করতেই পারেন, কিন্তু জাপানের মতো দেশে থেকে সে রকম আচরণ করা ঠিক নয়। যারা কষ্ট করে জাপানে এসেছে জীবনে কি...
13/09/2025

আপনি একটি দল পছন্দ করতেই পারেন, কিন্তু জাপানের মতো দেশে থেকে সে রকম আচরণ করা ঠিক নয়। যারা কষ্ট করে জাপানে এসেছে জীবনে কিছু ভালো করার জন্য, আপনাদের কারণে তাদেরও সমস্যা হতে পারে। এটা আপনার নিজের দেশ নয় যে ইচ্ছেমতো যা খুশি করবেন। আপনাদের জন্য সব বিদেশিদের প্রতিই জাপানিরা বিরক্ত হয়ে উঠছে, আর কিছুদিন আগে এ বিষয়ে তারা মিছিলও করেছে। ভালো দেশে এসে ভালো শিক্ষা নিয়ে সুন্দরভাবে থাকতে না পারলে, দয়া করে চলে যান।

একটা চালকুমড়োকে কত ভাগে কেটেছে।
13/09/2025

একটা চালকুমড়োকে কত ভাগে কেটেছে।

Good morning from japan.
12/09/2025

Good morning from japan.

প্রাকৃতিকভাবে তৈরি এক অদ্ভুত শিলাখণ্ড, যেটা দেখতে অনেকটা “গডজিলা” নামের বিশাল দানবের মাথা ও মুখের মতো লাগে। সমুদ্রের ঢেউ...
12/09/2025

প্রাকৃতিকভাবে তৈরি এক অদ্ভুত শিলাখণ্ড, যেটা দেখতে অনেকটা “গডজিলা” নামের বিশাল দানবের মাথা ও মুখের মতো লাগে। সমুদ্রের ঢেউ আর বাতাসের কারণে বছরের পর বছর ক্ষয় হয়ে পাথরের এই বিশেষ আকৃতি তৈরি হয়েছে।

📍সূর্যাস্তের সময় এই পাথরটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ আলো-ছায়ার খেলায় গডজিলার মতো রূপটা আরও স্পষ্ট দেখা যায়।

⛅ পর্যটকরা এখানে ছবি তুলতে আসে আর জাপানের অন্যতম ইউনিক ন্যাচারাল স্পট হিসেবে এটি বেশ জনপ্রিয়।

এটা জাপানের এমন একটি গুহা, যার ভেতর থেকে তিনটি ছিদ্র দিয়ে বাইরে সমুদ্র দেখা যায়।
12/09/2025

এটা জাপানের এমন একটি গুহা, যার ভেতর থেকে তিনটি ছিদ্র দিয়ে বাইরে সমুদ্র দেখা যায়।

আমার মনে হয় জাপানে একটু দাম কম। iPhone 17 Pro Max in Japan is ¥194,800 (256 GB).
11/09/2025

আমার মনে হয় জাপানে একটু দাম কম।
iPhone 17 Pro Max in Japan is ¥194,800 (256 GB).

住所

Narashino-shi, Chiba

アラート

Mou’s Diaryがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する

カテゴリー