The Count of Sendai - প্রবাসের গল্প

The Count of Sendai - প্রবাসের গল্প The Count of Sendai - প্রবাসের গল্প, デジタルクリエイター, 宮城県仙台市青葉区三条町, Sendaiの連絡先情報、マップ、方向、お問い合わせフォーム、営業時間、サービス、評価、写真、動画、お知らせ。

02/08/2025

প্রিয়জন হলো তারা যারা আপনার কফিনে পা রেখে আরেকটু উপরে উঠতে চায়।

02/08/2025

ফরাসি উপন্যাসিক আলেকজান্ডার দুমার বিশ্বখ্যাত উপন্যাস থ্রী মাস্কেটিয়ার্স এর একটা জনপ্রিয় ডায়লগ হলো অল ফর ওয়ান এ্যান্ড ওয়ান ফর অল। বাস্তবতা আসলে ভিন্ন। রেসের পাগলা ঘোড়ার উপর আমি একা।
আমার জন্য কেউ নেই আল্লাহ ছাড়া।

05/02/2025

এখন আর ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা হয় না। প্রতিযোগিতা হয় ভাবীদের মধ্যে। নিজের ছেলে-মেয়েকে অন্য ভাবীর ছেলে-মেয়েদের থেকে ভালো করতে হবে

17/12/2024

মন মরে গেলে জানাজা নাই।

29/10/2024

আগুনের দিন শেষ হবে একদিন...

18/10/2024

আমার চোখে স্বপ্ন খেলা করে,
তোমার চোখে প্রেম।
আমার মুখটা ছবি হয়ে যাক,
তোমার বুকটা ফ্রেম।।

23/06/2024

একটা গরুকে দুধ দিতেই হয়। তাকে ঘাস খেতে দিক বা সে নিজে দড়ি ছিড়ে গিয়ে খাক।

29/05/2024

যার জন্য কেউ অপেক্ষারত নেই তার ফিরে যাবার কোনো তারাও নেই। নির্মলেন্দু গুণ, আমিও ক্লান্ত।।

13/01/2024

দুই শ্রেনীর লোক সততার কথা বলে থাকে। এক, যে প্রকৃতই সত এবং দুই যে অত্যন্ত বাটপার। প্রথম জন স্বভাবজাত ভাবেই সততার কথা বলে। দ্বিতীয় জন নিজের স্বার্থ হাসিলে অন্যদের বোকা বানাতে সততার কথা বলে। এর বাইরে আরেক শ্রেণী আছে যারা সততার কথা শুনে প্রকৃত সৎ লোককে অবিশ্বাস করে, বিদ্রূপ করে আর অসত লোককে বিশ্বাস করে।

07/01/2024

সারা দুনিয়া ঘুমিয়ে গেছে প্রিয়। কেবল জেগে থাকে বাংলাদেশি পুলাপাইন। কনবিনিতে নাইট করে।

31/12/2023

যে পথ দিয়ে যায় সে পথিক
আর যে পথ তৈরি করে সে পথিকৃৎ

06/10/2023

মানুষ আখের রস পছন্দ করলেও আখকে যে কোন চিপার মধ্যে দিয়ে যেতে হয়, পিষে ক্ষতবিক্ষতের পর নিংড়ে ছোবরা হয় তা কেউ দেখে না। রসহীন এই ছোবরা শুধুই জ্বালানী।

住所

宮城県仙台市青葉区三条町
Sendai, Miyagi
981-0935

ウェブサイト

アラート

The Count of Sendai - প্রবাসের গল্পがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する