25/07/2025
দেখতে দেখতে আজ এক বছর পূর্ণ হল আমার এই facebook পেজের ❤️
আমি সত্যিই কখনো ভাবিনি যে ,মাত্র এই এক বছরে “৪৩ হাজার “জন আমার এই পেজের সাথে যুক্ত থাকবে❤️🧿
আপনারা অল্প সময়ে আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন 🙏 যে আমি একেবারে আপ্লুত🥰
আজ থেকে ছ বছর আগে আমি স্বপ্ন দেখেছিলাম আমার নিজের একটা ইউটিউব চ্যানেল হবে ❤️ বিয়ের আগে কোন কারনে হয়নি 🥲কিন্তু বিয়ের পরে দেখলাম এই স্বপ্ন শুধু আমার একার নয় ,আমার স্বামীরও এর সাথে একইভাবে সহমত আছে❤️
২০২১ সালে আমরা দুজন “আহারে আহার “নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল খুলি ❤️কিন্তু কোন কারণবশত আমরা দুজন আলাদা হয়ে যাই 🥲ও জাপানে চলে আসে আর তারপরে অনেক রকম পারিবারিক অশান্তির জেরে আমরা দুজনে আর ওই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারিনি 💔
তবে হ্যাঁ আমরা দুজনেই ঠিক করে রেখেছিলাম আবার যখন আমরা দুজন একসাথে থাকবো, আর সেটা অবশ্যই জাপানে ❤️🥰তখন আমার নিজের আবার একটি চ্যানেল হবে❤️
ফেইসবুক পেজের কথা আমি কখনোই ভাবিনি ,ও বলল যে না ইউটিউবের সাথে সাথে তুমি ফেসবুকেও একটা পেজ খোলো ,আমি তোমার সাহায্য করবো যতটা আমার পক্ষে সম্ভব❤️
বাইরের কাজ ,ঘরের কাজ ,সবটা একা হাতে সামলানো আর তার মাঝে এই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা❤️
যেহেতু এটা আমার স্বপ্ন তাই এই কাজটা করতে আমার বড্ড ভালো লাগে ❤️আর তার সাথে সাথে আপনারা যখন কমেন্ট বক্সে সুন্দর সুন্দর 🥰🥰কথা লিখে আমার প্রতি ভালোবাসা উজাড় করে দেন 🥹🧿তখন আরো আরো বেশি করে এই কাজটা করতে আমার ইচ্ছে করে।
আমি চেষ্টা করব আপনাদের এই ভালোবাসার প্রতি সম্মান রাখতে এবং আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে❤️
❤️একটা কথা বলে যাই আমার এই পেজটির নাম❤️ “তৃয়ান’স ওয়ার্ল্ড”🎈
এই ফটোটি আমার বিয়ের পরে প্রথম শীতলা পুজোর দিনে তোলা 🥰🧿❤️