10/01/2025                                                                            
                                    
                                                                            
                                            যখন আল্লাহকে স্মরণ করতে শুরু করবেন, তিনি তখন আপনার নিকট খুলতে শুরু করবেন আপনার নিজের বিবেকের দরজা, তিনি আপনাকে এমনসব বিষয়ে সচেতন করতে শুরু করবেন যা আপনার গহীনে লুকায়িত ছিল, যা নিয়ে আপনি নিজেও সচেতন ছিলেন না।  আপনি তখন আরো ভালো মানুষে পরিণত হবেন, আরো সুস্থ মানুষে পরিণত হবেন। 
ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তুলতে পারবেন নিজের মন্দ আচরণের বিরুদ্ধে, নিজের মানসিক চাপের বিরুদ্ধে। কিছু মানুষ অল্পতেই খুব নার্ভাস হয়ে যায়, কিছু মানুষ অল্পতেই খুব ভীত হয়ে পড়ে, কিছু মানুষ অল্পতেই খুব রাগান্বিত হয়ে পড়ে। আর তারা বুঝতে পারে না যে, তাদের এমন আচরণ করার কারণ কি। 
আন্তরিকভাবে আল্লাহর ঘনিষ্ঠ হতে পারলে এই সমস্যাগুলোর আস্তে আস্তে সমাধান হতে শুরু করবে, দিন দিন ব্যাপারগুলো আরো পরিষ্কারভাবে বুঝতে সক্ষম হবেন। 
কুরআন বলে- وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنسَاهُمْ أَنفُسَهُمْ - "তোমরা তাদের মত হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহও তাদেরকে করেছেন আত্মভোলা।" (৫৯:১৯) 
এখন, এর বিপরীত দিক কোনটি? যারা আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাদেরকে সত্যিকার অর্থে আত্মসচেতন করে দিবেন। সুতরাং, আমাদের আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার মানে আসলে নিজের সম্পর্কে সচেতন হওয়া। 
এটা আমাদের থেকে দূর করে দেয় বহু ধরণের বিষণ্ণতা, জীবন সম্পর্কে অসংখ্য নেতিবাচক অনুভূতি এবং আমাদের সমস্ত সম্পর্কগুলোকে হাজারো রকম সমস্যা থেকে রক্ষা করে। এমনকি নিজের সাথে নিজের যে সম্পর্ক আছে তাকেও রক্ষা করে। 
- উস্তাদ নোমান আলী খান