20/11/2025
জন্মদিন প্রত্যেকটা মানুষের কাছে খুব বিশেষ দিন❤️
আমাদের সমাজে মেয়ে হয়ে জন্মানোটা এখনো পর্যন্ত অনেকের কাছে খুব বিড়ম্বনার😌
কিন্তু আমার বাবা-মা আমাকে এসব কিছুর ঊর্ধ্বে সব সময় রেখেছে😌🧿
আমার বাবাকে যখনই কেউ বলতো ,”একটা মাত্র মেয়ে 😒”তখন প্রত্যেকবার আমার বাবা প্রতিউত্তরে বলতেন ,”আমার এইটাই মেয়ে ,এটাই ছেলে ,আমার এই মেয়েই আমার সব”😌❤️🥹
শেষের দিকে লোকজন বলাও সেই ছেড়ে দিয়েছিল🤭
প্রত্যেকবার আমার বাবা-মা এই জন্মদিনটা অনেক সুন্দর করে উদযাপন করতেন। এই একটা দিন যেদিন আমি একটুও বকুনি খেতাম না বাবা মায়ের কাছে।
এরপর আমার বর ,কোন কিছুর পরোয়া না করে প্রত্যেকটা বছর আমার জন্মদিন এত সুন্দর করে উদযাপন করে ,🥹ওর সামর্থ্য অনুযায়ী ,ও প্রত্যেকবার কাছে থেকে ,দূরে থেকে ,সুন্দরভাবে আমাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করে।
ঠিক আমার বাবা-মা আমায় যেভাবে আগলে রেখেছে, ও তার অন্যথা হতে দেয় না ❤️,
তার মানে এই নয় যে ওর সাথে আমার ঝগড়া মনোমালিন্য হয় না🤷🏻♀️ বাবা মায়ের কাছে যেমন মার বকুনি খেয়েছি 🤭তেমনি ওর সাথেও আমার অনেক ঝগড়া অশান্তি হয়।
কারণ কোন সম্পর্কই একেবারে পারফেক্ট হয় না, তবুও সবকিছুর মধ্যেও যখন একজন আরেকজনের জন্য এতটা ভাবে ,তখন অনেক ভালো লাগে ,নিজেকে সত্যিই অনেক অনেক ভাগ্যবতী মনে হয়🥹❤️
আমরা মেয়েরা স্বামীদের জন্য তো কত কিছুই করি এবং সেটা শ্বশুর বাড়ির লোকেদের খুব ভালোও লাগে। কিন্তু যখন একজন স্বামী তার স্ত্রীর জন্য একটু কিছু করতে চায় ,তখন হয়তো সেটা খুব একটা ভালো লাগে না তাদের😌। আবার অনেকের মনে হয় আদিখ্যেতা , একজন স্বামী তার স্ত্রীকে বাচ্চার মত করে আগলে রাখলে তখন মনে হয় যেন আদিখ্যেতা😌🤷🏻♀️
আমি চাই এমন আদিখ্যেতা প্রত্যেকটা সংসারে হোক❤️
আর যে সমস্ত ছেলেরা বলে আমি তো রান্না করতে জানি না তাই তোমার জন্য করে উঠতে পারিনা 🤷🏻♀️এই কথাটা একেবারে ভুল 😌আমরা মানুষরা পারি না এমন কিছু নেই ..
🙏আমরা মেয়েরা যদি আপনাদের জন্য বাইরের ,ঘরের কাজ সামলেও ,প্রতিদিন রান্না করে খাওয়াতে পারি ,তাহলে বছরে একটা দিন একটা পদ ভালবেসে রান্না করে আপনারা যদি স্ত্রীর সামনে এনে দেন তাহলে তার কতটা ভালো লাগবে একটু ভেবে দেখবেন😌
trian's world